vlxxviet mms desi xnxx

বিজ্ঞান কাকে বলে?

0
3.2/5 - (4 votes)

বিজ্ঞান কী? | বিজ্ঞান কাকে বলে? | Biggan Kake Bole

বিজ্ঞান আমাদের পৃথিবীর জন্য সব সময় আশীর্বাদ। বিজ্ঞানকে ব্যবহার করে মানুষ আজ অনেক অসম্ভব কে সম্ভব করে তুলছে। বিজ্ঞানের আবিষ্কার না হলে আজও আমরা সেই গুহার মধ্যেই জীবনযাপন করতাম। আজ আমরা জানবো বিজ্ঞান কাকে বলে ? আর বিজ্ঞানের উৎপত্তি ও বিস্তারিত বিচরণ সম্পর্কে।

বিজ্ঞান কী?

বিশ্বের সব কিছু সুষ্ঠু ও সু নিরীক্ষিত ভাবে বিশ্লেষণ, গবেষণা ও পর্যবেক্ষণ করার বিশেষ নীতি হল বিজ্ঞান। বিজ্ঞান হল একটি গবেষণা তথ্যভান্ডার যেখানে সব সমস্যার সমাধান করার কিছু না কিছু নীতি বা সূত্র রয়েছে। বিজ্ঞান শব্দের ইংরেজি অর্থ হচ্ছে সাইন্স। 

বিজ্ঞান কাকে বলে? | What is science?

“বি” অর্থ বিশেষ আর”জ্ঞান” অর্থ হলো সম্যক ধারণা। পরীক্ষা-নিরীক্ষা গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে যে সঠিক নীতি বা সূত্র বের করা হয় তাকেই বিজ্ঞান বলা হয়। বিজ্ঞানের প্রথম কাজ হলো তথ্য সংগ্রহ করা এরপর দ্বিতীয় কাজ হল তথ্য বিশ্লেষণ করা আর তৃতীয় কাজ হল এই তথ্য বিশ্লেষণের মাধ্যমে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছানো।

বিজ্ঞানের মোট কতগুলো শাখা আছে?

যুগের পরিবর্তনে বিজ্ঞানকে মানুষ নানাভাবে ভাগ করে এসেছে কিন্তু বিজ্ঞানকে সাধারণ তিনি ভাগে ভাগ করেছে বিশিষ্ট বিজ্ঞানীরা।

  1. সামাজিক বিজ্ঞান।
  2. প্রাকৃতিক বিজ্ঞান।

এছাড়াও বিজ্ঞানের শাখায় অন্তর্ভুক্ত রয়েছে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান।

পৃথিবীর প্রথম বিজ্ঞানীর নাম কি?

যেহেতু আমরা বিজ্ঞান নিয়ে কথা বলছি এবং বিজ্ঞান আমাদের জীবনে অনেক কল্যাণ বয়ে এনেছে। তাই পৃথিবীর প্রথম বিজ্ঞানীর নাম আমাদের জানা উচিত। পৃথিবীর প্রথম বিজ্ঞানী ছিলেন পাশ্চাত্যে গ্রিক পন্ডিত থেলিস। বিজ্ঞান কি তিনি আমাদের শিখিয়েছেন।

আরো দেখুনঃ

বিজ্ঞান প্রশ্ন উত্তর-FAQ

১: বিজ্ঞান এর আবিষ্কার কি আমাদের জন্য ক্ষতিকর?

উওর: হ্যা এমন অনেক বিজ্ঞান এর আবিষ্কার রয়েছে যা আমাদের শরীর স্বাস্থ্য  সহ ভবিষ্যৎ এ আমাদের জন্য অনেক বড় হুমকি হয়ে দাড়াবে।

২: বাংলাদেশের প্রথম বিজ্ঞানীর নাম কি?

উওর: বাংলাদেশের  বিজ্ঞানী এবং বাংলার গর্ব জগদীশ চন্দ্র বসু।

3: হাইগ্রোমিটারে’ কি পরিমাপ করা হয়?

উওর: বায়ুর আপেক্ষিক আদ্রর্তা।

4: দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়?

উত্তর: লাল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex