বিপিএল ২০২২ সময়সূচী
বিপিএল ২০২২ সময়সূচী | BPL Schedule 2022
ক্রিকেট প্রেমীদের বরাবরই খুব পছন্দের তালিকায় বর্তমানে বিপিএল খেলা। এ যেনো একটা নেশার ঘোর কাজ করায় ক্রিকেট প্রেমীদের জন্য। এমন কোনো বাসা নেই যেখানে একজন হলেও ক্রিকেট প্রেমী নেই। ক্রিকেট প্রেমীরা সারাবছর যেনো অপেক্ষার দিন গুনে এই বিপিএল খেলার জন্য। তবে এই বিপিএল খেলা উপভোগ করার জন্য জানতে হয় সঠিক বিপিএল ২০২২ সময়সূচী। বিপিএল ২০২২ সময়সূচী ছাড়া তো আর খেলা উপভোগ করা সম্ভব নয়।
বিপিএল খেলা ক্রিকেট প্রেমীদের পছন্দের বা আগ্রহের তালিকায় শীর্ষে থাকলেও অনেক সময় শুধুমাত্র সঠিক বিপিএল ২০২২ সময়সূচী না জানার কারণে অনেক ক্রিকেট প্রেমীই বিপিএল খেলা মিস করে যায়। আর তাই আজকের আলোচনা বিপিএল ২০২২ সময়সূচী নিয়ে।
বিপিএল
বিপিএল! পূর্ণরূপ করলে দাঁড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ। সীমিত ওভারের ক্রিকেটের বাংলাদেশ প্রিমিয়ার লীগ। বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের কাছে এ এক উৎসবের নাম। টিভির পর্দা বা স্টেডিয়াম সব জায়গায় বুদ হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। চায়ের দোকানে তর্কের ঝড় উঠে কোন দল জিতবে তা নিয়ে।
বাংলাদেশে টি-টুয়েন্টির এই প্রিমিয়ার লীগ প্রথম আরম্ভ হয় ২০১২ সালে। আনুষ্ঠানিক ভাবে বিপিএল এর উদ্ভোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্ভোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিপিএল এর প্রথম মাঠে ম্যাচ খেলা হয়েছিল ১২ ফেব্রুয়ারি।
সাধারণত প্রত্যেক বিভাগ থেকে একটি দল নিয়ে সাজানো হয়েছিল বিপিএল। নামের ক্ষেত্রে ও ছিল বৈচিত্রের পশরা।
দেখে নেই প্রথম আসরে অংশগ্রহনকারী দলগুলোঃ
- ঢাকা গ্ল্যাডিয়েটরস।
- চিটাগং কিংস।
- দুরন্ত রাজশাহী।
- খুলনা রয়েল বেঙ্গলস।
- সিলেট রয়্যালস।
- বরিশাল বার্নার্স।
২০১২ সালের বিপিএল এর প্রথম আসরে মোট ৩৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ২৯ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্ত হয় বিপিএল এর প্রথম আসর।
বিপিএল ২০২২ বিস্তারিত
বিপিএল এর সর্বশেষ আয়োজন হয়েছিল ২০২০ সালের ১৭ জানুয়ারি। পরপর ২ মৌসুম বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে ক্রিকেটের এই মহা আয়োজন।
শুরু হচ্ছে ২০২২ সালের বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ। বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ (বিপিএল) মানেই অনেক বেশি টানটান উত্তেজনা, খেলার মাঠে এক অন্যরকম যুদ্ধ, কঠিন থেকে কঠিন পাল্লা এক দলের সাথে অন্য দলের। ক্রিকেট প্রেমীদের জন্য এ যেনো এক জাদুর খেলা। আর এই উত্তেজনা পূর্ণ বিপিএল খেলা শুরু হতে যাচ্ছে ২১ জানুয়ারী ২০২২ এ। যা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতৃক ঘোষিত হয়েছে। বিপিএল খেলা উদ্ভোদনী হচ্ছে ২১ জানুয়ারী ২০২২ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮ ফেব্রুয়ারী ২০২২।
বিপিএল এর অষ্টম আসর এটি। বাংলাদেশের ক্রিকেটের জন্য সর্বোচ্চ আয়োজন বিপিএল। যদি বিপিএল এর অষ্টম আসর ২০২১ সালের মার্চ মাসে হওয়ার কথা ছিল কিন্তু করোনার প্রকোপের কারনে আয়োজন করা সম্ভব হয়নি। ২০২২ সালে এসেও হানা দিচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। নানা দোলাচলের মদ্ধেই শেষ পর্যন্ত মাঠে গড়াল বিপিএল এর অষ্টম আসর। ২১ শে জানুয়ারি থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ পর্যন্ত ২৯ দিনব্যাপি চলবে ২০২২ সালের বিপিএল এর এই আয়োজন।
এবারের বিপিএল এর অন্যতম আকর্ষণ এর নামকরণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকি উপলক্ষ অনুসারে টুর্নামেন্ট এর নাম “বঙ্গবন্ধু বিপিএল ২০২২”
এবারের বিপিএল মোট ৬ টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হল-
- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
- কুমিল্লা ভিক্টোরিয়ানস।
- ফরচুন বরিশাল।
- খুলনা টাইগার্স।
- মিনিস্টার ঢাকা।
- সিলেট সানরাইজার্স।
এবারের বিপিএলে গত কয়েক আসরের ২ টি জনপ্রিয় দল রাজশাহী এবং রংপুর বাদ দেয়া হয়েছে।
এবারের বিপিএলে সকল ফ্র্যাঞ্চাইজি মোট ৪৩৫ জন বিদেশী খেলোয়ার এবং ২০৩ জন দেশী খেলোয়ার থেকে তাদের পছন্দের স্কোয়াড সাজিয়েছে। প্রতিটি দলই চেষ্টা করেছে তাদের পছন্দের খেলোয়ার দিয়ে দল সাজাতে। তবে বলা যায়, অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে নতুন কোন চমক নেই। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি অধিনায়কত্বের বেলায় আস্থা রেখেছে বাংলাদেশী স্থানীয় খেলোয়াড়দের উপর।
তবে বিপিএল কিংবা জাতীয় দলের খেলা যাই হোক না কেন বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবারের বিপিএলে মাশরাফি বিন মর্তুজা কোনো দলের অধিনায়কত্বে থাকছেন না।
এক নজরে দেখে নেই এবারের বিপিএল এর অধিনায়ক কারা –
ফ্র্যাঞ্চাইজি | অধিনায়ক |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | মেহেদী হাসান মিরাজ |
কুমিল্লা ভিক্টোরিয়ানস | ইমরুল কায়েস। |
ফরচুন বরিশাল | সাকিব আল হাসান |
খুলনা টাইগার্স | মুশফিকুর রহিম |
মিনিস্টার ঢাকা | মাহমুদউল্লাহ রিয়াদ |
সিলেট সানরাইজার্স | মোসাদ্দেক হোসেন |
বিপিএল ২০২২ সময়সূচী
ক্রিকেট প্রেমীদের কথা ভেবে এবং তাদের সুবিধার কথা চিন্তা করে বিপিএল ২০২২ সময়সূচী এর একটি তালিকা তুলে ধরা হলো। এই তালিকা দিয়ে খুব সহজেই ক্রিকেট প্রেমীরা বিপিএল ২০২২ সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। চলুন তাহলে জেনে নেই বিপিএল ২০২২ সময়সূচী সম্পর্কে।
তারিখ | ম্যাচ | সময় | ভ্যেনু |
জানুয়ারি ২১, ২০২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স VS ফরচুন বরিশাল | দুপুর ২ টা | ঢাকা |
জানুয়ারি ২১, ২০২২ | খুলনা টাইগারস VS ঢাকা স্টারস | সন্ধ্যা ৭ টা | ঢাকা |
জানুয়ারি ২২, ২০২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স VS সিলেট সানরাইজার্স | দুপুর ১.৩০ টায় | ঢাকা |
জানুয়ারি ২২, ২০২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স VS ঢাকা স্টার্স | সন্ধ্যা ৬.৩০ টায় | ঢাকা |
জানুয়ারি ২৪, ২০২২ | ফরচুন বরিশাল VS ঢাকা স্টার্স | দুপুর ১.৩০ টায় | ঢাকা |
জানুয়ারি ২৪, ২০২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স VS খুলনা টাইগার্স | সন্ধ্যা ৬.৩০ টায় | ঢাকা |
জানুয়ারি ২৫, ২০২২ | সিলেট সানরাইজার্স VS ঢাকা স্টার্স | দুপুর ১.৩০ টায় | ঢাকা |
জানুয়ারি ২৫, ২০২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স VS ফরচুন বরিশাল | সন্ধ্যা ৬.৩০ টায় | ঢাকা |
জানুয়ারি ২৮, ২০২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স VS খুলনা টাইগার্স | দুপুর ২টা | চট্টগ্রাম |
জানুয়ারি ২৮, ২০২২ | সিলেট সানরাইজার্স VS ঢাকা স্টার্স | সন্ধ্যা ৭ টা | চট্টগ্রাম |
জানুয়ারি ২৯, ২০২২ | খুলনা টাইগার্স VS ফরচুন বরিশাল | দুপুর ১.৩০ টায় | চট্টগ্রাম |
জানুয়ারি ২৯, ২০২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স VS সিলেট সানরাইজার্স | সন্ধ্যা ৬.৩০ টায় | চট্টগ্রাম |
জানুয়ারি ৩১, ২০২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স VS কুমিল্লা ভিক্টোরিয়ান্স | দুপুর ১.৩০ টায় | চট্টগ্রাম |
জানুয়ারি ৩১, ২০২২ | খুলনা টাইগার্স VS ফরচুন বরিশাল | সন্ধ্যা ৬.৩০ টায় | চট্টগ্রাম |
ফেব্রুয়ারি ০১, ২০২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স VS ঢাকা স্টার্স | দুপুর ১.৩০ টায় | চট্টগ্রাম |
ফেব্রুয়ারি ০১, ২০২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স VS ফরচুন বরিশাল | সন্ধ্যা ৬.৩০ টায় | চট্টগ্রাম |
ফেব্রুয়ারি ০৩, ২০২২ | খুলনা টাইগার্স VS সিলেট সানরাইজার্স | দুপুর ১.৩০ টায় | ঢাকা |
ফেব্রুয়ারি ০৩, ২০২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স VS কুমিল্লা ভিক্টোরিয়ান্স | সন্ধ্যা ৬.৩০ টায় | ঢাকা |
ফেব্রুয়ারি ০৪, ২০২২ | সিলেট সানরাইজার্স VS ফরচুন বরিশাল | দুপুর ২ টা | ঢাকা |
ফেব্রুয়ারি ০৪, ২০২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স VS ঢাকা স্টার্স | সন্ধ্যা ৭ টা | ঢাকা |
ফেব্রুয়ারি ০৭, ২০২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স VS ফরচুন বরিশাল | দুপুর ১.৩০ টায় | সিলেট |
ফেব্রুয়ারি ০৭, ২০২২ | খুলনা টাইগার্স VS সিলেট সানরাইজার্স | সন্ধ্যা ৬.৩০ টায় | সিলেট |
ফেব্রুয়ারি ০৮, ২০২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স VS ঢাকা স্টার্স | দুপুর ১.৩০ টায় | সিলেট |
ফেব্রুয়ারি ০৮, ২০২২ | সিলেট সানরাইজার্স VS ফরচুন বরিশাল | সন্ধ্যা ৬.৩০ টায় | সিলেট |
ফেব্রুয়ারি ০৯, ২০২২ | খুলনা টাইগার্স VS ঢাকা স্টার্স | দুপুর ১.৩০ টায় | সিলেট |
ফেব্রুয়ারি ০৯, ২০২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স VS সিলেট সানরাইজার্স | সন্ধ্যা ৬.৩০ টায় | সিলেট |
ফেব্রুয়ারি ১১, ২০২২ | খুলনা টাইগার্স VS কুমিল্লা ভিক্টোরিয়ান্স | দুপুর ২ টা | ঢাকা |
ফেব্রুয়ারি ১১, ২০২২ | ফরচুন বরিশাল VS ঢাকা স্টার্স | সন্ধ্যা ৭ টা | ঢাকা |
ফেব্রুয়ারি ১২, ২০২২ | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স VS সিলেট সানরাইজার্স | দুপুর ১.৩০ টায় | ঢাকা |
ফেব্রুয়ারি ১২, ২০২২ | খুলনা টাইগার্স VS কুমিল্লা ভিক্টোরিয়ান্স | সন্ধ্যা ৬.৩০ টায় | ঢাকা |
ফেব্রুয়ারি ১৪, ২০২২ | নির্মূলকারী | দুপুর ১.৩০ টায় | ঢাকা |
ফেব্রুয়ারি ১৪, ২০২২ | ১ম কোয়ালিফায়ার | সন্ধ্যা ৬.৩০ টায় | ঢাকা |
ফেব্রুয়ারি ১৬, ২০২২ | ২য় কোয়ালিফায়ার | সন্ধ্যা ৬.৩০ টায় | ঢাকা |
ফেব্রুয়ারি ১৮, ২০২২ | ফাইনাল | সন্ধ্যা ৭ টা | ঢাকা |
বঙ্গবন্ধু বিপিএল ২০২২ এর কোচ
কোচ, যার পরামর্শে একটি দল পরিচালিত হয়। এবার বিপিএল এর অষ্টম আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো কোচ হিসেবে বেছে নিয়েছে দেশী বিদেশী সমানে সমান। ৩ টি ফ্র্যাঞ্চাইজি আস্থা রাখছে স্থানীয় দেশী কোচের উপর। অপরদিকে বাকী ৩ টি ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছেন বিদেশী কোচ।
দেশীয় কোচদের মধ্যে আছেন মোহাম্মদ সালাউদ্দিন কুমিল্লার দায়িত্বে। খালেদ মাহমুদ সুজন ফরচুন বরিশাল এর দায়িত্বে আর ঢাকার দায়িত্বে আছেন পেসার মিজানুর রহমান বাবুল।
বিদেশী কোচের মধ্যে আছেন সাবেক দক্ষিন আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। তিনি দ্বিতীয় বারের মত বাংলাদেশে কোচ হিসেবে দায়িত্ব পালন করতে এসেছেন। ল্যান্স ক্লুজনার খুলনার কোচিং এর দায়িত্ব নিয়েছেন।
চট্টগ্রাম আস্থা রেখেছে তাদের পুরোনো কোচ পল নিক্সন এর উপর। আর সিলেটের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ক্যারিবিয়ান পেস বোলার মারভিন ডিলন।
বিপিএল এর এই আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলার কিছু শর্ত পরিবর্তন করেছেন। শর্তগুলো হলোঃ
- ক্রিকেটের এবারের আসরে সর্বোচ্চ ৩ জন বিদেশী খেলার সুযোগ পাবে প্রতি ম্যাচে।
- প্লেয়ার ড্রাফট এর আগে যে কোন ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ একজন বাংলাদেশী খেলোয়ার এবং ৩ জন বিদেশী খেলোয়ার সাক্ষাৎ করাতে পারবে।
- যে কোন ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের খেলোয়ারদের মধ্যে সর্বনিন্ম ১০ জন এবং সর্বোচ্চ ১৪ জন স্বাক্ষর করাতে পারবে। আর বিদেশী খেলোয়ার এর ক্ষেত্রে সর্বনিন্ম ৩ জন এবং সর্বোচ্চ ৮ জন স্বাক্ষর করাতে পারবে।
বিপিএল ২০২২ সরাসরি সম্প্রচার করবে যেসব চ্যানেল
বিপিএল সময়সূচির পাশাপাশি যদি ক্রিকেট প্রেমীরা সাথে এটাও জেনে যায় যে কোন কোন চ্যানেল বিপিএল খেলাটি সম্প্রচার করবে তাহলে আরো বেশি সুবিধা হয় তাদের জন্য। এ যেনো মেঘনা চাইতে জল! আর তাই ক্রিকেট প্রেমীদের কথা ভেবে বিপিএল ২০২২ সময়সূচী এর পাশাপাশি এখন আলোচনা করছি কোন কোন চ্যানেলে বিপিএল ২০২২ খেলা সরাসরি সম্প্রচার করা হবে। চলুন তাহলে জেনে নেই,
আরো দেখুনঃ ক্রিকেট খেলা দেখার সফটওয়্যার.
বাংলাদেশ | গাজী টিভি (জিটিভি), মাছরাঙ্গা টেলিভিশন |
ভারত | ফ্যানকোড |
পাকিস্তান | জিও সুপার (জিও টিভি) |
যুক্তরাজ্য | বিটি স্পোর্স |
আমেরিকা | Hotstar US |
ক্যারিবিয়ান | ফ্লো স্পোর্টস |
কানাডা | Hotstar Canada |
আফগানিস্তান | আরটিএ (রেডিও টেলিভিশন আফগানিস্তান) |
ইতালি | ইলেভেন স্পোর্টস |
টি- টুয়েন্টি শুরুর গল্প
টি-টুয়েন্টি! ক্রিকেটের এই খুদে সংস্করণ যেন আনন্দের ফেরিওয়ালা। মাঠে চার, ছক্কার ফুলঝুরি বসে ক্রিকেটের এই সংস্করণে। কিভাবে আসলো ক্রিকেটের এই সীমিত ওভারের খেলা? সময়টা ২০০৩ সাল। ইংল্যান্ডে প্রথম ছোট পরিসরের এই খেলার সূচনা ঘটে। আন্তঃকাউন্ট ক্রিকেট প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ব দেখে ক্রিকেটের এই নতুন সংস্করণটিকে।
মনে প্রশ্ন আসতে পারে টেস্ট ক্রিকেট, ওয়ান ডে ক্রিকেট থাকতে ২০ ওভারের খেলা কেন?
ক্রিকেট মাঠের খেলাকে আরও বেশী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা এবং খেলার দর্শকদের নির্মল আনন্দ দিতেই সীমিত পরিসরের ক্রিকেটের এই আয়োজন। মজার ব্যাপার হচ্ছে টি-টুয়েন্টি ক্রিকেট সর্ব প্রথম ইংল্যান্ডে খেলা হলেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শুরুতে টি-টুয়েন্টি কে স্বীকৃতি দিতে চায়নি।
পরবর্তীতে গিয়ে দেখা যায় ক্রিকেট বিশ্বে খেলাটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। আর বর্তমানে তো দেখা যায় যে কোনো দেশে একটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট থাকেই।
ফিরে দেখা বিপিএল
বিপিএল আসলেই সবার মনে এবং মাথায় আসবে ঢাকার রাজত্ব। বিপিএল এর প্রথম এবং দ্বিতীয় দুই আসরেই চ্যাম্পিয়ন এর মুকুট দখল করেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০১৬ সালে নতুন দল নিয়ে আবারও শিরোপা দখল করে ঢাকা ডায়নামাইটস।
শিরোপার লড়াইয়ে এর পরেই আছে কুমিল্লার নাম। কুমিল্লা ভিক্টোরিয়ানস বিপিএলে এখন পর্যন্ত ২ বার শিরোপা অর্জন করে। বিপিএল এর তৃতীয় আসর অর্থাৎ ২০১৫ সালে প্রথম এবং ২০১৯ সালে বিপিএল এর ৬ষ্ঠ আসরে দ্বিতীয় বারের মত শিরোপা অর্জন করে। আর একবার শিরোপা অর্জন করে রংপুর রাইডার্স।
সর্বশেষে বলা যায়, বিপিএল ক্রিকেট প্রেমীদের জন্য এক উৎসবমুখর খেলা। সারা বছর অপেক্ষা করে এই খেলার আয়োজন। তাই বিপিএল ২০২২ সময়সূচী এর পাশাপাশি এর বিস্তারিত সম্পর্কেও জানানোর চেষ্টা করেছি। পাশাপাশি যেসব চ্যানেল বিপিএল খেলা সরাসরি সম্প্রচার করবে সেগুলোও তুলে ধরার চেষ্টা করেছি। বিপিএল উপভোগ করুন পরিবারের সাথে, প্রিয় মানুষের সাথে।