বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
১. পদ্মা সেতুর মাপ কত?
উত্তর: পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার, প্রস্থ ১৮.১০ মি ও উচ্চতা ১৮.৩ মিটার।
২. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন ও কার্বন- ডাই অক্সাইড পরিবহন করা, রোগ প্রতিরোধ করা, শ্বেত কণিকা সৃষ্টি, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা এবং অনুচক্রিকার কাজ করা।
আরো পড়ুন: পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান.
৩. ১৯৫২ সালে কারা মাতৃভাষা দিবসে জীবন দিয়েছিল?
উত্তর: ১৯৫২ সালে যারা মাতৃভাষা দিবসে জীবন দিয়েছিলঃ রফিক উদ্দীন আহমদ, শফিউর রহমান, আবুল বরকত, আবদুল আউয়াল
৪. মুজিবনগর সরকার গঠিত হয় কত সালে?
উত্তর: মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ই এপ্রিল।
৫. মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর কে অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন?
উত্তর: জনাব ইউসুফ আলী অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন।
৬.. ফাগুনে , ঘ্রাণে, অঘ্রানে এখানে কি হবে?
উত্তর: ভরা ক্ষেত।
৭. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: অগ্নিবীণা।
৮. একাত্তরের দিনগুলি ও মুক্তিযুদ্ধের স্মৃতিকথা কার লেখা?
উত্তর: জাহানারা ইমাম।
৯. নির্জনতার কবি কে?
উত্তর: জীবনানন্দ দাশ।
১০. Oxygen: burn: Carbon dioxide: Extinguish
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
১১. ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত কয়টি অধিবর্ষ আছে?
উত্তর: ২৫ টি।
১২.কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি?
উত্তর: সোডিয়াম কার্বনেট।
১৩. ১ মিটার কত ইঞ্চি?
উত্তর: ৩৯.৩৭ ইঞ্চি।
১৪. Time: Watch: Pressure: stethoscope.
১৫. “মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে , মানবের মাঝে আমি বাঁচিবারে চাই । এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় – মাঝে যদি স্থান পাই” কবিতার অংশটি কার লেখা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৬. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব কয়টি?
উত্তর: ৪টি (বীরশ্রেষ্ঠ,বীরউত্তম,বীরবিক্রম,বীরপ্রতীক)।
১৭. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা ও সুরকার কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৮. বাংলাদেশের জতীয় সংগীতে মোট কত লাইন রয়েছে?
উত্তর: ১০টি।
১৯. বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম ইংরেজি অনুবাদ করেন কে?
উত্তর: সৈয়দ আলী আহসান।
আরো দেখুনঃ বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান.
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
২০.কোনো অনুষ্ঠান বা উৎসবে জাতীয় সংগীতের কতটুকু বাজানো হয়?
উত্তর: প্রথম চার লাইন।
২১. বাংলাদেশের রণসংগীত কে রচনা করেন?
উত্তর: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
২২. বাংলাদেশের রণসংগীত কোন কবিতার অংশবিশেষ?
উত্তর: চল চল কবিতার।
২৩. বাংলাদেশের রণসংগীত কোন কাব্যের অন্তর্গত?
উত্তর: সন্ধ্যা কাব্য।
২৫. রণসংগীতটি কোন পত্রিকায় প্রখম প্রকাশিত হয়?
উত্তর: শিখা পত্রিকায়।
২৬. ২৬ মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
উত্তর: ১৯৮০ সালে।
২৭. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
উত্তর: এ.এ. সাহা।
২৮. বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচিয়তা কে?
উত্তর: সেলিনা রহমান।
২৯. ক্রীড়া সংগীতের সুরকার কে?
উত্তর: খন্দকার নূরুল আলম।
৩০. বাংলাদেশের মানচিত্র প্রথম কে আকেন?
উত্তর: মেজর জেমস।
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন: Google.com এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ 1998 সালের 4 সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন: পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?
উত্তরঃ আহ্নিক গতির কারণে।
প্রশ্ন: তড়িৎশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
উত্তরঃ লাউডস্পিকার।
প্রশ্ন: ভূমিকম্প নির্ণায়কযন্ত্রের নাম কী?
উত্তরঃ সিসমোগ্রাফ।
প্রশ্ন: রাডারে যে তাড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার কী?
উত্তরঃ মাইক্রোওয়েভ।
প্রশ্ন: NWD-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Nation Wide Dialing.
প্রশ্ন: ক্লোরো ফ্লোরো কার্বনের সবচেয়ে ক্ষতিকারক দিক কী?
উত্তরঃ বাস্তু তন্ত্র(Ecosystem) ও জীববৈচিত্র সহ বিভিন্ন প্রাণি ও মানুষের উপড় এর মারাত্মক খারাপ প্রভাব পড়বে।সাম্প্রতিক পর্যবেক্ষণে বর্তমান নিঃসরণ হার 2036 সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা 2 °C (ডিগ্রী সেলসিয়াস) পর্যন্ত বাড়তে পারে।
প্রশ্ন: উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী কে?
উত্তরঃ ভানু আথাইয়া 1982 সালে (ভারত)।
প্রশ্ন: White Gold কী?
উত্তরঃ চিংড়ী সম্পদ।
উল্লেখ্য যে, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হতে পারে তবে এগুলাই আসবে এমনটা নয়।