২২তম রোজার ফজিলত | 22Tm Rojar Phajilayt
২২তম রোজার ফজিলত ও গুরুত্ব | 22Tm Rojar Phajilayt
ইসলাম শান্তির ধর্ম। ইসলামের ৫ টি ভিত্তি আছে। আর এগুলোর মাঝে একটি হলো রোজা বা সাওম। প্রত্যেক মুমিন ব্যক্তির উপরই রোজা রাখা ফরজ করা হয়েছে। আর তা হলো রমজান মাসের ৩০ টি রোজা।
কিন্তু ৩০ টি রোজার মাঝের প্রতিটিরই কিন্তু আলাদা করে কিছু গুরুত্ব আছে। আজকে আমরা, ২ তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
২২তম রোজার ফজিলত ও গুরুত্ব
২২ তম রোজা হলো রমহান মাসের নাজাতের ১০ দিনের ২য় দিন। এই দিন যে ব্যক্তি রোজা রাখবেন, তার উপর মহান আল্লাহ তায়ালা প্রচুর খুশি হবেন। এছাড়াও, এদিন যে রোজা রাখেন, আল্লাহ তাকে হাশরের ময়দানের সকল প্রকার চিন্তা থেকে মুক্ত করে দেবেন।
আরো দেখুনঃ
হে আমার আল্লাহ! আজকে আপনি আপনার করুণা ও রহমতের দরজা আমার সামনে খুলে দিন এবং বরকত নাজিল করুন। আজকে আমাকে আপনার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আপনার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান করে দিন! হে সকল অসহায় ব্যক্তিদের দোয়া কবুলকারী!