vlxxviet mms desi xnxx

বেলজিয়ামের মুদ্রার নাম কী? | বেলজিয়ামের রাজধানীর নাম কী?

0
Rate this post

বেলজিয়ামের মুদ্রার নাম কী? | Belgium Currency Name | বেলজিয়ামের ভাষার নাম কী? | বেলজিয়ামের ধর্মের নাম কী?

বেলজিয়াম ইউরোপ মহাদেশের উত্তর -পশ্চিম ভাগে অবস্থিত একটি ক্ষুদ্রতম রাষ্ট্র। ইউরোপের ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে বেলজিয়াম অন্যতম। এর জনসংখ্যা প্রায় ১০ কোটি । ১৮৩০ সালে বেলজিয়াম নেদারল্যান্ডস থেকে স্বাধীনতা ঘোষণা করে এবং ১৮৩৯ সালের ১৯ শে এপ্রিল স্বাধীনতা অর্জন করে। এ দেশ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় ১৯৫৭ খ্রিস্টাব্দে। বেলজিয়ামে সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান। এবার চলুন জেনে নেই বেলজিয়ামের মুদ্রার নাম কী সে বিষয়ে।

বেলজিয়ামের মুদ্রার নাম কী?

বেলজিয়ামের বর্তমান মুদ্রার নাম হল ইউরো যার প্রতীক £ এবং কোড EUR। ইউরোর প্রচলিত ব্যাংক নোটগুলো হল £৫, £১০, £২০, £৫০, £১০০, £২০০, £৫০০। ১৯৯৯ সাল থেকে বেলজিয়ামে ইউরো ব্যবহার শুরু হয়। পূর্বে বেলজিয়ামের মুদ্রার নাম ছিল বেলজিয়াম ফ্রাঁ।

বেলজিয়ামের রাজধানীর নাম কী?

বেলজিয়ামের রাজধানীর নাম হল ব্রাসেলস। এটি বেলজিয়ামের বৃহত্তম শহর। এ নগরী উত্তর সাগর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এ নগরীতে প্রধান দাপ্তরিক ভাষা হিসেবে ওলন্দাজ ও ফরাসি ভাষা প্রচলিত তবে বেশিরভাগ মানুষ ফরাসি ভাষায় কথা বলে। এ শহরের ৬২.২ বর্গ মাইল পরিসরে প্রায় ১১ লক্ষ মানুষ বাস করে। ইউরোপীয় কমিশনের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত।

বেলজিয়ামের ভাষার নাম কী?  

বেলজিয়ামের প্রধান দুইটি ভাষা হল ওলন্দাজ ও ফ্লেমিশ ভাষা। এছাড়া ইংরেজি, ফরাসি, জার্মানি ভাষা বহুল ব্যবহৃত। সংখ্যালঘু অন্যান্য ভাষার মধ্যে রয়েছে তুর্কি, স্পেনীয়, পর্তুগিজ ও কাবিলে ভাষা।

বেলজিয়ামের ধর্মের নাম কী?

২০১৯ সালের তথ্য অনুযায়ী, বেলজিয়ামের ৬০.৭ শতাংশ নাগরিক খ্রিষ্টান, ৫.২ শতাংশ মুসলিম, অন্যান্য ২.১ শতাংশ। এছাড়া ৩১ শতাংশ নাগরিক কোন ধর্ম অনুসরণ করে না।

আরো দেখুনঃ

সর্বশেষ কথা

বেলজিয়াম মূলত একটি ইউরোপীয় রাষ্ট্র। বেলজিয়ামের বর্তমান রাজা ফিলিপ এবং প্রধানমন্ত্রী সোফি উইলমেস। আজকের লেখা থাকে আমরা বেলজিয়ামের মুদ্রার নাম কী ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে তথ্য জানতে পারলাম । এছাড়া অন্যান্য বিষয়ে তথ্য পেতে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। লেখায় কোনো রকম অসামঞ্জস্যতা পেলে কমেন্ট বাক্সে জানাবেন। আমরা সবসময় চেষ্টা করব সঠিক তথ্য জানাতে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex