মার্চ মাসের দিবস সমূহ ২০২৪ | Days of March 2024
মার্চ মাসের দিবস সমূহ ২০২৪ | (আন্তর্জাতিক ও জাতীয় দিবস সমূহ) | Days of March 2024
Days of March 2024: আপনি কি মার্চ মাসের দিবস সমূহ সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে চলুন জেনে নেই, মার্চ মাসে কী কী বিশেষ দিবস রয়েছে এবং সেগুলো পালন করার পেছনের কারণ সমূহ। মার্চ মাসের ডে সমূহ পালন করার বিষয়ে আলোচনা নিম্নরূপ।
মার্চ মাসে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বেশ কিছু বিশেষ দিবস পালিত হয়ে থাকে। উক্ত গুরুত্বপূর্ণ দিবস সমূহ নিয়ে আজকের আলোচনা সাজানো হয়েছে।
আরো দেখুনঃ আজকের তারিখ বাংলা ইংরেজি আরবি ২০২৪.
মার্চ মাসের দিবস সমূহ ২০২৪
(২ মার্চ- জাতীয় পতাকা দিবস ও জাতীয় ভোটার দিবস), (৩ মার্চ- বিশ্ব বই দিবস), (৪ মার্চ– বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস),(৬ মার্চ– জাতীয় পাট দিবস), (৭ মার্চ- ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস), (৮ মার্চ – আন্তর্জাতিক নারী দিবস), (১১ মার্চ – রাষ্ট্রভাষা দিবস), (১৩ মার্চ – আন্তর্জাতিক রোটারি দিবস), (১৪ মার্চ – আন্তর্জাতিক নদী দিবস), (১৭ মার্চ- জাতীয় শিশু দিবস), (২০ মার্চ- বিশ্ব যুব ও জাতীয় থিয়েটার দিবস),(২১ মার্চ- জাতীয় নিদ্রা দিবস), (২২ মার্চ – বিশ্ব পানি দিবস), (২৬ মার্চ– বাংলাদেশের স্বাধীনতা দিবস), (২৭ মার্চ – বিশ্ব নাটক দিবস), (৩১ মার্চ- জাতীয় দুর্যোগ মোকাবিলা দিবস)।
মার্চ মাসের দিবসের তালিকা
মার্চ মাসের দিবস সমূহ টেবিল আকার নিচে দেওয়া হল। এতে করে আপনারা সহজে মনে রাখতে পারবেন কোন দিন কোন দিবস।
০২ মার্চ | জাতীয় পতাকা দিবস ও জাতীয় ভোটার দিবস |
৩ মার্চ | বিশ্ব বই দিবস |
৪ মার্চ | বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস |
৬ মার্চ | জাতীয় পাট দিবস |
৭ মার্চ | ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস |
৮ মার্চ | আন্তর্জাতিক নারী দিবস |
১১ মার্চ | রাষ্ট্রভাষা দিবস |
১৩ মার্চ | আন্তর্জাতিক রোটারি দিবস |
১৪ মার্চ | আন্তর্জাতিক নদী দিসব, বিশ্ব পাই (π) দিবস |
১৭ মার্চ | জাতীয় শিশু দিবস |
২০ মার্চ | বিশ্ব যুব ও জাতীয় থিয়েটার দিবস |
২১ মার্চ | বিশ্ব নিদ্রা দিবস, বিশ্ব বনায়ন দিবস |
২২ মার্চ | বিশ্ব পানি দিবস |
২৩ মার্চ | বিশ্ব আবহাওয়া দিবস |
২৪ মার্চ | বিশ্ব যক্ষ্মা দিবস, আন্তর্জাতিক আর্কাইভ দিবস |
২৬ মার্চ | বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস |
২৭ মার্চ | বিশ্ব নাটক দিবস |
৩১ মার্চ | জাতীয় দুর্যোগ মোকাবিলা দিবস |
আরো দেখুনঃ অক্টোবর মাসের দিবস সমূহ ২০২৪
মার্চ মাসের কোন দিন কী দিবস (আন্তর্জাতিক)
আন্তর্জাতিক ভাবে মার্চ মাসে বেশ কিছু দিবস পালন করা হয়। এখন আমরা জানবো মার্চ মাসের দিবস সমূহ আন্তর্জাতিকভাবে যেগুলো পালন করা হয় সেগুলো:
- ৩ মার্চ – বিশ্ব বই দিবস
- ৪ মার্চ – বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস
- ৮ মার্চ- আন্তর্জাতিক নারী দিবস
- ১৩ মার্চ- আন্তর্জাতিক রোটারি দিবস
- ১৪ মার্চ – আন্তর্জাতিক নদী দিবস। বিশ্বের নদী সমূহ রক্ষার তাগিদে এই দিবস উদযাপন শুরু হয়ে থাকে।
- ২২ মার্চ – বিশ্ব পানি দিবস। বিশ্বব্যাপী নিরাপদ পানি নিশ্চিত করা এর অন্যতম লক্ষ্য।
মার্চ মাসের ডে সমূহ (জাতীয়)
উপরে আমরা মার্চ মাসে আন্তর্জাতিকভাবে যেসব দিবস পালন করে সেগুলো জেনেছি। এখন আমরা জানবো জাতীয়ভাবে মার্চ মাসের দিবস সমূহ:
- ৭ মার্চ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দিন ঐতিহাসিক ভাষণ দেন। তিনি সমগ্র বাঙালিকে স্বাধীনতার মন্ত্র শোনান। ঐক্যবদ্ধ করেন মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে।
- ১৭ মার্চ – জাতীয় শিশু দিবস। বাংলাদেশে জাতীয় ভাভে উদযাপিত অন্যতম তাৎপর্যপূর্ণ একটি দিন
- ২৬ মার্চ – বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এদিনকে বাংলাদেশের জন্মদিন হিসেবে গণ্য করা হয়ে থাকে।
মার্চ মাসের ডে সমূহ– FAQ
- ৮ মার্চ কী দিবস?
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের সকল নারীর অধিকার আদায়ের দাবি এর অন্যতম প্রতিপাদ্য।
- ২৬ মার্চ কী দিবস?
বাংলাদেশের স্বাধীনতা দিবস হল ২৬ শে মার্চ। এ দিন ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন।
- জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?
১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় শিশু দিবস পালিত হয়।
- বিশ্ব নাটক দিবস কবে?
২৭ মার্চ বিশ্ব নাটক দিবস।
আরো দেখুনঃ
মার্চ মাসের দিবস সমূহ নিয়ে আমাদের শেষ কথা
মার্চ মাসের দিবস সমূহ নিয়ে এই নিবন্ধটি সাজানো হয়েছে। এতে আলোচনা করা হয়েছে মার্চ মাসে উদযাপিত জাতীয় এবং আন্তর্জাতিক বিশেষ দিন সমূহ নিয়ে। এছাড়া অন্যান্য মাস সম্পর্কে জানতে আগ্রহী হলে অনুগ্রহপূর্বক আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত আজকের এই পোস্টে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।