২য় রোজার ফজিলত
২য় রোজার ফজিলত | 2tha Rojar Phajilayt
ইসলামে সকল মুমিন মুসলমানের জন্য রমজান মাসের ৩০ টি রোজা রাখা ফরজ। অন্যদিকে, আমাদের জন্য আশুরা কিংবা আইয়ামে বীজের রোজা রখর নিয়ম আছে, যা কিনা অনেক গুরুত্ব বহন করে।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
কিন্তু রমজানের ৩০ টি রোজার মাঝেও যে, প্রতিটি রোজার আলাদা বৈশিষ্ট্য এবং আলাদা গুরুত্ব আর ফজীলত আছে, এটা হয়তো আমরা অনেকেই জানিনা। আজ আমরা জানবো ২য় রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে।
২য় রোজার ফজিলত ও গুরুত্ব
রমজানে প্রথম ১০ দিন রহমতের। আর এর মাঝে ২য় রহমতের দিন হলো ২য় রমজান। এই দিন রোজা রাখার ফলে মহান আল্লাহ তায়ালা খুশী হন। একই সাথে এদিন যে ব্যক্তি রোজা রাখেন, তার পিতা মাতার সকল গুণাহকে মহান আল্লাহ রাব্বুল আলামীন মাফ করে দেন। (এক্ষেত্রে খুব সম্ভবত সকল সগীরা গুণাহ করার কথা বলা হয়েছে)
আরো দেখুনঃ
২য় রমজান নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আজ আমাকে, আপনার রহমতের উসিলাতে, আপনার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যান। আপনার ক্রোধ আর গজব থেকে দূরে সরিয়ে দিন আমায়। আমাকে তৌফিক দিন আপনার পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করার। হে শ্রেষ্ঠ দয়াময়!