সিজিপিএ গ্রেডিং পদ্ধতি
জিপিএ গ্রেডিং পদ্ধতি | সিজিপিএ গ্রেডিং পদ্ধতি | গ্রেড পয়েন্ট বের করার পদ্ধতি
যারা লেখাপড়া করছেন তারা সিজিপিএ বিষয়টি সম্পর্কে অবশ্যই অবগত কিন্তু সবাই এর সঠিক ক্যালকুলেশন করতে পারেন না। প্রতিটি সেমিস্টারের আমাদেরকে এই সিজিপিএর সম্মুখীন হতে হয় কেউ বেশি সিজিপিএ পেয়ে খুশি হয় কেউবা কম সিজিপিএ পেয়ে মন খারাপ করে বসে থাকে। সিজিপিএ গ্রেডিং পদ্ধতি অতটা কমপ্লেক্স নয় যতটা আমরা ভাবি তাই আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব।
আরো দেখুনঃ PSC, JSC, JDC, SSC, HSC, Full Meaning.
সিজিপিএ এর পূর্ণরূপ কি? | CGPA Full Meaning In Bengali
সিজিপিএ(CGPA)- এর পূর্ণরুপ হচ্ছে Cumulative Grade Point Average। চার বছরের প্রতিটি সেমিস্টারের জিপিএ কে একসাথে করে গড় যখন করা হয় সেই পদ্ধতিকে সিজিপিএ বলা হয়।
সিজিপিএ গ্রেডিং পদ্ধতি
বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়েই সিজিপিএ গ্রেডিং পদ্ধতি একই রকম। সমন্বিত জিপিএ যখন নির্ধারিত বছর দিয়ে ভাগ করা হয় ওই পদ্ধতিকেই সিজিপিএ গ্রেডিং পদ্ধতি বলা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করার নিয়ম
চলুন সিজিপিএ গ্রেডিং বের করার সহজ পদ্ধতি জেনে নেই।
- ৮০%-৮০+% = এ+ (৪.০০)
- ৭৫%-৭৯% = এ (৩.৭৫)
- ৭০%-৭৪% = এ- (৩.৫০)
- ৬৫%-৬৯% = বি+ (৩.২৫)
- ৬০%-৬৪% = বি (৩.০০)
- ৫৫%-৫৯% =বি- (২.৭৫)
- ৫০%-৫৪% = সি+ (২.৫০)
- ৪৫%-৪৯% = সি (২.২৫)
- ৪০%-৪৪% = ডি (২.০০)
- ৪০% এর নিচে= এফ (০.০০)
এরপর চলুন বিশেষ সেমিস্টার পদ্ধতির ক্রেডিট সিস্টেম এর গ্রেডিং পদ্ধতি বের করার নিয়ম জেনে নেই।
CGPA =[ (পূর্ববর্তী সেমিস্টারের CGPA * পূর্ববর্তী সেমিস্টারের ক্রেডিট) + (নতুন সেমিস্টারের CGPA * নতুন সেমিস্টারের ক্রেডিট)] / (নতুন সেমিস্টার পর্যন্ত সর্বমোট ক্রেডিট)
এভাবেই অনার্স চার বছরের ৮ সেমিস্টারের রেজাল্ট একসাথে CGPA পদ্ধতির মাধ্যমে বের করা হয়।
জিপিএ এর পূর্ণরূপ কি? | GPA Full Meaning
(GPA) জিপিএ এর পূর্ণরূপ হচ্ছে Grade Point Average. GPA Means গড় গ্রেড পয়েন্ট। জিপিএ গ্রেডিং পদ্ধতি সাধারণ উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত ব্যবহার করা হয়।
জিপিএ গ্রেডিং পদ্ধতি | জিপিএ ক্যালকুলেটর
CGPA এবং GPA মধ্যে পার্থক্য কি?
১: জিপিএ হচ্ছে এক বছরের পরীক্ষার মান নির্ণয়ের পদ্ধতি আর সিজিপিএ হচ্ছে পুরো কোর্সের মান নির্ণয়ের পদ্ধতি।
২: জিপিএ গ্রেড পদ্ধতি একটি পুরাতন পদ্ধতি বলে পৃথিবীতে এর মান কম। সিজিপিএ গ্রেডিং পদ্ধতি একটি আধুনিক পদ্ধতি যার কারণে এটি পুরো বিশ্বে পরিচালিত হয়।
৩: উচ্চমাধ্যমিকের শুরুর দিক পর্যন্ত জিপিএ পদ্ধতি ব্যবহার করা হয় এরপর সব উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের করার জন্য সিজিপিএ পদ্ধতিটি অবলম্বন করা হয়।
CGPA Full Meaning In Bengali FAQ
Q: জিপিএ অর্থ কি?
A: GPA এর ফুল মিনিং হলো, Grade Point Average. যার মাধ্যমে একজন শিক্ষার্থীর সর্বমোট নম্বর গুলোর গড় হিসাব বের করা হয়।
Q: A+ মানে কি?
A: আপনি কি জানেন A+ মানে কি? যদি আপনি না জেনে থাকেন, তাহলে শুনে নিন। এই A+ হল বিশেষ এক ধরনের একাডেমিক গ্রেডিং পদ্ধতি। যার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে অধ্যানরত শিক্ষার্থীদের ফলাফল গুলো এই ধরনের গ্রেডিং পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে।
Q: গোল্ডেন এ প্লাস কি?
A: যখন কোন একজন শিক্ষার্থী পরীক্ষার মধ্যে সকল বিষয়ে A+ পায়। তখন সেই শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল কে বলা হয়ে থাকে, গোল্ডেন এ প্লাস। আর যখন আপনি সব বিষয়ে A+ পাবেন না। তখন আপনার ফলাফল কে শুধুমাত্র A+ বলে গণ্য করা হবে।
Q: সিজিপিএ এর মানে কি?
A: CGPA এর ফুল মিনিং হলো, Cumulative Grade Point Average. যার অর্থ হলো, একজন শিক্ষার্থী যখন চার (৪) বছর মেয়াদী কোর্স কমপ্লিট করার পরে। চূড়ান্ত বছরের সর্বশেষ পরীক্ষার পর সমস্ত রেজাল্ট এর গড় কে বলা হয়ে থাকে, সিজিপিএ।
Q: জিপিএ এবং সিজিপিএ এর মধ্যে পার্থক্য কি?
A: GPA এবং CGPA এরমধ্যে যথেষ্ট পরিমাণে পার্থক্য রয়েছে। কেননা একজন শিক্ষার্থীর প্রতি এক বছর পর যে মার্ক পায়। তাকে বলা হয়ে থাকে, জিপিএ। অপরদিকে কোন একজন আর শিক্ষার্থীর মোট চার (৪) বছর মেয়াদী কোর্স কমপ্লিট হওয়ার পরে যে ফলাফল আসে। সেটা কে বলা হয়ে থাকে, সিজিপিএ।