ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে? | ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
আপনি যদি নিয়মিত ক্রিকেট খেলা দেখে থাকেন। তাহলে একটা বিষয় আপনার অবশ্যই জানা থাকবে। আর সেই বিষয়টি হলো, ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ এর সর্বপ্রথম যাত্রা শুরু হয়েছিলো ১৯৭৫ সালে। আর তখন থেকে এখন পর্যন্ত আয়োজিত হয়েছে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট এর অনেক আসর। যে ক্রিকেট প্রতিযোগীতা গুলোতে বিভিন্ন দেশ বিভিন্নবার চ্যাম্পিয়ন হতে পেরেছে।
আর সে কারণে আমরা অনেকেই জানতে চাই যে, ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে। তো আপনিও যদি সেই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাহলে আপনাকে নিচের তালিকায় চোখ রাখতে হবে। কেননা, এবার আমি উক্ত তালিকায় সেই দেশের নাম গুলো উল্লেখ করবো। যে দেশ গুলো বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে চ্যাম্পিয়ন হতে পেরেছে।
আরো দেখুন-
ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
একটা বিষয় আমাদের সকলের জেনে রাখা উচিত। আর সেটি হলো, ২০২৪ সালে ভারতের মধ্যে যে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। সেটি মূলত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ এর ১৩ তম আসর। এর মানে হলো, অতীতে আরো ১২ টি বিশ্বকাপ ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিলো। এবং উক্ত বিশ্বকাপ খেলায় বিভিন্ন দেশ চ্যাম্পিয়ন এর মুকুট জয়লাভ করতে পেরেছিলো।
আর কোন দেশ কতবার সেই বিশ্বকাপ ক্রিকেট এর শিরোপা জয় করতে পেরেছে। সেই তালিকা টি নিচে শেয়ার করা হলো। যেমন,
ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে | ||
চ্যাম্পিন দলের নাম | চ্যাম্পিয়ন এর সংখ্যা | চ্যাম্পিয়ন এর সাল |
অস্ট্রেলিয়া | ০৬ বার | ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫ এবং ২০২৪ সাল. |
ভারত | ০২ বার | ১৯৮৩ ও ২০১১ সাল |
পাকিস্তান | ০১ বার | ১৯৯২ সাল |
শ্রীলংকা | ০১ বার | ১৯৯৬ সাল |
ইংল্যান্ড | ০১ বার | ২০১৯ সাল |
ওয়েস্ট ইন্ডিজ | ০২ বার | ১৯৭৫, ১৯৭৯ সাল |
ইংল্যান্ড কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?
আমরা সকলেই জানি যে, ক্রিকেট আবিস্কারের দেশ হলো, ইংল্যান্ড। কিন্তুু ইংল্যান্ড থেকে ক্রিকেট এর যাত্রা শুরু হলেও অতীতে ইংল্যান্ডের ঝুড়িতে বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ার তেমন কোনো রেকর্ড ছিলোনা। তবে ইংল্যান্ড সেই রেকর্ড বদলে দেয় ২০১৯ সালে।
কেননা, ২০১৯ সালে ইংল্যান্ড প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন লিষ্টে নিজেদের জায়গা করে নিতে পেরেছিলো। আর যারা আসলে জানতে চান যে, ইংল্যান্ড কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। আশা করি, তারা বুঝতে পেরেছেন যে, ইংল্যান্ড মাত্র ০১ বার বিশ্বকাপ ক্রিকেট জিততে পেরেছে।
আরো দেখুন-
Q: ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট কে বেশিবার জিতেছে?
A: এখন পর্যন্ত বিশ্বকাপ ক্রিকেট এর পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়লাভ করার রেকর্ড গড়েছে অষ্ট্রেলিয়া। কেননা, এখন পর্যন্ত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে মোট ০৫ বার।
Q: ভারত কতবার বিশ্বকাপ ক্রিকেট জিতেছে?
A: ভারত ১৯৮৩ ও ২০১১ সালে মোট ০২ বার বিশ্বকাপ ক্রিকেট জয়লাভ করতে পেরেছে।
Q: পাকিস্তান কতবার বিশ্বকাপ ক্রিকেট নিয়েছে?
A: ক্রিকেট ইতিহাসের জনপ্রিয় দেশ পাকিস্তান ১৯৯২ সালে মোট ০১ বার বিশ্বকাপ নিতে পেরেছে।
Q: অস্ট্রেলিয়া কতবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?
A: ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫ এবং ২০২৪ সাল মোট ০৬ বার বিশ্বকাপ নিতে পেরেছে।
ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে ও কিছুকথা
ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে? – আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আশা করি এই আর্টিকেল থেকে আপনি অনেক অজানা বিষয় জানতে পেরেছেন। আর ক্রিকেট সংক্রান্ত এই ধরনের অজানা বিষয় গুলো জানতে হলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।