vlxxviet mms desi xnxx

এশিয়া কাপ ২০২৪ সময়সূচি ক্রিকেট | এশিয়া কাপ সময়সূচি ২০২৪

0
5/5 - (6 votes)

এশিয়া কাপ ২০২৪ সময়সূচি ক্রিকেট | এশিয়া কাপ ২০২৪ বাংলাদেশ সময়সূচি | Asia Cup 2024 Schedule

২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের ১৬ তম আসর এর খেলা চলবে আগষ্ট মাসের ৩১ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ পর্যন্ত (সম্ভাব্য)। আর উক্ত খেলা গুলো নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে। আর আপনি যদি খেলার সেই দিন ও সময় সম্পর্কে জানতে চান। তাহলে আপনাকে এশিয়া কাপ ২০২৪ সময়সূচি সম্পর্কে জানতে হবে।

আর আজকের আলোচনা তে আমি আপনাকে এশিয়া কাপ ২০২৪ সময়সূচি সম্পর্কে বলবো। তো আপনি যদি এশিয়া কাপ ২০২৪ সময়সূচি সম্পর্কে জানতে চান। তাহলে আপনাকে নিচের আলোচিত আলোচনা তে চোখ রাখতে হবে। 

এক নজরে এশিয়া কাপ ২০২৪ এর আয়োজন

আজকে আমি আপনাকে অবশ্যই এশিয়া কাপ ২০২৪ সময়সূচি সম্পর্কে বলবো। তবে তার আগে আমি আপনাকে ২০২৪ সালে আয়োজিত হওয়া এশিয়া কাপ এর ১৬ তম আসর নিয়ে বেশ কিছু তথ্য শেয়ার করবো। যেগুলো সম্পর্কে আপনার জেনে নেওয়া উচিত। যেমন, 

উপরের তালিকা তে আপনি ২০২৪ সালের এশিয়া কাপ এর বিস্তারিত তথ্য গুলো দেখতে পাচ্ছেন। তো এবার আমি আপনাকে সময়সূচি দেখাবো। যেখান থেকে আপনি জানতে পারবেন, ২০২৪ সালে কবে, কখন খেলা অনুষ্ঠিত হবে। 

এশিয়া কাপ ২০২৪ সময়সূচি বাংলাদেশ

এতক্ষনের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, এশিয়া কাপ ২০২৪ কবে অনুষ্ঠিত হবে। তো এবার আমাদের জানতে হবে যে, ২০২৪ সালে অনুষ্টিত হওয়া এশিয়া কাপের খেলা গুলো কোনদিন কোন সময়ে শুরু হবে। আর উক্ত সময়সূচি এর তালিকা নিচে প্রদান করা হলো। যেমন,

এশিয়া কাপের সময়সূচি ২০২৪ – Asia Cup Schedule 2024

তারিখম্যাচভেন্যুগ্রুপসময়সূচী
৩০ আগস্টপাকিস্তান বনাম নেপালমুলতানগ্রুপ এদুপুর ২.৩০
৩১ আগস্টশ্রীলঙ্কা বনাম বাংলাদেশক্যান্ডিগ্রুপ বিদুপুর ২.০০
২ সেপ্টেম্বরভারত বনাম পাকিস্তানক্যান্ডিগ্রুপ এদুপুর ২.০০
৩ সেপ্টেম্বরবাংলাদেশ বনাম আফগানিস্তানলাহোরগ্রুপ বিদুপুর ২.৩০
৪ সেপ্টেম্বরভারত বনাম নেপালক্যান্ডিগ্রুপ এদুপুর ২.০০
৫ সেপ্টেম্বরশ্রীলঙ্কা বনাম আফগানিস্তানলাহোরগ্রুপ বিদুপুর ২.৩০
৬ সেপ্টেম্বরগ্রুপ A 1 বনাম গ্রুপ B 2লাহোরসুপার 4দুপুর ২.৩০
৯ সেপ্টেম্বরগ্রুপ বি 1 বনাম গ্রুপ বি 2ক্যান্ডিসুপার 4দুপুর ২.০০
১০ সেপ্টেম্বরগ্রুপ A 1 বনাম গ্রুপ A 2ক্যান্ডিসুপার 4দুপুর ২.০০
১২ সেপ্টেম্বরগ্রুপ A 2 বনাম গ্রুপ B 1ডাম্বুলাসুপার 4দুপুর ২.০০
১৪ সেপ্টেম্বরগ্রুপ এ ১ বনাম গ্রুপ বি ১ডাম্বুলাসুপার 4দুপুর ২.০০
১৫ সেপ্টেম্বরগ্রুপ A 2 বনাম গ্রুপ B 2ডাম্বুলাসুপার 4দুপুর ২.০০
১৭ সেপ্টেম্বরফাইনালদুপুর ২.০০

এশিয়া কাপ ২০২৪ সময়সূচি ছবি

এশিয়া কাপ ২০২৪ সময়সূচি ছবি

এশিয়া কাপ কিভাবে দেখতে পারবেন?

উপরের আলোচনা থেকে আপনি এশিয়া কাপ ২০২৪ সময়সূচি সম্পর্কে জানতে পারলেন। তো এবার আমাদের জানতে হবে, এশিয়া কাপ ২০২৪ দেখার উপায় গুলো কি কি। আর চলতি বছরের জনপ্রিয় এশিয়া কাপ আসলের সকল খেলা গুলো আপনি মোট ০৩ টি উপায়ে দেখতে পারবেন। সেগুলো হলো, 

  1. টিভি চ্যানেল থেকে,
  2. খেলা দেখার অ্যাপস এর মাধ্যমে এবং 
  3. খেলা দেখার ওয়েবসাইট থেকে।

চলমান সময়ের এশিয়া কাপ ২০২৪ খেলা দেখার উপায় গুলো উপরে উল্লেখ করা হয়েছে। তবে এবার আমাদের জানতে হবে যে, কোন টিভি চ্যানেল বা কোন অ্যাপস থেকে এশিয়া কাপ এর খেলা লাইভ দেখা যাবে। তো এবার আমি আপনাকে সেই বিষয় গুলো সম্পর্কে সঠিক তথ্য প্রদান করবো।

আরো দেখুন-

এশিয়া কাপ ২০২৪ কোন টিভি চ্যানেলে দেখাবে?

যদি আপনি নিয়মিত ক্রিকেট খেলা দেখে থাকেন। তাহলে আপনার একটি বিষয় অবশ্যই জানা থাকবে। সেটি হলো, ক্রিকেট লাইভ দেখার অন্যতম উপায় হলো, টিভি চ্যানেল। আর আপনি যদি নিজের ঘরে বসে থেকে টিভিতে এশিয়া কাপ লাইভ খেলা দেখতে চান। তাহলে আপনাকে “গাজী টিভি” চ্যানেল থেকে দেখতে হবে।

কেননা, এশিয়া কাপের সকল ম্যাচ গুলো সরাসরি সম্প্রচারের স্বত্বাধিকার কিনে নিয়েছে গাজী টিভি। কিন্তুু ধারনা করা হচ্ছে যে, আমাদের বাংলাদেশ থেকে আরো বেশ কিছু টিভি চ্যানেলে এশিয়া কাপ লাইভ দেখা যেতে পারে। আর উক্ত টিভি চ্যানেল গুলো হলো,

  1. নাগরিক টিভি, 
  2. টি স্পোর্টস
  3. স্টার স্পোর্টস, 
  4. টেন স্পোর্টস ও 
  5. বিটিভি,

তবে পরবর্তী সময়ে যদি অন্য কোনো চ্যানেলে এশিয়া কাপ লাইভ দেখানো হয়। তাহলে আপনি আমার এই আর্টিকেল থেকে জেনে নিতে পারবেন।

আজকের এশিয়া কাপ লাইভ খেলা দেখার আগে সব ধরনের  বিস্তারিত বিষয় থাকবে।

এখানে দেখুন: আজকের ক্রিকেট খেলা লাইভ 2024.

এশিয়া কাপ লাইভ দেখার অ্যাপস 

আসলে সবসময় আমাদের বাড়িতে বসে টিভিতে খেলা দেখা সম্ভব হয়না। কেননা, বিভিন্ন কারণে আমাদের ঘরের বাইরে থাকতে হয়। আর সেই সময় আমরা অনলাইনে বিভিন্ন অ্রাপস এর মাধ্যমে লাইভ খেলা দেখার চেষ্টা করি। আর সে কারণে আমরা বিভিন্ন সময় এশিয়া কাপ লাইভ দেখার অ্যাপস গুলোর নাম সম্পর্কে জানতে চাই।

তো ২০২৪ সালে বেশ কিছু অ্যাপস থেকে আপনি এশিয়া কাপ লাইভ খেলা দেখতে পারবেন। আর উক্ত খেলা দেখার অ্যাপস গুলোর নাম হলো,

  1. র‍্যাবিট হোল বিডি এবং 
  2. মাইজিপি অ্যাপ,

যদিওবা কোন অ্যাপস থেকে এশিয়া কাপ লাইভ দেখা যাবে। সে ব্যাপারে এখনও কোনো সিন্ধান্ত জানানো হয়নি। তবে ধারনা করা হচ্ছে যে, উপরের দুইটি অ্যাপসে এশিয়া কাপ লাইভ খেলা গুলো দেখাতে পারে। আবার বাংলালিংক অপারেটর এর ”টফি অ্যাপস” থেকেও লাইভ এশিয়া কাপ দেখানোর সুবিধা আনতে পারে। 

ফেসবুক / ইউটিউব থেকে এশিয়া কাপ লাইভ দেখা যাবে কি?

