vlxxviet mms desi xnxx

সরণ কাকে বলে? 

0
4.5/5 - (2 votes)

সরণ কাকে বলে? | সরণ এর সূত্র

পদার্থ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সরণ।পদার্থ বিজ্ঞানে এর ব্যবহার প্রচুর। যারা বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রী তারা নিশ্চয়ই এ বিষয়ে জেনেছ।আর যারা এখনও পড় নি তাদের জন্য আজকের এ আর্টিকেল। আজকের আলোচ্য বিষয় সরণ কাকে বলে।

আরো দেখুনঃ যোগ কাকে বলে?

সরণ কাকে বলে?

আমরা দুরত্ব শব্দটি সচরাচর ব্যবহার করলেও সরণ শব্দটি তেমন ব্যবহার করি না। সরণ হলো কোনো বস্তু বা বিন্দু একটি অবস্থান থেকে আরেকটি অবস্থানে স্থানান্তরিত হলে, বস্তু বা বিন্দুটির প্রথম ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব।

সরণকে  ভেক্টর রাশি বলা হয় কারণ এর মান ও অভিমুখ দুটোই আছে।

  • সরণের মান: কোনো বিন্দুর প্রথম এবং শেষ অবস্থানের সর্বনিম্ন রৈখিক দুরত্ব।
  • সরণের অভিমুখ: প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিক হলো সরণের অভিমুখ।
  • সরণের একক: CGS পদ্ধতিতে সরণের একক : সেন্টিমিটার SI পদ্ধতিতে সরণের একক : মিটার (Meter)

আরো দেখুনঃ

সরণের মাত্রা

সরণের মাত্রা: M0L1T0

সরণের পরিমাপ

একটি উদাহরণ দিয়ে সরণ এর পরিমাপটা বুঝিয়ে দিচ্ছি। ধরি একটি মেয়ে থেকে পর্যন্ত যাচ্ছে ঘুরে ঘুরে। কিন্তু ওই মেয়েটির প্রাথমিক স্থান এবং শেষ স্থানের সঙ্গে সোজাসুজি একটা রেখা টানলে যে সরল পথ পাওয়া গেল তাই সরণ। DS`সরণ কাকে বলে এ বিষয়ে আজকে জানলাম। এটা নিয়ে আরও পড়লে আরও জ্ঞান অর্জন হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex