বাতাসের ঘনত্ব কত?
বাতাসের ঘনত্ব কত?
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে মনে করেন যে, বাতাসের কোনো ঘনত্ব নেই। তো যারা এমনটা মনে করেন, তাদের ধারনা সম্পূর্ণ ভুল। কেননা, বাতাসের ও ঘনত্ব আছে। আর বাতাসের ঘনত্বের পরিমান হলো, .00127gm/cc.
আরো দেখুনঃ
Q:বায়ুর ঘনত্ব কিভাবে কাজ করে?
A: আপনি বায়ুমণ্ডলে যত উপরে যাবেন, উপরে বায়ুর অণুগুলি তত কম থাকবে এবং সীমাবদ্ধ বল তত কম হবে। তাই বায়ুমণ্ডলে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ঘনত্ব হ্রাস পায়। মূলত এভাবেই বায়ুর ঘনত্ব কাজ করে থাকে।
Q: বায়ুর ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্ক কি?
A: চাপ বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা স্থির হয় এবং সেই সাথে ঘনত্ব বৃদ্ধি পায়। অপরদিকে যখন তাপমাত্রা বৃদ্ধি পায়, তখন ঘনত্ব হ্রাস পায়।
Q: দ্রুতগামী বায়ু কি নিম্নচাপের সৃষ্টি করে?
A:দ্রুত গতিশীল বায়ু ধীর গতির বায়ুর চেয়ে কম চাপ তৈরি করে। যার ফলে বায়ু নিম্নচাপ এর এলাকার দিকে উঠতে পারে।
Q: বায়ুমন্ডলীয় চাপ সৃষ্টির কারণ কি?
A: যখন মাধ্যাকর্ষণ বায়ুতে কাজ করে, তখন বায়ু পৃথিবীর উপর একটি বল প্রয়োগ করে, যাকে বায়ু চাপ বলে।
- আপনার কোন কিছু জানার থাকলে এখানে জিজ্ঞেস করুন- প্রশ্ন করুন।
বাতাসের ঘনত্ব নিয়ে আমাদের শেষকথা
আপনারা যারা বাতাসের ঘনত্ব কত সে সম্পর্কে জানতে চেয়েছেন। আশা করি, তারা তাদের প্রশ্নের সঠিক উত্তর জানতে পেরেছেন। তো এমন অজানা বিষয় গুলো জানতে হলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।