বিশ্বকাপ ক্রিকেট পয়েন্ট টেবিল ২০২৪ | বিশ্বকাপ ক্রিকেট ২০২৪ পয়েন্ট টেবিল
বিশ্বকাপ ক্রিকেট পয়েন্ট টেবিল ২০২৪ | World Cup Cricket 2024 Points Table
বর্তমানে চলছে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট খেলা। আর উক্ত খেলাতে মোট ১০ টি দেশ অংশগ্রহন করেছে। যারা নিজেদের গ্রুপে থাকা ক্রিকেট দল গুলোর সাথে প্রতিযোগীতা করে নির্দিষ্ট পয়েন্ট অর্জন করতে পারবে।
আর উক্ত পয়েন্ট এর দিক থেকে যেসব ক্রিকেট দল গুলো সবার উপরের তালিকায় থাকবে। তাদের নিয়ে আয়োজন করা হবে ক্রিকেট বিশ্বকাপ এর ফাইনাল আয়োজন।
তো এখন পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপ খেলায় কোন দল কত পয়েন্ট অর্জন করতে পেরেছে। সেই বিশ্বকাপ ক্রিকেট পয়েন্ট টেবিল ২০২৪ শেয়ার করা হবে আজকের আর্টিকেলে।
বিশ্বকাপ ক্রিকেট পয়েন্ট টেবিল ২০২৪
আমরা সবাই জানি যে, বিশ্বকাপ ক্রিকেট ২০২৪ এর আয়োজন করা হয়েছে ভারতে। আর উক্ত বিশ্বকাপ খেলায় মোট অংশগ্রহনকারী দলের সংখ্যা হলো ১০ টি।
তো অংশগ্রহনকারী এই দল গুলো একে অপরের সাথে প্রতিযোগীতা করে কোন দল কত পয়েন্ট অর্জন করতে পেরেছে। সেই বিশ্বকাপ ক্রিকেট পয়েন্ট টেবিল ২০২৪ নিচে শেয়ার করা হলো।
২০২৪ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে?
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে জানতে চান যে, ২০২৪ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে। তো ২০২৪ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার আয়োজন করা হবে ভারতে। আর এটি হলো ওয়ানডে বিশ্বকাপ খেলার ১৩ তম আসর। আর ভারতের মধ্যে বিশ্বকাপ আয়োজনের চতুর্থ তম আসর।
আরো দেখুন:
বিশ্বকাপ ক্রিকেট ২০২৪ পয়েন্ট টেবিল
সিরিয়াল | দলের নাম | M | W | L | NRR | PTS |
01 | নিউজিল্যান্ড | 4 | 4 | 0 | +1.923 | 8 |
02 | ইন্ডিয়া | 4 | 4 | 0 | +1.659 | 8 |
03 | সাউথ আফ্রিকা | 3 | 2 | 1 | +1.385 | 4 |
04 | অস্ট্রেলিয়া | 4 | 2 | 2 | -0.193 | 4 |
05 | পাকিস্তান | 4 | 2 | 2 | -0.456 | 4 |
06 | ইংল্যান্ড | 3 | 1 | 2 | -0.084 | 2 |
07 | বাংলাদেশ | 4 | 1 | 3 | -0.784 | 2 |
08 | নেদারল্যান্ডস | 3 | 1 | 2 | -0.993 | 2 |
09 | আফগানিস্তান | 4 | 1 | 3 | -1.250 | 2 |
10 | শ্রীলঙ্কা | 3 | 0 | 3 | -1.532 | 0 |
ক্রিকেট বিশ্বকাপ লাইভ দেখার উপায় কি?
আমাদের বাংলাদেশ থেকে চলমান সময়ে ক্রিকেট খেলা বিভিন্ন মাধ্যমে দেখা যাবে। আর আপনি যদি টিভি চ্যানেল থেকে বিশ্বকাপ খেলা সরাসরি দেখতে চান। তাহলে আপনাকে নিচে উল্লেখিত টিভি চ্যানেল গুলোতে একটিভ থাকতে হবে। আর সেগুলো হলো,
- Gazi TV,
- Star Sports 1,
- Star Sports 1 HD,
- Star Sports 1 Hindi,
- StarStar Sports,
- Sony Sports,
- Sports 1 HD Hindi,
তবে টিভি চ্যানেল ছাড়াও অনলাইন থেকেও বিশ্বকাপ ক্রিকেট খেলা লাইভ দেখা যাবে। আর যদি আপনি আপনার মোবাইল থেকে অনলাইনে খেলা দেখতে চান। তাহলে আপনাকে নিচের অ্যাপস গুলো ইনস্টল করতে হবে। যেমন,
- My GP Apps,
- Disney,
- Hotstar,
- Rabbitholebd,
উপরের অ্যাপস গুলো থেকে আপনি আপনার মোবাইলে খেলা দেখতে পারবেন। তবে কিছু অ্যাপস আছে যে গুলো তে লাইভ ক্রিকেট খেলা দেখার জন্য আপনাকে পেইড সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন পড়বে।
আজকের বিশ্বকাপ ক্রিকেট লাইভ খেলা দেখার আগে সব ধরনের বিস্তারিত বিষয় থাকবে।
এখানে দেখুন: আজকের বিশ্বকাপ ক্রিকেট খেলা লাইভ 2024.
বিশ্বকাপ ক্রিকেট পয়েন্ট টেবিল নিয়ে কিছুকথা
যদি আপনি নিয়মিত ক্রিকেট খেলা দেখেন। তাহলে অবশ্যই আপনার বিশ্বকাপ ক্রিকেট পয়েন্ট টেবিল এর প্রয়োজন পড়বে। আর আপনি যেন খুব সহজেই এই পয়েন্ট টেবিল খুজে নিতে পারেন। সে কারণে আজকে আমি আপনার সাথে উক্ত পয়েন্ট টেবিল শেয়ার করেছি।
তো আশা করি, এই পয়েন্ট টেবিল আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আর আপনি যদি ক্রিকেট খেলার সকল আপডেট তথ্য সবার আগে পেতে চান। তাহলে Wikipedia Bangla এর সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।