১৮তম রোজার ফজিলত
১৮তম রোজার ফজিলত | 18th Rojar Phajilayt
আমাদের আরবি মাসের নবম মাস হলো রমজান। আর এই মাসে সকল মুমিন মুসলমানের উপর ৩০ টি রোজা রাখার বিধান ফরজ করা হয়েছে, দ্বিতীয় হিজরীতেই।
আজও সকল ধর্মপ্রাণ মুসলমান নিষ্ঠার সাথে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ৩০ টি রোজা রাখেন। তবে, এই রোজাগুলোর প্রতিটার কিন্তু আলাদা ফজিলত ও গুরুত্ব আছে। আজকে আমরা, ১৮তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
১৮তম রোজার ফজিলত ও গুরুত্ব
১৮তম হলো রমজান মাসে মাগফেরাতের ১০ দিনের ৮ম দিন। এই মাগফেরাতের ১০ দিন ফরজ রোজা রাখার ফজিলত প্রচুর। তবে, যে ব্যাক্তি রমজানে ১৮তম রোজা রাখেন, সেই রোজাদার এবং তাঁর পিতা মাতার উপর আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করার সংবাদ দেয়া হয়। অর্থাৎ বোঝাই যায়, ১৮তম রোজার ফজিলত ও গুরুত্ব অনেক।
আরো দেখুনঃ
১৮তম রোজায় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আজকের এই দিনে আমাকে আপনি সেহরীর বরকতের উসিলাতে সচেতন এবং জাগ্রত করে তলুন। আর সেহরীর নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আপনি আলোকিত করে দিন।
আপনার নূরের উসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাবকে বিকশিত করুন। হে সসকল সাধকদের অন্তর আলোকিতকারী !