আইপিএল নিলাম ২০২৪ কে কোন দলে?
আইপিএল নিলাম ২০২৪ কবে? | আইপিএল নিলাম ২০২৪ লাইভ | আইপিএল নিলাম ২০২৪ কে কোন দলে?
আইপিএল নিলাম ২০২৪ কে কোন দলে এর কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে। এখন ২৩ ডিসেম্বর রাতে কোচিতে এর মিনি নিলাম অনুষ্ঠিত হবে। এবার আইপিএল নিলাম এর মূল পব অর্থাৎ মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে। ২০২৪ সালে মার্চের শেষ সময়টাতে দেখা পাওয়া যাবে আইপিএল নিলাম ২০২৪ এর আসল আনুষ্ঠানিকতার। আজ এই নিলামের মিনি পার্ট অনুষ্ঠিত হবে। যেখানে কিনা অংশ নেবে ১০ টি ফ্র্যাঞ্চাইজি দল।
মোট ৪০৫ জন ক্রিকেটার নিয়ে অনুষ্ঠিত হবে এই নিলাম। শেষ ধাপে ফলাফল ঠিক কী হবে, সেটাই এখন সারা বিশ্বের মানুষের মূল আকর্ষণ। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে সেসব ক্রিকেটারদের তালিকা, যারা কিনা নির্বাচিত হয়েছেন আইপিএল মিনি নিলাম ২০২৪ এর জন্য। এখান থেকেই বাছাই করা দলগুলো পৌঁছে যাবে আইপিএল নিলাম ২০২৪ এর মেগা ইভেন্টে। ৪০৫ জন ক্রিকেটারকে আজ বড় একটি পরীক্ষার মুখে পড়তে হবে।
২০২২ সালে হওয়া আইপিএল নিলামে ৫০৯ জনকে সিলেক্ট করা হয় ফইনালের জন্য। এবার ৯৯১ জনের থেকে ৪০৫ জন টিকে আছেন। এদের মধ্যে স্বদেশী অর্থাৎ ভারতীয় হলেন ২৭৩ জন। বাকি ১৩২ জন ফরেন প্লেয়ার। অ্যাসোসিয়েড দেশের আছে ৪ জন খেলোয়াড়। আর এদের মধ্যে ক্যাপড ক্রিকেটার ১১৯ জন। বাকি ২৯৬ জন আনক্যাপড ক্রিকেটার।
আরো দেখুন:
আইপিএল নিলাম ২০২৪ কে কোন দলে?
আইপিএল নিলাম ২০২৪ কে কোন দলে খেলবে এবং কত টাকার বিনিময়ে খেলোয়াড় কেনা হয়েছে তাঁর একটি চার্ট নিচে দেওয়া হল-
খেলোয়াড় (Player) | মূলদাম (Base Prize) | নির্দিষ্ট দাম (Sold) | দল (Team) |
সাকিব আল হাসান (বাংলাদেশ) | ১.৫০ কোটি | ১.৫০ কোটি | KKR |
জো রুট (ইংল্যান্ড) | ১.০০ কোটি | ১.০০ কোটি | RR |
আব্দুল বসিত (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | RR |
আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ) | ১.০০ কোটি | ১.০০ কোটি | SRH |
রাঘব গয়াল (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | MI |
যুধবীর সিন চরক (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | LSG |
নবীন উল হক (আফগানিস্তান) | ৫০ লাখ | ৫০ লাখ | LSG |
আকাশ বশিষ্ট (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | RR |
মনদীপ সিং (ভারত) | ৫০ লাখ | ৫০ লাখ | KKR |
মুরগান আশ্বিন (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | RR |
কেএম আসিফ (ভারত) | ৩০ লাখ | ৩০ লাখ | RR |
আনমোলপ্রীত সিং (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | SRH |
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) | ১.৫০ কোটি | ১.৫০ কোটি | RR |
লিটন দাস (বাংলাদেশ) | ৫০ লাখ | ৫০ লাখ | KKR |
রিলি রোসোউ (দক্ষিণ আফ্রিকা) | ২.০০ কোটি | ৪.৬০ কোটি | DC |
শিবম সিং (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | PBKS |
মোহিত রাঠি (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | PBKS |
ভগৎ বর্মা (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | CSK |
নেহাল ওয়াধেরা (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | MI |
সোনু যাদব (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | RCB |
কুনাল সিং রাঠোর (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | RR |
অজয় যাদব মন্ডল (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | KKR |
অবিনাশ সিং (ভারত) | ২০ লাখ | ৬০ লাখ | RCB |
নীতীশ রেড্ডি (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | SRH |
ডেভিড মেডো (নামিবিয়া) | ১.০০ কোটি | ১.০০ কোটি | KKR |
স্বপীল সিং (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | LSG |
শামস মুলানি (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | MI |
মোহিত শর্মা (ভারত) | ৫০ লাখ | ৫০ লাখ | GT |
জোশুয়া লিটল (আয়ারল্যান্ড) | ৫০ লাখ | ৪.৪০ কোটি | GT |
সুয়শ শার্মা (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | KKR |
রাজন কুমার (ভারত) | ২০ লাখ | ৭০ লাখ | RCB |
বিদ্যাথ কাভেরাপ্পা (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | PBKS |
বিষ্ণু বিনোদ (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | MI |
উরভিল প্যাটেল (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | GT |
ডোনাভন ফেরেরা (দক্ষিণ আফ্রিকা) | ২০ লাখ | ৫০ লাখ | RR |
প্রেরক মানকদ (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | LSG |
ডুয়ান জানসেন (দক্ষিণ আফ্রিকা) | ২০ লাখ | ২০ লাখ | MI |
মায়াঙ্ক ডাগর (ভারত) | ২০ লাখ | ১.৮০ কোটি | SRH |
মনোজ ভন্ডগে (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | RCB |
হরপ্রীত সিং ভটিয়া (ভারত) | ২০ লাখ | ৪০ লাখ | PBKS |
পীযূষ চাওলা (ভারত) | ৫০ লাখ | ৫০ লাখ | MI |
অমিত মিশ্র (ভারত) | ৫০ লাখ | ৫০ লাখ | LSG |
কাইল জেমিসন (নিউজিল্যান্ড) | ১.০০ কোটি | ১.০০ কোটি | CSK |
ড্যানিয়েল সামস (অস্ট্রেলিয়া) | ৭৫ লাখ | ৭৫ লাখ | LSG |
রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ) | ৫০ লাখ | ৫০ লাখ | LSG |
উইল জ্যাকস (ইংল্যান্ড) | ১.৫০ কোটি | ৩.২০ কোটি | RCB |
মানিশ পান্ডে (ভারত) | ১.০০ কোটি | ২.৪০ কোটি | DC |
হিমাংশু শর্মা (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | RCB |
মুকেশ কুমার (ভারত) | ২০ লাখ | ৫.৫০ কোটি | DC |
শিবম মাভি (ভারত) | ৪০ লাখ | ৬.০০ কোটি | GT |
এন জগদীসান (ভারত) | ২০ লাখ | ৯০ লাখ | KKR |
যশ ঠাকুর (ভারত) | ২০ লাখ | ৪৫ লাখ | LSG |
বৈভব অরোরা (ভারত) | ২০ লাখ | ৬০ লাখ | KKR |
উপেন্দ্র যাদব (ভারত) | ২০ লাখ | ২৫ লাখ | SRH |
শ্রীকর ভারত (ভারত) | ২০ লাখ | ১.২০ কোটি | GT |
সানভির সিং (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | SRH |
নিশান্ত সিন্ধু (ভারত) | ২০ লাখ | ৬০ লাখ | CSK |
সমর্থ ব্যাস (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | SRH |
বিবর্তন শর্মা (ভারত) | ২০ লাখ | ২.৬০ কোটি | SRH |
শায়েক রাশেদ (ভারত) | ২০ লাখ | ২০ লাখ | CSK |
ওডিয়ান স্মিথ(ওয়েস্টইন্ডিস) | ৫০ লাখ | ৫০ লাখ | GT |
কেন উইলিয়ামসন(নিউজিল্যান্ড) | ২.০০ কোটি | ২.০০ কোটি | GT |
অজিঙ্কা রাহানে | ৫০ লাখ | ৫০ লাখ | CSK |
মায়াঙ্ক আগরওয়াল (ওয়েস্ট ইন্ডিজ) | ১.০০ কোটি | ৮.২৫ কোটি | SRH |
জেসন হোল্ডার | ২ কোটি | ৫.৭৫ কোটি | RR |
ইশান্ত শর্মা (ভারত) | ৫০ লাখ | ৫০ লাখ | DC |
জয়দেব উনাদকাট (ভারত) | ৫০ লাখ | ৫০ লাখ | LSG |
মায়াঙ্ক মার্কন্ডে (ভারত) | ৫০ লাখ | ৫০ লাখ | SRH |
নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ) | ২.০০ কোটি | ১৬.০০ কোটি | LSG |
আদিল রশিদ (ইংল্যান্ড) | ২.০০ কোটি | ২.০০ কোটি | SRH |
ঝাই রিচার্ডসন (অস্ট্রেলিয়া) | ১.৫০ কোটি | ১.৫০ কোটি | MI |
রিস টপলে (ভারত) | ৭৫ লাখ | ১.৯০ কোটি | RCB |
ফিলিপ সল্ট (ভারত) | ২.০০ কোটি | ২.০০ কোটি | DC |
হেনরিক ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা) | ১.০০ কোটি | ৫.২৫ কোটি | SRH |
বেন স্টোকস (ইংল্যান্ড) | ২.০০ কোটি | ১৬.২৫ কোটি | CSK |
ক্যামেরুন গ্রিন (অস্ট্রেলিয়া) | ২.০০ কোটি | ১৭.৫০ কোটি | MI |
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) | ৫০ লাখ | ৫০ লাখ | PBKS |
স্যাম কুরান (ইংল্যান্ড) | ২.০০ কোটি | ১৮.৫০ কোটি | PBKS |
হ্যারি ব্রুক (ইংল্যান্ড) | ১.৫০ কোটি | ১৩.২৫ কোটি | SRH |
আইপিএল নিলাম ২০২৪ কবে?
আইপিএল নিলাম ২০২৪ কে কোন দলে এর আনুষ্ঠানিকতার অনেকটাহ সম্পন্ন হয়েছল। এর মিনি নিলাম ২০২৪ এর আয়োজন শুরু হয়েছে ২০২২ সালের ২৩ ডিসেম্বর, শুক্রবার। তবে একান থেকে শুধুমাত্র বাছাই করে নেয়া হবে মেগা ইভেন্ট এর জন্য। এরপর ২০২৪ সালে ৪ ভাগের ১ ভাগ কেটে গেলে, খুব সম্ভবত মার্চ মাসের শেষ পর্যায়ে আয়োজন করা হতে পারে আইপিএল নিলাম ২০২৪ এর মেগা ইভেন্ট।
আইপিএল নিলাম ২০২৪ লাইভ
আইপিএল নিলাম এর মূল পর্বের সাথে মিনি নিলামের পর্বের লাইভ দেখার সুযোগও রয়েছে।
যেখানে দেখতে পাওয়া যাবে আইপিএল এর লাইভ পর্ব-
- স্টার স্পোর্টস (Star Sports Network)
- জি সিনেমা (Zee Cinema)
২৩ ডিসেম্বর বাংলাদেশী সময় ৩ টায় আইপিএল মিনি নিলাম এর পর্ব অনুষ্ঠিত হয়েছে।