টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি
টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি | কিভাবে টি২০ বিশ্বকাপ খেলা দেখব?
ICC টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২, ১৬ অক্টোবর থেকে শুরু হবে এবং ১৩ নভেম্বর মেলবোর্নের MCG- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের মাধ্যমে শেষ হবে। উত্তেজনায় ভরপুর একটি খেলা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই খেলায় কোন মুহূর্তে কি হতে যাচ্ছে তা বলা অসম্ভব। একটি ৪ বা ৬ খেলার মোড় একেবারে ঘুরিয়ে দিতে পারে।
বাংলাদেশ ক্রিকেট টিম টি২ ম্যাচ ২০০৬ সালে শুরু করে। সেই ম্যাচেই বাংলাদেশ প্রথম ব্যাট করে এবং 166 রান করে জয় নিয়ে আসে। সেই থেকে বাংলাদেশ টিমের যাত্রা শুরু। এরপর অনেক আলোচনা-সমালোচনা অনেক কিছু হয়েছে। কিন্তু বাঙালির কাছে বাংলাদেশ টিমের প্রতি ভালোবাসা একটুও কমেনি। সফলতা ও ব্যর্থতার অনেক গল্প রয়েছে বাংলাদেশ বা টাইগার টিমের ঝুলিতে।
আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনি জানবেন টি২০ বিশ্বকাপ সময়সূচী ২০২২ কোথায় খেলা অনুষ্ঠিত হবে , ভেন্যু, স্টেডিয়ামগুলো এবং আরো কিছু বিস্তারিত বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কে। তাই শেষ পর্যন্ত পড়লে আপনি টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি সম্পর্কে পর্যাপ্ত ধারণা পাবেন আশা করছি।
আরো দেখুন: সরাসরি ক্রিকেট খেলা দেখার সফটওয়্যার.
২০২২ সালে টি ২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
এবার টি২০ বিশ্বকাপের অষ্টম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলাটি ২০২২ সালের অক্টোবর থেকে নভেম্বরে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। যদিও প্রথমে আয়োজকরা ভারতকে নির্বাচন করেছিলেন আয়োজনের জন্য। কিন্তু তা পরবর্তীতে বাতিল করে অস্ট্রেলিয়া করা হয়।
13 ই অক্টোবর শ্রীলঙ্কা ও নামিবিয়ার মুখোমুখি হওয়ার মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সর্বমোট ১৬ টি দল টি২০ তে অংশগ্রহণ করবেন।
টি২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্ব মোট ১৬ টি দল খেলার সুযোগ পাবে। বাছাই পর্বের দল সংখ্যা আটটি এবং তারা হলো ওয়েস্ট ইন্ডিজ, ওমেন, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ে।
আর মূলপর্বে অংশগ্রহণকারী দল হল ৮টি, সেগুলো হলো: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড।
আইসিসি T20 বিশ্বকাপের ভেন্যু বা স্টেডিয়াম
প্রথমে টি-টোয়েন্টি ২০২২ খেলাটি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে ও নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তীতে ভেন্যু পরিবর্তন করে অস্ট্রেলিয়া করা হয়েছে। যেই স্টেডিয়ামগুলোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবে সেগুলো হলো।
- অ্যাডিলেড ওভাল
- ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড
- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
- পার্থ স্টেডিয়াম
- কার্ডিনিয়া পার্ক (স্টেডিয়া)
- বেলেরিভ ওভাল
- সিডনি ক্রিকেট গ্রাউন্ড
টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি | T20 World Cup 2022 Schedule
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি ও দল নিচে ধারাবাহিকভাবে দাওয়া হল।
- ১৬ অক্টোবর ২০২২ – সকাল ১০ টা – শ্রীলঙ্কা vs নামিবিয়া
- ১৬ অক্টোবর ২০২২ – দুপুর ২ টা – নেদারল্যান্ডস vs সংযুক্ত আরব আমিরাত
- ১৭ অক্টোবর ২০২২ – সকাল ১০ টা – স্কটল্যান্ড vs ওয়েস্ট ইন্ডিজ
- ১৭ অক্টোবর ২০২২ – দুপুর ২ টা – আয়ারল্যান্ড vs জিম্বাবুয়ে
- ১৮ অক্টোবর ২০২২ – সকাল ১০ টা – নেদারল্যান্ডস vs নামিবিয়া
- ১৮ অক্টোবর ২০২২ – দুপুর ২ টা – শ্রীলংকা vs সংযুক্ত আরব আমিরাত
- ১৯ অক্টোবর ২০২২ – সকাল ১০ টা – স্কটল্যান্ড vs আয়ারল্যান্ড
- ১৯ অক্টোবর – দুপুর ২ টা – ওয়েস্ট ইন্ডিজ vs জিম্বাবুয়ে
- ২০ অক্টোবর – সকাল ১০ টা – শ্রীলংকা vs নেদারল্যান্ডস
- ২০ অক্টোবর – দুপুর ২ টা – নামিবিয়া vs সংযুক্ত আরব আমিরাত
- ২১ অক্টোবর – সকাল ১০ টা – আয়ারল্যান্ড vs আয়ারল্যান্ড
- ২১ অক্টোবর – দুপুর ২ টা – স্কটল্যান্ড vs জিম্বাবুয়ে
- ২২ অক্টোবর – দুপুরে ১ টা – Super 12 খেলা শুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপ মূলপর্বের সময়সূচি ২০২২
টি২০ বিশ্বকাপ সময়সূচী ২০২২ সময়সূচী (মূল পর্বের)
- ২২ অক্টোবর – দুপুর ১ টা – অস্ট্রেলিয়া vs নিউজিল্যান্ড
- ২২ অক্টোবর – বিকাল ৫ টা – ইংল্যান্ড vs আফগানিস্তান
- ২৩ অক্টোবর – সকাল ১০ টা – গ্রুপ এ১ vs গ্রুপ বি২
- ২৩ অক্টোবর – দুপুর দুইটা – ভারত vs পাকিস্তান
- ২৪ অক্টোবর – সকাল ১০ টা – বাংলাদেশ vs গ্রুপ বি১
- ২৪ অক্টোবর – দুপুর ২ টা – দক্ষিণ আফ্রিকা vs উইনার গ্রুপ বি
- ২৫ অক্টোবর – বিকেল ৫ টা – অস্ট্রেলিয়া vs গ্রুপ এ১
- ২৬ অক্টোবর – সকাল ১০ টা – ইংল্যান্ড vs গ্রুপ বি২
- ২৬ অক্টোবর – দুপুর ২ টা – নিউজিল্যান্ড vs আফগানিস্তান
- ২৭ অক্টোবর – সকাল ৯ টা – দক্ষিণ আফ্রিকা vs বাংলাদেশ
- ২৭ অক্টোবর – দুপুর ১ টা – ভারত vs গ্রুপ বি২
- ২৭ অক্টোবর – বিকাল ৫ টা – গ্রুপ বি২ vs পাকিস্তান
- ২৮ অক্টোবর – সকাল ১০ টা – আফগানিস্তান vs গ্রুপ এ১
- ২৮ অক্টোবর – দুপুর ২ টা – ইংল্যান্ড vs অস্ট্রেলিয়া
- ২৯ অক্টোবর – দুপুর ২ টা – নিউজিল্যান্ড vs গ্রুপ এ২
- ৩০ অক্টোবর – সকাল ৯ টা – বাংলাদেশ vs গ্রুপে এ১
- ৩০ অক্টোবর – দুপুর ১ টা – পাকিস্তান গ্রুপ এ১
- ৩০ অক্টোবর – বিকাল ৫ টা – দক্ষিণ আফ্রিকা vs ভারত
- ৩১ অক্টোবর – দুপুর ২ টা – অস্ট্রেলিয়া vs গ্রুপ এ২
- ০১ নভেম্বর – সকাল ১০ টা – আফগানিস্তান vs গ্রুপ বি১
- ০১ নভেম্বর – দুপুর ২ টা – নিউজিল্যান্ড vs ইংল্যান্ড
- ২ নভেম্বর – সকাল ১০ টা – গ্রুপ বি১ vs গ্রুপ বি২
- ২ নভেম্বর – দুপুর ২ টা – বাংলাদেশ vs ভারত
- ৩ নভেম্বর – দুপুর ২ টা – পাকিস্তান vs দক্ষিণ আফ্রিকা
- ৪ নভেম্বর – সকাল ১০ টা – নিউজিল্যান্ড vs গ্রুপ বি১
- ৪ নভেম্বর – দুপুর – অস্ট্রেলিয়া vs আফগানিস্তান
- ৫ নভেম্বর – দুপুর ২ টা – ইংল্যান্ড vs গ্রুপ
- ৬ নভেম্বর – সকাল ৬ টা – দক্ষিণ আফ্রিকা vs গ্রুপ
- ৬ নভেম্বর – সকাল ১০ টা-পাকিস্তান vs বাংলাদেশ
- ৬ নভেম্বর ২০২২ – দুপুর ২ টা – ভারত vs গ্রুপ এ২
টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনা
- ৯ নভেম্বর – সন্ধ্যা ৭ টা – নির্ণয়ের অপেক্ষায়
- ১০ নভেম্বর ২০২২ – সন্ধ্যা সাড়ে ৬ টা – নির্ণয়ের অপেক্ষায়
ফাইনাল
- ১৩ নভেম্বর ২০২২ – সাড়ে ৭টা – সেমিফাইনাল ১ জয়ী দল vs সেমিফাইনাল ২ জয়ী দল
কিভাবে টি২০ বিশ্বকাপ খেলা দেখব?
আপনি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সরাসরি সম্প্রচার দেখতে পারবেন Sky Sports (স্কাই স্পোর্টস), Star sports (স্টার স্পোর্টস), Star cricket (স্টার ক্রিকেট) চ্যানেল গুলোতে। এছাড়া ইউটিউব এবং ফেসবুকেও আপনি সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 বাংলাদেশ দল
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলার সময়সূচী হলো:
- ২৪ অক্টোবর ২০২২ – সকাল ১০ টা – বাংলাদেশ vs TBD
- ২৭ অক্টোবর ২০২২ -সকাল ৯ টা সাউথ আফ্রিকা vs বাংলাদেশ
- ৩০ অক্টোবর ২০২২ -সকাল ৯ টা বাংলাদেশ vs TBD
- ২ নভেম্বর ২০২২ – দুপুর ২ টা ভারত vs বাংলাদেশ
- ৬ নভেম্বর ২০২২ – সকাল ১০ টা – পাকিস্তান vs বাংলাদেশ
আরো দেখুন:
টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি | T20 World Cup 2022 Schedule F&Q
১. ২০১৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হওয়ার কারণ কি?
ভারতের ষষ্ঠ সংস্করণের পর সপ্তম সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’বছর পর হওয়ার কথা ছিল। কিন্তু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং ২০২২ সালে করার সিদ্ধান্ত নেয়। কারণ ২০১৮ সালে অংশগ্রহণকারী দেশগুলোর দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি নিয়ে ব্যস্ত ছিল।
২. টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ কতক্ষণ স্থায়ী হয়?
টি-টোয়েন্টি ম্যাচ হল ২০ ওভারের একটি খেলা। এর প্রতি ইনিংস ৮০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়।
৩. টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর কোন দেশের?
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন স্কোর ছিল ভারতের। ২০০৮ সালের ফেব্রুয়ারীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি।
৪. টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা কার ছিল?
বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ক্রিস গেইলের। ক্রিস গেইল ৪৬১ ম্যাচে সর্বমোট ১০৫৬ ছক্কা মেরেছেন।
৫. টি-টোয়েন্টিতে ভারতের সর্বনিম্ন স্কোর কত?
টি-টোয়েন্টিতে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ২০০৮ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৪ বলে অলআউট হয়েছিল ভারত।
৬. টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কোন খেলোয়াড়ের রান সবচেয়ে বেশি?
- মাহমুদুল্লাহ ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত সর্বমোট ২১২২ রান করেছেন।
- সাকিব আল হাসান ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত ২০৪৫ রান করেছেন।
- তামিম ইকবাল ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত ১৭০১ করেছেন।
- মুশফিকুর রহিম ২০০৬ থেকে ২০১২ পর্যন্ত ১৫০০ রান করেছেন।
৭. টি-টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
- ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা।
- ২০০৯ সালে ইংল্যান্ড।
- ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ।
- ২০১২ সালেশ্রীলঙ্কা সালে।
৮. টি-টোয়েন্টিতে সবচেয়ে বিজয়ী দল কোনটি?
সবচেয়ে বেশি সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে পাকিস্তানের। পাকিস্তান এযাবৎকাল ১৯৬ ম্যাচ খেলেছে তার মধ্যে ১২৮ ম্যাচে তারা বিজয়ী ছিল আর ৬৮ টিতে তারা হেরেছে।
৯. টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশের ঘরের স্কোর ছিল কার?
ডেভিড ওয়ার্নার (David Warner) যিনি সবচেয়ে বেশি ফিফটি করার রেকর্ড করেছেন ইন্ডিয়ান টি-টোয়েন্টিতে। তার পরেই রয়েছেন দিল্লির শেখর ধাওয়ান ও বিরাট কোহলি, রোহিত শর্মা এবং এবি ডি ভিলিয়ার্স এরা প্রত্যেকেই ৪০ বা তার বেশি সেঞ্চুরি করেছেন টি-টোয়েন্টিতে।
১০. টি ২০ বিশ্বকাপ কত বছর পরপর হয়?
টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে।
উপসংহার: হার-জিত প্রতিটি খেলাতেই থাকে কিন্তু আমরা খেলাটাকে ইনজয় করছি, আনন্দ পাচ্ছি সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কোন কিছুতে জেতার জন্য চেষ্টা, পরিশ্রম, ভাগ্য সবকিছুই প্রয়োজন।
তাই বাংলাদেশ টিমের ব্যর্থতার পরেও বাঙালি কিন্তু যখন কোন খেলা শুরু হয় তখন কিন্তু না দেখে থাকতে পারে না! এটি হচ্ছে একটি আবেগ জড়িত বিষয়!!
টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি গুলো উপরে দেওয়া হয়েছে। কোন ম্যাচগুলো সম্পন্ন হয়েছে, কারা জিতেছে এবং পরবর্তী ম্যাচে কোন কোন দলগুলো অংশগ্রহণ করতে পারবেন, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। আপনি চলমান টি-টোয়েন্টি ম্যাচ কোন চ্যানেল গুলোতে দেখতে পাবেন সেগুলো উল্লেখ করা হয়েছে।
আশা করছি বাংলাদেশ টিম খুব ভালোভাবেই খেলবে এবং সর্বস্তরের ক্রিকেট প্রিয় বাঙালিরা তা উপভোগ করবে। টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি এই আর্টিকেলটি নিয়ে আপনাদের কোন মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।