বিটিএস কি? | BTS এর পূর্ণরূপ কি?
বিটিএস কি? | BTS এর পূর্ণরূপ কি?
বিটিএস কি?: BTS বর্তমান সময়ে গোটা পৃথিবী জুড়ে পরিচিত। কারণ তারা হলো তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি ব্যান্ড এর দল। আর এই বিটিএস নামক ব্যান্ড দলটি ২০১০ সাল এবং ২০১৩ সালে তাদের আত্মপ্রকাশ করে। কেননা সেই সময়ে তারা একটি অ্যালবাম রিলিজ করে।
যেটা পুরো গোটা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল। মূলত বিটিএস ব্যান্ড দলের মধ্যে আপনি মাত্র ৭ জন সদস্য দেখতে পারবেন। আর সে কারণে বিটিএস ব্যান্ড (BTS Band) দলকে কোরিয়ান বয় ব্যান্ড বলা হয়ে থাকে।
বিটিএস কি? | What Is BTS?
বিটিএস হল দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় হিপহপ সঙ্গীতের ব্যান্ড দল। আর বিটিএস নামক এই ব্যান্ড দলের একটি বিশেষত্ব রয়েছে। সেটি হল এই ব্যান্ড দলের মধ্যে শুধুমাত্র ৭ জন সদস্য রয়েছে। আর এই ৭ জন সদস্যই হলো পুরুষ। সে কারণে বিটিএস নামক এই ব্র্যান্ড দল কে কোরিয়ান বয় ব্যান্ড বলা হয়ে থাকে।
আর অবাক করার মতো বিষয় হলো যে, আমরা বিটিএস কে শুধুমাত্র হিপ হপ ব্যান্ড বলে থাকি। তবে বিটিএস কিন্তু বিভিন্ন ধরনের সংগীতের প্রকাশ করতে পারে। যা দেখে আপনার বা আমার মত এমন অনেক মানুষ রয়েছেন। যারা অনেক মুগ্ধ হয়েছেন। তো বিটিএস কি, আশা করি এবার আপনি বুঝতে পেরেছেন।
আরো দেখুনঃ বাংলাদেশের আয়তন কত?
বিটিএস এর পূর্ণরূপ কি? | BTS Full Meaning
উপরের আলোচনায় আপনি বিটিএস কি সে সম্পর্কে জানতে পেরেছেন তো এবার আপনাকে একটা কথা বলে রাখি আর সেই কথাটি হল বিটিএস একটি শব্দের সংক্ষেপ এবং বিটিএস এর ফুল মিনিং রয়েছে আর, bts full meaning কি হলো, Bulletproof Boy Scouts. আর আপনি বিটিএস নামক এই ব্যান্ড দলের মধ্যে ৭ জন সদস্য দেখতে পারবেন। যে সদস্য গুলোর মধ্যে সবাই পুরুষ।
BTS কি মুসলিম?
আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা মনে করেন যে বিটিএস ব্যান্ড দলটি হল মুসলিম। কিন্তু যারা এমন টা ভেবে থাকেন, তাদের ধারণা সম্পূর্ণ ভুল। কেননা বিটিএস মুসলিম নয়। তো এখন আপনার মনে প্রশ্ন জেগে থাকতে পারে যে, BTS যদি মুসলিম না হয়, তাহলে তারা কোন ধর্মের অনুসারী।
তো যাদের মনে এই ধরনের প্রশ্ন জেগে থাকে। তাদের উদ্দেশ্যে বলবো যে, বিটিএস কোন ধর্ম পালন করে সেটা আসলে কোথাও উল্লেখ করা নেই। অর্থাৎ এটা নিশ্চিতভাবে বলা যাবে না যে, তারা আসলে কোন ধর্ম পালন করে।
বিটিএস কেন এত জনপ্রিয়? | Why Is BTS So Popular?
বিটিএস কেন এত জনপ্রিয় যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন জেগে থাকে। তাহলে শুনুন,,, তরুন প্রজন্মের কাছে জনপ্রিয় হতে যেটুকু থাকার প্রয়োজন। তার সবটুকু বিটিএস ব্যান্ড দল এর মধ্যে আছে। আর সে কারণেই আপনি লক্ষ্য করতে পারবেন যে। উঠতি বয়সী তরুণদের কাছে বিটিএস ব্যান্ড দল মানেই স্পেশাল কিছু।
এর পাশাপাশি আপনি বিটিএস ব্যান্ডের মধ্যে একটা নতুনত্ব দেখতে পারবেন। আর যখন আপনিও বিটিএস দলের দিকে তাকাবেন, তখন একটা বিশেষত্ব দেখতে পারবেন। সেটি হল এই ব্যান্ড দল এর মধ্যে মাত্র সাত জন পুরুষ সদস্য রয়েছে।
আর যখন এই ব্যান্ডের দলটি পারফর্ম করে। তখন তাদের পোশাক আশাক এবং পারফরম্যান্স দেখলেই আপনি বুঝতে পারবেন যে। এই ব্যান্ড এর মধ্যে একটা আলাদা কিছু লুকায়িত রয়েছে। যে কারণে এই বিটিএস ব্যান্ড এর দল টি আজকে এত বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।
তবে বিটিএস ব্যান্ড এর জনপ্রিয়তা নিয়ে অনেকেই ভিন্ন মত প্রকাশ করেছেন। কেননা তারা বলেছেন যে, বিটিএস ব্যান্ড শুধুমাত্র উঠতি বয়সী তরুণ তরুণীদের কাছে জনপ্রিয়। তবে বয়স ভেদে এই বিটিএস এর জনপ্রিয়তার তারতম্য রয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ বলেছেন যে, বিটিএস ব্যান্ডের গান এবং সুরের শুনলে একটা অনুভূতি তৈরি হয়। যা আসলে বলার অপেক্ষা রাখে না।
বিটিএস এর আরও যেসব নামে অধিক পরিচিত সেগুলো হলো
এতক্ষণের আলোচনা থেকে আপনি বিটিএস কি এবং বিটিএস এর পূর্ণরূপ কি সে সম্পর্কে জানতে পেরেছেন। তো এই বিষয় গুলো জানার পাশাপাশি আপনাকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে। সেটি হলো আমরা বিটিএস ব্যান্ড দলকে শুধুমাত্র একটি নামে চিনলেও। এই ব্যান্ড দলের আরো বেশকিছু নাম রয়েছে। আর যেহেতু আপনি বিটিএস ব্যান্ড দলের একজন ফ্যান। সেহেতু অবশ্যই আপনাকে বিটিএস এর আরও যেসব নাম রয়েছে, সে গুলো সম্পর্কে জানতে হবে।
আপনি কি জানলে অবাক হয়ে যাবেন, কারণ বিটিএস দলের আরো বেশ কয়েক টি নাম রয়েছে। যে গুলো হল,
- বাংতান বয়েজ।
- বিয়ন্ড দা সিন।
- বুলেটপ্রুফ বয় স্কাউটস।
- বাংতান সোনিয়োন্দান।
তো আমরা যারা বিটিএস এর ফ্যান আছি। তাদের অবশ্যই বিটিএস এর আলাদা নাম গুলো জানতে হবে। আর আপনি যাতে করে সেই নাম গুলো জানতে পারেন। সে কারণে উপরের তালিকায় আমি বিটিএস এর সকল আলাদা নাম উল্লেখ করেছি। যেখান থেকে আপনি বিটিএস এর সব নাম জানতে পারবেন।
বিটিএস এর সদস্যের নাম | BTS Member Name
প্রিয় পাঠক, উপরের আলোচনার মাধ্যমে আপনি বিটিএস কি এবং বিটিএস কেন এত জনপ্রিয় সে সম্পর্কে জানতে পেরেছেন। তো এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে, বলুন তো বিটিএস এর সদস্যের নাম গুলো কি কি। তাহলে কি আপনি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন?
আমি এটা নিশ্চিত ভাবে বলতে পারি যে, আপনাদের মধ্যে অনেকেই থাকবেন। যারা বিটিএস এর সদস্যের নাম গুলো বলতে পারবেন না। তো সে কারণে এবার আমি আপনাকে বিটিএস এর সদস্যের নাম গুলো জানিয়ে দিবো।
আমরা সবাই জানি যে, বিটিএস ব্যান্ড দলের মধ্যে ৭ জন সদস্য রয়েছে। আর সেই ৭ জন সদস্যের নাম হলো:
- কিম নামজুন।
- জিমিন (পার্ক জিমিন)।
- সুগা (মিন ইয়ুঙ্গি)।
- কিম সকজিন।
- জে-হোপ (জং হোসক)।
- ভি (কিম তেহিয়ং)।
- জংকুক (জন জংকুক)।
আমরা যারা বিটিএস ব্যান্ড দলকে পছন্দ করি। তাদের বিটিএস দলের সকল সদস্যের নাম জেনে নেওয়া উচিত। আর সে কারণে আমি বিটিএস দলের সকল সদস্যের নাম উপরে উল্লেখ করেছি। যেখান থেকে আপনি আপনার প্রিয় দলের প্রিয় মানুষ গুলোর নাম জেনে নিতে পারবেন।
বিটিএস কি বাংলাদেশে আসবে?
যদি আপনি জানতে চান যে, বিটিএস বাংলাদেশে আসবে কি না। তাহলে আমি আপনাকে বলব যে, হ্যাঁ! বিটিএস বাংলাদেশে আসবে। হয়তোবা এতদিনে বিটিএস বাংলাদেশে আসা নিয়ে বিভিন্ন নিউজ প্রকাশিত হয়েছে। কিন্তু বিটিএস ব্যান্ড থেকে এটা স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে যে। এই জনপ্রিয় ব্যান্ড দলটি বাংলাদেশে আসবে।
তবে এখন আপনার মনে প্রশ্ন জেগে থাকতে পারে যে। বিটিএস যদি আমাদের বাংলাদেশ এর মধ্যে আসে তাহলে তারা কবে আসবে। তো একটা বিশেষ সূত্রে জানা গেছে যে, বিটিএস ২০২০ সালের শুরুর দিকে আমাদের বাংলাদেশে আসবে। তবে ২০২৪ সালের কোন মাসে তারা আমাদের বাংলাদেশে আসবে সেটা কিন্তু এখনো চূড়ান্ত ভাবে জানিয়ে দেয় নি।
আরো দেখুনঃ
BTS নিয়ে আমাদের শেষ কথা
আমরা যারা বিটিএস এর ফ্যান আছি। তারা এই জনপ্রিয় ব্যান্ড দল সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাই। যেমন, আমরা অনেকেই বিটিএস কি সে সম্পর্কে জানতে চাই। আবার বিটিএস দল বাংলাদেশে আসবে কিনা সে সম্পর্কে জানতে চাই। তো এই যাবতীয় বিষয় গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেখান থেকে আপনি বিটিএস ব্যান্ড দলের বিভিন্ন অজানা বিষয় জেনে নিতে পারবেন।
আর আমরা প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য গুলো সবার আগে শেয়ার করার চেষ্টা করি। তো আপনি যদি এই অজানা তথ্য গুলো সবার আগে জানতে চান। তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। আমাদের সাথে থাকুন নতুন কিছু জানার জন্য।