ধাঁধা উত্তর সহ ছবি | বিয়ের ধাঁধা প্রশ্ন ও উত্তর
দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ | বিয়ের ধাঁধা প্রশ্ন ও উত্তর | 100 টি মজার ধাঁধা উত্তর সহ ছবি | Bangla Dhadha With Answers
Bangla Puzzle With Answer: ধাঁধা আমরা অধিকাংশ মানুষ পছন্দ করি। এর পাশাপাশি আমাদের বাংলা ভাষায় এমন কিছু ধাঁধা রয়েছে। যে গুলোর মাধ্যমে আমাদের পুরাতন ঐতিহ্য কে ফিরে পাওয়া যায়।
তবে আজকে আমি আপনার সাথে কঠিন ধাঁধা উত্তর সহ, বুদ্ধির ধাঁধা উত্তর সহ এবং হাসির ধাঁধা উত্তর সহ শেয়ার করার চেষ্টা করব। তো আপনি যদি এই ধরনের ধাঁধা উত্তর সহ জানতে চান। তাহলে হাতে একটু সময় নিয়ে আজকের পুরো লেখাটি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।
আরো পড়ুন: জন্মদিনের শুভেচ্ছা বার্তা
ধাঁধা | ধাঁধা উত্তর সহ ছবি | Picture With Puzzle Answer
সবার শুরুতেই আমি আপনাকে বাংলা ভাষায় বেশ কিছু ধাঁধার সাথে পরিচয় করিয়ে দিব। আর এই ধাঁধা গুলো একবারে নতুন হওয়ার কারণে। উক্ত ধাঁধার উত্তর গুলো আপনার অজানা থাকতে পারে।
তবে এটা নিয়ে কোন চিন্তা করার দরকার নেই। কারণ আজকে আমি আপনাকে ধাঁধার উত্তর সহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে একটা বিষয়ে আমি একবারে নিশ্চিত আর সেটি হল। এবার আমি আপনার সাথে যে ধাঁধা গুলো শেয়ার করব। সে গুলো অবশ্যই আপনার ভালো লাগবে।
- আকাশে উড়তে পারে তবুও সে পাখি নয় তার নিজের কোন চোখ নেই তবুও সে শব্দের শুনে পথ বয়ে যায় বলুন সেটি কি? – বাদুড়।
- সুন্দর একটা দেহ তার, কিন্তু তারপরেও মানুষের করে অপকার। চিতায় সে সর্বদাই পুড়িয়া মরে। তবুও সে কোন শব্দ না করে। – সিগারেট।
- তার কোন হাত নেই, তার কোন পা নেই। তবুও সে সবার কাছে একটি রসিক নাগর। কারণ সে যে অনায়াসেই পার করে দেয় বড় বড় নদী কিংবা অথৈ সাগর – নৌকা / জাহাজ।
- সে কোন আম নয়, সে কোন কাঁঠাল নয়। সে কখনোই কোন গাছে ধরে না। তবুও মানুষ তাকে ফল বলে ডাক দেয়। বলুন, সেটি কি? – পরীক্ষার ফল।
- আমি দিনরাত চলি ফিরি আমার নেই কোন অবসর। আমি একটানা চলতেই থাকি, মাসের পর মাস কিংবা বছরের পর বছর – ঘড়ি।
- জলের মধ্যে জন্ম যার, জলের মধ্যেই বাড়ি। জলের মধ্যেই বসবাস, তার রয়েছে ওঝার মত দাড়ি। আমরা কি সেই জিনিসটার নাম বলতে পারি? – কচুরিপানা।
- এই যে ভাই শুনে যান আমার ছন্দ। এমন একটি ঘর আছে, যার রয়েছে হাজার টা দরজা, তবুও কেন সেই ঘর টি বন্ধ? – মশারি।
- তুমি দেখতে ঠিক আমারই মত, তোমাকে দেখে ভালই লাগছে খুব। কিন্তু আমি তো কথা বলে যাচ্ছি, তুমি কেন করে আছো চুপ? – নিজের ছবি।
