vlxxviet mms desi xnxx

পর্যায় সারণি কাকে বলে? | পর্যায় সারণির জনক কে?

0
5/5 - (1 vote)

পর্যায় সারণি কাকে বলে? | পর্যায় সারণির জনক কে? | পর্যায় সারণি মনে রাখার কৌশল

শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পর্যায় সারণি। আজ আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। যে সকল শিক্ষার্থীর পর্যায় সারণি কাকে বলে? এবং পর্যায় সারণি এর বিস্তারিত তথ্য জানতে চান তারা আমাদের এই আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন।

কারণ আমরা আজ পর্যায় সারণী এর সকল বিস্তারিত তথ্য তুলে ধরব এবং শিক্ষার্থীরা যাতে পর্যায় সারণি কাকে বলে জানার পাশাপাশি অন্যান্য তথ্য জানতে পারে। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের আলোচনা।

আরো দেখুনঃ অংক কাকে বলে?

পর্যায় সারণি কাকে বলে?

শিক্ষার্থীরা যখন পর্যায় সারণী শব্দটি শুনতে পায় ঠিক তখনই তাদের মধ্যে একটি প্রশ্ন জেগে ওঠে পর্যায় সারণি কি? পর্যায় সারণি কাকে বলে?

পর্যায় সারণি হচ্ছে বিভিন্ন মৌলের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের মিল বা অমিল এবং সে সকল ধর্মের মধ্যে পরিবর্তন দেখার জন্য যে সকল  মৌলের সারণী সাজানো হয়।

অর্থাৎ, যে কোন মৌলের  ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে মিল, অমিল এবং ধর্মের পরিবর্তন ল কলেজের তালিকা তৈরি করা হয় তাকে পর্যায় সারণী বলা হয়।

পর্যায় সারণির জনক কে?

পর্যায় সারণির জনক হচ্ছে- বিজ্ঞান মেন্ডেলিফ। তিনি পর্যায় সূত্র আবিষ্কার করেন।

পর্যায় সারণির ইতিহাস

পর্যায় সারণির ইতিহাস লক্ষ্য করলে পর্যায় সারণি সম্পর্কে  আরো বিস্তারিত ভাবে জানা যাবে। আর তাই আমরা আপনাদের মাঝে পর্যায় সারণী সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছি। যাতে করে আপনারা খুব সহজেই পর্যায় সারণির সম্পর্কে জানতে পারেন এবং এক ঝলকে ইতিহাসও জেনে নিতে পারেন।

পর্যায় সারণির প্রথম সংস্করণ হয় ১৮৬৯ সালে। আর এই সংস্করণ করেন রাশিয়ান রসায়নের অধ্যাপক দিমিত্রি মেন্ডেলিভ। আর তার প্রকাশিত 118 টি উপাদানের মধ্যে 63 উপাদান হচ্ছে  প্রকৃতির পরিচিত উপাদান। আর এই সকল উপাদানের রাসায়নিক বৈশিষ্ট্য উপর ভিত্তি করে সংঘটিত হয়েছিল পর্যায় সারণি।

জার্মান রসায়নের অধ্যাপক জুলিয়াস লোথার মেয়ার তার নিজের মত করে একটি বর্ধিত সংস্করণ প্রকাশ করেন। তবে তার সংস্করণটি ছিল পরমাণুর ভৌত বৈশিষ্ট্য উপর ভিত্তি করে। তবে তাদের পাণ্ডিত্যের উপাদানগুলিকে সারিবদ্ধ ভাবে সংগঠিত করেছিলেন এবং ফাঁকা স্থান গুলি ছেড়ে দেয়ার প্রত্যাশা করে অনুধাবন করেছিলেন।

অন্যদিকে, ১৮৭১ সালে মেন্ডেলিফ পর্যায় সারণির আরও একটি সংস্করণ প্রকাশ করেন এবং সে উপাদানগুলির অক্সিডেশন অবস্থান অনুসারে। যা পর্যায় সারণির এক নম্বর থেকে 8 নম্বর কলামে তাদের বৈশিষ্ট্য অনুসারে লিপিবদ্ধ রয়েছে।

তবে, বর্তমানে ব্যবহৃত সংস্করণ গঠন করে ১৯২৩ সালের আমেরিকান রসায়নবিদ গ্রোভস গেমিং 18 টি চিহ্নিত কলাম সহ একটি পর্যায় সারণির প্রকাশ করার মধ্য দিয়ে।

পর্যায় সারণি মনে রাখার কৌশল

আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা পর্যায় সারণী কিভাবে মনে রাখব? চিন্তার কোন কারণ নেই আমরা আপনাদেরকে এমন একটি কৌশল সম্পর্কে জানার কৌশল এর মাধ্যমে আপনারা খুব সহজেই পর্যায় সারণী মনে রাখতে পারবেন।

তবে এই পণ্যগুলোকে গ্রুপ আকারে মনে রাখতে হবে। গ্রুপ আকারে মনে রাখা ফল আপনারা খুব সহজেই পর্যায় সারণি গুলো নিজেদের আয়ত্তে আনতে পারবেন। পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল-

গ্রুপ 1 (IA) (ক্ষার ধাতু)

  • লিথিয়াম (লি)
  • সোডিয়াম (NA)
  • পটাসিয়াম (কে)
  • রুবিডিয়াম (RB)
  • সিসিয়াম (CS)
  • হাইড্রোজেন (H)

গ্রুপ 2 (IIA) (ক্ষারীয় আর্থ ধাতু)

  • বেরিলিয়াম (Be)
  • ম্যাগনেসিয়াম (Mg)
  • ক্যালসিয়াম (Ca)
  • স্ট্রন্টিয়াম (Sr)
  • বেরিয়াম (Ba)
  • রেডিয়াম (Ra)

গ্রুপ 3 (IIIB) {স্ক্যান্ডিয়াম (Sc) পরিবার, যার মধ্যে রয়েছে Yttrium (Y) এবং বিরল পৃথিবী}

  • Lanthanum (La)
  • Cerium (Ce)
  • Praseodymium (Pr)
  • Neodymium (Nd)
  • Promethium (Pm)
  • Samarium (Sm)
  • europium (Eu) )
  • গ্যাডোলিনিয়াম (Gd)
  • টার্বিয়াম (Tb)
  • ডিসপ্রোসিয়াম (Dy)
  • হলমিয়াম (Ho)
  • এর্বিয়াম (Er)
  • থুলিয়াম (Tm)
  • ytterbium (Yt)
  • লুটেটিয়াম (Lu)

অ্যাক্টিনাইডগুলিও অন্তর্ভুক্ত রয়েছে:

  • অ্যাক্টিনিয়াম (এসি)
  • থোরিয়াম (থ)
  • প্রোট্যাকটিনিয়াম (পা)
  • ইউরেনিয়াম (ইউ)
  • নেপটুনিয়াম (এনপি)
  • প্লুটোনিয়াম (পু)
  • অ্যামেরিসিয়াম (এএম)
  • কিউরিয়াম (সিএম)
  • বারকেলিয়াম (বিকে)
  • ক্যালিফোর্নিয়াম (সিএফ)
  • আইনস্টাইনিয়াম (এস)
  • ফার্মিয়াম (এফএম)
  • মেন্ডেলেভিয়াম (এমডি)
  • নোবেলিয়াম (না)
  • লরেন্সিও (এলআর)

গ্রুপ 4 (IVB) টাইটানিয়াম (Ti) পরিবার, যার মধ্যে রয়েছে

  • জিরকোনিয়াম (Zr)
  • হাফনিয়াম (Hf)
  • রাদারফোর্ডিয়াম (Rf)

গ্রুপ 5 (VB)। ভ্যানাডিয়াম (V) পরিবার

  • নিওবিয়াম (Nb)
  • ট্যানটালাম (Ta)
  • ডাবনিয়াম (Db)

গ্রুপ 6 (VIB)। ক্রোমিয়াম (Cr) পরিবার

  • মলিবডেনাম (Mb)
  • টাংস্টেন (W) 
  • seaborgium (Sg)

গ্রুপ 7 (VIIB)। ম্যাঙ্গানিজ (Mn) পরিবার

  • রেনিয়াম (Re)
  • টেকনেটিয়াম (Tc)
  • বোহরিও (Bh)

গ্রুপ 8 (VIIIB)। আয়রন (Fe) পরিবার

  • ruthenium (Ru)
  • osmium (Os)
  • Hassium (Hs)

গ্রুপ 9 (VIIIB)। কোবাল্ট পরিবার

  • রোডিয়াম (Rh)
  • ইরিডিয়াম (Ir) 
  • মেইটনিরো (Mt)

গ্রুপ 10 (VIIIB)। নিকেল (NI) পরিবার

  • প্ল্যাটিনাম (পিটি) 
  • darmstadtium (DS)

গ্রুপ 11 (IB)। তামা (ছেদ) পরিবার

  • রূপালী (এজি)
  • সোনা (AU) 
  • roentgenium (RG)

গ্রুপ 12 (IIB)। দস্তা (জেডএন) পরিবার

  • ক্যাডমিয়াম (সিডি)
  • পারদ (এইচজি)
  • কোপারনিকিয়াম (সিএন)

গ্রুপ 13 (IIIA)। পৃথিবী

  • বোরন (Br)
  • অ্যালুমিনিয়াম (Al)
  • গ্যালিয়াম (Ga)
  • ইন্ডিয়াম (In)
  • থ্যালিয়াম (Tl) 
  • নিহোনিয়াম (Nh)

গ্রুপ 14 (ভ্যাট)। কার্বনিড

  • কার্বন (C)
  • সিলিকন (Si)
  • জার্মেনিয়াম (Ge)
  • টিন (Sn)
  • সীসা (Pb) 
  • ফ্লেভোরিয়াম (Fl)

গ্রুপ 15 (VA)। নাইট্রোজেনয়েডস

  • নাইট্রোজেন (N)
  • ফসফরাস (P)
  • আর্সেনিক (As)
  • অ্যান্টিমনি (Sb)
  • বিসমাথ (Bi) 
  • muscovite (Mc)

গ্রুপ 16 (VIA)। চ্যালকোজেন বা অ্যাম্ফিজেন

  • অক্সিজেন (O)
  • সালফার (S)
  • সেলেনিয়াম (Se)
  • টেলুরিয়াম (Te) 
  • পোলোনিয়াম (Po) 
  • লিভারমোরিও (Lv)

গ্রুপ 17 (VIIA)। হ্যালোজেন

  • ফ্লোরিন (F)
  • ক্লোরিন (Cl)
  • ব্রোমিন (Br)
  • আয়োডিন (I)
  • অ্যাস্টেট (At) 
  • টেনিস (Ts)

গ্রুপ 18 (VIIIA)। উন্নতচরিত্র গ্যাস

  • হিলিয়াম গ্যাসের (সে)
  • নিয়ন (NE)
  • আর্গন (আরবীতে) ক্রিপ্টন (Kr)
  • জেনন (Xe) 
  • রাডন (Rn) 
  • oganesson (OG)

আধুনিক পর্যায় সারণি

আধুনিক পর্যায় সারণি সূত্র যারা জানতে চান তাদের জন্য সূত্রটি নিম্নে দেয়া হল-

আধুনিক পর্যায় সারণির সূত্র:

মৌলিক পদার্থ ও তাদের সৃষ্ট যৌগিক পদার্থ সমূহের মধ্যে ভৌত রাসায়নিক মৌল সমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।

তবে আধুনিক পর্যায় সারণি মনে রাখার জন্য আধুনিক পর্যায় সারণির মৌলভী অনুভূমিক শাড়ি বা পর্যায়ে এবং আর্থিকভাবে সাজানো হয়েছে। আর এই পর্যায়ে সমূহকে 1 থেকে 7 সংখ্যার সাহায্যে শ্রেণির  মধ্যে স্থাপন করা হয়েছে। নিম্নে একটি টেবিল এর মাধ্যমে আধুনিক পর্যায় সারণির পর্যায় সমূহ উল্লেখ করা হলো-

আধুনিক পর্যায় সারণির ক্ষেত্রে শুধুমাত্র প্রথম পর্যায় ব্যতীত অন্যান্য সকল পর্যায়ে বাম দিক থেকে একটি ক্ষার ধাতু দিয়ে শুরু হবে এবং ডান দিক থেকে অর্থাৎ সর্বশেষে একটি নিষ্ক্রিয় গ্যাস ধারা শেষ হবে। 

পর্যায় উপাদানবিবরণ
১ম পর্যায়H (1), He (2)এটি একটি অতি সংক্ষিপ্ত পর্যায়, যেখানে মাত্র দুটি মৌল আছে। 
২য় পর্যায় এবং ৩য় পর্যায়Li (3), Ne (10), Na (11), Ar (18)দ্বিতীয় এবং তৃতীয়  পর্যায়ে সংক্ষিপ্ত পর্যায় বলা হয়। আর এদের প্রত্যেকটিতে আটটি করে মৌল থাকে।
৪র্থ পর্যায় এবং ৫ম পর্যায়K (19), Kr (36), Rb (37), Xe (54)চতুর্থ  এবং পঞ্চম পর্যায় দীর্ঘ বলা হয়।  চতুর্থ পর্যায়ের মৌল থাকে এবং পঞ্চম পর্যায় মোট 18 টি মৌল থাকে।
৬ষ্ঠ পর্যায় এবং ৭ম পর্যায়Cs (55), Rn (86), Fr (87), Rg (111)ষষ্ঠ এবং সপ্তম  পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়।  কারণ ষষ্ঠ পর্যায়ের মৌল থাকে এবং সপ্তম পর্যায়ে 21 টি মৌল থাকে। 

পর্যায় সারণির কার্যকারিতা

নিম্ন পর্যায় সারণির কার্যকারিতা উল্লেখ করা হলো-

  • পর্যায় সারণির বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস এবং ধর্মের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করার মধ্য দিয়ে রসায়ন শাস্ত্র  অনেক সহজ এবং  সুশৃংখল হয়েছে।
  • পর্যায় সারণির মাধ্যমে বেশ কয়েকটি মৌলের পারমাণবিক ভর সংশোধন করা সম্ভব হয়েছে। যেমনঃ বেরিলিয়াম (Be).
  • পর্যায় সারণি ব্যবহার করে প্রাকৃতিক মৌলের সঠিক সংখ্যা 92 এবং বাকি মৌল গুলির কৃত্রিম মৌল সম্পর্কে জানা যায়।
  • যদি পর্যায় সারণিতে কোন মৌলের সঠিক অবস্থান জানা থাকে তাহলে ওই মৌলের বিভিন্ন ধর্ম জানা যায়। যেমনঃ  গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, রাসায়নিক স্বক্রিয়তা, যোজ্যতা, অধাতব ধর্ম, তড়িৎ পরিবাহিতা,  জারণ ও বিজারণ ক্ষমতা।
  • পর্যায় সারণির নিষ্ক্রিয় গ্যাস গুলির যোজ্যতা কক্ষে ইলেকট্রন ধারা সম্পূর্ণ ভর্তি থাকা এদের প্রত্যেককে বিভিন্ন পর্যায়ে ভাগ করার সহজ হয়েছে।
  • পর্যায় সারণির নতুন মৌলের অস্তিত্ব সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা যায় পরবর্তীকালে কয়েকটি নতুন মৌল আবিষ্কৃত হয়েছে।
  • পর্যায় সারণিতে একটি শ্রেণীর অন্তর্গত শ্রেণীর মৌল গুলিকে পৃথকভাবে বসানো যায়। আর এর ফলে ধর্মের ভিত্তিতে অদৃশ্য মৌল গুলো একসাথে বসতে পারে না।

পর্যায় সারণি চার্ট

শিক্ষার্থীদের বুঝার সুবিধার্থে নিম্নে একটি চ্যাটের মাধ্যমে পর্যায় সারণি উপস্থাপন করা হচ্ছে- 

পর্যায় সারণি চার্ট

আরো দেখুনঃ

উপসংহার: আশা করি শিক্ষার্থীদের আমরা সহজ উপায়ে পর্যায় সারণি কাকে বলে? পর্যায় সারণি মনে রাখার কৌশল সম্পর্কে ব্যক্ত করতে পেরেছি। আপনারা আমাদের এই আর্টিকেল থেকে একদম সংক্ষিপ্ত উপায় পর্যায় সারণী সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। এছাড়া  আপনাদের যদি আমাদের এই আর্টিকেল সম্পর্কিত কোন তথ্য জানার থাকে তাহলে আমাদের নিম্নের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex