তজুমদ্দিন উপজেলার ইতিহাস
বরিশাল বিভাগের অন্তর্গত ভোলা জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হল তজমুদ্দিন। যে উপজেলা টি বাংলাদেশের ভোলা জেলার একটি প্রশাসনিক এলাকা। এই উপজেলার উত্তরে দৌলতখান উপজেলা, দক্ষিণে মেঘনা নদী, লালমোহন উপজেলা ও মনপুরা উপজেলা, পূর্বে মেঘনা নদী ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা, পশ্চিমে বোরহানউদ্দিন উপজেলা অবস্থিত।
তজুমদ্দিন উপজেলার নামকরণ ইতিহাস
তমিজউদ্দিন উপজেলার নামকরণ করা হয়েছে জনৈক তমিজউদ্দিন এর নামানুসারে। ঐতিহাসিক তথ্য অনুসারে, তিনি ছিলেন এই এলাকার একজন সম্মানিত ব্যক্তি এবং তার সমাজসেবার জন্য তাকে সমাদর করা হত।
তজুমদ্দিন উপজেলার ভৌগোলিক অবস্থান
এই উপজেলার পূর্বে রয়েছে মেঘনা নদী। আর উত্তর ও পশ্চিমে রয়েছে বোরহানউদ্দিন উপজেলা এবং দক্ষিণে রয়েছে লালমোহন উপজেলা।
তজুমদ্দিন উপজেলার ইতিহাস
১৮৭২ সালের ১৫ই জানুয়ারীর জরীপে এটিকে দৌলতখাঁ থানার একটি আউটপোষ্ট হিসাবে উল্লেখ করা হয়েছে। ১৯২৮ সালের ২৮ শে আগস্ট তারিখ থেকে এই থানাটি একটি আলাদা থানার মর্যাদা পেয়ে আসছিলো। এছাড়াও মনপুরা এই থানার একটি ইউনিয়ন ছিল।
কিন্তুু কালক্রমে নদীভাঙ্গনের ফলে এই থানা অতি সংকুচিত হয়ে আসছিলো। যা কারণেঅপর দিকে যাতায়াতের জন্য মনপুরা আলাদা থানার স্বীকৃতি পাওয়ায় এই উপজেলার আয়তন আরও কমে যায়। আর ১৯৮৩ সালের ১৪ ই মার্চ তারিখে ভোলা জেলার দ্বিতীয় উপজেলা হিসেবে স্বীকৃতি পায় তজুমদ্দিন।
More: