বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩ | BPL Points Table 2023
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩ | বিপিএল আজকের ম্যাচের ফলাফল (আপডেট) | BPL Points Table 2023
বাংলাদেশ প্রিমিয়ার লীগ এর নবম আসর ২০২৩ সালে অনুষ্ঠিত হয়েছে। যেখানে আমাদের বাংলাদেশের মোট ০৭ টি দল বিপিএল ২০২৩ এর মধ্যে অংশগ্রহন করবে। আর এই ক্রিকেট দল গুলোর খেলার ফলাফল এর উপর ভিওি করে। বিপিএল পয়েন্ট টেবিল প্রকাশ করা হবে। যে BPL Points Table 2023 থেকে আপনি জানতে পারবেন। এখন পর্যন্ত কোন বিপিএল ক্রিকেট দল গুলো কত পয়েন্ট অর্জন করতে পেরেছে।
ক্রিকেট প্রেমীদের মাঝে বিপিএল আসর মানেই অন্য এক অনুভূতির নাম। আর আপনার এই অনুভূতি কে আরো কয়েক গুন বৃদ্ধি করার জন্য শুরু হয়েছে বিপিএল ২০২৩ এর নবম তম আসর। এই বিপিএল আসরে মোট ০৩ টি ভেন্যু এবং ০৭ টি ক্রিকেট দল নির্ধারন করা হয়েছে। আর এই বিপিএল ২০২৩ এর মধ্যে আপনার প্রিয় দল কত পয়েন্ট অর্জন করেত সক্ষম হয়েছে। তা আপনি আজকের বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩ থেকে জানতে পারবেন।
এক নজরে বিপিএল ২০২৩
BPL in 2023: আজকে বিপিএল পয়েন্ট টেবিল সম্পর্কে অবশ্যই জানতে পারবেন। তবে তার আগে বিপিএল ২০২৩ নিয়ে কিছু অজানা বিষয় জেনে নিন।
- টুর্নামেন্ট এর নামঃ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল ২০২৩)
- আসরঃ নবম তম আসর,
- ক্রিকেট দলঃ ০৭ টি,
- স্টেডিয়ামঃ ০৩ টি,
- খেলা শুরুঃ জানুয়ারী ০৬, ২০২৩,
- ফাইনাল খেলাঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৩,
- টিভি চ্যানেলঃ মাছরাঙ্গা, গাজী টিভি,
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩
তো এবার আমি আপনাকে বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩ সম্পর্কে বলবো। কারন, বিপিএল এর নবম আসরে যে ০৭ টি ক্রিকেট দল অংশগ্রহন করবে। সেই দলগুলো একে অপরের বিরুদ্ধে ক্রিকেট মাঠে খেলবে। এবং এই খেলার মধ্যে যে ক্রিকেট দল গুলো জয়লাভ করতে পারবে। সেই দল গুলো প্রতি ম্যাচে জয়লাভ করার বিনিময়ে মোট ০২ পয়েন্ট করে পাবে।
আরো দেখুন:
কিন্তু কোনো কারনে যদি একটি ক্রিকেট ম্যাচ থেকে কোনো ধরনের ফলাফল পাওয়া না যায়। যেমন, কোনো ম্যাচ যদি পরিত্যক্ত ঘোষনা করা হয়। তাহলে সেই ম্যাচের মধ্যে দুটো ক্রিকেট দল ০১ পয়েন্ট করে পাবে। আর বর্তমান সময়ে বিপিএল ২০২৩ এর মধ্যে কোন দল কত পয়েন্ট অর্জন করতে পেরেছে। তার সবকিছু আপনি এখন বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩ থেকে জানতে পারবেন।
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩ | ||||||
Team Name | Total Match | Winner | Loss Match | Point Table | NR | NRR |
চট্টগ্রাম চ্যালেন্জার্স | 10 | 10 | 8 | 4 | +1.433 | |
খুলনা টাইগার্স | 10 | 10 | 8 | 4 | -0.413 | |
সিলেট স্ট্রাইকার্স | 11 | 8 | 3 | 16 | +2.072 | |
রংপুর রাইডার্স | 10 | 7 | 3 | 14 | +0.621 | |
ঢাকা ডমিনেটর্স | 11 | 11 | 8 | 6 | -1.314 | |
কুমিল্লা ভিক্টোরিয়ানস | 10 | 7 | 3 | 14 | -1.380 | |
ফরচুন বরিশাল | 10 | 7 | 3 | 14 | -0.026 |
উপরে আপনি বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩ দেখতে পাচ্ছেন। যেখানে উল্লেখ আছে, ২০২৩ সালের বিপিএল খেলায় কোন দল কত পয়েন্ট অর্জন করতে পেরেছে। আর ২০২৩ সালের বিপিএল ফাইনাল খেলা পর্যন্ত, এই বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩ কে আপডেট করা হবে। যেন আপনার মতো ক্রিকেট পাগল মানুষরা খুব সহজেই সঠিক বিপিএল পয়েন্ট টেবিল খুজে নিতে পারে।
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩ঃ জানা অজানা বিষয়
- বিপিএল ২০২৩ কবে শুরু হবে?
উত্তরঃ ২০২৩ সালে বিপিএল এর নবম আসর শুরু হবে, জানুয়ারী মাসের ০৬ তারিখে। এবং এই খেলা চলমান থাকবে, ফেব্রুয়ারী মাসের ১৬ তারিখ পর্যন্ত।
- বিপিএল ২০২৩ ফাইনাল কবে?
উত্তরঃ নবম আসরের বিপিএল ২০২৩ এর ফাইনাল খেলা ফেব্রুয়ারী মাসের ১৬ তারিখে অনুষ্ঠিত হবে।
- বিপিএল ২০২৩ কততম আসর?
উত্তরঃ ২০২৩ সালে যে বিপিএল এর আয়োজন করা হয়েছে। সেটি হবে বিপিএল ইতিহাসের নবম তম আসর।
- বিপিএল ২০২৩ কতগুলো দল রয়েছে?
উত্তরঃ এবারের বিপিএল আয়োজনে মোট ০৭ টি ক্রিকেট দল অংশগ্রহন করবে।
- বিপিএল ২০২৩ এর মোট ভেন্যু কয়টি?
উত্তরঃ মোট ০৩ টি স্টেডিয়ামে বিপিএল ২০২৩ এর খেলা গুলো অনুষ্ঠিত হবে।
- বিপিএল লাইভ দেখার উপায় কি?
উত্তরঃ দুইটি উপায়ে বিপিএল লাইভ দেখা সম্ভব। সেগুলো হলো, সরাসরি টিভি’ চ্যানেল থেকে এবং অনলাইনের লাইভ ক্রিকেট অ্যাপস থেকে।
- বিপিএল খেলা দেখার টিভি চ্যানেল কোনটি?
উত্তরঃ বাংলাদেশ থেকে বিপিএল এর সকল খেলা গুলো মাছরাঙ্গা টেলিভিশন এবং গাজী টিভি দেখে দেখা যাবে।
আরো দেখুনঃ
BPL Pont Table 2023 নিয়ে কিছুকথা
এবারের বিপিএল খেলায় যে ০৭ টি দল অংশগ্রহন করেছে। সেই দলগুলোর মধ্যে সর্বোমোট ৩৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং এই ম্যাচ গুলোতে যে ক্রিকেট দল জয়লাভ করতে পারবে। তার বিনিময়ে প্রতিটা দলের মধ্যে ২ পয়েন্ট করে দেয়া হবে।
তো এখন পর্যন্ত আপনার প্রিয় বিপিএল টিম কত গুলো বিপিএল ম্যাচে জয়লাভ করতে পেরেছে। এবং আপনার প্রিয় বিপিএল দল কত পয়েন্ট অর্জন করতে পেরেছে। তা আপনি আজকের বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩ থেকে জানতে পারবেন।
তবে আপনি যদি এই বিপিএল পয়েন্ট টেবিল ২০২৩ সম্পর্কে আরো কোনো অজানা বিষয় জানতে চান। তাহলে সেই অজানা বিষয়টি কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিপিএল এর ক্রিকেট ম্যাচ গুলো উপভোগ করুন।