কাস্টমার কেয়ার নাম্বার ২০২৪
সকল সিমের কাস্টমার কেয়ার নাম্বার
তথ্যপ্রযুক্তির এই যুগে আমরা যোগাযোগ স্থাপনের জন্য মোবাইল ফোন ব্যবহার করি। আর এই মোবাইল ফোনে সিম অপারেটর ব্যবহার করে আমরা একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারি। কিন্তু এই সিম ব্যবহার করার সময় আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে সিম অপারেটর ব্যবহার করি সেই সিম অপারেটরের কাস্টমার কেয়ার নাম্বার সংগ্রহ করে, সেখানে আমাদের সমস্যা শেয়ার করে সমাধান পেয়ে থাকি।
আজ আমরা আপনাদের মাঝে বাংলাদেশের যতগুলো সিম অপারেটর কোম্পানি রয়েছে, সে সব সিমের কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যাতে করে আপনারা নিজেদের সমস্যার সম্মুখীন খুব সহজে করতে পারেন। চলুন জেনে নেই সকল সিমের Customer care number সম্পর্কে।
কাস্টমার কেয়ার নাম্বার ২০২৪
আমরা যখন সিম অপারেটর ব্যবহার করি তখন কোন সমস্যার সম্মুখীন হলে, এর সমাধানের জন্য কাস্টমার কেয়ারের নাম্বারে কল করি। কিন্তু সবার আগে জানতে হবে আমাদের Customer care number কি?
কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে আপনারা যে সিম অপারেটর কোম্পানি থেকে সেবা গ্রহণ করবেন এবং সে অপারেটর সম্বন্ধে আপনার কিছু জানা থাকলে বা সে অপারেটর ব্যবহারের ফলে আপনি কোন সমস্যার সম্মুখীন হলে সেখানে কল করা। প্রত্যেক অপারেটর কোম্পানির নিজ নিজ কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে।
একটি সিম অপারেটর কোম্পানির কাস্টমার কেয়ার নাম্বার এর সাথে অন্য একটি সিম অপারেটর কোম্পানির Customer care number কখনো মিল খুঁজে পাওয়া যাবে না। কারন তারা নিজেদের ব্যক্তিগত নাম্বার রেজিস্ট্রেশন করে থাকে গ্রাহকদের জন্য সেবা প্রদান করার এবং তারা ৭/২৪ ঘন্টা সচেতন থাকেন।
রবি কাস্টমার কেয়ার নাম্বার | Robi Customer Care Number
রবি সব সময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা উদ্দেশ্যে নিজেদের কোম্পানি পরিচালনা করে আসছে এবং তারা তাদের প্রতিজ্ঞা অবগত রাখার জন্য দিন রাত ২৪ ঘণ্টা সপ্তাহে ৭ দিন বছরে ৩৬৫ দিন অবগত থাকেন। যেকোনো সময় তাদের সাথে যোগাযোগ করতে চাইলে সাথে সাথে তাদেরকে সেবা প্রদান করতে থাকেন।
- রবির কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে- ১২৩
- অথবা আপনারা যেকোনো অপারেটর থেকে ডায়াল করতে পারেন +৮৮০১৮১৯৪০০৪০০
এছাড়াও আপনারা রবি নিজস্ব ওয়েবসাইট এবং নিজস্ব ফেসবুক পেজ থেকে সেবা গ্রহণ করতে পারেন। যুগের সাথে তাল মিলিয়ে প্রতিটি কর্ম ক্ষেত্রে রবি নিজেদের এগিয়ে রেখেছে। নিম্নে রবির কাস্টমার কেয়ার নাম্বার ছাড়া রবি গ্রাহকরা যে পদ্ধতিতে রবি কাস্টমার কেয়ারের সেবা গ্রহণ করতে পারবেন। সেগুলো নিম্নে দেয়া হল-
দেখুন: রবি বন্ধ সিম অফার.
- রবির ইমেইল- [email protected]
- রবি নিজস্ব ওয়েবসাইট- robi.com.bd
- রবি নিজস্ব ভেরিফাই করা ফেসবুক পেইজ- RobiFanz
- রবি নিজস্ব ভেরিফাই করা টুইটার একাউন্ট- TweetRobi
- রবির মোবাইল অ্যাপ- play..robi
বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার | Banglalink Customer Care Number
দেশ সেরা নেটওয়ার্ক উপহার দিচ্ছে বাংলালিংক। তবে বাংলালিংক গ্রাহক যদি এই নেটওয়ার্ক সিস্টেমের ওপর কোনো সমস্যা খুঁজে পান, তাহলে সহজে কাস্টমার কেয়ারের নাম্বারে ফোন দিয়ে নিজেদের সমস্যার সমাধান করতে পারেন। বাংলালিংকের সকল প্রি-পেইড এবং পোস্ট-পেইড গ্রাহকরা একদম ফ্রিতে কল করে বাংলালিংকের সেবা নিতে পারেন।
- বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে- ১২১
- অথবা আপনারা যেকোনো অপারেটর থেকে ডায়াল করতে পারেন- +৮৮০১৯১১৩০৪১২১
এসকল পথ ছাড়াও আপনারা বাংলালিংক কাস্টমার কেয়ার কর্তৃক সেবা গ্রহণ করতে পারবেন। আর সেগুলো হচ্ছে-
দেখুন: বাংলালিংক ইন্টারনেট অফার.
- বাংলালিংক ইমেইল- [email protected]
- বাংলালিংক নিজস্ব ওয়েবসাইট- anglalink.net
- বাংলালিংক নিজস্ব ভেরিফাই করা ফেসবুক পেইজ- banglalinkdigital
- বাংলালিংক নিজস্ব ভেরিফাই করা টুইটার একাউন্ট-banglalinkmela
- বাংলালিংক মোবাইল অ্যাপ- play.arena.banglalink
গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার | Grameenphone Customer Care Number
বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং ব্যবসায় সফল সিম অপারেটর কোম্পানি হচ্ছে গ্রামীণফোন। গ্রামীণফোন বাংলাদেশের সর্বোচ্চ সেবা প্রদান করে থাকে। আপনার গ্রামীনফোনের ইন্টারনেট সেবা, মিনিট সেবা সহ অন্যান্য যে কোন সেবা গ্রহণ করার জন্য আপনারা সরাসরি গ্রামীণফোন কাস্টমার কেয়ারে ফোন করে নিতে পারেন।
যেকোনো সময় আপনারা নিম্নের এই নাম্বারটিতে কল করলেই গ্রামীণফোন সেবা/ সার্ভিস গ্রহণ করতে পারবেন।
- গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে- ১২১ (৫০ পয়সা/ মিনিট)
- যেকোনো অপারেটর থেকে ডায়াল করুন +৮৮০ ১৭১১৫৯৪৫৯৪
তাছাড়া আপনারা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে GP কাস্টমার কেয়ার থেকে সেবা নিতে পারবেন। আর সেগুলো নিম্নে উল্লেখ করা হলো-
দেখুন: জিপি ইন্টারনেট অফার.
- গ্রামীণফোন ইমেইল- [email protected]
- গ্রামীণফোন নিজস্ব ওয়েবসাইট-grameenphone.com
- গ্রামীণফোন নিজস্ব ভেরিফাই করা ফেসবুক পেইজ- fb.com/gp
- গ্রামীণফোন নিজস্ব ভেরিফাই করা টুইটার একাউন্ট- twitter.com/gp
- গ্রামীণফোন মোবাইল অ্যাপ- play.mygp
এয়ারটেল কাস্টমার কেয়ার নাম্বার | Airtel Customer Care Number
এয়ারটেল সিম অপারেটর সম্পর্কে যেকোনো তথ্য বা সেবার প্রয়োজনে আপনারা যেকোনো সময় এয়ারটেল কাস্টমার কেয়ার নাম্বারে কল করে সেবা গ্রহণ করতে পারেন। বর্তমানে এয়ারটেল তার ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। আর এই অফার গুলো চালু করার জন্য আপনারা কাস্টমার কেয়ারের নাম্বারে ফোন দিয়ে অবগত হতে পারেন।
এয়ারটেল কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে- ১২১
অথবা যে কোন সিম অপারেটর থেকে ডায়াল করুন +৮৮০১৬১৪০০০১২১, ০১৬৭৮৬০০৭৮৬
এছাড়াও আপনারা নিম্নের এই পথ গুলো অবলম্বন করে এয়ারটেল কাস্টমার কেয়ার সেবা গ্রহণ করতে পারেন।
দেখুন: এয়ারটেল ইন্টারনেট অফার.
- এয়ারটেল ইমেইল- [email protected]
- এয়ারটেল নিজস্ব ওয়েবসাইট-bd.airtel.com
- এয়ারটেল নিজস্ব ভেরিফাই করা ফেসবুক পেইজ- acebook.com/airtelbuzz
- এয়ারটেল নিজস্ব ভেরিফাই করা টুইটার একাউন্ট- twitter.com/airtelbuzz
- এয়ারটেল মোবাইল অ্যাপ- google.com.myairtel
টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার | Teletalk Customer Care Number
বাংলাদেশের একমাত্র সরকার নিয়ন্ত্রিত মোবাইল অপারেটর টেলিটক। জয়েন্ট স্টক কম্পানি নিবন্ধনকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর হিসেবে কাজ করেন। যার শুরু হয়েছিল ২০০৪ সালের ২৬ ডিসেম্বর থেকে। সেই তখন থেকে বর্তমান পর্যন্ত টেলিটক তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন সময় অফার প্রদান করে থাকে এবং গ্রাহকদের সঠিক তথ্য প্রদান করে গ্রাহকদের সেবা প্রদান করে থাকে।
টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে- ১২১
এছাড়াও নিম্নের নাম্বারগুলোতে আপনারা কল করে কাস্টমার কেয়ার কর্তৃক সেবা নিতে পারেন-
+৮৮ ০১৫০০১২১১২১-৯, +৮৮০১৫৫০১৫৭৭৫০, +৮৮০১৫৫০১৫৭৭৬০
তাছাড়াও আপনারা নিম্নের যে কোন মাধ্যম থেকে কাস্টমার কেয়ার কর্তৃক সেবা নিতে পারেন।
দেখুন: টেলিটক ইন্টারনেট অফার
- টেলিটক ইমেইল- [email protected]
- টেলিটক নিজস্ব ওয়েবসাইট- teletalk.com.bd
- টেলিটক নিজস্ব ভেরিফাই করা ফেসবুক পেইজ- fb.com/yourTELETALK
- টেলিটক নিজস্ব ভেরিফাই করা টুইটার একাউন্ট- witter.com/Teletalk4Gi
- টেলিটক মোবাইল অ্যাপ- google.teletalk
স্কিটো হেল্পলাইন নাম্বার | Skitto Customer Care Number
স্কিটো মোবাইল অপারেটর মূলত একটি গ্রামীণফোন কোম্পানির আওতায় একটি সিম অপারেটর। তবে এর মালিকানাধীন গ্রামীণফোন হলেও এর সবকিছু আলাদা। গ্রামীণফোন হেল্পলাইন নাম্বারের সাথে স্কিটো সিমের নাম্বার এর কোন মিল খুজে পাওয়া যাবেনা। মূলত গ্রাহকদের অতিরিক্ত সেবা প্রদান করার জন্য গ্রামীণফোন স্কিটো সিম অপারেটর চালু করেন।
- স্কিটো হেল্পলাইন নাম্বার- ১২১
- যে কোন মোবাইল অপারেটর থেকে কল করতে পারেন- +৮৮০১৭০১০০০১২১
এছাড়াও আপনারা নিম্নের ঠিকানাগুলো থেকে যে কোন একটি মাধ্যম ব্যবহার করে স্কিটো সার্ভিস গ্রহণ করতে পারবেন।
- স্কিটো ইমেইল- [email protected]
- স্কিটো নিজস্ব ওয়েবসাইট- skitto.com
- স্কিটো নিজস্ব ভেরিফাই করা ফেসবুক পেইজ- fb.com/skittodigita
- স্কিটো মোবাইল অ্যাপ-google.com.skitto
দারাজ কাস্টমার কেয়ার নাম্বার | Daraz Customer Care Number
প্রযুক্তির সাথে সাথে মানুষ অনলাইনে কেনাবেচা বেশি করছে। বর্তমানে বিশ্বের বড় বড় অনলাইন মার্কেটপ্লেস রয়েছে। যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সকল জিনিস পাওয়া যায়। তবে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ছাড়াও বাংলাদেশের নিজস্ব মার্কেটপ্লেস রয়েছে। যেখানে প্রয়োজনীয় সকল জিনিস পাওয়া যায়। আরে মার্কেটপ্লেসটির নাম হচ্ছে দারাজ।
দারাজ থেকে পণ্য ক্রয় করার সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। দারাজ যাতে ক্রেতাদের যেকোন সমস্যার সমাধান করতে পারে সে জন্য Customer care number রেজিস্ট্রেশন করেছে। এই নাম্বারের মাধ্যমে তাদের সাথে সরাসরি সমস্যা শেয়ার করেন এবং সহজে সমাধান পেয়ে যান।
দারাজ কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে- +৮৮০৯৬১০০৯৬১১১
এছাড়াও দারাজ এর সাথে অন্যান্য অনেক পদ্ধতিতে যোগাযোগ করা যাবে এবং নিজেদের সমস্যা সমাধান করতে পারবেন।
- দারাজ নিজস্ব ওয়েবসাইট- daraz.com.bd
- দারাজ মোবাইল অ্যাপ- play.google.com.daraz
উপসংহার: আশা করি আপনারা আমাদের এই আর্টিকেল থেকে উপকৃত হয়েছেন। কারন আপনাদের নিত্যপ্রয়োজনীয় অনেক সমস্যার সমাধান নিয়ে আমাদের এই আর্টিকেলটি তৈরি করা হয়েছে। আমরা সিম অপারেটর ব্যবহার করার সময় যেকোন সমস্যায় পড়তে পারি এটাই স্বাভাবিক। আর এই স্বাভাবিক সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা সিম অপারেটর কোম্পানিগুলোর Customer care number ব্যবহার করে সমস্যার সমাধান পেতে পারি।
আপনাদের যদি আরো কিছু জানার থাকে আমাদের এই আর্টিকেলের সম্পর্কে বা কোনো মন্তব্য জানাতে চান। তাহলে আমাদের নিম্নের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন।