ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ২০২৪
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ২০২৪ | বছরের শেষ দিনের স্ট্যাটাস | নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস | নতুন বছর নিয়ে কিছু কথা
নতুন বছর সবার জীবনেরই একটি আনন্দময় দিন। বাংলার পথে প্রান্তরে উদযাপিত হয় এই দিন। ছোট বড় ধনী গরীব সবাই যে যার সাধ্যমতো উদযাপন করে এই দিনটি। ২০২২ এর দিনতো প্রায়ই শেষ৷ শুরু হয়ে গেছে ২০২২ এর কাউন্ট ডাউন। ২০২২ সালকে বরন করে নিতে এখন থেকেই শুরু হয়েছে অনেক চিন্তা ভাবনা। শুধু প্রথম দিনই নয়,বছরের প্রতিটি দিন ভালো করে কাটুক এই কামনা করি। ২০২২ সালটি যেমনই কাটুক না কেনো, ২০২৪ সালটি যেনো সবার মনের ইচ্ছা, আশা, স্বপ্ন পূরণ হয়।
আরো দেখুনঃ Happy New Year 2024 SMS.
২০২২ সালকে পিছনে ফেলে সময় এসেছে আজ ২০২৪ সালকে বরন করে নেওয়ার। নতুন আশা, নতুন উদ্যম নিয়ে শুরু হোক আগামীর পথ চলা। এই দিনে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ২০২৪ জানাতে ভুলবেন না। হয়তো আপনার শুভেচ্ছা বার্তা তাকে নতুন করে অনুপ্রাণিত করবে।
নতুন বছরের শুভেচ্ছা বাণী | নতুন বছরের শুভেচ্ছা ২০২৪
নতুন বছরের শুভেচ্ছা জানানোর অনেক উপায়ের মধ্যে একটি হচ্ছে শুভেচ্ছা বানী। বিভিন্ন বানী ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটারে আপলোড করতে পারেন বা কাউকে পারসোনালিও মেসেজ দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন। চলুন তাহলে কিছু শুভেচ্ছা বানী দেখে নিইঃ
১. কথার শেষে নতুন বেশে
আসছে কোন ভেলা আনন্দে ভেসে
“হ্যাপি নিউ ইয়ার ২০২৪”
২. এমন করে বলিস না তোরা, আসিস আমার বাড়ি!
সবাই মিলে একসাথে ২০২২ দেবো পাড়ি।
“হ্যাপি নিউ ইয়ার ২০২৪”
৩. যেটুকু ভুল ছিল সুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাবো,
সবারে বাসবো ভালো, এ প্রত্যয় শুরু হোক নতুন বছর
“হ্যাপি নিউ ইয়ার ২০২৪”
৪. সবার সামনের বছরগুলো ভালো কাটুক,
সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা”
৫. মিষ্টি হাসি দুষ্ট চোখ, তোমার স্বপ্ন পূরণ হোক
“হ্যাপি নিউ ইয়ার ২০২৪”
৬. দুঃখগুলো ঝেড়ে ফেলো, নতুন কিছু স্বপ্ন গড়ো
নতুন বছর নতুন আশা, রইলো কিছু বন্ধু ভালোবাসা, হ্যাপি নিউ ইয়ার ২০২৪।
৭. পুরনো বছরটা যত খারাপ হোক না কেন
নতুন বছরটা তোমার কাটুক অনেক অনেক কল্যাণের মধ্য দিয়ে, নতুন বছরের শুভেচ্ছা।
৮. ফুল ফুটেছে বনে বনে, বলছি তোমায় কানে কানে
হ্যাপি নিউ ইয়ার ২০২৪।
আরো দেখুনঃ জন্মদিনের শুভেচ্ছা বার্তা.
নতুন বছরের স্ট্যাটাস | নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস
নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার ইত্যাদি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা স্ট্যাটাস দিয়ে থাকি। অন্যান্য দিনের চেয়ে বছরের শুরুর দিনগুলো যেনো সবারই মাঝে একটা পরিবর্তন নিয়ে আসে তাই সবাই-ই সবাইকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করে থাকি। নতুন বছরের কিছু সুন্দর সুন্দর স্ট্যাটাস নিচে দেওয়া হয়েছে। চলুন দেখে নিই স্ট্যাটাসগুলোঃ
১. শুভ হোক নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার
২. সবার সামনের বছরগুলো ভালো কাটুক,
সবাইকে জানাই “নতুন বছরের শুভেচ্ছা”
৩. যেটুকু ভুল ছিল সুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাবো,
সবারে বাসবো ভালো, এ প্রত্যয় শুরু হোক নতুন বছর.
“হ্যাপি নিউ ইয়ার ২০২৪”
৪. এমন করে বলিস না তোরা, আসিস আমার বাড়ি!
সবাই মিলে একসাথে ২০২২ দেবো পাড়ি।
হ্যাপি নিউ ইয়ার ২০২৪।
৫. কথার শেষে নতুন বেশে
আসছে কোন ভেলা আনন্দে ভেসে
হ্যাপি নিউ ইয়ার ২০২৪
৬. মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত!
শুভ নববর্ষ ২০২৪
৭. দুঃখগুলো ঝেড়ে ফেলো, নতুন কিছু স্বপ্ন গড়ো
নতুন বছর নতুন আশা, রইলো কিছু বন্ধু ভালোবাসা, হ্যাপি নিউ ইয়ার ২০২৪।
৮. Wishing you all a blissful new year. Happy new year.
৯. Hope that joy and success follow you in every sector of life, happy new year 2024.
১০. Wishing you a lot of love and dua for the new year. Happy New Year 2024.
১১. নতুন সকাল নতুন দিন, নতুন বছরের এই সময়ে আমার সালাম নিন। নতুন বছরের শুভেচ্ছা ২০২৪.
১২. নতুন বছরের শুভেচ্ছা 2024 স্টাটাস যখন দেখবে তুমি। মনে মনে ভেবে নিও তুমি হলে আমার কাছে সব থেকে দামি। তাই তোমাকে জানিয়ে দিলাম, নতুন বছর নিয়ে কিছু কথা। ভুলে যাও সব অতীতের কষ্ট, ভুলে যাও সব অতীতের ব্যথা।
১৩. কথা গুলো সব শেষ হয়েছে আসছে, নতুন দিনের ভেলা। যা করেছো তা ভুলে যাও, তবে নতুন দিন গুলো কে আর করোনা অবহেলা। সে কারণে তোমাকে জানিয়ে দিচ্ছি, নতুন বছরের শুভেচ্ছা ২০২৪.
ইংরেজি নতুন বছরের এস এম এস | নতুন বছরের শুভেচ্ছা মেসেজ
নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য ব্যক্তিগতভাবে এস এম এস করতে পারেন। বেশি এটেনশান পাওয়ার জন্য ইনবক্সে টেক্সট করা যায়। তবে আপনার এস এম এস টি যেনো স্ট্যান্ডার্ড হয় সেদিকে খেয়াল রাখবেন। নিচে কিছু এস এম এস দেওয়া হলো যেগুলো দিয়ে আপনি বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, অফিসের বস, কলিগ ইত্যাদি সবাইকে শুভেচ্ছা জানাতে পারবেন। চলুন তাহলে এস এম এস গুলো দেখে নিইঃ
১. শুভ হোক নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার
২. মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত!
শুভ নববর্ষ ২০২৪
৩. সবার নতুন বছর ভালো কাটুক!
Happy New Year 2024
৪. শুধু প্রথম দিন নয়, বছরের প্রতিটি দিন যেনো তোমার সুখে কাটে। Happy New Year 2024
৫. নতুন বছর নতুন আলো, বন্ধুরা সব কই গেলো?
পাখিরা সব ডানা মেলে, ২০২৪ ঘরে এলো।
৬. কথার শেষে নতুন বেশে
আসছে কোন ভেলা আনন্দে ভেসে
নতুন ছোঁয়া আসছে প্রকৃতির মাঝে
তাই মন সেজেছে রঙিন বেশে
“শুভ হোক নতুন বছর”
৭. এমন করে বলিস না তোরা, আসিস আমার বাড়ি!
সবাই মিলে একসাথে ২০২১ দেবো পাড়ি।
নতুন বছরের শুভেচ্ছা ২০২৪।
৮. পিছনের দুঃখ, দুর্দশা ভুলে সামনের দিকে এগিয়ে যাও নতুন আশা নিয়ে। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
৯. ফুল ফুটেছে বনে বনে, বলছি তোমায় কানে কানে
হ্যাপি নিউ ইয়ার ২০২৪।
১০. পুরনো বছরটা যত খারাপ হোক না কেন
নতুন বছরটা তোমার কাটুক অনেক অনেক কল্যাণের মধ্য দিয়ে, নতুন বছরের শুভেচ্ছা।
বছরের শেষ দিনের স্ট্যাটাস
প্রিয় পাঠক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমি আপনার সাথে। চমৎকার সব নতুন বছরের স্টাটাস, নতুন বছরের শুভেচ্ছা 2024 স্ট্যাটাস। এবং হৃদয় জুড়িয়ে যাওয়ার মত কিছু নতুন বছর নিয়ে কবিতা শেয়ার করেছি। আশা করি, আজকের আলোচিত নতুন বছরের শুভেচ্ছা ২০২৪ মেসেজ এবং নতুন বছর নিয়ে কিছু কথা গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে।
আর আপনার এই ভালো লাগা কে ধরে রাখার জন্য। এবার আমি আরো বেশ কিছু নতুন বছরের শুভেচ্ছা 2024 পোস্ট শেয়ার করব আপনার সাথে। আপনি চাইলে এই বছরের শেষ দিনের স্ট্যাটাস গুলো আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করতে পারবেন।
1. আপনার মনের ভেতরে যে সকল দুঃখ রয়েছে। তার সব গুলো কে দূর করে ফেলুন। এবং নতুন বছরের নতুন দিন গুলোর জন্য নিজেকে তৈরি করুন। হ্যাপি নিউ ইয়ার 2024.
2. নতুন বছরের সেই শীতল আবহাওয়া দোলা দিয়েছে মনে। তোমাকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা, তুমি তা অনুভব করো মনে প্রাণে। শুভ নতুন বছরের শুভেচ্ছা ২০২৪.
3. শীতের ঐ শীতল বাতাসে, বয়ে আসুক বসন্ত। নতুন বছরের এই দিন গুলো তে তোমার জীবন কাটুক অনন্ত। তোমার জীবনে বয়ে আসুক সুখ অফুরন্ত। নতুন বছরের শুভেচ্ছা ২০২৪.
4. নতুন বছরের শুভেচ্ছা মেসেজ পাঠিয়ে দিলাম তোমাকে। নতুন বছরে মনে রেখো তোমার এই প্রিয় মানুষটা কে। নতুন বছরের শুভেচ্ছা ২০২৪.
5. অতীতের সব দুঃখের স্মৃতি নষ্ট করে ফেলো। জীবনকে নতুন করে সাজিয়ে তোলার জন্য সামনে এগিয়ে চলো।
6. নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে দিলাম তোমায়। ভবিষ্যতের দিন গুলো তে ভুলে যেওনা আমায়।
7. কেটে যাবে দীর্ঘ সেই রাত, আবার ফিরে আসবে রক্তিম প্রভাত। ভুলে যাও সব দুঃখ কষ্ট, মনে জাগাও আশা। তাইতো তোমাকে জানিয়ে দিচ্ছি, নতুন বছরের শুভেচ্ছা।
8. পূর্ব আকাশে জেগে উঠেছে নতুন ভোর। শুরু হয়েছে নতুন প্রহর। এসেছে নতুন বছর, এসেছে নতুন দিন। তাই তোমাকে নতুন বছরের শুভেচ্ছা ২০২৪ স্ট্যাটাস থেকে জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার।
9. আমার পাঠানো এই ২০২৪ সাল নিয়ে স্ট্যাটাস যখন দেখবে তুমি। মনে পড়বে আমার কথা, বুঝবে তখন আমি তোমার কাছে কতটা দামি। আর তাই তোমাকে জানিয়ে দিচ্ছি, নতুন বছরের এর শুভেচ্ছা ২০২৪.
10. আকাশে বাতাসে গানের সুরে, ফিরে আসলো নতুন দিন। নতুন এই দিন গুলো তে তোমার জীবনে নেমে আসুক সুখ অমলিন। নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাস 2024.
11. ভুলে যাও সব দুঃখ কষ্ট, ভুলে যাওয়া সব ব্যথা। মনে রেখো আজকের এই নতুন বছরের শুভেচ্ছা নিয়ে কিছু কথা। সময় আসবে সময় যাবে, কেটে যাবে দিবরাত্রি। তুমি তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে হয়ে যাও জীবন এর অভিযাত্রী।
12. বন্ধু তোমাকে জানিয়ে দিলাম, হ্যাপি নিউ ইয়ার। কারণ এসে গেছে নতুন দিন, নতুন বছরের সমাহার। নতুন বছরের কবিতা গুলো রেখো আগলে ধরে। আমার কথা মনে রেখো তোমার মন পাজরে।
13. নতুন বছরের এস এম এস দিয়ে জানাই রাশি রাশি। নতুন বছরের প্রত্যেক টা দিনে তোমার মুখে থাকে যেন হাসি। তাইতো তোমাকে জানিয়ে দিলাম শুভ নতুন বছরের শুভেচ্ছা ২০২৪.
14. বছরের শেষ দিনের স্ট্যাটাস গুলো তোমাকে দিলাম উপহার। ঠোঁটের কোঁণে একটু হাসি নিয়ে থাকো, মনে রেখো না কোন কষ্টের ভার। ভালো কাটুক তোমার আগামীর দিন গুলো।
15. নতুন বছরের দিন গুলো তে তুমি রাঙিয়ে নাও তোমার প্রতিটা মুহূর্ত। বাইরে নিয়ে আসো তোমার মনের ভেতরে থাকা সেই ছবিটা। উচ্চস্বরে সবাই কে জানিয়ে দাও, নতুন বছর নিয়ে কবিতা।
16. নতুন বছরের শুভেচ্ছা বাণী তোমাকে জানিয়ে দিলাম। ভুলে যাও অতীতের সেই দিন গুলো তে কি হারিয়ে ফেলেছি আর কি পেলাম। নতুন বছরের শুভেচ্ছা নিও।
উপরের আলোচনায় আপনি আকর্ষণীয় সব notun bosorer status দেখতে পাচ্ছেন। আর নতুন বছরের এই আনন্দ কে ভাগাভাগি করার জন্য। আপনি এই ধরনের নতুন বছরের শুভেচ্ছা ২০২৪ এর স্ট্যাটাস, কবিতা কিংবা এসএমএস গুলো। আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারবেন। পাশাপাশি আপনি যদি আরবি নতুন বছরের শুভেচ্ছা ২০২৪ সম্পর্কে নতুন স্ট্যাটাস পেতে চান। তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
নতুন বছরের কবিতা | নতুন বছরের শুভেচ্ছা 2024 কবিতা
নতুন বছরের শুভেচ্ছা বার্তা পৌঁছানোর জন্য কবিতা ব্যবহার করতে পারেন। কবিতার ছন্দের মাধ্যমে সবাইকে সুন্দর দিন কাটানোর জন্য উৎসাহিত করতে পারেন। আমরা নতুন বছরের শুভেচ্ছা ২০২৪ জানানোর জন্য কিছু কবিতা সাজেস্ট করেছি। চলুন দেখে নিই কবিতাগুলোঃ
১. রঙ বেরঙে সাজছে জাতি
ঢাক ঢলের ছড়াছড়ি
জীবনে আসুক নতুন প্রীতি
সুখে গড় জীবনটি
“হ্যাপি নিউ ইয়ার ২০২৪”
২. নিউ ইয়ার দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষণ বাকি,
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমায় বলে রাখি।
“Happy New Year, 2024”
৩. নতুন পোশাক নতুন সাজ
নতুন বছর শুরু আজ
মিষ্টি মন মিষ্টি হাসি
শুভেচ্ছা জানাই রাশি রাশি
“হ্যাপি নিউ ইয়ার, ২০২৪”
৪. দিন গুলো যেমনি হোক, ঠিক যায় কেটে
তবে বল লাভ কি, পুরনো স্মৃতি গেঁথে
এ বছরে পূরণ হোক তোমার সকল আশা
নতুন বছরে তোমার জন্য এটাই প্রত্যাশা
“হ্যাপি নিউ ইয়ার ২০২৪”
৬. কবিতাঃ ফুটুক হাসি সবার মনে
লেখকঃ অর্কদ্যুতি জানা
অনেক তো হলো জীবন নিয়ে টানাটানি
সুখ আসুক এবার একটু খানি
দুঃখ বিবাদ ভুলিয়ে দিয়ে
ফুটুক হাসি সকলকে সাথে নিয়ে
চাইনা এমন বাঁচতে ভয়ে
চাইনা এমন বন্দী হয়ে
চাই যে শুধু খোলা আকাশ
সবুজ মাঠ আর মিঠে বাতাস
নতুন বছর নতুন আশা
লাগুক প্রানে নতুন ভাষা
অধরা মনের ইচ্ছে যত
পূর্নতা পাক যে যার মনের মত
৭.
বর্ষ পঞ্জিকার পাতা উলটে আজ বছরের শেষ
হয়তো কখনো কেটেছে মন্দ কখনো কেটেছে বেশ
রাত শেষে কাল নতুন দিন, নতুন সূর্যের আলো
বরন করিবো নতুন বছর, মন লাগে তাই ভালো
নতুন বছরের হাতছানিতে দিয়েছে মনে যে দোল
ভুলে যাবো আজ বিগত দিনের বেদনা যত ভোল
বুনিবো আবার নতুন স্বপ্ন, নতুন দিনের লাগি
সুখ পাখি মোর রয় যেনো ঘরে, দিতে নাহি পারি ফাঁকি
রচিবো আবার নতুন কবিতা, উদিতে নতুন রবি
ভালো যেনো সব সাথীরা থাকে, কামনা করি আমি কবি
আছো যত বন্ধু আমার, ডেকে বলি- মাই ডিয়ার!
শুভেচ্ছা জানাই প্রাণ খুলে আর বলি হ্যাপি নিউ ইয়ার
বি এন হাফিজুর রহমান
৮.
প্রতিবার একটি করে নতুন বছর আসে,
নতুন বছর যায়।
তবে আমাদের মত মধ্যবিত্তদের,
অনেক স্বপ্ন অপূর্ন থেকে যায়।
তবুও আমরা আশায় থাকি,
আরেকটি বছরের অপেক্ষায়।
মনের ভেতরে থাকা স্বপ্ন গুলো যেন,
গুমড়ে মরে অবিরাম।
তবুও যেন নতুন বছরের প্রতি,
থেকে যায় পিছুটান।
নতুন বছরের শুভেচ্ছা ২০২৪.
৯.
ওই যে তাকিয়ে দেখ পূর্ব আকাশে হয়েছে প্রভাত।
চারিপাশে যত পাখি রয়েছে,
তারা দিচ্ছে কিচিরমিচির ডাক।
কোলাহলে পরিপূর্ণ চারপাশ যেন,
নতুনের স্বাগতম।
পুরনো দিন গুলো দিচ্ছে ডাক,
কারণ নতুন বছরের হয়েছে আগমন।
নতুন বছরের এই দিন গুলো তে তুমি,
আমায় রাখিও মনে।
তাইতো তোমাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিলাম,
আমার মনে প্রানে।
১০.
অতীতের দিন গুলো কে মনে রেখো,
ভবিষ্যতের দিন গুলো কে স্বাগতম জানাও,
বর্তমান দিন গুলো কে ভালোবাসো।
দেখবে…
তোমার জীবন কে তুমি, নতুন ভাবে জানতে শিখবে।
তুমি প্রকৃতির মাঝে নিজেকে,
আলাদা ভাবে প্রকাশ করতে পারবে।
আর সেই প্রকাশের মাধ্যমে যেন,
তোমার জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দর হয়।
সেই কামনা করে জানাচ্ছি,
নতুন বছরের শুভেচ্ছা ২০২৪.
১১.
তাকিয়ে দেখো,,
নতুন বছরের নতুন সময় দিচ্ছে উঁকি।
কেননা তার আগমনের যে,
আর খুব স্বল্প সময় বাকি।
তাইতো মুক্ত আকাশে উড়ছে পাখি,
বন্ধু তোমাকে আগেই বলে রাখি,
নতুন বছরের শুভেচ্ছা ২০২৪.
নতুন বছরের আগের দিন
ইংরেজি নতুন বছরের আগের দিনকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট। অর্থাৎ ৩১ ডিসেম্বরের রাতটি যেনো সবার কাছে খুব বিশেষ একটি রাত। এই রাতে প্রচুর আয়োজন করা হয়। প্রতিটি শহর যেনো নানা রঙে সেজে ওঠে। রাস্তায় রাস্তায় নকশা এবং শিক্ষা প্রতিষ্ঠান, ভবন ও বিল্ডিংগুলোতে বিভিন্ন রঙের লাইটিং করা হয়। শহরের এলাকাগুলোতে করার হয় পিকনিকের আয়োজন।
ছেলেমেয়েরা হৈ চৈ হুল্লোড়ে কাটিয়ে দেয় সারারাত। ঠিক রাত ১২ টা থেকে আতশবাজিতে আকাশ সজ্জিত হয়ে ওঠে। অনেকে ফানুস উড়িয়েও আনন্দে রাঙিয়ে তোলে ৩১ ডিসেম্বর রাতটিকে। সবার মনেই এক বিশেষ বর্নিল আনন্দ অনুভব হয়। অনেক সুখ-দুঃখের মাঝে কেটে যায় একটি বছর। আগামীর জন্য আরো বেশি আশা আকাংক্ষা নিয়ে শুরু করে নতুন একটি দিন।
২০২১ সালটি সবার যেমনই কাটুক না কেনো, ২০২৪ সালে প্রিয় পাঠকের জন্য আমাদের তরফ থেকে রইলো অনেক অনেক শুভ কামনা ও দু’আ। সবাই সব দুঃখ – কষ্ট ভুলে নতুন করে শুরু করুক নতুন বছরটি।
নতুন বছরের পিকচার 2024
নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারেন সুন্দর সুন্দর নকশা আঁকা পিকচারের মাধ্যমে। এখানে কিছু সুন্দর সুন্দর ছবির কালেকশন দেওয়া হলো। এগুলো ডাউনলোড করেও আপনি শুভেচ্ছা জানাতে পারেন।
ডাউনলোড করার জন্য প্রথমে ছবির উপর ক্লিক করুন। তারপর সেভ করে নিন। এভাবে আপনার মোবাইলে সেভ করে পরবর্তীতে আপলোড করতে পারেন। নিচে কিছু সুন্দর ছবির কালেকশন দেওয়া হলোঃ
হেপি নিউ ইয়ার ২০২৪ সকল পিকচার এখানে দেওয়া আছে-
এখানে দেখুন: নতুন বছরের পিকচার 2024
ইংরেজি নতুন বছরের পিকচার 2023
নতুন বছরের পিক 2022
আরো দেখুনঃ হ্যাপি নিউ ইয়ার পিকচার.
নতুন বছরের শুভেচ্ছা নিয়ে কিছু কথা
নতুন বছর নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা থাকতে পারে। সবার যেনো নিয়ত সুন্দর হয় আমাদের এইদিকে লক্ষ্য রাখতে হবে। কারন নিয়ত খুব পাওয়ারফুল। কথায় আছে, নিয়ত গুণে বরকত। অর্থাৎ আমরা আল্লাহর কাছে যা আশা করবো, যেমনভাবে আশা করবো আল্লাহ আমাদের তেমনটিই দিবেন। তাই প্রার্থনা করি, আল্লাহ যেনো আমাদের পিছনের সকল গুণাহ মাফ করে দেন। যে যে ধর্মাবলম্বীর আছেন সবাই তার সৃষ্টিকর্তার কাছ থেকে ক্ষমা চেয়ে শুরু করতে চাই নতুন বছরটি। ২০২৪ সালটি শুরু করতে পারেন উত্তম কোনো কাজ দিয়ে।
সবাই যেমন বনভোজন করছে আপনি চাইলে গরীব দুঃখীদের মাঝে খাবার বিলিয়ে, দান – সাদকাহর মাধ্যমে শুরু করতে পারেন নতুন বছর। এতে আপনার মন মানসিকতা ও ভালো হবে এবং আপনাকে দেখে অন্যরাও অনুপ্রেরণা পেতে পারে। হে আল্লাহ! ২০২৪ সালটি যেনো আমাদের কাছে অধিক রহমত পূর্ণ, বরকতময়, কল্যানকর, মঙ্গলজনক হয়, আমীন।
আরেকটি জরুরি কথা না বললেই নয়। সেটা হলো আমরা নতুন বছরের আমেজ উপভোগ করতে যেয়ে অনেক সময় অনেকের ক্ষতি করে ফেলতে পারি। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমনঃ ৩১ ডিসেম্বর রাত উদযাপন করতে যেয়ে যেনো এলাকার কোনো বৃদ্ধ, শিশু বা কোনো অসুস্থ ব্যক্তির অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখাও আমাদের দায়িত্ব। অনেক রাত পর্যন্ত মাইক দিয়ে গান চালানো, অধিক হৈ – হুল্লোড়, চিৎকার – চেচামেচি, নাচ – গান – বাজনা, বাদ্যযন্ত্র ইত্যাদির কারনে ছোট শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ব্যক্তির ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আবার হঠাৎ আতশবাজির শব্দে হার্টের রোগীদের সমস্যা হতে পারে।
এসব দিকে বিবেচনা করা উচিত। রাত ১২ টার পরে অধিক জোরে মিউজিক বাজানো আইনসম্মত না। এছাড়াও আতশবাজি বা ফানুস কিন্তু পাখিদের জন্যও ক্ষতিকর। তাই আমরা যেনো আনন্দ করতে যেয়ে ক্ষতির কারন না হয়ে দাড়াই। মাত্রাতিরিক্ত কোনো কিছুই করা যাবে না। আনন্দ উৎসবের সাথে বিবেককেও জাগ্রত রাখতে হবে। নতুন বছরটি যেনো সবাইকে নিয়ে সুন্দর হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
উপসংহার: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা সম্পর্কে আজকের এই আর্টিকেল এখানেই শেষ করছি। আশা করছি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি খুব মনোযোগ সহকারে পড়েছেন এবং উপভোগ করেছেন। প্রিয়জনদেরকে বিভিন্ন নতুন বছরের শুভেচ্ছা ২০২৪ সম্পর্কিত মেসেজ কিংবা ছবি পাঠিয়ে উইশ করার মধ্যে অন্যরকম একটা আনন্দ রয়েছে। যাই হোক নতুন বছর শুভেচ্ছা সম্পর্কে যদি আপনাদের আর কোন কিছু জানার থাকে তাহলে এখনি কমেন্ট বক্স এ গিয়ে তা আমাদের জানিয়ে দিন।