vlxxviet mms desi xnxx

রোজ ডে স্ট্যাটাস | রোজ ডে ছন্দ | রোজ ডে মেসেজ | রোজ ডে পিকচার

0
5/5 - (1 vote)

রোজ ডে কবে? | Rose Day Date 2024 | রোজ ডে স্ট্যাটাস, রোজ ডে ছন্দ, Rose Day মেসেজ, Rose Day Pic

রোজ ডে, এই বিশেষ দিনটিকে কোন প্রেমিক প্রেমিকা হাতছাড়া করতে চাইবে না। আর আপনি যেন আপনার প্রিয় মানুষটা কে গোলাপের মতো সুবাস মাখা একটি ভালোবাসার মেসেজ দিতে পারেন। সে কারণে আজকে আমি আপনার জন্য আর্কষনীয় সব রোজ ডে স্ট্যাটাস, কবিতা ও ছন্দ শেয়ার করবো। আর আপনি যদি আজকের শেয়ার করা রোজ ডে স্ট্যাটাস বা ছন্দ গুলো আপনার মনের মানুষ কে মেসেজ করে পাঠিয়ে দেন। তাহলে আপনার মনের মানুষটিও অনেক খুশি হবে। 

আমরা সবাই জানি যে, Happy Rose Day এর দিনে প্রেমিক প্রেমিকারা একে অপরকে ফুল দিয়ে ভালোবাসার শুভেচ্ছা জানায়। কিন্তুু আপনি আপনার মনের মানুষ কে ইমপ্রেস করার জন্য ভিন্ন কিছু করতে পারেন। সেজন্য গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি। আপনি আজকের শেয়ার করা স্ট্যাটাস, ছন্দ, কিংবা কবিতা গুলো। আপনার প্রিয় মানুষ কে দিয়ে শুভেচ্ছা জানালে বিষয়টা আরো বেশি ভালোবাসার প্রকাশ করতে সাহায্য করবে। 

রোজ ডে কবে? | Rose Day Date 2024

যেহুতু আজকের এই লেখাটি Happy Rose Day নিয়ে লেখা হয়েছে। সেহুতু সবার আগে আমি আপনাকে জানিয়ে দিবো, আসলে রোজ ডে কবে। আর আমরা সবাই জানি যে, প্রতি বছর এর ন্যায় ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে রোজ ডে পালন করা হয়। আর উল্লেখ্য যে, ফেব্রুয়ারি মাস কে ভালোবাসার মাস হিসেবে ধরা হয়। আর এই ভালোবাসার মাসে রোজ ডে হলো অন্যতম একটি দিন। যে দিনে তরুন তরুনীরা তাদের মনের মানুষকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। 

রোজ ডে মানে কি?

ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন দিবস এর প্রথম সপ্তাহের ৭ তারিখে পালিত হয় রোজ ডে। আর এই বিশেষ দিনটি কে সেই সকল মানুষ গুলো বিশেষ ভাবে পালন করে, যাদের মনের আছে। আর এই দিনে তারা তাদের প্রিয় মানুষ গুলো কে গোলাপ ফুল উপহার দেয়। যেন, কোন একজন ব্যক্তির প্রিয় মানুষের প্রতি তার ভালোবাসার প্রকাশ পায়। আর এটি হলো, রোজ ডে এর মূল উদ্দেশ্য।

আরো দেখুন:

রোজ ডের ছন্দ

তো আমরা জানতে পারলাম, ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে রোজ ডে পালন করা হয়। আর এই বিশেষ দিনে বিশেষ মানুষ গুলো কে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আর সে কারণে সবার শুরুতে আমি আপনাকে রোজ ডের ছন্দ শেয়ার করবো। যেন, আপনি ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি। এই Happy Rose Day ছন্দ গুলোর মাধ্যমে, আপনার প্রিয় মানুষটি কে আরো বেশি ইমপ্রেস করতে পারেন। 

  • গোলাপের মাঝে থাকা লাল রঙ্গ এর পাপড়ি দিয়ে, লিখবো তোমার নাম। তোমাকে নিয়ে বাঁধবো বেঁচে থাকার স্বপ্ন। তোমাকে নিয়ে লিখবো যতো কবিতা আর গান। হ্যাপি রোজ ডে।
  • প্রিয়তম, আমি শুরু থেকে তোমার ছিলাম, তোমারই থাকবো চিরকাল। তোমাকে নিয়ে আমি বুনে চলেছি, ভালোবাসার মায়াজাল।
  • আমার হৃদয়ের সেই নীল আকাশ যেন আজ থমকে গেছে। আমি যেন সব দেখছি নতুন করে, তোমাকে ভালোবেসে। 
  • ফুলের সুবাস যেন ছড়িয়ে পড়েছে সবখানে, যেখানেই যাই না কেন, দুরে থাকতে পারিনা তোমার ভালোবাসার টানে। রোজ ডে এর শুভেচ্ছা। 
  •  তোমার কথা ভাবি সারক্ষন, নিজের অজান্তে তোমার ছবি আঁকে এই পাগল মন। প্রিয়তম, তোমাকে যে ভালোবেসে যাবো সারাক্ষন। হ্যাপি রোজ ডে
  • ভালোবাসা কাকে বলে তা আমি জানিনা। প্রেম কাকে বলে, তা আমি জানিনা। আমি শুধু জানি, তোমাকে আমি ভালোবাসি, আর তোমাকে ভালোবেসে যাবো সারাটি জীবন। 
  • ভালোবাসা হলো, একটি গোলাপ ফুলের মতো। যখন একটি গোলাপ থেকে পাঁপড়ি ঝড়ে গিয়ে ফুলের সুবাস ছড়ায়। তেমনি তোমার ভালোবাসার সুবাস যেন আমার হৃদয় কে জুড়িয়ে দেয়। 
  • ভালোবাসতে গোলাপ দরকার হবেনা, ভালোবাসতে টাকার দরকার হবেনা। ভালোবাসতে দরকার শুধু মনের মিলন। যে মিলনে আবদ্ধ হয়ে আমরা আজও একে অপরকে ভালোবেসে যাচ্ছি। 
  •  যে মানুষ গুলো ভালোবাসে বেশি, তারা তাদের ভালোবাসা প্রকাশ করে কম। কিন্তুু তাদের হৃদয় জুড়ে বসবাস করে, প্রকৃত ভালোবাসার আবরন। হ্যাপি রোজ ডে। 

উপরে আমি চমৎকার সব রোজ ডে নিয়ে ছন্দ শেয়ার করেছি। যদি আপনি Happy Rose Day তে এই ছন্দ গুলোর সাথে আপনার প্রিয় মানুষকে গোলাপ ফুলের শুভেচ্ছা দেন। তাহলে আপনার প্রিয় মানুষটি আপনার প্রতি আরো বেশি ইমপ্রেস হবে। 

রোজ ডে স্ট্যাটাস | Rose Day Status

এতক্ষন আমি আপনার সাথে রোজ ডে নিয়ে ছন্দ শেয়ার করেছি। তবে সেই ছন্দ গুলোর পাশাপাশি এবার আমি আপনাকে আর্কষনীয় সব রোজ ডে স্ট্যাটাস সম্পর্কে বলবো। যে রোজ ডে স্ট্যাটাস গুলো আপনার অনেক ভালো লাগবে। এবং আপনি উক্ত স্ট্যাটাস গুলো আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করতে পারবেন। 

  • প্রসঙ্গ যখন ভালোবাসা নিয়ে, তখন তুমি নামক মানুষটি আমার কাছে সেরা। 
  •  আমার কাছে কে আপন, কে পর, আর কে স্বার্থপর তা নিয়ে আমি ভাবিনা। কারন, আমার ভাবনা জুড়ে শুধু তুমি আছো। আর তুমিই থাকবে সারাটা জীবন। 
  • প্রিয়তম, তোমাকে আমি যতো দেখি, তবুও ভরেনা মন। তোমাকে নিয়ে বাঁধা স্বপ্ন পূরনে শুধু তোমাকেই প্রয়োজন। 
  • তোমাকে আমি যতোবার দেখি, ততোবার নতুন করে তোমার প্রেমে পড়ি। তোমাকে নিয়ে আমি যতো বেশি ভাবি, ততো বেশি তোমাতে মুগ্ধ হয়ে যাই। 
  • রাত নিয়ে আসে অন্ধকার, আবার চাঁদ দেয় আলো। আমার মনের মানুষ, তোমাকে আমি বাসি অনেক ভালো। 
  • দুর আকাশের তাঁরা গুলো যেন ঝিলমিল করে জ্বলে। আমি তোমাকে জায়গা দিয়েছি, আমার হৃদয় এর ছায়াতলে। 
  • গোলাপের মাঝে থাকা পাঁপড়ি গুলোর রং হয় লাল। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়, তোমাকে ভালোবেসে যাবো চিরকাল। 
  • গোলাপের সুবাসে যখন পাই আমি, তোমার কথা ভাবতে ভাবতে নিজেকে হারিয়ে ফেলি আমি। আমার প্রিয় মানুষ, তুমিও কি আমার কথা ভাবছো এমন করে?
  • পৃথিবীতে যতো গোলাপ আছে। তার সবগুলো দিয়ে যদি তোমাকে ভালোবাসার শুভেচ্ছা জানাই। তাহলে একদিন সেই গোলাপ শেষ হয়ে যাবে। কিন্তুু তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবেনা। 
  • একটি বাগানে রয়েছে একটি ফুল, তাকে দিয়ে বানাবো ফুলের তোরা। একসাথে ভালোবাসবো, আর একসাথে চলার আপ্রাণ চেষ্টা করবো আমরা। 
  • রাতের আকাশে ভাসে চাঁদ, দিনের আকাশে থাকে সূর্যের আলো। ওগো প্রিয়তমা, তোমাকে আমি কেন বাসি এতো ভালো? 
  • গোলাপের রং হয়, লাল। কোকিলের রং হয়, কালো। যতোদিন আমি থাকবো বেঁচে, ততদিন আমি তোমাকেই বাসবো ভালো।
  • আমি আকাশের চাঁদ চাইনা, আমি চাইনা হাজার গোলাপ ফুলের শুভেচ্ছা। আমি শুধু তোমাকেই চাই। আর বাকিটা জীবন তোমাকে নিয়ে বাঁচার জন্য জাগে ইচ্ছা। 
  • আমি হাজার জনম চাইনা, আমি শুধু একটি জনম চাই। আর এই জনমে আমার একটাই ইচ্ছা। আমি যেন তোমাকে আপন করে পাই। 

উপরে আপনি হৃদয় জুড়িয়ে যাওয়ার মতো সব রোজ ডে নিয়ে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এবং আমি যথেষ্ট চেষ্টা করেছি, আজকের আর্টিকেলে ভালো লাগার মতো Happy Rose Day নিয়ে স্ট্যাটাস শেয়ার করার। আর আমার দীর্ঘ বিশ্বাস আছে যে, আজকের শেয়ার করা রোজ ডে নিয়ে ষ্ট্যাটাস গুলো আপনার কাছেও অনেক ভালো লাগবে। 

রোজ ডে মেসেজ

যদি আপনার প্রিয় মানুষ টি আপনার থেকে অনেক দুরে থাকে। তাহলে আপনি মেসেজ এর মাধ্যমে রোজ ডে এর শুভেচ্ছা জানাতে পারবেন। আর আপনি যেন আপনার মনের মানুষ কে মেসেজ দিয়ে Happy Rose Day এর শুভেচ্ছা জানাতে পারেন। সে কারনে এবার আমি কিছু রোজ ডে মেসেজ শেয়ার করলাম।

  • তুমি আমার একমাত্র ভালোবাসা, তুমি আমার সব। তোমাকে পেলে যেন আমি দমকে দাড়াই। থেমে যায় জীবনে আছে যত কলরব। 
  • রাতের আকাশে মিটিমিটি জ্বলা তাঁরা গুলো বেড়ায় ভেসে ভেসে। আমি যেন আমাকে নতুন করে দেখতে পাচ্ছি তোমাকে ভালোবেসে। 
  • ভালোবাসার শক্তি যেন হয় অনেক বেশি। সে শক্তিতে আমরা দুজন যেন, একে অপরের কাছে ছুটে আসি। 
  • গোলাপের অনেক কাঁটা থাকে, তবুও আমরা গোলাপ ফুলকে অনেক ভালোবাসি। আর ‍তুমি আমাকে যতো কষ্ট দাওনা কেন। আমি শুধু তোমাকে ভালোবাসি। 
  • এই পৃথিবীতে ফুল অনেক আছে। কিন্তুু সব ফুল গোলাপের মতো নয়। আমার জীবনে অনেক বন্ধু আছে। কিন্তুু তোমার মতো আপন মানুষ আর কেউ নয়। 
  • গাছটি দেখতে লাগে সবুজ, কিন্তু তার ফুলের রং হয়, লাল। তোমার আমার ভালোবাসা যেন অমর হয়ে থাকে চিরকাল। 
  • যখন তুমি আমার পাশে থাকো, তখন প্রতিটা সময় যেন আমার কাছে নতুনের মতো মনে হয়। আর তোমার মতো একজন ভালোবাসার মানুষ যেন সবার জীবনে রয়। 
  • সবাইকে জানাই রোজ ডে এর শুভেচ্ছা, ফুলের সুবাসের মতো ছড়িয়ে পড়ুক তোমার জীবনের প্রতিটা মূহূর্ত। 
  • আজ এই স্পেশাল দিনে, আমার প্রিয় মানুষকে একগাঁদা গোলাপ ফুল দিতে চাই। তাকে কাছে থেকে নিজের মধ্যে থাকা ভালোবাসার অনুভূতি গুলো প্রকাশ করতে চাই। 
  • আজকে রোজ ডে, এই দিনে আমাকে কোনো গোলাপ দিতে হবেনা। কারন, শত শত গোলাপ বাগানের মধ্যে তুমি আমার কাছে স্পেশাল একটি গোলাপ। 

তো জীবনে কর্মব্যস্ততার কারণে যদি আপনার ভালোবাসার মানুষ অনেক দুরে থাকে। তাহলে আপনি উপরে শেয়ার করা রোজ ডে এর মেসেজ গুলোর মাধ্যমে। আপনার প্রিয় মানুষ কে রোজ এর এর শুভেচ্ছা জানাতে পারবেন। 

রোজ ডে নিয়ে উক্তি

যদিওবা রোজ ডে উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করতে উক্তির প্রয়োজন হবেনা। তবুও কারণে অকারণে, সময় অসময়ে আমাদের Happy Rose Day নিয়ে উক্তির দরকার হবে। আর তখন আপনি নিচে শেয়ার করা রোজ ডে নিয়ে উক্তি গুলো ব্যবহার করতে পারবেন। 

  • শুধু রোজ ডে তে ফুল দিয়েই ভালোবাসার প্রকাশ করা যায়না। কারন, ভালোবাসার প্রকাশ তো তখনি ঘটবে, যখন তুমি তোমার মনের মানুষ কে পাওয়ার জন্য সর্বোচ্চ চেস্টা করবে।
  • হ্যাপি রোজ ডে, আর এই মেসেজটি শুধু আমার জীবনের প্রিয় মানুষটার জন্য। 
  • আমি তোমারই ছিলাম, বাকিটা জীবন তোমারই থাকবো। আর যতোদিন আমি বেঁচে থাকবো. ততদিন তোমার কথাই ভাববো। 
  • তুমি ততোদিন ভালো থাকবে, যতোদিন তোমার প্রিয় মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসবে। 
  • রোজ ডে এই বিশেষ দিনে তুমি তাকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাও। যে তোমাকে ছেড়ে কখনই দুরে চলে যাবেনা। 
  • আজ রোজ ডে, আজ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করার দিন। তবে ভুল মানুষকে ফুল দিয়ে নিজেকে করিওনা অমালিন।