বর্তমান সময়ে বিভিন্ন লাইভ স্ট্রিমার এর সাহায্য ফেসবুক বা ইউটিউব থেকেও খেলা দেখা যায়। তবে সে জন্য আপনাকে সহজ একটি কাজ করতে হবে। আর সেই কাজটি হলো, 

সবার প্রথমে আপনি ফেসবুক বা ইউটিউব এর মধ্যে প্রবেশ করবেন। তারপর আপনি “Asia Cup 2024 Live” লিখে সার্চ করবেন। আর তারপর আপনার সামনে বিভিন্ন লাইভ স্ট্রিম ভিডিও আসবে। তো আপনি উক্ত ভিডিও গুলোর মাধ্যমে ফেসবুকেই এশিয়া কাপ লাইভ খেলা দেখতে পারবেন।

তবে এই ধরনের স্ট্রিমিং ভিডিও গুলো কিছুক্ষন পরপর ব্লক/ব্যান করে দেওয়া হয়। তাই বারবার আপনাকে Asia Cup 2024 Live লিখে নতুন নতুন লাইভ স্ট্রিমিং ভিডিও গুলোর সাহায্য খেলা দেখতে হবে। আশা করি, আপনি উক্ত বিষয়টি বুঝতে পেরেছেন। 

কোন ওয়েবসাইটে এশিয়া কাপ ২০২৪ আপডেট স্কোর পাবেন?

অনেক সময় আমাদের টিভিতে কিংবা অ্যাপসে লাইভ খেলা দেখা সম্ভব হয়না। তো সে সময় আপনি চাইলে বেশ কিছু ওয়েবসাইট থেকে এশিয়া কাপ লাইভ স্কোর জেনে নিতে পারবেন। আর উক্ত ওয়েবসাইট এর তালিকা গুলো নিচে প্রদান করা হলো। যেমন,

  1. Cricbuzz
  2. ESPNcricinfo
  3. NDTV Sports
  4. ICC Cricket
  5. Sportskeeda
  6. SportsTiger
  7. Cricket.com

উপরের তালিকা তে আপনি যে সকল ওয়েবসাইট এর নাম দেখতে পাচ্ছেন। সেই ওয়েবসাইট গুলো থেকে আপনি এশিয়া কাপ খেলার লাইভ আপডেট স্কোর জেনে নিতে পারবেন।

এশিয়া কাপ ২০২৪ সময়সূচি

এশিয়া কাপের সময়সূচি FAQ

উপরের আলোচনা থেকে আমরা এশিয়া কাপ ২০২৪ সময়সূচি সম্পর্কে জানতে পারলাম। তো এবার আমি আপনাকে এশিয়া কাপ ২০২৪ সম্পর্কে বেশ কিছু অজানা বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যেমন, 

Q:এশিয়া কাপ ২০২৪ কোন দেশে হবে?

A: ২০২৪ সালে যে এশিয়া কাপ এর আয়োজন করা হয়েছে। সেটি মূলত পাকিস্তানে অনুষ্ঠিত হবে। 

Q: এশিয়া কাপ 2024 কবে হবে?

A: এসিসি ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগষ্ট মাসের ৩১ তারিখ থেকে এশিয়া কাপ ২০২৪ এর খেলা শুরু হবে। 

Q: এশিয়া কাপে কয়টি দল অংশগ্রহণ করে?

A: 2024-এ এশিয়া কাপে মোট 6 টি দল অংশগ্রহণ করবে। 

Q: 2024 সালের এশিয়া কাপে কোন কোন দল অংশগ্রহণ করবে?

A: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

Q: এশিয়া কাপ কত ওভারের খেলা হয়?

A: আগের দিন গুলোতে এশিয়া কাপ ৫০ ওভারের খেলা ছিলো। কিন্তুু বর্তমানে এশিয়া কাপ টি টুয়েন্টি ফরম্যাটে হবে। 

এশিয়া কাপ ২০২৪ সময়সূচি নিয়ে আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে যে এশিয়া কাপ ২০২৪ সময়সূচি শেয়ার করা হয়েছে। সেটি মূলত এশিয়া ক্রিকেট বোর্ড থেকে সংগ্রহ করা হয়েছে। তবে উক্ত সময়সূচিতে যদি কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়। তাহলে অবশ্যই আমি আমার আর্টিকেল টি আপডেট করে দিবো।

আর আপনি যদি এশিয়া কাপ ক্রিকেট ২০২৪ সময়সূচি সম্পর্কে সেই আপডেট তথ্য গুলো জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, ‍সুস্থ থাকুন। 

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex