১৬তম রোজার ফজিলত
১৬তম রোজার ফজিলত | 16th Rojar Phajilayt
ইসলামে প্রত্যেক মুমিন ব্যক্তির উপর রোজা রাখা ফরজ। দেখতে দেখতে রমজান মাসের আগমন বার্তা সাড়া জাগিয়েছে। প্রত্যেক মুমিন মুসলমানের উপর রমজান মাসে ৩০ টি রোজা রাখা ফরজ।
তবে, প্রতিটি রোজারই আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। আজকে আমরা ১৬তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
১৬তম রোজার ফজিলত ও গুরুত্ব
রমজানের প্রথম ১০ টি রোজার দিন রহমতের। পরের ১০ টি রোজার দিন মাগফেরাতের। এবং সবশেষ ১০ টি রোজার দিন নাজাতের। আর এর মাঝে ১৬তম রোজা হলে রমজানের মাগফেরাতের ৬ষ্ঠ দিন।
রমজান মাসে, ১৬তম রোজা যে ব্যক্তি পালন করবে, মহান আল্লাহ্ তাকে জাহান্নাম হতে মুক্তি দেবেন৷ আর জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করবেন।
আরো দেখুনঃ
১৬তম রোজায় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আজকের এই দিনে আমাকে আপনি আপনার সৎবান্দাদের সাহচর্য লাভের তৌফিক দান করুন। আমাকে মন্দ লোকদের সহিত বন্ধুত্ব করা থেকে দূরে সরিয়ে রাখুন।
আপনার খোদায়ীত্বের শপথ করে বলছি, আপনি আমাকে আপনার রহমতের বেহেশতে স্থান করে দেবেন। হে সমগ্র জগতসমূহের প্রতিপালক!