তো আশা করি, আজকের শেয়ার করা রোজ নিয়ে স্ট্যাটাস, মেসেজ, ছন্দ এর সাথে। উপরের রোজ ডে নিয়ে উক্তি গুলো আপনার অনেক ভালো লাগবে। কিন্তুু রোজ ডে নিয়ে লেখা এখানেই শেষ নয়। কারণ এবার আমি আপনাকে রোজ ডে নিয়ে হৃদয় জুড়ানো কিছু কবিতা বলবো। 

রোজ ডে নিয়ে কবিতা

দেখুন, কবিতা ভালোবাসেনা এমন মানুুষের সংখ্যা খুব কম। আর আপনি যদি আপনার মনের মানুষ কে রোজ ডে এর দিনে ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি। কবিতা লিখে বা মেসেজ করে দেন। তাহলে কিন্তুু বিষয়টা অন্যদের তুলনায় অনেক ভালো হবে। আর আপনার ভালো লাগবে এমন কিছু রোজ ডে নিয়ে কবিতার তালিকা নিচে দেওয়া হলো। 

রোজ ডে নিয়ে কবিতাঃ ০১

তুমি হলে আমার একমাত্র গোলাপ,
তুমি হলে আমার হৃদয়ের গোলাপ,
তুমি হলে আমার স্বপ্নের গোলাপ,
তুমি হলে আমার অনুভূতির গোলাপ.
তুমি আমার মনের গোলাপ,
তুমি আমার ভালোবাসার গোলাপ,
তাই তোমাকে জানাই রোজ ডের শুভেচ্ছা।

রোজ ডে নিয়ে কবিতাঃ ০২

গোলাপ যেমন বাতাসের মাঝে,
তার সুবাস ছড়িয়ে ফেলে,
তেমনিভাবে তোমার ভালোবাসার মোহ,
যেন আমার উপর প্রেমের সুর তোলে।
এখন তোমাকে নিয়ে দেখি স্বপ্ন,
এখন তোমাকে করি বিশ্বাস।
তোমাকেই আমি ভালোবেসে যাবো,
যতোদিন থাকবে এই শরীরে নিঃশ্বাস।

রোজ ডে নিয়ে কবিতাঃ ০৩

আমাদের বন্ধত্ব শুধু তোমার জন্য,
আমার ভালোবাসা শুধু তোমার জন্য,
আমার হৃদয় শুধু তোমার জন্য,
আমার শান্তি শুধু তোমার জন্য,
আমার মুগ্ধতা শুধু তোমার জন্য,
আমার কৃতজ্ঞতা শুধু তোমার জন্য,
তাই তোমাকে মন থেকে জানাচ্ছি,
হ্যাপি রোজ ডে এর শুভেচ্ছা।

তো উপরে আপনি মোট ০৩ টি রোজ ডে এর কবিতা দেখতে পাচ্ছেন। কিন্তুু আপনার যদি আরো কবিতা প্রয়োজন হয়। তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। 

রোজ ডে পিকচার | Rose Day Picture

রোজ ডে পিকচার

রোজ ডে পিকচার

রোজ ডে পিকচার

রোজ ডে পিকচার

রোজ ডে পিকচার

রোজ ডে নিয়ে আমাদের শেষকথা

প্রিয় পাঠক, ফেব্রুয়ারি মাসের ০৭ তারিখে পালিত হবে রোজ ডে। আর এই দিনে আপনি যেন আপনার প্রিয় মানুষ কে ভিন্ন ভাবে শুভেচ্ছা জানাতে পারেন। সে কারণে আজকে আমি রোজ ডে নিয়ে কবিতা, ছন্দ ও স্ট্যাটাস শেয়ার করেছি। 

তো আশা করি, আজকের শেয়ার করা Happy Rose Day নিয়ে ছন্দ, কবিতা, উক্তি গুলো আপনার অনেক ভালো লাগবে। আর এই ধরনের মজার মজার বিষয় গুলো জানতে হলে, Wikipedia Bangla এর সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex