মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস | মোবাইলে ফ্রি টিভি দেখার উপায়
মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস ডাউনলোড 2024 | Mobile Live Tv Watch App Download 2024 | মোবাইলে ফ্রি টিভি দেখার উপায়
আমাদের মধ্যে অনেকে আছেন যারা গুগলে বা ইউটিউবে সার্চ করেন মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস লিখে। কিন্তু সঠিক তথ্য খুঁজে পান না। চিন্তার কোন কারণ নেই, আমাদের আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন তাহলে জানতে পারবেন ফ্রি মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস গুলো সম্পর্কে। এখন আধুনিক যুগ। এই যুগে সবকিছুই ধীরে ধীরে আধুনিক হচ্ছে। এখন এর সাথে তাল মিলিয়ে ইন্টারনেট-এর স্পীড-ও বেড়ে চলেছে। বাড়ছে সুযোগ সুবিধা। তাই এখন মোবাইলে-ও দেখা যায় ফ্রী লাইভ টিভি। তবে এর জন্য আপনার কিছু অ্যাপ এর দরকার পড়বে। চলুন শুরু করা যাক-
ফ্রি লাইভ টিভি দেখার অ্যাপ | মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস
- টফি (Toffee)
মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস এর মধ্যে টফি-কে বলা যায় সেরার সেরা। প্রায় অধিকাংশ মানুষই এখন টফি ব্যবহার করেন। এই অ্যাপটি বাংলালিংক এর অধীনে রয়েছে। এই অ্যাপের সাহায্যে আপনি আপনার খেয়াল খুশি মতো যেকোনো কিছু দেখতে পারবেন। বলতে গলে প্রায় সব রকমের কনটেন্ট দিয়ে পূর্ণ “টফি”। এটিতে লাইভ স্ট্রিমিং সিস্টেম রয়েছে।
এখানে আপনি যেসব ধরনের কন্টেন্ট দেখতে পারবেন-
- বিভিন্ন ধরনের খেলার চ্যানেল-গুলো। এগুলোর মধ্যে দেশী (যেমন- G TV) ও বিদেশী (যেমন Sony) দুই ধরনের খেলার চ্যানেলই দেখতে পাবেন। তা-ও আবার সরাসরি অর্থাৎ লাইভ স্ট্রিমিং এ।
- বিভিন্ন ধরণের সংবাদ প্রচার করার চ্যানেল-গুলো। এগুলোর মধ্যে অন্যতম হলোঃ সময় সংবাদ, আর টিভি (R TV), দেশ টিভি।
- বিদেশী চ্যালেনগুলো উপভোগ করা যায় টফির মাধ্যমে। এগুলোর মধ্যে আছে এম টিভি, ভি. এইচ. ওয়ান। একই সাথে আছে জি বাংলা।
তবে টফি অ্যাপ দিন দিন ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে। কারণ, প্রতিটি কন্টেন্ট লাইভে ফ্রি-তে উপভোগ করা যায় টফি-তে। টফি এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহার করা অ্যাপ। আর বর্তমানে এর জনপ্রিয়তা শীর্ষে উঠছে। মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস হিসেবে এটি এখন সবচেয়ে সেরা। কারণ, এটি এখন ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ-ও ফ্রি তে স্ট্রিম করছে। তাই ঘরে বসে শুধুমাত্র মোবাইল ফোনেই উপভোগ করা যাচ্ছে সব ধরনের টিভি কন্টেন্ট-গুলো। প্লে স্টোর থেকে টফি অ্যাপটি ডাউনলোড করেছেন প্রায় ১০ মিলিয়ন মানুষ।
আরো দেখুন:
বায়োস্কোপ (Bioscope)
বায়োস্কোপ-ও এখন দিন দিন বেশ জনপ্রিয় হচ্ছে। বায়োস্কোপ বর্তমানে গ্রামীণফোন এর অধীনে রয়েছে। এখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে সব ধরনের টিভি কনটেন্ট গুলো চাইলেই উপভোগ করতে পারবেন। এর জন্য আপনি আপনার ডিভাইসে অ্যাপ-ও ব্যবহার করতে পারেন। অথবা আপনি ওয়েবসাইট থেকেও কন্টেন্ট-গুলো দেখতে পারেন। মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস বায়োস্কোপ-এ আপনি লাইভ স্ট্রিম করা সব কন্টেন্ট গুলো দেখতে পারবেন। একই সাথে এখানে অন্যান্য আরো অনেক ধরনের ভিডিও কালেকশন করা থাকে। যার ফলে সে ভিডিও গুলো-ও উপভোগ করতে পারবেন।
এখানে আপনি যেসব ধরনের কন্টেন্ট দেখতে পারবেন-
- খেলার চ্যানেল। এখানে বিদেশী খেলার চ্যানেল গুলো খেলা প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। মূলত, সনি স্পোর্টস এর কিছু চ্যানেল খুবই ফেমাস।
- সংবাদ প্রচার করার চ্যানেল-গুলো। এর মধ্যে আছে সময় সংবাদ, N TV, ৭১ টিভি।
- বিনোদন অঙ্গনের যেকোনো কনটেন্ট-ও পেয়ে যাবেন বায়োস্কোপ এ।
আরো বিদেশী কিছু চ্যানেল আছে। এগুলোর মধ্যে সংবাদ, বিনোদন, স্পোর্টস সহ সব ধরনের কনটেন্ট পাওয়া যায়। আছে-
- জি বাংলা
- Sony Sub
- BBC Earth
- Sony আট
- Nickelodeon
- M TV
বলতে গেলে এক কথায় সব ধরনের কন্টেন্ট দিয়ে পরিপূর্ণ বায়োস্কোপ। তাই আপনি যদি মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস খুঁজে থাকেন, তাহলে অবশ্যই বায়োস্কোপ ব্যবহার করতে পারেন। এটি আপনাকে সব ধরনের কনটেন্ট প্রোভাইড করবে। প্লে স্টোর থেকে বায়োস্কোপ অ্যাপটি ডাউনলোড করেছেন প্রায় ৫ মিলিয়ন মানুষ।
- জাগোবিডি (Jago BD)
দেশের সবচেয়ে বড় লাইভ স্ট্রিমিং সিস্টেম আছে এই জাগোবিডি-তে। মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস উপভোগ করতে চাইলে জাগো বিডি তার জন্য অনেকটা ভালো হবে। এখনকার সময়ে আপনি জাগোবিডি-তে যেকোনো দেশী বিদেশি কন্টেন্ট উপভোগ করতে পারবেন। আর বড় কথা হচ্ছে, জাগোবিডি শুধুমাত্র টিভি দেখার জন্য ভিডিও কন্টেন্ট গুলোই নয়, এর পাশাপাশি আপনি রেডিও ও সংবাদপত্র পেয়ে যাবেন জাগোবিডি-তে। এটি আপনাকে বেশ দারুণ ও উন্নতমানের সার্ভিস প্রোভাইড করবে।
এখানে আপনি যেসব ধরনের কন্টেন্ট দেখতে পারবেন-
- সংবাদ প্রচার করার যেকোনো চ্যানেল দেখতে পারবেন।
- ATN, বিটিভি, সময় সংবাদ, Jamuna TV, Asian TV।
- রেডিও ফুর্তি
- Dhaka FM (ঢাকা এফ এম)
- যেকোনো ধরনের মুভি অথবা সিনেমা উপভোগ করা যায় সহজেই।
- সংবাদপত্র পড়ার সুবিধা আছে।
- শুনতে পারবেন রেডিও-ও।
- সিরিয়াল বা নাটকগুলো লাইভ স্ট্রিম করা হয়।
- খেলা গুলো লাইভ স্ট্রিম করা হয়, যার ফলে কোনো ম্যাচ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
