২৬তম রোজার ফজিলত | 26Tm Rojar Phajilayt
২৬তম রোজার ফজিলত | 26Tm Rojar Phajilayt
ইসলামের ৫ টি ভিত্তির মাঝে সাওম বা রেজা একটি। প্রত্যেক মুমিন মুসলমান প্রতিবছর অধীর অপেক্ষায় থাকেন আরবি রমজান মাসের জন্য। এসময়ের ৩০ টি রোজা রাখা আমাদের জন্য ফরজ।
আর এগুলোর প্রতিটিরই কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আর প্রতিটি রোজারই আছে নিজস্ব কিছু ফজিলত ও গুরুত্ব। আজ আমরা, ২৬তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
২৬তম রোজার ফজিলত ও গুরুত্ব
২৬তম রোজা বলতে বোঝানো হয় পবিত্র রমজান মাসের নাজাতের ১০ দিনের ৬ষ্ঠ দিন। এই দিন রোজা রাখলে, আল্লাহ রোজাদারের উপর সন্তুষ্ট হন। এবং এদিন যে ব্যক্তি রেজা রাখেন, তিনি ৪০ বছর আল্লাহর ইবাদত করার সমান সওয়াব পেয়ে থাকেন। তাই, ২৬তম রোজার ফজিলত ও গুরুত্ব অনেক।
আরো দেখুনঃ
২৬তম রোজার সময় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আজকের এই দিনে আপনি আমার সকল প্রচেষ্টাকে গ্রহণ করে নিন। আজ আপনি আমার সকল গুনাহ মাফ করে দিন। আজ আমার সকল প্রকার আমল কাজ কবুল করে নিন এবং সব দোষ ত্রুটিগুলোকে ঢেকে রাখুন। হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা!