চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা ২০২৪ | Saptahik Chakrir Khobor Potrika 2024
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা ২০২৪ | চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা সকল খবর কি আসল? / কীভাবে সাপ্তাহিক চাকরির খবর পাবেন? Saptahik Chakrir Khobor Potrika 2024
আমাদের দেশে বিভিন্ন লোকাল ও জাতীয় পর্যায়ের চাকরির খবর প্রত্রিকা আসে। কিন্তু সকল চাকরির খবর পত্রিকা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তবে সাপ্তাহিক চাকরির খবর কিছু পত্রিকা বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাঁর মধ্য অন্যতম সাপ্তাহিক চাকরির ডাক এবং সাপ্তাহিক চাকরির সংবাদ নামক এই ২টি চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা। চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা এর জন্য এই ২টি পত্রিকা বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের সমানের শিক্ষিত বেকার যুবকরা এই পত্রিকা গুলো পরে কাঙ্ক্ষিত চাকরির সন্ধান করে থাকে।
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা প্রকাশ হয়ে থাকে প্রতি শুক্রবার। চাকরির খবর পত্রিকা বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, কমিশন, কর্তৃপক্ষ,বিভাগ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে। এছাড়া কোম্পানি,এনজিও নিয়োগ সার্কুলার ও প্রকাশ হয়ে থাকে। এসব সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার নিয়ে ৬ দিনের নিউজ সম্বলিত হয়ে সাপ্তাহিক চাকরির পত্রিকা ২০২১ প্রকাশ পায়। চাকরি প্রত্যাশিদের এটি খুবই দরকারি একটি পত্রিকা। কারণ, বাংলাদেশে রয়েছে অসংখ্য বেকার। তাই তারা অপেক্ষায় থাকে শুক্রবার এর। বাংলাদেশের সকল চাকরির পত্রিকাসহ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে wikipediabangla.com এর সাথেই থাকুন।
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা সকল খবর কি আসল?
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকার সকল খবর আসল নাকি সেটি জানা খুব সহজ। শিক্ষিত বেকার যুবক যখন চাকরির সন্ধান করে তখন তারা হতাশ থাকে। তাই তারা বিচার বিশ্লেষন না করে হুট হয়ে চাকরির আবেদন করে বসে। এটি ঠিক নয়, অবশ্যই বিচার বিশ্লেষন করতে হবে। নতুবা আপনি প্রতারকের হাতে পরলে আপনাকে প্রতারিত হতে হবে।
তাহলে আপনি জানবেন কি করে চাকরির বিজ্ঞপতিটি আসল? এটি জানা একদম সহজ। যে চাকরির সার্কুলার বা বিজ্ঞপতিতে কোনো প্রকার কমিশন বা চাকরির পূর্বে অর্থ চাইবে না সে চাকরি আসল বলে মনে করবেন। তবে জাতীয় পর্যায়ের চাকরির ক্ষেত্রে ভিন্ন। কারন এই চাকরি করার জন্য কিছু অর্থ প্রদান করতে হয়। এই ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার অর্থ সঠিক ব্যক্তির কাছে দিচ্ছেন কি না।
কীভাবে সাপ্তাহিক চাকরির খবর পাবেন?
পুরো সপ্তাহের সরকারি-বেসরকারি চাকরির সকল তথ্য বিস্তারিত প্রকাশ করে থাকে চাকরির পত্রিকা গুলো. তাই চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা বাংলাদেশি চাকরি আগ্রহী প্রার্থীদের জন্য খুবই আকর্ষণীয়. আমাদের এই সাইটে প্রিয় পাঠকবৃন্দের সুবিধার্থে চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা সংগ্রহ করে প্রকাশ করি। সরকারি, বেসরকারি ও ব্যাংক এর সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ(All Result US) -এ ভিজিট করে যুক্ত থাকুন।
পত্রিকার নাম: | চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা। |
প্রকাশের তারিখ: | শুক্রবার ১১ মে- ২০২৪ |
চাকরির ধরণ: | সরকারি/বেসরকারি/ব্যাংক/এনজিও/কম্পানি/ স্কুল কলেজ/অন্যান্য। |
নিয়োগ সংখ্যা কত? | প্রতিষ্ঠানভেদে ভিন্ন ভিন্ন। |
শিক্ষাগত যোগ্যতা: | ৫ম থেকে স্নাতক/ডিপ্লোমা/মাস্টার্স। |
প্রার্থীর ধরন কী? | নারী-পুরুষ উভয় প্রার্থীই। |
বয়স কত? | ১৮ থেকে ৩০ বছর। |
আবেদনের মাধ্যম কী? | ডাকযোগ/অনলাইন/কুরিয়ার/সরাসরি। |
প্রকাশের লিংক: | অনলাইন থেকে সংগ্রহ। |
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা ১১মে ২০২৪ | Saptahik Chakrir Potrika 2024
Wikipedia Bangla বাংলাদেশের লক্ষ বেকারের প্রিয় পত্রিকা. “সাপ্তাহিক চাকরির খবর” এর HD PDF কপি শেয়ার করেছে। আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে জুম করে, এবং ডাউনলোড দিয়ে পরিষ্কার ভাবে দেখতে পারবেন।
সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ১১ মে ২০২৪
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা গুলোর মধ্য অন্যতম এবং সবচেয়ে জনপ্রিয় পত্রিকা হচ্ছে সাপ্তাহিক চাকরির ডাক। এই পত্রিকাতে সঠিক তথ্য পাওয়া যায় বলে বর্তমানে আমাদরে দেশে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার পাঠক সংখ্যা প্রচুর পরিমানেবৃদ্ধি পেয়েছে। তাছাড়া এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে কালার পেজ রয়েছে। তাই পাঠকদের পড়ার প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয়। এই পত্রিকার প্রথম পেজ এবং শেষের পেজ কালার করা থাকে। যেহেতু এই পত্রিকাটি কালার প্রিন্ট করা তাই এর মূল্য ৫ টাকা ধরা হয়েছে।
এটিও প্রকাশিত হয় সপ্তাহের ৬ দিনের চাকরি বার্তা নিয়ে শুক্রবার। এখানে রয়েছে অসংখ্য চাকরি। এখানে ও আপনি পাবেন, আপনার পছন্দের চাকরির বিজ্ঞপ্তি গুলো। অনেক ওয়েবসাইট আলাদা আলাদা ভাবে প্রকাশ করে থাকে। কিন্তু আমরা একই সাথে ” সাপ্তাহিক চাকরির খবর pdf ” এবং ” চাকরির ডাক পত্রিকা” প্রকাশ করেছি। নিচে দেওয়া হলো:
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা ১১মে ২০২৪
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ০৫মে, ২০২৪ HD File.
HD File হওয়ায় লোড নিতে একটু সময় লাগতে পারে দয়া করে অপেক্ষা করুন।
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা গুলো পড়ে লাভ কি?
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা গুলো পড়ে আপনার অনেক লাভ রয়েছে। তারমধ্য এই পত্রিকা পড়ে আপনি কাজের সন্ধান করতে পারেন এবং বেকার হতে মুক্তি পেতে পারেন। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার তুলনায় কর্মস্থল অনেক কম। তাই দেশে বেকারের হার অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। আর এই বেকারত্ব দূর করার জন্য আপনি চাকরির সন্ধান করতে পারেন।
আমাদের দেশের স্বনামধন্য কিছু লোকাল কোম্পানি এবং জাতীয় পর্যায়ে কিছু চাকরির পদ রয়েছে। যেখানে প্রতিনিয়ত নতুন জনবল নিচ্ছে। তারা তাদের জনবলের জন্য সাপ্তাহিক চাকরির খবর নামক পত্রিকায় চাকরির সার্কুলার প্রদান করে। আর সেই সার্কুলার দেখে শিক্ষিত যুবকরা চাকরির আবেদন করে থাকে। আর এর মাধ্যমে নিজেদের বেকারত্ব দূর করতে পারে এবং পরিবারের পাশে দাঁড়াতে পারে। এর পাশাপাশি দেশের বেকারত্বের হার কমাতে পারে।
চাকরির সন্ধানে শিক্ষার পর্যায়
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা গুলোতে বিভিন্ন ধরনের চাকরির সার্কুলার প্রকাশ করে। আর সেখানে শিক্ষার পর্যায় উল্লেখ করা থাকে। মূলত চাকরির পদ অনুযায়ী শিক্ষার লেভেল নির্ধারণ করা থাকে। আপনার শিক্ষার লেভেল অনুযায়ী আপনি পত্রিকা গুলোতে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এই পত্রিকা গুলোতে ৮ম শ্রেণি থেকে মাস্টার্স পাশ পর্যন্ত শিক্ষার লেভেল চাওয়া হয়। সর্বনিম্ন থেকে সুরু করে সর্বচ্চো পদে চাকরির সুবিধে রয়েছে।
কি ধরনের চাকরির বিজ্ঞপ্তি থাকে এই পত্রিকায়?
আমাদের মনে আরেকটি প্রশ্ন থাকে যে কি ধরনের চাকরি বিজ্ঞপ্তি থেকে থাকে চাকরির খবর পত্রিকা গুলোতে। সাধারণত চাকরির খবর পত্রিকা গুলোতে সকল পর্যায়ের চাকরির বিজ্ঞপ্তি দেয়া থাকে। এখানে আপনারা সরকারি চাকরি সরকারি-বেসরকারি পর্যায়ের সকল কোম্পানিগুলোর বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি দেয়া হয়।
একটি কোম্পানির নিরাপত্তাকর্মী থেকে শুরু করে উচ্চ পদস্ত সকল পর্যায়ের চাকরির বিজ্ঞপ্তি থাকে এ পত্রিকাগুলোতে। এছাড়াও সরকারি চাকরি বিভিন্ন পর্যায় চাকরির বিজ্ঞপ্তি দেয়া থাকে। ডিফেন্সের বিভিন্ন পদের নিযুক্ত হওয়ার চাকরির বিজ্ঞপ্তি দেয়া থাকে।
সুতরাং সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা গুলোতে সকল পর্যায়ের চাকরির বিজ্ঞপ্তি দেয়া থাকে।
এই সপ্তাহের চাকরির পত্রিকা লিংক
চাকরির আগ্রহী প্রার্থীদের সুবিধার জন্য। ১১ মে ২০২৪ তারিখের পত্রিকার সকল চাকরি গুলো লিংক আকারে প্রকাশ করেছি। সার্কুলারে উল্লেখিত নামের উপরে ক্লিক করলে। আপনার পছন্দের চাকরিতে কিভাবে আবেদন করবেন। বিস্তারিত ভাবে সেখানে পাবেন।
আপনাদের সুবিধার জন্য নিচে নামগুলো উল্লেখ করা হয়েছে। আমরা অতি তাড়াতাড়ি এগুলো লিংক করে দেবো। তখন আপনারা সম্পূর্ণভাবে বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন।
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি –
- বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ–
- বাংলাদেশ ব্যাংকে চাকরি–
- বিসিএসআইআরে চাকরির সুযোগ-
- সেনাবাহিনী নিয়োগ-
- বসুন্ধরা গ্রুপে নিয়োগ–
- পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি সুযোগ-
- সমাজসেবা অধিদপ্তর নিয়োগ–
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরি-
- এসিআই লিমিটেডে চাকরির সুযোগ-
- স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ–
- বাংলাদেশ ডাক বিভাগে চাকরি-
- বিকেএসপিতে চাকরির সুযোগ-
- জীবন বীমা কর্পোরেশন নিয়োগ-
- আরএফএল গ্রুপে অভিজ্ঞতা ছাড়াই চাকরি সুযোগ-
- আকিজ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি-
- আবুল খায়ের গ্রুপে অফিসার পদে চাকরির নিয়োগ-
- আরএফএল গ্রুপের কর্পোরেট চাকরি-
- ভূমি সংস্কার বোর্ডে চাকরির সুযোগ-
- পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি-
- আবুল খায়ের গ্রুপে সিনিয়র অফিসার পদে চাকরির নিয়োগ বিজ্ঞপতি-
- বম্বে সুইটসে উচ্চ মাধ্যমিক পাসে চাকরির –
- নৌবাহিনীর ডকইয়ার্ডে চাকরি-
- বম্বে সুইটসের সেলস ও মার্কেটিং পদে চাকরি-
- ব্যাংক এশিয়ায় চাকরি-
- কর্ণফুলী গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরি বিশাল সুযোগ-
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা কোন দিন প্রকাশিত হয়?
শিক্ষা জীবনের শেষ পর্যায়ে আমরা চাকরির জন্য বিভিন্ন পত্রিকা অনুসন্ধান করে থাকি। তবে এক্ষেত্রে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা গুলো আমাদের অনেক সাহায্য করে থাকে। কারণ এই সমস্ত পত্রিকাগুলোতে সরকারি-বেসরকারি পর্যায়ে চাকরি বিজ্ঞাপন দেয়া থাকে।
কিন্তু আমাদের মনে প্রশ্ন থাকে যে চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা কোন দিন প্রকাশিত করা হয়? সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা গুলোর প্রতি শুক্রবার প্রকাশ করা হয়। এটি একটি একদম আলাদা পত্রিকা যেখানে শুধুমাত্র চাকরির খবর পাওয়া যায়।
সাপ্তাহিক চাকরির সংবাদ
বাংলাদেশের চাকরি বাজারের অবস্থা বেহাল। তাই অনেক শিক্ষিত যুবক বেকার হয়ে ঘুরে বেরাচ্ছে। তাদের চাকরির না পাওয়া নিয়ে যে হতাশ রয়েছে তা দূর করার জন্য বাজারে চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা রয়েছে। সকল সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা জনপ্রিয় নয়। তবে সাপ্তাহিক চাকরির সংবাদ নামক পত্রিকাটি আমাদের দেশের আরেকটি অন্যতম জনপ্রিয় সাপ্তাহিক চাকরির প্রত্রিকা।
শিক্ষিত বেকার যুবকদের কাছে কাছে এই পত্রিকাটি নতুন প্রান খুঁজে দিয়েছে। তাদের হতাশকে দূর করা উপায় বলে দিয়েছে। ।সাপ্তাহিক চাকরির সংবাদ প্রত্রিকারটি এমন একটি পত্রিকা যেটি বাংলাদেশের সর্বত্র গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরের বিভিন্ন দোকানে পাওয়া যায়। তাই সহজেই যুবকরা ক্রয় করে চাকরির সন্ধান করতে পারে।
প্রার্থীদের জন্য শেষ কথাঃ আমরা এই পোস্টটি তৈরি করার উদ্দেশ্য হলো। চাকরির কাগজে যেই বিজ্ঞপ্তি আসে, তা আপনাদের সামনে সহজ ভাবে তুলে ধরা। তাই, আমরা বিস্তারিত চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা সব কিছু আলোচনা করেছি। আরো জানাতে চাই, এই পোস্ট এর সাথে যে কিওর্য়াড গুলো জড়িত আছে।