কোরিয়ার মুদ্রার নাম কী? | কোরিয়ার রাজধানীর নাম কী?
কোরিয়ার মুদ্রার নাম কী? | Korea Currency Name | কোরিয়ার ধর্মের নাম কী? | কোরিয়ার ভাষার নাম কী?
কোরিয়া ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানি সাম্রাজ্য থেকে স্বাধীনতা অর্জনের পর গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ও কোরিয়া প্রজাতন্ত্র নানে দুইটি ভিন্ন রাষ্ট্রে বিভক্ত হয়। কোরিয়ার উত্তর – পশ্চিমে গণচীন ও উত্তর- পূর্ব দিকে রাশিয়া অবস্থিত।
কোরিয়ার মুদ্রার নাম কী?
উত্তর কোরিয়ার মুদ্রার নাম উত্তর কোরীয় উয়ন যার কোড KPW। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম উয়ন। এই মুদ্রার কোড হল KRW, ১ দক্ষিণ কোরীয় উয়ন এর মূল্য বাংলাদেশের ০.০৭৯ টাকার মূল্যের সমান।
কোরিয়ার রাজধানীর নাম কী?
উত্তর কোরিয়ার রাজধানীর নাম হল পিয়ং ইয়াং। দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হল সিউল যা ১৩৯৪ সাল থেকে অবিভক্ত কোরিয়ার রাজধানী ছিল। ১৯৪৮ সালে কোরিয়া ভাগের পর এটি দক্ষিণ কোরিয়ার রাজধানীতে পরিণত হয়। সিউল শব্দের অর্থ হল রাজধানী। এ শহরটি পর্বত দিয়ে বেষ্টিত। হান নদী এ শহরকে দুই ভাগে বিভক্ত করেছে। এর আয়তন প্রায় ৬০০ বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় ১০ লক্ষ লোকের বাস। এখানে ৪ টি ঋতু বিদ্যমান। সিউল শহরের জলবায়ু মহাদেশীয় প্রকৃতির।
কোরিয়ার ধর্মের নাম কী?
দক্ষিণ কোরিয়ায় ৫৬.১% মানুষ কোনো ধর্ম অনুসরণ করে না। ধর্মানুসারীদের মধ্যে ২৫.৫% মানুষ বৌদ্ধ, ১৯ % প্রটেস্ট্যান্ট মতবাদের খ্রিষ্টান, ৭.৯% ক্যাথলিক মতবাদের খ্রিষ্টান। এছাড়া স্বল্প সংখ্যক কনফুসীয় ধর্ম, ছন দো মতবাদ, দেসান জিনরি হো মতবাদ ও ওন বৌদ্ধ মতবাদের মানুষ রয়েছে কোরিয়ায়।
কোরিয়ার ভাষার নাম কী?
কোরিয়ার ভাষার নাম হল কোরীয় ভাষা এবং এর বর্ণমালাকে বলা হয় হাঙ্গুল। পঞ্চদশ শতাব্দীতে রাজা সেজোং এই বর্ণমালা রীতি প্রণয়ন। এটি অত্যন্ত সহজবোধ্য বর্ণমালা। পৃথিবীতে প্রায় ৮ কোটি কোরীয় ভাষার মানুষ রয়েছে। এরমধ্যে ৫ কোটি ভাষাভাষী দক্ষিণ কোরিয়ায় অবস্থিত, আড়াই কোটি ভাষাভাষী উত্তর কোরিয়ায় অবস্থিত। এছাড়া চীনে ২০ লক্ষ, যুক্তরাষ্ট্রে ১০ লক্ষ ও জাপানে ৫ লক্ষ মানুষ কোরীয় ভাষায় কথা বলে। পৃথিবীতে কোরীয় ভাষা ১২ তম অবস্থানে আছে।
আরো দেখুনঃ
সর্বশেষ কথা
আমরা জানলাম কোরিয়ার মুদ্রার নাম কী। এছাড়া অন্যান্য বিষয়ে তথ্য পেতে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। লেখায় কোনো রকম অসামঞ্জস্য পেলে কমেন্ট বাক্সে জানাবেন। আমরা সবসময় চেষ্টা করব সঠিক তথ্য জানাতে।