সার্বিয়া বনাম সুইজারল্যান্ড লাইভ ম্যাচ 2022 | সুইজারল্যান্ড বনাম সার্বিয়া লাইভ ম্যাচ
সার্বিয়া বনাম সুইজারল্যান্ড লাইভ ম্যাচ 2022 | সুইজারল্যান্ড বনাম সার্বিয়া লাইভ ম্যাচ স্ট্রিমিং | Serbia vs Swizerland Live Match 2022
২০২২ কাতার বিশ্বকাপের ২২ তম আসরে G গ্রুপের পঞ্চম ম্যাচে সার্বিয়া বনাম সুইজারল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে শনিবার ডিসেম্বরের ৩ তারিখ রাত ১ঃ০০ টায়। সুইজারল্যান্ড তার বিশ্বকাপের অভিষেক ম্যাচেই জয় পায় ক্যামেরোনের সাথে। পরের ম্যাচটিতে তারা ব্রাজিলের সাথে হেরে যায়।
এদিকে সার্বিয়ার অভিষেক ম্যাচ টি ব্রাজিলের সাথে হাত দিয়ে শুরু হলেও দ্বিতীয় ম্যাচে তারা সমান সমান গোল করে ক্যামেরোনের সাথে ম্যাচটি ড্র করে। তাই সার্বিয়া বনাম সুইজারল্যান্ড এর খেলাটি যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে তা ধারণা করা যাচ্ছে আগে থেকেই। এখন দেখার বিষয় বিশ্বকাপের মাঠে কে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে পারে পরবর্তী রাউন্ডে খেলার জন্য। সার্বিয়া বনাম সুইজারল্যান্ড লাইভ ম্যাচ আপনি কিভাবে কিভাবে দেখতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক।
আরো দেখুন:
সার্বিয়া বনাম সুইজারল্যান্ড লাইভ ম্যাচ বাংলাদেশ সময়সূচী
বিশ্বকাপের মঞ্চে সার্বিয়া বনাম সুইজারল্যান্ড ৩ ডিসেম্বর মুখোমুখি হবে একে অপরের। খেলাটির সরাসরি সম্প্রচার বাংলাদেশ সময় শনিবার ডিসেম্বরের ৩ তারিখ রাত ১ঃ০০ টায়।
সার্বিয়া বনাম সুইজারল্যান্ড পরিসংখ্যান
বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ড তার প্রথম ম্যাচ ক্যামেরার সাথে ১-০ গোলে জয় পায়। দ্বিতীয় ম্যাচটিতে তারা আবার ১-০ গোলেই হেরে যায় ব্রাজিলের সাথে। অপরদিকে ব্রাজিলের সাথে ২-০ গোলে হারে। দ্বিতীয় মিষ্টি ক্যামারোনের সাথে ৩-৩ গোলে ড্র করে।
ওয়ান্টের দিক থেকে সার্ভিয়ার সুইজারল্যান্ড এর মধ্যে সার্বিয়ার রয়েছে ১ পয়েন্ট আর সুইজারল্যান্ডের ২। ২০১৮ সালে সার্বিয়া সুইজারল্যান্ড এর সাথে ১-২ স্কোরে পিঁছিয়ে থাকে।
সার্বিয়া বিশ্বকাপের লাস্ট পাঁচটি ম্যাচের মধ্যে সার্বিয়া ৩ টিতে জয় পায়, ১ টিতে ড্র করে এবং ১ টিতে হেরে যায়। সার্বিয়া ২০১৮ সালে UEFA ন্যাশন্স লীগে ৪-১ করে এগিয়ে থাকে সুইডেনের সাথে।
সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে ঘানার সাথে ২ -০ গোলে এগিয়ে থাকে। সুইজারল্যান্ড তারা খেলা পাঁচটি ম্যাচের মধ্যে ৩ টিতে জয় পায় ২ টিতে হেরে যায় এবং কোন ড্র ছিল না তাদের।
সার্বিয়া বনাম সুইজারল্যান্ড লাইভ ম্যাচ টিভি চ্যানেলে
প্রযুক্তির কল্যাণে অনেক ধরনের ডিভাইস আমাদের হাতে আসলেও টিভি কিন্তু মানুষের আবেগের জায়গা নিয়ে বসে আছি একসাথে বসে খেলা দেখার ক্ষেত্রে। বড় স্ক্রিনে অনেকের সাথে খেলা দেখার মজাই আলাদা। এইজন্য অনেক মানুষই টিভি স্ক্রিনের সামনে বসে খেলা দেখতে পছন্দ করেন। দেশের কিছু নির্দিষ্ট টিভি চ্যানেলে আপনি কাতার বিশ্বকাপের লাইভ সম্প্রচার দেখতে পারবেন। টিভি চ্যানেল গুলোর মধ্যে রয়েছে:
আপনি এখানে প্রতিটি খেলার লাইভ সহ সুইজারল্যান্ড বনাম সার্বিয়া লাইভ ম্যাচ খেলার আগে সব ধরনের ধারণা বিস্তারিত বিষয় থাকবে।
এখানে দেখুন: কাতার বিশ্বকাপ লাইভ ম্যাচ 2022
- জি টিভি (Gazi TV)
- টি স্পোর্টস (T Sports)
- জি সিনেমা (JioCenema)
সার্বিয়া বনাম সুইজারল্যান্ড লাইভ ম্যাচ অ্যাপ স্ট্রিমিং এর মাধ্যমে (Best App Steaming)
করেন অনেকেই টিভি চ্যানেল বা বড় স্ক্রিনে খেলা দেখতে পছন্দ করেন না সবার হাতে হাতে এখন ডিভাইস বা এন্ড্রয়েড ফোন রয়েছে। তুমি খেলা দেখতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন তাদের জন্য সুনির্দিষ্ট কিছু অ্যাপ রয়েছে যে অ্যাপ গুলো স্ট্রিমিং করে তারা কাতার থেকে সরাসরি ফুটবল খেলার লাইভ দেখতে পারবেন। নির্দিষ্ট কিছু অ্যাপ এর মধ্যে রয়েছে:
- টফি (Toffee)
- মোবড্রো (Mobdro)
- জিও সিনেমা (JioCenema)
- Live NetTV
- USTV
- TVCatchup
- AOS TV
- Philo
- TV Tap
- Kodi
- JioTV Live Sports Movies Shows
- Plex Live TV
সমাপ্তি: কোটি কোটি ফুটবল প্রেমীদের কাছে ফুটবল এক আবেগের নাম। ফুটবলে প্রতি মুহূর্তে খেলার মোড় ঘুরে যেতে পারে। অনেক ভালো দল ও শেষ মুহূর্তে এসে গোল করতে না পারার না পারায় ছিটকে পরে পরবর্তী রাউন্ড থেকে। ঠিক তেমনভাবে মাত্র ১৬ টি দলই গ্রুপ পর্বের পরে নকআউট পর্বে খেলতে পারবে বাকি ১৬ দল বাদ পড়বে।
একেকজনের প্রিয় দল একেক হলেও সকলে কিন্তু একসাথে বসে খেলা দেখতে বেশ পছন্দ করেন। আর সেজন্যই নির্দিষ্ট কিছু টিভি চ্যানেল বা অ্যাপের দরকার হয় যার মাধ্যমে সরাসরি খেলার সম্প্রচার দেখা যায়। আজকের পোষ্টের মাধ্যমে আমি তেমন কয়েকটি টিভি চ্যানেল ও অ্যাপের কথা আপনাদেরকে জানিয়েছি সার্বিয়া বনাম সুইজারল্যান্ড লাইভ ম্যাচ দেখার জন্য। আশা করছি পোস্টটি আপনার উপকারে এসেছে।