- মুখের মধ্যে হাসি নিয়ে যায় পর পুরুষের কাছে। যাবার সময় কান্নাকাটি করলেও, যখন ভিতরে যায় তখন সে মিষ্টি সুরে হাসে। বলুন সেটি আসলে কি – মেয়েদের হাতের চুরি।
- সে বাঘের মতো লাফাতে পারে, কুকুরের মত বসে। যদি তাকে পানির মধ্যে ছেড়ে দাও। তাহলে সে কাগজের মত পানিতে ভাসে। – ব্যাঙ।
- শৈশব এর সময়ে বস্ত্র পরে, কিন্তু যৌবনে সে থাকে উলঙ্গ। বৃদ্ধ বয়সে জটা ধরে, কিন্তু তার মাঝখানে রয়েছে সুরঙ্গ। আপনি কি জানেন, সেটি আসলে কি – বাঁশ।
সবার শুরুতেই আমি আপনাকে বেশ কয়েক টি মজার ধাঁধা উত্তর সহ জানিয়ে দিয়েছি। তবে এর বাইরে আরো এমন অনেক ধরনের ধাঁধা রয়েছে। যে গুলো এবার পর্যায়ক্রমে উল্লেখ করব। চলুন এবার তাহলে অজানা সব ধাঁধা উত্তর সহ জেনে নেওয়া যাক।
আরো দেখুন: ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস.
100 টি মজার ধাঁধা | 100 Mojar Dhadha
প্রিয় পাঠক, উপরে আপনি চমৎকার সব ধাঁধা উত্তর সহ জানতে পেরেছেন। এবং আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে, আজকের শেয়ার করা এই মজার ধাঁধা গুলো আপনার অনেক বেশি ভালো লেগেছে। আর আপনার এই ভালো লাগা কে ধরে রাখার জন্য। এবার আমি মোট ১০০ টি মজার ধাঁধা শেয়ার করব আপনার সাথে। যে গুলো আপনার অনেক ভালো লাগবে। চলুন এবার তাহলে সেই 100 টি মজার ধাঁধা জেনে নেওয়া যাক।
- ব্রেকফাস্ট করার সময় আপনি কোন কাজটি করতে পারবেন না – লাঞ্চ ও ডিনার।
- তার কোন জীবন নেই, তবুও সে মানুষকে হাসাতে পারে। সে কোন প্রাণী নয়, তবুও মানুষ তাকে দেখতে চায়। তাকে দেখলে মানুষ কেঁদে ফেলে। বলুন সে আসলে কে – নাটক এবং সিনেমা।
- যখন মানুষ তাকে পায় না, তখন মানুষ করে হায় হায়। কিন্তু সে যখন ইচ্ছা মতো আমাদের কাছে আসে। তখন আমরা তাকে জানিয়ে দেই বিদায় – জল।
- সে কখনোই নিজে খায় না। বরং সে তার মাধ্যমে অন্য আরেক জন কে খাওয়ায়। আপনি জানেন, সে আসলে কে? – চামচ।
- আকাশে উড়ে তবুও সে কোন পাখি নয়। মানুষ খায়, গরুকে খায়। তবুও সে বনের বাঘ কিংবা ভাল্লুক নয়। – মশা।
- মাঝখানে তার একটু পানি, সাদা চুনকাম দিয়ে গড়েছে সে একটা ঘর। সেই ঘর টি ভেঙ্গে গেলে, তৈরি করার কথা ভাবলেই আমাদের গায়ে আসে জ্বর। – ডিম।
- এমন কোন জিনিস আছে, যেটি মানুষের নাকের উপর বসে থেকে কান ধরে টানে? – চশমা।
- সে আপনার মামা, সে আপনার বাবার মামা, সে আপনার মায়ের মামা, সে আপনার মামার মামা। এখন আপনি বলুন সেই মামা আসলে কে? – চাঁদ মামা।
- আমি সুর দিয়ে কাজ করি, তবুও আমি হাতি নই। আমি উপর থেকে নিচে নামি, তবুও আমি বিমান নই – ঢেঁকি।
উপরে আপনি চমৎকার সব মজার ধাঁধা দেখতে পারছেন। তবে এই ধাঁধা গুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন এবার অন্যান্য বিষয়ে ধাঁধা উত্তর সহ জেনে নেওয়া যাক।
আরো দেখুন: শিক্ষামূলক উক্তি।
ধাঁধা | দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ
যেসব ধাঁধার মধ্যে দুষ্টুমি রয়েছে, সেই সাথে মিষ্টতা রয়েছে, সে গুলো কে বলা হয়ে থাকে, দুষ্টু মিষ্টি ধাঁধা। আর এবার আমি আপনাকে সেই রকমের দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ বলবো। আপনি যখন সেই ধাঁধা গুলো দেখবেন। তখন আপনার অনেক অজানা বিষয় জানা হয়ে যাবে। চলুন এবার তাহলে সেই দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ জেনে নেওয়া যাক।
- যদি তুমি অল্প করে দাও, তাহলে তোমার ভালো লাগবে। যদি তুমি বেশি করে দাও, তাহলে সেটা বিষে পরিণত হবে। এখন তোমাকে বলতে হবে সেটা কি? – লবণ।
- এমন কোন জিনিস রয়েছে, যেটা সম্পূর্ণ আমার অথচ সেটা তোমার হতে পারে? – মন।
- খুব কচি একটা মেয়ে, তার গায়ের বরণ দেখতে লাল টুকটুকে। তাকে খাওয়ার পরে চোখে আসে জল। বলুন তো সেই মেয়ে টি কে? – মরিচ।
- মেয়েদের একটা সম্পদ রয়েছে। আর সেই সম্পদ টা শুধুমাত্র মেয়েদের নিজের। নিজের অথচ ছেলেরা এই সম্পদ দেখে পাগল হয়ে যায়। আপনাকে বলতে হবে সেই সম্পদের নাম কি – সৌন্দর্য।
- তার কারণে পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে। তার কারণে অনেক সংঘাত হয়েছে। তবুও মানুষ তাকে ছাড়া কখনোই চলতে পারে না। বলুন তার নাম কি? – ভালোবাসা।
- বুকে নিলেই গুনগুন করে সে গান গায়, গালের মধ্যে নিলেই সে গালের ঠেকিয়ে প্রাণের কথা কয়। – স্মার্টফোন।
- মুখের মধ্যে ঢুকানোর সাথে শক্ত হয়ে যায়। মুখের মধ্যে নাড়াচাড়া করলেই সে নরম হয়ে গলে যায়। বলুন তো, সেটি কি? – চুইংগাম।
- মেয়েদের ড্রেসের মধ্যে এমন কোন জিনিস টি থাকে না, যেটা ছেলেদের প্যান্টের মধ্যে থাকে? – পকেট।
- সে সাইজের দিক থেকে ৬ ইঞ্চি, কিন্তু যখন থাকে ব্যবহার করা হয়। তখন সে পুরো শরীরে ফেনা দিয়ে ধুয়ে মুছে যায়। বলুন তো সে জিনিস টা কি? – টুথব্রাশ।
- আমি দেখতে অনেকটা লম্বা এবং আমার শরীর অনেক শক্ত। কিন্তু আমার ভেতরের অংশ গুলো খুবই নরম। আপনি কি জানেন আমি কে? – শসা।
উপরে আপনি যে সকল ধাঁধা দেখতে পাচ্ছেন। সে গুলো হল দুষ্টু মিষ্টি মজার ধাঁধা উত্তর সহ উল্লেখ করা হয়েছে। এবং আপনি চাইলে এই ধাঁধা গুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। আর এই ধাঁধা গুলো শুনে আপনার বন্ধুরাও অনেক খুশি হবে।
ধাঁধা | বিয়ের ধাঁধা প্রশ্ন ও উত্তর
এতক্ষণ থেকে আপনি মজার সব ধাঁধা উত্তর সহ জানতে পেরেছেন। তো এবার একটু ভিন্ন ধাঁধা শেয়ার করার চেষ্টা করব। কারণ বিভিন্ন সময়ে আমাদের বিয়ের ধাঁধা প্রশ্ন ও উত্তর জানার প্রয়োজন হয়ে থাকে। আর আপনার এই প্রয়োজন কে মেটানোর জন্য। এবার আমি চমৎকার সব বিয়ের ধাঁধা উত্তর সহ শেয়ার করব আপনার সাথে। চলুন, এবার তাহলে সেই বিয়ের ধাঁধা উত্তর সহ জেনে নেওয়া যাক।
- শিশু কালে বস্ত্র পরে, যৌবন কালে থাকে সম্পূর্ণ উলঙ্গ। বৃদ্ধ বয়সে তার মাথায় জটা থাকে, আবার তার ভেতরে থাকে লম্বা একটা সুরঙ্গ। বলুন দেখি সেটি আসলে কি? – বাঁশ।
- আমাদের মাঝে ফিরে এলো সে পরনে কোট টাই পরে। যখন সে কাপড় খুলে ফেলে, তখন আমাদের চোখ জ্বালা করে। বলতে হবে সে কে – পেঁয়াজ।
- যখন শুইতে যাই তখন দিতে হয়। যদি দিতে না পারি তাহলে অনেক বড় ক্ষতি হয়। আমি বলছি তুমি যেটা মনে করছো সেটা নয়। বরং এর উত্তর অন্য কিছু হয়। – দরজার খিল।
- নারী যায় হাসিতে হাসিতে অন্য পুরুষের কাছে। তারা যাবার সময় কান্নাকাটি করে, অথচ ভিতরে গেলেই তারা খুব হাসে। বলুন তো সেই জিনিসটির নাম কি? – মেয়েদের হাতের চুরি।
- সে বনের রাজার মত লাফ দেয়, আবার সে কুকুরের মত নিচু হয়ে বসে। যদি তুমি তাকে পানিতে ছেড়ে দাও, তাহলে সে কিন্তু কাগজের মত ভাসে। আপনি কি জানেন, তার নাম কি? – ব্যাঙ্গ।
- যে তোমার মামা, সে তোমার বাবার মামা, সে তোমার মায়ের মামা, সে তোমার বোনের মামা। কিন্তু এই মামা কে, তার নাম জানেন? – চাঁদ মামা।
- যদি তুমি কাটো তাহলে সে অনেক বেড়ে যাবে। এবং একটা সময় তুমি জল পাবে। তুমি কি জানো সেটি কি? – পুকুর।
উপরে আপনি বেশ কিছু বিয়ের ধাঁধা উত্তর সহ দেখতে পাচ্ছেন। তো যদি কখনো বিয়ে বাড়িতে আপনার ধাঁধা বলার প্রয়োজন হয়। তাহলে আপনি আজকের এই বিয়ের ধাঁধা গুলো বলতে পারবেন। এবং আপনার এই বিয়ে বাড়ির ধাঁধা গুলো শুনে অন্যান্য মানুষেরা অবাক হয়ে যাবে।
ধাঁধা | কঠিন ধাঁধা
আশা করি এতক্ষণ ধরে যে সকল ধাঁধা নিয়ে কথা বলা হয়েছে। সে গুলো আপনার অনেক ভালো লেগেছে। তবে এবার আপনার জন্য কিছু কঠিন ধাঁধা উত্তর সহ জানাবো।
- যদি তুমি কম দাও, তাহলে তুমি খেতে পারবে। যদি তুমি বেশি দাও, তাহলে সেটা বিষে বিষাক্ত হয়ে যাবে। বলুন তো সেই জিনিসটির নাম কি? – লবণ।
- সেটা এমন একটি প্রাণী, যে প্রাণী টি মুখে খায় আবার সেই প্রাণী টি মুখেই মলত্যাগ করে। বলুন তো সেই প্রাণীটির নাম কি?- বাদুর।
- সে চার পায়ে বসে আবার সেই যখন চলে, তখন ৮ পা দিয়ে চলে। সে আস্ত একটা মানুষ গিলে নেয়। কিন্তু সে কখনোই রাক্ষস কিংবা খোক্কস নয়। তাহলে সে কে? – পালকি।
- সাগরের মাঝে জন্ম তার কিন্তু আকাশে করে বসবাস। যখন সে তার মায়ের কোলে ফিরে যেতে চায়। ঠিক তখনই হয় তার জীবন্ত লাশ। আপনি কি জানেন, তার নাম কি? – মেঘ।
- তাকে এই দেখি আবার এই নাই। যখন সে চলে যায় তখন দেখি আমার হাতের কাছে আগুন নাই। – বিদ্যুৎ।
- তিন টি অক্ষর দিয়ে নাম তার, সকল মানুষ তাকে খায়। তিন অক্ষরের মাঝের অক্ষর বাদ দিলে, নিজের জিনিসপত্র রাখা যায়। আপনি কি জানেন, সেই তিন অক্ষরের নাম কি? – তামাক।
আপনি যদি এই ধাঁধা গুলো অন্য কাউকে বলেন। তাহলে সে সঠিক উত্তর দিতে পারবে না। এবং আপনার কাছ থেকে কঠিন ধাঁধা উত্তর সহ জানতে চাইবে। আর এবার আমি আপনার সাথে সেই ধরনের কঠিন ধাঁধা গুলো শেয়ার করেছি।
ধাঁধা | বুদ্ধির ধাঁধা
যাক! এতক্ষণ থেকে আমি আপনাকে অনেক ধরনের ধাঁধা উত্তর সহ জানিয়ে দিয়েছি। তবে এখন পর্যন্ত আমি আপনার সাথে বুদ্ধির ধাঁধা শেয়ার করিনি। মূলত সে কারণে এবার আমি আপনার সাথে অবাক করার মতো কিছু বুদ্ধির ধাঁধা উত্তর সহ শেয়ার করব। যে গুলো দেখার পর আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন।
- বিদেশ থেকে এলো সাহেব কোট প্যান্ট পড়ে। যখনই সে কোট প্যান্ট খুলে ফেলে, তখনই চোখে জ্বালা করে – পেঁয়াজ।
- শুতে গেলে দিতে হয়, যদি তুমি না দাও তাহলে অনেক বড় ক্ষতি হয়। পন্ডিতরা বলে যায়, যদি তুমি না বুঝো, তাহলে তুমি পড়বে মহা বিড়ম্বনায় – দরজার খিল।
- হাঁস মুরগি শুধু ডিম দেয়, গরু দেয় দুধ। কিন্তু এমন কে আছে যার কাছে দুধ আর ডিম এই দুটোই থাকে মজুদ? – দোকানদার।
- তার হাত থাকলেও পা নেই, তার বুকটা পুরো কাটা। তবুও সে আস্ত একটা মানুষ কে গিলে খেতে পারে। কিন্তু তার যে নেই কোন মাথা – শার্ট।
- অল্প বয়সে পানা, তবে তার যৌবন বয়সের লাল। অবশেষে সে ধারণ করে সাদা রং, কেন তার হয়েছে এমন হাল? – কয়লা।
- যখন সে ১২ বয়সী, তখন সে একটি কচি মেয়ে। যখন সে ১৩ বয়সে পা দেয়, তখনই সে গন্ডা গন্ডা ছেলে প্রসব করে। বলতে হবে সেই মেয়ে টি আসলে কে? – কলা গাছ।
- সেই খাবার এর মধ্যে কোন প্রকার গরম নেই। তবুও আমরা সেই খাবার টি খাওয়ার সময় মুখ দিয়ে ফুঁ দেই তারপরে খাই। আপনি কি জানেন সেই খাবারের নাম কি? – বাদাম।
- আচ্ছা আপনি বলুন তো, নেপোলিয়ান কোন যুদ্ধের সময় মৃত্যুবরণ করেছিলেন? – তার জীবনের শেষ যুদ্ধে।
- যখন আমরা ঘুমাই তখন আমরা চোখ বন্ধ করে রাখি। কিন্তু এমন কোন সময় টা রয়েছে, যে সময় আমরা নিজের চোখ বন্ধ রাখি? – হাঁচি দেয়ার সময়।
যদি আপনি এই ধাঁধা গুলো পড়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার অনেক ভালো লাগবে। তবে উপরে উল্লেখিত কোন বুদ্ধির ধাঁধা গুলো আপনার ভালো লেগেছে। সেটি অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। এর পাশাপাশি যদি আপনার নতুন কোন ধাঁধা জানা থাকে। তাহলে আমাদের নিকট পাঠিয়ে দিবেন।
হাসির ধাঁধা
আমরা সবাই হাসতে ভালোবাসি। কেননা আপনি যত বেশি হাসবেন, আপনার আয়ু তত বেশি বৃদ্ধি পাবে। আর আপনি যাতে হাসতে পারেন, সে জন্য এবার আমি দম ফাটানো সব হাসির ধাঁধা উত্তর সহ উল্লেখ করব। যে ধাঁধাগুলো পড়ার পর, আপনি আপনার মধ্যে থাকা হাসি আটকে রাখতে পারবেন না। চলুন এবার তাহলে সেই হাসির ধাঁধা উত্তর সহ জেনে নেওয়া যাক।
- কালো দেখতে মুখ তার, কাঠি দিয়ে ভরা। তার বুকেতে আঘাত করলে জ্বলে আগুনের ফুল ধারা – দিয়াশালাই।
- মা আমাদের অনেক আদর করে। কিন্তু কোন মা আমাদের কখনোই আদর করে না? এমন কোন মা আছে, যে মা কখনোই আমাদের ভাত খেতে দেয় না? – সিনেমা।
- আট তলা ঘর তার, রয়েছে একটি খুঁটি। যদি সেই ঘর কে বন্ধ করতে চাও। তাহলে তোমাকে ধরতে হবে তার টুটি। এবার আপনাকে বলতে হবে যে, সেই ঘরের নাম কি? – ছাতা।
- যখন আপনার দাদার বিয়ে হবে, তখন শুধু একবার দিতে হবে। কিন্তু আপনার বৌদি কে বারবার দিতে হবে। আপনি কি জানেন সেটি কি? – সিঁদুর।
- ঢুকে না তবুও তুমি জোর করে ঢুকাও। কেন তুমি এভাবে পরের মেয়েদের কাদাও? আর যদি তুমি পারো, তাহলে এই প্রশ্নের উত্তর দাও। – হাতের চুরি।
- আকাশের বুকে জন্ম হয়েছে তার, দিনরাত্রি জ্বলে থাকে। তবুও কেন মানুষ তাকে রাতের বেলায় দেখে? – তারা।
- এই পৃথিবীতে তুমিও নেই, আমিও নেই, কে কোথায় আছি, কে কোথায় থাকবো, তার কোন হিসেব নেই – মানুষ।
- বিনা দুধে তৈরি হয়েছে দই, এবার আমি তার জন্য কুমার পাব কই? – চুন।
আরো দেখুন:
এতক্ষণ আপনি দম ফাটানো সব হাসির ধাঁধা উত্তর সহ জানতে পেরেছেন। আশা করি এই ধাঁধা গুলো পড়ার পর আপনিও হাসতে পেরেছেন। এবং আমি যথেষ্ট চেষ্টা করেছি, আজকের আলোচনায় সেরা হাসির ধাঁধা গুলো শেয়ার করার।
সর্বশেষ ধাঁধা উত্তর সহ
আজকের আর্টিকেলের মাধ্যমে আমি আপনাকে বিভিন্ন ধরনের ধাঁধা উত্তর সহ জানিয়ে দিয়েছি। যেমন, কঠিন ধাঁধা, বুদ্ধির ধাঁধা, হাসির ধাঁধা ইত্যাদি। তো আমার দৃঢ় বিশ্বাস আছে যে, আজকের এই ধাঁধা গুলো আপনার অনেক ভালো লেগেছে।
এবং আজকের আলোচিত কোন ধাঁধা গুলো আপনার সবচেয়ে ভালো লেগেছে। তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ধরনের মজার বিষয় গুলো সবার আগে জানতে চাইলে। অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। কেননা আমরা যথেষ্ট চেষ্টা করি, নতুন নতুন তথ্য গুলো আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার জন্য।
সেই সাথে আমাদের লেখা সম্পর্কে যদি আপনার কোন ধরনের মতামত কিংবা অভিযোগ থাকে। তাহলে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ! এতক্ষণ ধরে লেখা টি পড়ার জন্য।