জুন মাসের দিবস সমূহ ২০২৪ | Days of June 2024
জুন মাসের দিবস সমূহ ২০২৪ | (আন্তর্জাতিক ও জাতীয় দিবস সমূহ) | Days of June 2024
Days of June: জুন মাসের দিবস সমূহ জুন হল বছরের ৬ষ্ঠ মাস। কিন্তু এটা আগে ছিল না। ৪৬ খ্রিস্টপূর্বাব্দে, জুলিয়াস সিজার বছরকে বারো মাসে ভাগ করে রোমান ক্যালেন্ডারে পরিবর্তন করেন। তখন থেকেই জুন ৬ষ্ঠ মাস হয়। এছাড়া জুন মাসের নাম বৃহস্পতির স্ত্রী জুনো থেকে এসেছে।
আজকে আমরা জানবো, জুন মাসের দিবস সমূহ গুলো। এসব দিবস সমূহের মধ্যে বেশ কিছু দিবস আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে পালন করা হয়। এজন্য এগুলো যারা আমাদের জন্য খুবই জরুরী। চলুন তাহলে শুরু করা যাক-
আরো দেখুনঃ আজকের তারিখ বাংলা ইংরেজি আরবি ২০২৪.
জুন মাসের দিবস সমূহ ২০২৪
১ জুন: আন্তর্জাতিক শিশু দিবস, ৪ জুন: জাতীয় চা দিবস, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস, ৭ জুন: ছয় দফা দিবস, ৮ জুন: বিশ্ব মহাসাগর দিবস, বিশ্ব ব্রেইন টিউমার দিবস, ১২ জুন:বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস, ১৩ জুন: নারী উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস বা ইভ টীজিং প্রতিরোধ দিবস, ১৪ জুন: বিশ্ব রক্তদাতা দিবস, ১৭ জুন: বিশ্ব মরুময়তা দিবস, ২০ জুন: বিশ্ব শরণার্থী দিবস, ২১ জুন: বিশ্ব সঙ্গীত দিবস, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস, ২৩ জুন: পলাশী দিবস, ২৬ জুন: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস, ২৭ জুন: আন্তর্জাতিক এমএসএমই দিবস।
জুন মাসের দিবসের তালিকা
আপনাদের মাঝে তুলে ধরা হল ছকের মাধ্যমে জুন মাসের দিবস সমূহ গুলো।
তারিখ | দিবস |
১ জুন | আন্তর্জাতিক শিশু দিবস |
৪ জুন | জাতীয় চা দিবস |
৫ জুন | বিশ্ব পরিবেশ দিবস |
৭ জুন | ছয় দফা দিবস |
৮ জুন | বিশ্ব মহাসাগর দিবস, বিশ্ব ব্রেইন টিউমার দিবস |
১২ জুন | বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস |
১৩ জুন | নারী উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস বা ইভটীজিং প্রতিরোধ দিবস |
১৪ জুন | বিশ্ব রক্তদাতা দিবস |
১৭ জুন | বিশ্ব মরুময়তা দিবস |
২০ জুন | বিশ্ব শরণার্থী দিবস |
২১ জুন | বিশ্ব সঙ্গীত দিবস, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস |
২৩ জুন | পলাশী দিবস |
২৬ জুন | আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস |
২৭ জুন | আন্তর্জাতিক এমএসএমই দিবস। |
আরো দেখুনঃ সেপ্টেম্বর মাসের দিবস সমূহ ২০২৪ | Days of September 2024
জুন মাসের দিবস ডে সমূহ (জাতীয়)
উপরের লেখা থেকে আমরা আন্তর্জাতিকভাবে যেসব দিবস পালন করা হয় সেগুলো সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো জাতীয় পর্যায়ে যেসব দিবস পালন করা হয়।
- ৪ জুন: জাতীয় চা দিবস
- ৭ জুন: ছয় দফা দিবস
- ১৩ জুন: নারী উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস বা ইভ টীজিং প্রতিরোধ দিবস
- ২৩ জুন: পলাশী দিবস
জুন মাসের দিবস সমূহ (আন্তর্জাতিক)
আন্তর্জাতিকভাবে জুন মাসে বেশ কিছু দিবস পালন করা হয়। এর মধ্যে কিছু কিছু দিবস আবার আমাদের দেশে পালন করা হয়। চলুন তাহলে জেনে নিই,
- ১ জুন: আন্তর্জাতিক শিশু দিবস
- ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস
- ৮ জুন: বিশ্ব মহাসাগর দিবস, বিশ্ব ব্রেইন টিউমার দিবস
- ১২ জুন:বিশ্ব শিশু-শ্রম নিরসন দিবস
- ১৪ জুন: বিশ্ব রক্তদাতা দিবস
- ১৭ জুন: বিশ্ব মরুময়তা দিবস
- ২০ জুন: বিশ্ব শরণার্থী দিবস
- ২১ জুন: বিশ্ব সঙ্গীত দিবস, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস
- ২৬ জুন: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস
- ২৭ জুন: আন্তর্জাতিক এমএসএমই দিবস
আরো দেখুনঃ
জুন মাসের ডে সমূহ -FAQ
- ১ জুন কোন দিবস পালন করা হয়?
আন্তর্জাতিক শিশু দিবস ১ জুন পালন করা হয় সারা বিশ্বব্যাপী।
- বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়?
জুন মাসের ৫ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
- জাতীয় ছয় দফা দিবস কবে?
মূলত জাতীয় ছয় দফা দিবস ৭ জুন।
- ২৩ শে জুন কোন দিবস?
২৩ শে জুন পলাশী দিবস পালন করা হয়। কারণ এদিন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল।
- বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয়?
১৪ জুন বিশ্বরক্ত দাতা দিবস পালন করা হয়।
- আন্তর্জাতিক মাদকবিরোধী ডে কবে?
২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী ডে পালন করা হয়ে থাকে।
সর্বশেষ কথা: আপনারা এতদিন যারা জানতেন না জুন মাসের দিবস সমূহ, আশা করি তারা আজকের এই লেখাটি যদি শেষ পর্যন্ত পড়ে থাকেন। তাহলে অবশ্যই জানতে পারবেন জুন মাসের কোন দিন কোন দিবস পালন করা হয় সেগুলো সম্পর্কে। আজকের এই লেখা নিয়ে যদি আপনাদের কোন মন্তব্য বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া আজকের এই পোস্টটি আপনাদের কাছে কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না। ধন্যবাদ!