২৭তম রোজার ফজিলত | 27Tm Rojar Phajilayt
২৭তম রোজার ফজিলত | 27Tm Rojar Phajilayt
আমাদের আরবি মাসের নবম মাস হলো রমজান। আর এই মাসে সকল মুমিন মুসলমানের উপর ৩০ টি রোজা রাখার বিধান ফরজ করা হয়েছে, দ্বিতীয় হিজরীতেই। আজও সকল ধর্মপ্রাণ মুসলমান নিষ্ঠার সাথে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ৩০ টি রোজা রাখেন। তবে, এই রোজাগুলোর প্রতিটার কিন্তু আলাদা ফজিলত ও গুরুত্ব আছে। আজকে আমরা, ২৭তম রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জানবো।
গুরুত্বপূর্ণ: রমজান মাসের ক্যালেন্ডার 2024
২৭তম রোজার ফজিলত ও গুরুত্ব
২৭তম রোজা বলতে বোঝানো হয়, রমজান মাসের নাজাতের ১০ দিনের ৭ম দিনকে। এই দিন যেই ব্যক্তি রোজা রাখবেন, তাকে কিয়ামতের পর হাশরের ময়দানের কার্যক্রম শেষে, চোখের পলকে পুলসিরাত পার করে দেয়া হবে। এ থেকে এটা সহজেই অনুমান করা যায় যে, ২৭তম রোজার ফজিলত ও গুরুত্ব কতটা!
আরো দেখুনঃ
২৭তম রোজায় নিম্নোক্ত দোয়া পাঠ করতে হয়-
হে আমার আল্লাহ! আজকের এই দিনে আমাকে আপনি শবে ক্বদরের ফজিলত দান করুন। আমার সকল প্রকার কাজ কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে যান। আর আমার অক্ষমতা কবুল করুন এবং ক্ষমা করে দিন আমার সকল প্রকারের অপরাধ। হে সকল যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান!