vlxxviet mms desi xnxx

পর্তুগাল বনাম মরক্কো লাইভ খেলা 2022 | মরক্কো বনাম পর্তুগাল লাইভ ম্যাচ

0
Rate this post

পর্তুগাল বনাম মরক্কো লাইভ খেলা 2022 | মরক্কো বনাম পর্তুগাল লাইভ ম্যাচ ফেসবুকের মাধ্যমে দেখার উপায় | Portugal vs Morocco Live Match 2022

রাউন্ড অফ ১৬ থেকে সুইজারল্যান্ডকে হঁটিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছে রোনালদোর দল পর্তুগাল। গনকালো রোমাসের হ্যাটট্রিকের মাধ্যমে এক বিশাল জয় পায় পর্তুগাল। অপ্রতিরোধ্য পর্তুগালের কাছে ছয়টি গোল খায় সুইজারল্যান্ড আর একটি মাত্র গোলের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করে।

মরক্কো শেষ ম্যাচটিতে সম্পূর্ণ সময়ের ভিতরেও স্পেনের বিপক্ষে একটি গোলও করতে পারেনি। দুই দলই গোলশূন্য অবস্থায় ম্যাচটি শেষ করে। পরবর্তীতে পেনাল্টির মাধ্যমে মরক্কো তিনটি গোল দিয়ে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায়।

পর্তুগাল আর মরক্কো উভয় দলই নিজেদের নাম লিখিয়েছে কোয়ার্টার ফাইনালে। শনিবার ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে পর্তুগাল বনাম মরক্কো লাইভ খেলা। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কোন উপায়ে আপনি পর্তুগাল বনাম মরক্কো লাইভ ম্যাচ উপভোগ করতে পারেন।

পর্তুগাল বনাম মরক্কো লাইভ খেলা সময়সূচী

পর্তুগাল বনাম মরক্কো লাইভ খেলাটি অনুষ্ঠিত হবে শনিবার ১০ ডিসেম্বর রাত ৯:০০ টায়। কোয়ার্টার ফাইনালে পর্তুগাল মুখোমুখি হতে যাচ্ছে মরোক্কোর।  

পর্তুগাল বনাম মরক্কো পরিসংখ্যান

ফুটবল খেলার ইতিহাসে পর্তুগাল একটি শক্তিশালী দল। এদিকে ২০২২ কাতার বিশ্বকাপে একের পর এক জয়ের মাধ্যমে মরক্কো নিজেদেরকে প্রমাণ করেছে। সেই ধারাবাহিকতায় তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগালের। তাই ম্যাচের আগে এই দুই দলের পরিসংখ্যান জানা বেশ জরুরী।

পূর্বে পর্তুগাল মরক্কোর মুখোমুখি হয়েছিল মাত্র দুটি ম্যাচে একটিতে তারা জয় পেয়েছে আরেকটিতে মরক্কো। বিশ্বকাপে ১৯৮৬ সালের বিশ্বকাপে সেই প্রথম ম্যাচে মরক্কো পর্তুগালের প্রতিপক্ষ হিসেব ৩-১ গোলের ব্যবধানে। ২০১৮ সালের বিশ্বকাপে তাদের দেখা হয় একে অপরের সেখানে আবার মরক্কো হেরে যায় পর্তুগালের বিপক্ষে।

জয় পরাজয়ের দিক থেকে দুই দল সমান হলেও মরক্কোই কিন্তু এগিয়ে গোলের দিক থেকে। কারণ এই দুইটি খেলায় মরক্কের গোল সংখ্যা ৩ আর পর্তুগালের মাত্র ২।

পর্তুগাল বনাম মরক্কো লাইভ খেলা অ্যাপ স্ট্রিমিং এর মাধ্যমে

হাতে হাতে এন্ড্রয়েড ফোনের সহজলভ্যতার কারণে ঘরে বসেই নিজের মতো করে প্রতিটি মানুষ খেলা উপভোগ করতে পারেন। তাই এবারের কাতার বিশ্বকাপের সকল খেলাই আপনি অ্যাপ স্ট্রিমিং এর মাধ্যমে দেখতে পারবেন। এর জন্য মাত্র একটি অ্যাপ আপনাকে আপনার ফোনে ইন্সটল করে স্ট্রিমিং করার মাধ্যমে খেলা দেখতে হবে। অ্যাপটির নাম হল টফি (Toffee) অ্যাপ। যার মাধ্যমে যেকোনো সময় খেলার লাইভ সম্প্রচার দেখা সম্ভব। এটি অন্যান্য দেশেও সহজলভ্য। আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলো স্ট্রিমিং করার মাধ্যমে আপনি খেলা দেখতে পারবেন। অ্যাপগুলো হলো:

  • Toffee Apps
  • Mobdro  Apps
  • JioCenema Apps

পর্তুগাল বনাম মরক্কো লাইভে খেলা ওয়েবসাইট

সারাবিশ্বে এমন বেশ কিছু ভালো ওয়েবসাইট রয়েছে যেগুলো স্ট্রিমিং করে আপনি বিশ্বকাপের যেকোনো লাইভ খেলার সম্প্রচার দেখতে পারবেন আপনার ফোনে। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইট গুলোর নাম আমি তালিকা আকারে দিয়ে দিচ্ছি। 

আপনি এখানে প্রতিটি খেলার লাইভ সহ মরক্কো বনাম পর্তুগাল লাইভ ম্যাচ খেলার আগে সব ধরনের ধারণা বিস্তারিত বিষয় থাকবে।   

এখানে দেখুন: কাতার বিশ্বকাপ লাইভ ম্যাচ.

  • Social442 TV
  • Facebook Live
  • Stream2Watch
  • Sportrar.TV
  • Hotstar
  • Sporticos
  • SonyLIV
  • Batman Stream
  • Live TV
  • Eplsite.Football
  • Livesoccer TV
  • MyCujoo TV
  • MyP2P
  • WatchESPN
  • Sport Plus

ফেসবুকের মাধ্যমে মরক্কো বনাম পর্তুগাল লাইভ ম্যাচ

লাইভ খেলা দেখার সবচেয়ে সহজ মাধ্যম হলো ফেসবুক। ক্রিকেট, ফুটবল, বা যেকোনো ধরনের খেলা ও এন্টারটেইনিং বিষয়ে আপনি ফেসবুকের মাধ্যমে উপভোগ করতে পারবেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেইজে লাইভ খেলাগুলোর সরাসরি সম্প্রচার দেখানো হয়। খেলা দেখতে হলে আপনাকে ঐ পেজ বা গ্রুপে প্রবেশ করতে হবে। যেভাবে ফেসবুকের মাধ্যমে আপনি পর্তুগাল বনাম মরক্কো লাইভ খেলা দেখবেন…

  • প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনে থাকা ফেসবুক অ্যাপটি (Facebook Apps) ওপেন করুন।
  • এবার ফেসবুকের উপরের দিকে সার্চ (Search) অপশন খুঁজুন।
  • সার্চ অপশন খুঁজে পাওয়ার পর সেখানে লিখুন “পর্তুগাল বনাম মরক্কো লাইভ ফুটবল খেলা /Portugal vs Morocco Live Football Match”।
  • এবার সার্চ করুন।
  • সার্চ করার পর আপনার স্ক্রিনে অনেকগুলো পেজ বা গ্রুপের লাইভ সম্প্রচার (Live Telecast) দেখাবে।
  • Portugal vs Morocco Live Football Match
  • এখান থেকে আপনি পর্তুগাল বনাম মরক্কো লাইভ খেলা ওপেন (Open) করে দেখা শুরু করতে পারবেন।

সমাপ্তি: পর্তুগাল বনাম মরক্কের পরিসংখ্যান দেখলে যদিও কোন দল বেশি শক্তিশালী কিছুটা হলেও পূর্ব ধারনা করা যায় কিন্তু দুই দলের খেলা অনুষ্ঠিত হয়েছিল এইবার বিশ্বকাপের অনেক আগে আর সময়ের সাথে সাথে প্রতিটি ম্যাচে নিজেদেরকে নিজেরা উন্নতি করে চলেছে। শেষ দুটি ম্যাচেই বেশ ভালো দক্ষতার পরিচয় দিয়েছে দুটি দল। তাই আমার মতে পূর্বের ফলাফল দেখে কখনোই বিবেচনা করা যায় না যে সামনের ম্যাচে কে ভালো করবে কে খারাপ করবে! তাই পর্তুগাল বনাম মরক্কো লাইভ ম্যাচ কেমন হবে সেটি তো ১০ই ডিসেম্বরই বোঝা যাবে। 

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex