বাসর রাতের রোমান্টিক গল্প
বাসর রাতের রোমান্টিক গল্প
বাসর রাত সবার জীবনের সবচাইতে অপেক্ষার রাত। সবারই এই রাতটি নিয়ে বিশেষ পরিকল্পনা থাকে। জীবনকে পূর্নকরে এই রাত। আবেগ ভালোবাসা দিয়ে পরিপূন এই রাতটিকে আরো রঙ্গিন করে তুলতে আমরা আজ আপনাদের সাথে বলল কিছু বাসর রাতের রোমান্টিক গল্প।
বাসর রাতের রোমান্টিক প্রেমের গল্প
মিষ্টি একটি মেয়ে আজ রনির ঘরের বউ হয়ে এসেছে। বাড়িতে সবাই এসেছে মেহমানে থৈ থৈ করছে ঘর। রনি বারবার চাইছে তার নব বধু রিয়ার সাথে কথা বলতে কিন্তু পরিবার ও বন্ধুদের কাছে আটকা পরে আছে।
- রনি খুবই ভালো ছেলে। তার বউটা সারাদিন কি না কি খেয়েছে তাই তার চিন্তা হচ্ছে।
- রনি তার বোন সাথিকে বলল এই সাথি যা তো তোর ভাবিকে কিছু খাবার দিয়ে আয় সারাদিন কি না কি খেয়েছে।
- সাথি হেসে বলল বাবারে এখনই ভাবির জন্য এতো দরদ পরে তো আমাদের মনেই রাখবেনা।
- রনি রাগী কন্ঠে বলল বেশি কথা বলবিনা।
- রাত বাজে ১১ টা ৫ রনি তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তার ঐ দিকে রিয়া তার বর এর জন্য বাসর ঘরে একলা অপেক্ষার প্রহর গুনছে।
- রনির বন্ধু সবুজ বলল কিরে ভাবি তো অনেক সুন্দর তুই এমন মেয়ে পাবি কখনো ভাবি নি।
- রনি বলল ভালো মানুষের সাথে ভালোই হয় বুঝলি।
- সবুজ বলল বেটা জীবনে তো একটা প্রেমও করিসনি আজ কিভাবে ভাবির সাথে বাসর রাতের রোমান্টিক গল্প করবি।
- রনি বলল: আরে দোস্ত তাই ভেবে পাচ্ছিনা কি দিয়ে যে শুরু করবি।
- সজিব বলল: তোর আর আজ রাতে বিড়াল মারা হবে না।
- রনি বলল: ভাই শোন তোদের মাথায় না সব সময় ঐ সবই ঘোরে।
- বন্ধুদের সাথে খানিকটা ঝগড়া করে রনি আড্ডা থেকে বাড়ি ফিরল। তখন ঠিক ১২ টা বাজে। রনি দরওয়াজাতে কড়া নেড়ে ঘরে ঢুকলো।
- ঐ দিকে রিয়া মনে বাসর রাত নিয়ে আজ পযন্ত বান্ধবীদের কাছ থেকে যত ধরনের কাহিনী শুনেছে সব কিছু মাথায় ঘুরতে লাগলো। প্রথম রাতে মেয়েদের মাঝে একটি ভয় থাকে যে তাদের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে কিছু হতে যাচ্ছে কিনা।
- রনি রিয়ার সামনে এসে বসলো আর বলল কেমন আছেন?
- রিয়া: ভালো আপনি।
- রনি বলল ভালো। আপনি সারাদিন এই ভারি কাপড়ে আছেন যান কাপড়টা খুলে হালকা পাতলা কিছু পড়ে নিন।
- এই বলে রনি আবার ঘর থেকে বের হয়ে গেল।
- রিয়া কিছুটা অবাক হল কারন সে যেই কাহিনী শুনে এসেছে তা তার সাথে হচ্ছিলনা।
- রিয়া কাপড় চেন্জ করে নিল। একটু পর রনি আবারও ঘরে চলে আসলো।
- রিয়া রনিকে দেখে মিষ্টি একটি হাসি দিল।
- রনি: রিয়া আপনি আজ অনকে ক্লান্ত তাই না।
- রিয়া: হুম
- রনি: ঘুমিয়ে পড়েন আপনি তো আমারই এমন অনেক রাত- দিন পাবো আমরা।
- রিয়া হেসে বলল : না না একটু গল্প তো করাই যায়।
- রনি: ওকে। আপনি কি খেতে পছন্দ করেন?
- রিয়া: চকলেট।
- রনি: আমার তো চকলেট একদমই ভালো লাগেনা।
- রনি: আপনি হানিমুনে কোথায় ঘুরতে যাবেন? আপনার পছন্দের জায়গায় আমরা ঘুরতে যাবো।
- এই কথা বলার পর রিয়া কোন উওর দিচ্ছিলোনা। তাই রনি তার দিকে তাকালো আর দেখলো সে ঘুমিয়ে পড়েছে। রনি মুচকি হাসি দিয়ে নিজেও ঘুমিয়ে পড়লো।
- ঐ রাতের পর থেকে তাদের জীবন সুখে শান্তিতে কাটতে লাগলো কারন রনি রিয়া মন জয় করে নিয়েছিল।
বাসর রাতের রোমান্টিক গল্প: কেমন লাগলো বাসর রাতের রোমান্টিক ভালোবাসার গল্প জানাতে ভুলবেন না যেন।