পূর্ণ সংখ্যা কাকে বলে? | পূর্ণ সংখ্যা বের করার নিয়ম

0
4.5/5 - (2 votes)

পূর্ণ সংখ্যা কাকে বলে | পূর্ণ সংখ্যা বের করার নিয়ম | 1 থেকে 10 এর মধ্যে পূর্ণ সংখ্যা গুলি কি কি?

আমাদের পাঠ্যক্রমের একটি কমন বিষয় হচ্ছে গণিত বিষয়। যেখানে আমরা অনেক ধরনের অংক সমাধান করে থাকি। কিন্তু সে গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পূর্ণ সংখ্যার অধ্যায়। আর এই পূর্ণ সংখ্যার শুধু গণিত বিষয়ে ক্লাস ১০ম শ্রেণী অব্দি নেই,  পূর্ণসংখ্যা আমাদের কলেজ জীবন এবং ইউনিভার্সিটির জীবনের প্রয়োজন হয় এবং বড় বড় চাকরির ক্ষেত্রে এই পূর্ণ সংখ্যা নিয়ে প্রশ্ন আসে। তাই পূর্ণসংখ্যা আমাদের শিক্ষা জীবনে অনেক বড় ভূমিকা রাখে। পূর্ণ সংখ্যা কাকে বলে? কত প্রকার?  আজ আমরা গণিত বিষয়ে পূর্ণ সংখ্যা সম্পর্কে জানব।  এসব বিষয়ে সুস্পষ্ট ধারণা পেতে  নিচের লেখা গুলো মনোযোগ সহকারে পড়ুন। 

পূর্ণ সংখ্যা কি?

সাধারণ অর্থে দশমিক ছাড়া যে সকল সংখ্যা দেখি সেগুলো পূর্ণ সংখ্যা।

পূর্ণ সংখ্যা কাকে বলে?

পূর্ণ সংখ্যা হচ্ছে 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা সমূহ। যে সংখ্যায়  কোন দশমিক বা ভগ্নাংশ সংখ্যা থাকে না। যেমনঃ ০, ১, ১২, ১৫ ।

পূর্ণ সংখ্যা বের করার নিয়ম

পূর্ণ সংখ্যা বের করার কিছু নিয়ম রয়েছে।  চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই নিয়ম গুলো কি। পূর্ণ  সংখ্যা বের করার নিয়ম হচ্ছেঃ-

  • কোন সংখ্যায় যদি কোন দশমিক বা ভগ্নাংশ না থাকে তাহলে সেটি পূর্ণ সংখ্যা।
  • কোন পূর্ণ সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০, ১, ৪, ৫, ৬। 
  • শূন্য থাকলে সেটি পূর্ণ সংখ্যা।
  • ধনাত্মক এবং ঋণাত্মক সংখা পূর্ণ সংখ্যা।

আরো দেখুনঃ মূলদ এবং অমূলদ সংখ্যা কাকে বলে?

পূর্ণ সংখ্যা কত প্রকার ও কি কি?

 পূর্ণসংখ্যা আবার অনেক প্রকারের হয়ে থাকে। তিন ভাগে ভাগ করা যায়। যেমনঃ

  • 0, 
  • ধনাত্মক  পূর্ণ সংখ্যা,
  • ঋণাত্মক পূর্ণ সংখ্যা।

ধনাত্মক পূর্ণ সংখ্যা:

শূন্য ছাড়া সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা। যেমনঃ ১, ৭, ৮, ৯, ১২, ৩৩।

ঋণাত্মক পূর্ণ সংখ্যা:

প্রতি ধনাত্মক সংখ্যার একটি মাত্র ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়। আর এই ধনাত্মক সংখ্যা  বিপরীত সংখ্যাগুলিকে  ঋণাত্মক  সংখ্যা বলে। যেমনঃ -১, -৫, -১৪।

উপসংহার: গণিত বিষয়ের সব চেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষতবস্তু হচ্ছে পূর্ণ সংখ্যা। যা ধারা অনেক অংকের সমাধান করা হয়। আশা করছি আপনারা  আজকের এই আর্টিকেল  টি পড়ে পূর্ণ সংখার  সম্পর্কে পরিপূর্ণ  ধারণা পেয়েছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.