vlxxviet mms desi xnxx

বাংলা বারো মাসের নাম | বাংলা ১২ মাসের নাম

0
4.5/5 - (2 votes)

বাংলা বারো মাসের নাম | Bangla 12 Month Name | বাংলা ১২ মাসের নাম

একটি বছর সম্পূর্ণ হয় বারোটি মাস নিয়ে। ১২ টি মাসের সম্মিলিত রুপেই একটি বছর হয়। একজন বাঙালি হিসেবে প্রতিটি বাঙালির বারটি মাসের নাম অবশ্যই জানা উচিত। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন আজকের আর্টিকেলে আমি বাংলা ১২ মাসের নামগুলো তুলে ধরব। বাংলা বারো মাসের নামের পাশাপাশি ইংরেজি বারো মাসের নাম, আরবি ১২ মাসের নামও থাকছে এই আর্টিকেলে।

বাংলা ১২ মাসের নাম হচ্ছে- বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ , ফাল্গুন ও চৈত্র।

আরো দেখুনঃ আজকের তারিখ বাংলা ইংরেজি আরবি ২০২২

বাংলা বারো মাসের নাম | Bangla 12 Month Name

বাংলা ১২ মাসের নাম তো আমরা মোটামুটি সবাই জানি কিন্তু ইংরেজি কোন মাসগুলো নিয়ে বাংলা বারো মাস হয় বা কোন ঋতুগুলো নিয়ে তা কয়জন জানি?! বাংলা বারো মাসের নামের পাশাপাশি আরবি বারো মাসের নামটাও জানা জরুরী একজন মুসলিম হিসেবে। তাই নিচে বাংলা বারো মাস, বারো মাসের নাম ইংরেজিতে, আরবি বারো মাসের নাম ও ঋতু গুলোর নাম তুলে ধরলাম।

বাংলা বারো মাসের নামইংরেজি হিসেবে ঋতু আরবি মাস হিসেবে 
বৈশাখ (Boishakh)

জ্যৈষ্ঠ (Joshtho)

আষাঢ় (Ashar)

শ্রাবণ (Srabon)

ভাদ্র (Vadro)

আশ্বিন (Ashin)

কার্তিক (Kartik)

অগ্রহায়ণ (Agrayan)

পৌষ (Poush)

মাঘ (Magh)

ফাল্গুন (Falgun)

চৈত্র (Chaitra)

এপ্রিল – মে 

মে – জুন 

জুন – জুলাই 

জুলাই – আগস্ট 

আগস্ট – সেপ্টেম্বর 

সেপ্টেম্বর – অক্টোবর 

অক্টোবর – নভেম্বর 

নভেম্বর – ডিসেম্বর 

ডিসেম্বর – জানুয়ারি 

জানুয়ারি – ফেব্রুয়ারি 

ফেব্রুয়ারি – মার্চ 

মার্চ – এপ্রিল

গ্রীষ্মকাল

বর্ষাকাল

শরৎকাল

হেমন্তকাল

শীতকাল

বসন্তকাল

মুহহরম

সফর

রবিউল আউয়াল

রবিউছ ছানি

জামাদিউল আউয়াল

জামাদিউছ সানি

রজব

শাবান

রমাজান

শাওয়াল

জুল কাইদাহ

জুল‌ হিজ্জাহ

বারো মাসের নাম ইংরেজি বানান | Bangla 12 Month Name In English

বাংলা ১২ মাসের নাম বাংলায় সবাই জানলেও এই বানানগুলো কিভাবে ইংরেজি উচ্চারণে লিখতে হয় তা অনেক সময়ই ভুল করে থাকেন সবাই। তাই ইংরেজিতে বাংলা মাসের নামের বানানগুলো দিয়ে দিলাম। 

  • Boisakh
  • Joishtho
  • Ashar
  • Srabon
  • Vadro
  • Ashwin
  • Kartik
  • Agrahyan
  • Poush
  • Magh
  • Falgun
  • Chaitra

বাংলা বারো মাসের নাম

বাংলা বারো মাসের নাম

বাংলা বারো মাসের নাম

বাংলা বারো মাসের নাম

বাংলা বারো মাসের নাম

বাংলা বারো মাসের নাম

বাংলা বারো মাসের নাম

বাংলা বারো মাসের নাম

বাংলা বারো মাসের নাম

বাংলা বারো মাসের নাম

বাংলা বারো মাসের নাম

বাংলা বারো মাসের নাম

বাংলা বারো মাসের নাম কখন এবং কিভাবে হয়েছিল? 

বাংলা বারো মাসের নাম তো আমরা অনেকেই জানি মোটামুটি কিন্তু কয়জন আমরা জানি যে এই মাসের নামগুলো কিভাবে করা হয়েছিল? আপনার কি এই প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করে না যে বাংলা বারো মাসের নাম কিভাবে করা হলো? আপনাকে সেটাই জানাবো আজকে। বিভিন্ন নক্ষত্রের নাম থেকে সাধারণত বাংলা বারো মাসের নামকরণ করা হয়েছিল কারণ সে সময় মানুষ সময়, মাসের হিসাব, চন্দ্র, সূর্যের ও নক্ষত্রের উপর নির্ভর করে করতো। আর সেই অনুযায়ী বাংলা ১২ মাসের নামকরণ করা হয়েছিল। 

বৈশাখ-

বিশাখা থেকে বৈশাখের নামের উৎপত্তি। বৈশাখ মানেই কালবৈশাখী ঝড় আর পাকা-কাঁচা ফলের সমারোহ। 

জ্যৈষ্ঠ-

জোষ্ঠা নক্ষত্রের নাম থেকে এই জ্যৈষ্ঠ শব্দটি এসেছে। এই মাসে গরম এত তীব্রমাত্রায় পড়ে যা অসহনীয় হয়ে দাঁড়ায়। 

আষাঢ়-

অষাঢ়া নক্ষত্রের নাম থেকে আষাঢ় শব্দটির আগমন। এই মাসে চারদিক থৈ থৈ করে পানিতে। বৃষ্টির রিমঝিম শব্দে প্রকৃতি মুখর হয়ে ওঠে। 

শ্রাবণ-

শ্রবণা নক্ষত্রের নাম থেকে শ্রাবণ শব্দটি এসেছে। এই মাসে সারা সময়ই বৃষ্টি হতে থাকে। আর চারদিক পানিতে ভরে ওঠে। 

ভাদ্র-

ভদ্রা নক্ষত্রের নাম থেকে এই ভাদ্র মাসের আগমন। এই ভাদ্র মাসে কাশফুল ফোটে। কাশফুল এক স্নিগ্ধতা ও শুভ্রতার ছোঁয়া দিয়ে যায় মানুষের মনে। 

আশ্বিন-

অশ্বিনী নক্ষত্রের নাম থেকে আশ্বিন শব্দটি এসেছে। এই মাসে পূজা -পার্বণ্য হয়ে থাকে। 

কার্তিক-

কৃত্তিকা নক্ষত্রের নাম থেকে কার্তিক মাসটির নামকরণ করা হয়েছে।

অগ্রাহায়ণ-

মৃগশিরা নক্ষত্রের নাম থেকে অগ্রাহায়ণ নামটি এসেছে। অগ্রাহায়ণ মাসকে মার্গশীর্ষও বলা হয়। এই সময় কৃষকের মন আনন্দে ভরে ওঠে কারণ এই সময়ে ধান পাকতে থাকে এবং চারদিক নতুন ও পাকা ধানের গন্ধে মৌঁ মৌঁ  করে। 

পৌষ-

পুষ্যা নক্ষত্রের নাম থেকে পৌষ মাস শব্দটি এসেছে। অগ্রাহয়ণের পরই এই মাস তার মানে নতুন ধান পাকার পরই ঘরে ঘরে তা তোলার পালা। নতুন ধানের তৈরি করা পিঠা, পায়েস, পুলির ঘ্রাণে চারদিক ভরে ওঠে এই মাসে। 

মাঘ-

মঘা নক্ষত্রের নাম থেকে এই মাঘ শব্দটির আবির্ভাব। এই মাসে প্রচন্ড পরিমাণে শীত পড়ে। বিশেষ করে যারা উত্তর অঞ্চলে থাকেন তাদের শীতের পরিমাণ তো বলার মতো না। শীতকে ঘিরেই এই মাসে বিভিন্ন উৎসব পালন করা হয়। 

ফাল্গুন-

উত্তরফাল্গুনী নক্ষত্রের সূর্যের অবস্থান থেকে এই ফাল্গুন নামটি এসেছে। ফাল্গুনের প্রথম দিনটিকে বসন্তবরণ উৎসব হিসেবে বাঙালিরা উদযাপন করে থাকেন। 

চৈত্র-

চিত্রা নক্ষত্রের সূর্যের অবস্থান থেকে এই চৈত্র মাসটির নাম এসেছে। এই সময় চারদিক খড়ায় খাঁ খাঁ করে। বাতাসও যেন এক ফোঁটা পানির জন্য উত্তপ্ত হয়ে ওঠে!

আরো দেখুন:

বাংলা বারো মাসের নাম -FAQ

১. কয়টি ঋতু নিয়ে বাংলা ১২ মাস গঠিত?

ছয়টি ঋতু নিয়ে বাংলা বারো মাস গঠিত প্রতি দুই মাস অন্তর অন্তর একটি ঋতুর আগমন হয়। 

২. বাংলা ১২ মাসের নাম কিভাবে করা হয়েছে?

বাংলা বারো মাসের নাম নক্ষত্রের নাম অনুযায়ী করা হয়েছে। 

সমাপ্তি: আজকের পোস্টে বাংলা বারো মাসের নাম, কোন মাসে কোন ঋতু, ইংরেজি ১২ মাসের নাম ও আরবি ১২ মাসের নাম এবং কিভাবে এই নামগুলর নামকরণ করা হয়েছে তা বিস্তারিত তথ্য আমি তুলে ধরেছি। আশাকরি যারা বারো মাসের নাম সম্পর্কে জানতেন না তারা আজকের পোষ্টের মাধ্যমে জেনে গেছেন। 

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex