vlxxviet mms desi xnxx

ব্রাজিলের খেলা কবে ২০২৪ | বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল নেক্সট ম্যাচ ট২৪

0
4.4/5 - (14 votes)

ব্রাজিলের খেলা কবে ২০২৪ বাংলাদেশ সময় | brazil er khela kobe 2024 | ব্রাজিলের খেলার সময়সূচি ২০২৪

বর্তমান সময়ে ফুটবল ইতিহাসের অন্যতম একটি দলের নাম হলো, ব্রাজিল। কেননা, ব্রাজিলের ঝুড়িতে মোট ০৫ বার বিশ্বকাপ ফুটবল জেতার রেকর্ড আছে। আর সে কারণে বর্তমান বিশ্বে ব্রাজিল সাপোর্টার এর পরিমান এতো বেশি বৃদ্ধি পেয়েছে, যা আসলে নির্ণয় করা কঠিন।

তো এই ব্রাজিল সাপোর্টাররা যেন তাদের প্রিয় দলের খেলা মিস না করেন। সেজন্য তারা গুগলে সার্চ করে যে, ব্রাজিলের খেলা কবে। আর ব্রাজিলের খেলা কবে হবে, সেই দিন, তারিখ জানিয়ে দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। চলুন জেনে নিই তাহলে ব্রাজিলের খেলা কবে এবং সময়সূচি!

ব্রাজিলের খেলা কবে ২০২৪ বাংলাদেশ সময়

যদি আপনি আমাদের বাংলাদেশ থেকে ব্রাজিলের খেলা দেখতে চান। তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশ এর সময় অনুযায়ী ব্রাজিলের খেলার সময়সূচী সংগ্রহ করতে হবে। কেননা আমরা সবাই জানি যে, ফুটবল আয়োজক দেশ গুলোর সাথে আমাদের বাংলাদেশের সময়ের অনেক পার্থক্য আছে।

আরো দেখুন:

আর ভালো লাগার মতো বিষয় হলো, আজকে আমি আপনার সাথে যে ব্রাজিল খেলার সময়সূচী শেয়ার করবো। সেই সময়সূচী কে বাংলাদেশের সময়ের উপর নির্ধারন করে তৈরি করা হয়েছে। আর উক্ত ব্রাজিল খেলার সময়সূচী নিচের আলোচনায় শেয়ার করা হলো।

ব্রাজিলের খেলা কত তারিখে? | বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল খেলার সময় সূচি

এবার আমি আপনার সাথে ব্রাজিলের সকল খেলার সময়সূচী শেয়ার করবো। যেখান থেকে আপনি সহজেই জানতে পারবেন যে, ব্রাজিলের খেলা কবে হবে। এছাড়াও আপনার খেলা দেখার সুবিধার কথা বিবেচনা করে এই সময়সূচীকে প্রতিনিয়ত আপডেট করা হবে।

প্রতিযোগীতাতারিখ খেলার সময়
ব্রাজিল বনাম ইংল্যান্ড২৪ মার্চ, ২০২৪01:00 AM
স্পেন বনাম ব্রাজিল২৭ মার্চ, ২০২৪02:30 AM
মেক্সিকো বনাম ব্রাজিল০৮ জুন, ২০২৪TBD
ব্রাজিল বনাম ইউএসএ১৩ জুন, ২০২৪05:00 AM
ব্রাজিল বনাম TBD২৫ জুন, ২০২৪07:00 AM
প্যারাগুয়ে বনাম ব্রাজিল২৯ জুন, ২০২৪07:00 AM
ব্রাজিল বনাম কলম্বিয়া০৩ জুলাই, ২০২৪07:00 AM
ইকুয়েডর বনাম ব্রাজিল০৫ সেপ্টেম্বর, ২০২৪TBD
প্যারাগুয়ে বনাম ব্রাজিল১০ সেপ্টেম্বর, ২০২৪TBD
ব্রাজিল বনাম চিলি১০ অক্টোবর, ২০২৪TBD
পেরু বনাম ব্রাজিল১৫ অক্টোবর, ২০২৪TBD
ব্রাজিল বনাম ভেনেজুয়েলা১৪ নভেম্বর, ২০২৪TBD
উরুগুয়ে বনাম ব্রাজিল১৯ নভেম্বর, ২০২৪TBD
কলম্বিয়া বনাম ব্রাজিল২০ মার্চ, ২০২৪TBD
ব্রাজিল বনাম আর্জেন্টিনা২৫ মার্চ, ২০২৫TBD
ইকুয়েডর বনাম ব্রাজিল০৪ জুন, ২০২৫TBD
ব্রাজিল বনাম প্যারাগুয়ে০৯ জুন, ২০২৫TBD
চিলি বনাম ব্রাজিল০৯ সেপ্টেম্বর, ২০২৫TBD
ব্রাজিল বনাম বলিভিয়া১৪ সেপ্টেম্বর, ২০২৫TBD

ব্রাজিলের খেলার সময়সূচি ২০২৪ | Brazil All Matches Schedule 2024

উপরের আলোচনায় যে সময়সূচী শেয়ার করা হয়েছে। সেখান থেকে আপনি জানতে পারবেন যে, আপনার প্রিয় ফুটবল দল ব্রাজিলের খেলা কবে হবে। কিন্তুু তারপরও আমরা অনেকেই জানতে চাই ব্রাজিলের খেলা কত তারিখ হবে।

আর যারা আসলে এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাদের জন্য এবার আমি পুনরায় ভিন্নভাবে সেই খেলার সময়সূচীকে উল্লেখ করবো। যেন আপনি সহজেই জানতে পারেন যে, ব্রাজিলের খেলা কবে হবে।

ব্রাজিলের খেলা কত তারিখে

উপরের তালিকায় আপনার জন্য একটি পিকচার শেয়ার করা হয়েছে। যেখানে ব্রাজিলের সকল খেলার সময় ও তারিখ উল্লেখ করা হয়েছে। আর পুনরায় যেন আপনাকে এই বিষয়ে সার্চ করতে না হয়। সেজন্য আপনি উপরে শেয়ার করা এই খেলার সময়সূচীর পিকচারটি ডাউনলোড করে রেখে দিতে পারবেন।

আরো দেখুনঃ

বাংলাদেশ থেকে ব্রাজিলের খেলা লাইভ দেখার উপায়

যেহুতু ফুটবল খেলা গুলো বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হয়। সেহুতু এই খেলাগুলো সরাসরি স্টেডিয়ামে বসে দেখা সম্ভব হবেনা। তবে স্টেডিয়ামে বসে খেলা দেখতে না পারলেও আপনি টিভি চ্যানেল ও অনলাইন থেকে ব্রাজিল লাইভ খেলা গুলো দেখতে পারবেন।

আর যদি আপনি টিভিতে ব্রাজিলের লাইভ খেলা দেখতে চান। তাহলে আপনাকে নিচে উল্লেখিত চ্যানেল গুলোতে চোখ রাখতে হবে। যে চ্যানেলে ব্রাজিলের খেলা সরাসরি সম্প্রচারিত হবে। যেমন,

এখানে প্রতিটি খেলার লাইভ দেখাসহ, খেলার পূর্ব ব্রাজিল ফুটবল লাইভ ম্যাচ বিস্তারিত দেওয়া আছে।

এখানে দেখুন: ফুটবল লাইভ দেখার উপায়.

কিন্তুু সবসময় যে আপনি টিভিতে বসে খেলা দেখতে পারবেন, বিষয়টা কিন্তু এমন নয়। কেননা, কর্ম ব্যস্ততার কারণে আমাদের বাইরে থাকতে হয়। তো সেই সময় আপনি অনলাইনে ব্রাজিল লাইভ খেলা দেখতে পারবেন।

আর আপনি যেন অনলাইনে ব্রাজিল লাইভ ফুটবল খেলা দেখতে পারেন। সে কারণে এবার আমি আপনাকে কিছু লাইভ ফুটবল অ্যাপস এর নাম শেয়ার করবো। যেমন, 

  1. ESPN+:
  2. FuboTV
  3. Hotstar:

উপরের তালিকায় যে অ্যাপস এর নাম দেখতে পাচ্ছেন। সেগুলোর মধ্যে কিছু অ্যাপস দিয়ে আপনি ফ্রিতে ব্রাজিল লাইভ খেলা দেখতে পারবেন। কিন্তুু কিছু কিছু অ্যাপসে আপনাকে পেইড সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখতে হবে।

Brazil Next Match Date & Time FAQ

Q:ব্রাজিল কতবার বিশ্বকাপ শিরোপা জিতেছে?

A: এখন পর্যন্ত ব্রাজিল মোট ০৫ বার ফুটবল বিশ্বকাপ জেতার রেকর্ড করেছে। আর সেই বিশ্বকাপ জেতার সাল গুলো হলো, ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ সাল।

Q: ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় কে?

A: বর্তমান সময়ে ফুটবল ইতিহাসের বেশ কিছু সেরা খেলোয়ার এর নাম দেখতে পাওয়া যাবে। আর তার হলেন,

  • লিওনেল মেসি।
  • পেলে।
  • জোহান ক্রুইফ।
  • ফ্রাঞ্জ বেকেনবুর।
  • ক্রিস্টিয়ানো রোনালদো।
  • মাইকেল প্লাতিনি।
  • আলফ্রেডো ডি স্টেফানো।
  • ডিয়েগো মারাদোনা।

তবে সময় যতো অতিবাহিত হবে, ফুটবল ইতিহাসে ঠিক ততোবেশি তারকার নাম জানতে পারা যাবে।

আপনার জন্য আমাদের কিছুকথা

বর্তমান বিশ্বের সেরা ফুটবল দল ব্রাজিলের খেলা কবে সেই খেলার দিন তারিখ ও সময় শেয়ার করা হয়েছে আপনার সাথে। আর উক্ত সময়ে আপনি আপনার প্রিয় দল ব্রাজিলের লাইভ খেলা গুলো উপভোগ করতে পারবেন।

আর যদি আপনি বিনামূল্যে ফুটবল খেলার সকল আপডেট জানতে চান। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, ব্রাজিলের ফুটবল খেলা উপভোগ করুন

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex