ব্রাজিল খেলোয়ারের নাম ও ছবি
ব্রাজিল খেলোয়ারের নাম ও ছবি | ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াড ২০২৪ ও ব্রাজিল খেলোয়ারের নাম | Brazil Player Name List 2024
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ এর উন্মাদনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এজন্য অনেকেই গুগলে এ সার্চ করছে ব্রাজিল খেলোয়ারের নাম জানতে চাই লিখে। কারণ ব্রাজিল বিশ্বের এক নম্বর দল। এবারের বিশ্বকাপেও তারা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে। তাছাড়া ব্রাজিল দলে রয়েছে অসংখ্য তারকা প্লেয়ার যারা বিশ্বের নামি দামি ক্লাবে খেলে থাকে। বিশ্বের নাম্বার ওয়ান গোলকিপার এলিসন বেকার ও তাদের দলে রয়েছে। আজকের এই পোস্টে আমরা ব্রাজিল খেলোয়ারের নাম, বয়স, কোন ক্লাবে খেলে ইত্যাদি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক
আরো দেখুনঃ
ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াড ২০২৪ ও ব্রাজিল খেলোয়ারের নাম
ব্রাজিলের কোচ তিতে ৭ নভেম্বর ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। ফিফা কর্তৃক নির্ধারিত ৭ দিন আগেই তারা বিশ্বকাপ ঘোষণা করে। তবে সবচেয়ে আশ্চর্য জনক বিষয় হলো ৩৯ বছর বয়সী দানি আলভেস ২৬ সদস্যের স্কোয়াডে রয়েছেন। তিনি মেক্সিকোর পুমাস ইউ এনএএম-এর ক্লাবে খেলেন। বর্তমানে তার পারফরমেন্স তেমন একটা ভালো নয়।
তারপরও কোচ তিতে থাকে দলে রেখেছেন। তাই দানি আলভেজ যদি কাতার বিশ্বকাপে মাঠে নামেন বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হবেন। চলুন জেনে বিশ্বকাপে স্কোয়াডে ব্রাজিল খেলোয়ারের নাম:
অবস্থান | না. | প্লেয়ার | ক্লাব | বয়স | ক্যাপস |
জিকে (GK) | 1 | অ্যালিসন(Alisson) | লিভারপুল (ENG) | 30 | 56 |
জিকে (GK) | 23 | এডারসন(Ederson) | ম্যানচেস্টার সিটি (ENG) | 29 | 18 |
জিকে (GK) | 12 | ওয়েভারটন(Weverton) | পামমেইরাস (বিআরএ) | 34 | 11 |
ডিইএফ (DEF) | 4 | মারকুইনহোস(Marquinhos) | পিএসজি (এফআরএ) | 28 | 70 |
ডিইএফ (DEF) | 14 | এডার মিলিতাও (Eder Militao) | রিয়াল মাদ্রিদ (SPA) | 24 | 23 |
ডিইএফ (DEF) | 3 | থিয়াগো সিলভা (Thiago Silva) | চেলসি (ENG) | 38 | 108 |
ডিইএফ (DEF) | 2 | দানিলো (Danilo) | জুভেন্টাস (ITA) | 31 | 46 |
ডিইএফ (DEF) | 16 | অ্যালেক্স টেলস (Alex Telles) | সেভিলা (SPA) | 29 | 7 |
ডিইএফ (DEF) | 13 | দানি আলভেস (Dani Alves) | পুমাস UNAM (MEX) | 39 | 125 |
ডিইএফ (DEF) | 6 | অ্যালেক্স স্যান্ড্রো (Alex Sandro) | জুভেন্টাস (ITA) | 31 | 37 |
ডিইএফ (DEF) | 24 | ব্রেমার (Bremer) | জুভেন্টাস (ITA) | 25 | 1 |
মাঝামাঝি (MID) | 15 | ফ্যাবিনহো (Fabinho) | লিভারপুল (ENG) | 29 | 28 |
মাঝামাঝি (MID) | 5 | কেসেমিরো (Casemiro) | ম্যানচেস্টার ইউনাইটেড (ENG) | 30 | 64 |
মাঝামাঝি (MID) | 17 | ব্রুনো গুইমারেস (Bruno Guimaraes) | নিউক্যাসল ইউনাইটেড (ENG) | 24 | 8 |
মাঝামাঝি (MID) | 8 | ফ্রেড (Fred) | ম্যানচেস্টার ইউনাইটেড (ENG) | 29 | 27 |
মাঝামাঝি (MID) | 7 | লুকাস পাকেটা (Lucas Paqueta) | ওয়েস্ট হ্যাম (ENG) | 25 | 34 |
মাঝামাঝি (MID) | 22 | এভারটন রিবেইরো (Everton Ribeiro) | ফ্ল্যামেঙ্গো (বিআরএ) | 33 | 22 |
ফরওয়ার্ড (FWD) | 26 | গ্যাব্রিয়েল মার্টিনেলি (Gabriel Martinelli) | আর্সেনাল (ENG) | 21 | 3 |
ফরওয়ার্ড (FWD) | 20 | ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr.) | রিয়াল মাদ্রিদ (SPA) | 22 | 15 |
ফরওয়ার্ড (FWD) | 10 | নেইমার (Neymar) | পিএসজি (এফআরএ) | 30 | 120 |
ফরওয়ার্ড (FWD) | 19 | অ্যান্টনি (Antony) | ম্যানচেস্টার ইউনাইটেড (ENG) | 22 | 10 |
ফরওয়ার্ড (FWD) | 21 | রড্রিগো (Rodrygo) | রিয়াল মাদ্রিদ (SPA) | 21 | 6 |
ফরওয়ার্ড (FWD) | 11 | রাফিনহা (Raphinha) | বার্সেলোনা (এসপিএ) | 25 | 10 |
ফরওয়ার্ড (FWD) | 9 | রিচার্লিসন (Richarlison) | টটেনহ্যাম (ENG) | 25 | 37 |
ফরওয়ার্ড (FWD) | 25 | পেড্রো (Pedro) | ফ্ল্যামেঙ্গো (বিআরএ) | 25 | 2 |
ফরওয়ার্ড (FWD) | 18 | গ্যাব্রিয়েল যীশু (Gabriel Jesus) | আর্সেনাল (ENG) | 25 | 56 |
চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন যে সব খেলোয়াড় তাদের লিস্ট নিচে দেওয়া হল। তারা বাদ পড়েছেন ইনজুরির কারণে। তা না হলে তারাও বিশ্বকাপে খেলার দাবিদার।
- রবার্তো ফিরমিনো (লিভারপুল)
- গ্যাব্রিয়েল বারবোসা (ফ্ল্যামেঙ্গো)
- রেনান লোদি (নটিংহাম ফরেস্ট)
- ম্যাথিউস কুনহা (অ্যাটলেটিকো মাদ্রিদ)
- ফিলিপ কৌতিনহো (অ্যাস্টন ভিলা)
- এমারসন রয়্যাল (টটেনহ্যাম হটস্পার)
- গারসন (মার্সেই)
- লুইজ হেনরিক (রিয়েল বেটিস)
- রোডিনেই (ফ্লেমিশ)
এতদিন ধরে যারা উদগ্রীব হয়ে বসে ছিলেন, ব্রাজিল খেলোয়ারের নাম জানার জন্য। আশা করি আপনারা এখন সবাই ব্রাজিল খেলোয়াড়দের নাম জানতে পেরেছেন।
ব্রাজিল ফুটবল দলের মূলশক্তি, তারকা ও দুর্বলতা
তারকা:
ব্রাজিল ফুটবল দলে তারকাদের খেলোয়াড়ের কমতি নেই। সবচেয়ে বড় তারকা নেইমার রয়েছে এই দলে। ক্লাব ফুটবলে নেইমার পিএসজি হয়ে খেলেন এবং ক্লাব পর্যায়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। কাতার ফুটবল বিশ্বকাপে নেইমার পুরোপুরি ইনজুরি মুক্ত। নেইমার ছাড়াও ব্রাজিল দলে রয়েছে প্রিমিয়ার লিগে খেলা সব তারকা খেলোয়াড় যেমন গ্যাবরিয়েল জেসুস এবং রিচার্লিসনের মতো খেলোয়াড়। তবে অ্যাস্টন ভিলার কৌতিনহো ইনজুরি কারণে দল থেকে বাদ পড়ে গেছেন।
শক্তি:
ব্রাজিল দলের মূল শক্তি হলো তাদের আক্রমণ ভাগ। কারণ এবারের বিশ্বকাপে তাদের সেরা আক্রমণাত্মক খেলোয়াড় রয়েছে। টুর্নামেন্টের আগে সাতটি ম্যাচের ছয়টিতে তিনটির বেশি গোল করেছে ব্রাজিল দল। তাই বলাই যায় আক্রমনাত্মক খেলোয়াড, রক্ষণভাগ ডিফেন্সের জন্য জন্য এবারের বিশ্বকাপের মূল দাবিদার হলো ব্রাজিল। কারণ তাদের সাম্প্রতিক পারফরম্যান্স ও যথেষ্ট ভাল ছিল। আশা করা যায় ব্রাজিল ফুটবল দল এবার সমর্থকদের আশাহত করবে না। এবার বিশ্বকাপ জিততে পারলে ব্রাজিলের হেক্সা মিশন পূরণ হয়ে যাবে। এটা ফুটবল ইতিহাসের সেরা হয়ে থাকবে।
দুর্বলতা:
বেশিরভাগ আক্রমণাত্মক দলের ক্ষেত্রে, প্রতিপক্ষ হঠাৎ করে যখন কাউন্টার অ্যাটাকে বল নিয়ে এগিয়ে আসে তখন বেশ উদ্বেগে কারণ হয়ে দাঁড়ায়। ব্রাজিলের ক্ষেত্রেও সেটি হয়। কারণ তাদের ব্যাক লাইনের গতির অভাব। যার কারণে পাল্টা আক্রমণে ব্রাজিল দল গোল খেয়ে যায়। তাছাড়া ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় এবং ২০১৪ সালের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গলে পরাজিত হয়। এসব হার ব্রাজিলকে যথেষ্ট অসস্তিতে রাখবে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্রাজিল খেলোয়ারের নাম এর পাশাপাশি ব্রাজিল দলের তারকা মূল শক্তি এবং দুর্বলতা ইত্যাদি গুলো সম্পর্কে জানতে পারলেন।
ব্রাজিল দলের বিশ্বকাপ গ্রুপ | World Cup Brazil team
কাতার বিশ্বকাপ ২০২২ এ ব্রাজিল গ্রুপ – জি পড়েছে। তাদের প্রতিপক্ষ সার্বিয়া সুইজারল্যান্ড এবং ক্যামেরুন। শক্তির বিচারের সবগুলো দলই মোটামুটি ভালো খেলে থাকে। তাই গ্রুপ-জি ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে অবশ্যই কাঠ খোরন পোড়াতে হবে। চলুন জেনে গ্রুপ – জি খেলার সময়সূচী:
তারিখ | ম্যাচ | সময় | স্টেডিয়াম |
২৪ নভেম্বর, বৃহস্পতিবার | সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন | বিকাল ৪টা | আল জানুব স্টেডিয়াম |
২৫ নভেম্বর, বৃহস্পতিবার | ব্রাজিল বনাম সার্বিয়া | রাত ১টা | লুসাইল স্টেডিয়াম |
২৮ নভেম্বর সোমবার | ক্যামেরুন বনাম সার্বিয়া | বিকাল ৪টা | আল জানুব স্টেডিয়াম |
২৮ নভেম্বর, সোমবার | ব্রাজিল বনাম সুইজারল্যান্ড | রাত ১০টা | স্টেডিয়াম 974 |
৩ ডিসেম্বর, শুক্রবার | ক্যামেরুন বনাম ব্রাজিল | রাত ১টা | লুসাইল স্টেডিয়াম |
৩ ডিসেম্বর, শুক্রবার | সার্বিয়া বনাম সুইজারল্যান্ড | রাত ১টা | স্টেডিয়াম 974 |
ব্রাজিল খেলোয়ারের নাম ও ছবি FAQ
- কাতার বিশ্বকাপ ২০২২ এ ব্রাজিল স্কোয়ার্ড কি নিশ্চিত?
হ্যাঁ, কোচ তিতে যে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সেটাই ব্রাজিলের অফিসিয়াল স্কোয়াড।
- ব্রাজিল বিশ্বকাপের কোন গ্রুপে খেলবে?
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ-জি-তে খেলবে। তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন।
- ব্রাজিল কাতার বিশ্বকাপ ২০২২ এ প্রথম ম্যাচ কোন দলের বিরুদ্ধে খেলতে নামবে?
২৫ ই নভেম্বর, বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিল সার্বিয়া বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে।
- ব্রাজিলের সর্বকালের সেরা খেলোয়াড় কে?
ব্রাজিলের সর্বকালের সেরা খেলোয়াড়ের নাম বলতে গেলে অবশ্যই পেলে নাম আসবে। কারণ পেলে ব্রাজিলের হয়ে মোট তিনবার বিশ্বকাপ জিতে।
সর্বশেষ কথা: আজকের পোস্টে যারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়েছেন তারা ব্রাজিল খেলোয়ারের নাম এর পাশাপাশি ব্রাজিল দলের খেলোয়াড়রা কোন ক্লাবে খেলে তাদের বয়স ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছেন। এই পোস্ট সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া কাতার বিশ্বকাপের সকল আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কারণ সবার আগে আমরা সকল যাবতীয় তথ্য ওয়েবসাইটে পাবলিশ করে থাকি। ধন্যবাদ!