এছাড়া আরেকটি কারণে জাগোবিডি অন্যান্য সব ধরনের লাইভ স্ট্রিমিং প্লাটফর্ম থেকে আলাদা। কারণ, একে তো জাগো বিডি-তে পাওয়া যায় সংবাদপত্র পড়ার সুবিধা। তার উপর জাগোবিডি-তে সবসময় এর সার্ভিস পুরোপুরি পারফেক্টলি চালু থাকে। যার ফলে, কোনো সমস্যা ছাড়াই যেকোনো সময়, যেকোনো কনটেন্ট উপভোগ করতে পারবেন ইচ্ছেমতো। আর জাগোবিডি-তে ওয়েবসাইটে পড়ার সুবিধার জন্য অনেক মানুষই এখন এই অ্যাপটি ব্যবহার করে থাকেন। প্লে স্টোর থেকে জাগো বিডি অ্যাপটি ডাউনলোড করেছেন প্রায় ৫ মিলিয়ন মানুষ।
- বংগো (Bongo)
Bongo (বংগো) এখন দেশের জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে একটি। অন্যান্য সব ধরনের অ্যাপের মতো এই অ্যাপটিও ভিন্ন ধরনের কন্টেন্ট গুলো Provide করে। দেশী ও বিদেশি অনেক চ্যানেল দেখা যায় বংগো তে। তা-ও আবার সম্পূর্ণ বিনামূল্যে। এই অ্যাপে লাইভ স্ট্রিম করা কিছু শো-ও দেখা যায়। এটি এখন দেশে মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস হিসেবে অনেকটা বেশি-ই জনপ্রিয়।
এখানে আপনি যেসব ধরনের কন্টেন্ট দেখতে পারবেন-
- সংবাদ প্রচার করার চ্যানেলগুলো। এগুলোর মধ্যে অন্যান্য গুলোর মতোই সময় সংবাদ, N TV, R TV দেখা যাবে সরাসরি।
- জি নেটওয়ার্ক এখন দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তাই বংগো তে আপনি জি নেটওয়ার্ক এর কালেকশন গুলোও দেখতে পারবেন। এখানে জি নেটওয়ার্ক এর অনেকগুলো সিরিজ ও চ্যানেল আছে বংগো-তে।
- বিভিন্ন খেলার চ্যানেল-ও আছে বংগো তে। যা খেলা প্রেমীদের জন্য দারুণ সুখবর।
- মুভি বা বিভিন্ন সিনেমা গুলো দেখা যায়।
এছাড়াও, Bongo তে আরও অনেক ধরনের ব্যাতিক্রমী কালেকশন আছে। এখানকার সংগ্রহ অনেক বেশি। তাই নতুন বা পুরোনো কন্টেন্ট গুলো দেখার জন্য Bongo আপনার জন্য দারুণ হবে। অবসর সময় কাটানোর জন্য হোক কিংবা লাইভ ফ্রি টিভি দেখার জন্য, Bongo অ্যাপ দারুন। প্লে স্টোর থেকে Bongo অ্যাপটি ডাউনলোড করেছেন প্রায় ৫ মিলিয়ন মানুষ।
- বিংগে (Binge)
Combo নামক বিষয়টা সবার কাছেই আকর্ষণীয়। আর যদি ফ্রি টিভি দেখার অ্যাপে সবকিছু একসাথে কমবো হিসেবে পেতে চান, তো সে দিক থেকে সেরা অ্যাপ হলো “বিংগে”। মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস হিসেবে এখন বেশ নামডাক আছে Binge এর। দেশী ও বিদেশী দুই ধরনের চ্যানেলই দেখা যায় বিংগে অ্যাপে। লাইভ স্ট্রিমিং সিস্টেম চালু আছে। সব ধরনের কনটেন্ট দেখা যায় সম্পূর্ণ বিনামূল্যে।
এখানে আপনি যেসব ধরনের কন্টেন্ট দেখতে পারবেন-
- সংবাদ প্রচার করার চ্যানেলগুলো। এগুলোর মধ্যে অন্যান্য গুলোর মতোই সময় সংবাদ, ৭১ TV, R TV, News 24 দেখা যাবে সরাসরি।
- স্পোর্টস এর চ্যানেল আছে অনেকগুলো। এদের মধ্যে Sony Sports এর বেশ কিছু সিরিজ আছে।
- লাইভ এ সব ধরনের কনটেন্ট দেখার দারূণ সুযোগ সুবিধা আছে।
- যেকোনো মুভি, সিরিয়াল বা কার্টুন সবকিছুর কালেকশন আছে।
- Nickelodeon এ কার্টুন দেখার সুবিধা আছে।
অন্যান্য যেকোনো ব্যতিক্রমী কন্টেন্ট দিয়ে-ও পরিপূর্ণ এই বিংগে। আছে সিনেমা দেখার সুবিধা। Sony-র বেশ কিছু সিরিজ আছে। তাই অবসর কাটানোর জন্য দারুণ একটি ফ্রী টিভি দেখার অ্যাপ এটি। প্লে স্টোর থেকে বিংগে অ্যাপটি ডাউনলোড করেছেন প্রায় ১ মিলিয়ন মানুষ।
- Yupp TV
বর্তমানে Yupp Tv বেশ জনপ্রিয় মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস হিসেবে। এই অ্যাপে অনেক ধরনের টিভি চ্যানেল রয়েছে, যেখানে আপনি মুভি দেখা থেকে শুরু করে টকশো, অ্যাওয়ার্ড শো, লাইভ খেলা দেখার চ্যানেলও পেয়ে যাবে। তবে Yupp Tv -তে আপনি হিন্দি চ্যানেল এর পাশাপাশি বাংলা চ্যানেল ও দেখতে পারবেন। এসব চ্যানেল দেখতে আপনাকে কোন চার্জ দিতে হবে না। ফ্রি-তে দেখতে পারবেন।
Yupp Tv অ্যাপটি আপনাকে গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে। তারপর অ্যাপটি ওপেন করলে আপনি লাইভ টিভি দেখতে পারবেন। তবে এই অ্যাপে লাইভ টিভি দেখতে চাইলে ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন হবে। ওয়াই-ফাই না থাকলেও আপনি ফোনে টাকা ডাটা দিয়ে দেখতে পারবেন। চলুন জেনে নিই যে চ্যানেলগুলো দেখতে পারবেন-
- বাংলা চ্যানেল: রূপসী বাংলা, সংগীত বাংলা, নিউস টাইম বাংলা।
- হিন্দি চ্যানেল: Star Plus, Colors TV, Sony TV, Zee TV, UTV Movies, Star Bharat, Set Max, Zee Cinema, SAB, MTunes।
- তেলুগু চ্যানেল: জেমিনি টিভি, স্টার মা টিভি, জি তেলুগু, ইটিভি, এনটিভি, টিভি৫, এবিএন, স্টার মা মুভিজ, স্টার মা গোল্ড, ইটিভি প্লাস।
- তামিল চ্যানেল: সান টিভি, স্টার বিজয়, জয়া টিভি, কালিয়াগ্নার টিভি, রাজ টিভি, সিরিপলি টিভি, পুহতিয়া থালাইমুরাই, সিথিগাল, থানথি টিভি, চিথিরাম টিভি।
- মালায়লাম চ্যানেল: এশিয়ানেট, সূর্য টিভি, কিরণ, এশিয়ানেট প্লাস, জয় হিন্দ, মাথরুবুমি, এশিয়ানেট নিউজ, রিপোর্টার, কৌমুদি টিভি, ইন্ডিয়া ভিশন।
আপনি যদি Yupp Tv অ্যাপ দিয়ে মোবাইলে টিভি দেখতে চান তাহলে আজ ডাউনলোড করে নিন।
- সনি লিভ (Sony Liv)
Sony India দ্বারা Liv হল একটি বর্তমানে মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস হিসেবে বেশ জনপ্রিয়। এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে আপনি চলচ্চিত্র এবং টিভি শো, ফুটবল, ক্রিকেট খেলাও সরাসরি দেখতে পারবেন তবে কিছু সময় পরপর বিজ্ঞাপন শো করবে। তাই বিজ্ঞাপন ছাড়া চলচ্চিত্র, ওয়েব সিরিজ, অ্যাওয়ার্ড শো এবং লাইভ টিভি দেখতে হলে আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন করতে হবে। সনি লিভ অ্যাপ এর মাধ্যমে আপনি লা লিগা (La Liga), এনবিএ(NBA), সেরি এ (Serie A), ইপিএল(EPL) এবং অন্যান্য লাইভ খেলা গুলো সরাসরি দেখতে পারবেন।
Sony Liv এর বৈশিষ্ট্য:
- ভারতের জনপ্রিয় মুভি, অনুষ্ঠানগুলো এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন আপনার যখন ইচ্ছা হবে তখন।
- বিনামূল্যে লাইভ খেলা দেখতে পারবেন।
- ওয়াই-ফাই বা ফোনের ডাটার স্পিড কম থাকলেও সহজেই লাইভ টিভি দেখতে পারবেন।
- Airtel TV Plus
Airtel TV Plus অ্যাপ মূলত যারা এয়ারটেল সিম ব্যবহার করে তাদের জন্য। এয়ারটেল সিম কোম্পানি দ্বারা ডেভলপ করা মোবাইল টিভি অ্যাপ। এখানে আপনি চাইলে সব ধরনের বিনোদন কন্টেট উপযোগ করতে পারবেন এবং সরাসরি দেখবেন। এর জন্য আপনার একটি এয়ারটেল সিম প্রয়োজন হবে।
সরাসরি লাইভ খেলা, টকশো, অ্যাওয়ার্ড শো লাইভ চ্যানেলগুলো দেখার জন্য Airtel TV + বেশ কার্যকর। তবে এর জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এর কথা শুনে ঘাবড়ে যাওয়ার দরকার নাই। কারণ রেজিস্ট্রেশন ফি খুবই অল্প। আপনি যদি রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে উপভোগ করতে পারবেন নানান ভাষার কনটেন্ট এবং সরাসরি লাইভ খেলা গুলো। Airtel TV + মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস হিসেবে বেশ জনপ্রিয় এবং বিজ্ঞাপনের ঝামেলা খুব কম। তাই আজ ডাউনলোড করে নিন এয়ারটেল টিভি প্লাস অ্যাপ এবং ঘরে বসেই মোবাইল ফোনে উপভোগ করুন লাইভ খেলা গুলো।
আরো দেখুন:
মোবাইলে টিভি দেখার সফটওয়্যার FAQ
- বিনামূল্যে লাইভ টিভি দেখার জন্য কোন অ্যাপ গুলো সেরা?
- সনি লিভ।
- ডিজনি+ হটস্টার।
- এয়ারটেল টিভি প্লাস।
- টফি
- বিংগ
- আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে লাইভ টিভি দেখবেন?
আপনি আপনার মোবাইল ফোন দিয়ে সরাসরি লাইভ টিভি দেখতে পারবেন। তবে এর জন্য উপরে বর্ণিত যেকোনো একটি অ্যাপ ডাউনলোড করে ফোনে ইন্সটল করতে হবে তবেই সরাসরি লাইভ টিভি দেখতে পারবেন।
- কোন অ্যাপ দিয়ে আপনি বিনামূল্যে নিয়মিত লাইভ টিভি দেখতে পারবেন?
আপনি বিনামূল্যে নিয়মিত লাইভ টিভি দেখতে পারবেন তবে কফি অ্যাপ, সনি লিভ অ্যাপ, বায়োস্কোপ, জাগো বিডি, Yupp Tv ইত্যাদি তে দেখতে পারবেন।
- বিনামূল্যে অনলাইনে টিভি দেখার জন্য কোন জিনিসগুলো প্রয়োজনীয়?
বিনামূল্যে অনলাইন টিভির জন্য প্রয়োজন হল: ভাল ইন্টারনেট সংযোগ, স্মার্ট মোবাইল ফোন এবং যে অ্যাপ দিয়ে টিভি দেখবেন।
সর্বশেষ কথা: উপরের উল্লেখ করা এই ৫ টি মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস হিসেবে সেরা। এগুলোর প্রত্যেকটির ব্যবহারকারীর সংখ্যাই ১০ থেকে ৫০ লাখের বেশি। আর টফির ১ কোটি। তাই যদি মোবাইলে টিভি দেখা উপভোগ করতে চান, তবে এই অ্যাপগুলো আপনার জন্যই। আশা করি লেখাটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপস নিয়ে এই লেখাগুলো আপনাদের কাজে আসবে।
এই পোস্ট নিয়ে যদি আপনাদের কোন জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাই আজ থেকে আপনার স্মার্ট মোবাইল ফোন দিয়ে লাইভ টিভি দেখুন। নিত্যনতুন এমন পোস্ট পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ধন্যবাদ!