জানুয়ারি মাসের দিবস সমূহ ২০২৪ । Days of January 2024
জানুয়ারি মাসের দিবস সমূহ ২০২৪ । (আন্তর্জাতিক ও জাতীয় দিবস সমূহ) | Days of January 2024
জানুয়ারি মাসের দিবস সমূহ: আমাদের মধ্যে অনেকে আছেন যারা জানুয়ারি মাসের দিবস সমূহ জানতে চায়। তাহলে আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। জানুয়ারি ২০২৪ এর গুরুত্বপূর্ণ দিনগুলো বিশ্বব্যাপী এবং জাতীয়ভাবে পালন করা হয়। এর মধ্যে অনেক দিবস আবার বিশ্বব্যাপী স্বীকৃত।
বছরের প্রতিটি মাসে এমন অনেক গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সেগুলো পালন করা হয় তার তাৎপর্য মানুষের সামনে তুলে ধরার জন্য। তাই আজ আমরা আপনাদের শেয়ার করবো, জানুয়ারি মাসের দিবস সমূহ নিয়ে।
জানুয়ারি মাসের দিবস সমূহ ২০২৪
জানুয়ারি হল বছরের প্রথম মাস। জানুয়ারি মাসে অনেক গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সে দিনগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়। মূলত জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে রোমান দেবতা জানুসের নামে। জানুয়ারি মাসের দিবস সমূহ থেকে আজকাল বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়। এজন্য এগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
জানুয়ারি মাসের কোন দিন কি দিবস
(১ জানুয়ারি: বিশ্ব পরিবার দিবস), (২ জানুয়ারি: বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস), (জাতীয় সমাজসেবা দিবস), (৪ জানুয়ারি: বিশ্ব ব্রেইল দিবস, বিশ্ব সম্মোহন দিবস), (১০ জনুয়ারি: বিশ্ব হিন্দি দিবস, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস), (১৯ জানুয়ারি: জাতীয় শিক্ষক দিবস), (২০ জানুয়ারি: শহীদ আসাদ দিবস), (২৪ জানুয়ারি: গণঅভ্যুত্থান দিবস), (২৫ জানুয়ারি: কম্পিউটারে বাংলা প্রচলন দিবস), (২৬ জানুয়ারি: আন্তর্জাতিক কাস্টমস দিবস), (২৭ জানুয়ারি: বিশ্ব ব্রেস্ট পাম্পিং দিবস, সলঙ্গা দিবস), (২৮ জানুয়ারি: বিশ্ব তথ্য সুরক্ষা দিবস)
সুতরাং, এইগুলো হল জানুয়ারী মাসের দিবস সমূহ যা আপনার পরীক্ষার প্রস্তুতিতেও সাহায্য করবে এবং আপনার জ্ঞান বাড়বে।
জানুয়ারি মাসের দিবসের তালিকা
নিচে আপনাদের সুবিধার জন্য জানুয়ারি মাসের দিবস সমূহ টেবিল আকারে দেওয়া হল। যা আন্তর্জাতিকভাবে এবং আমাদের দেশেও পালন করা হয় এসব দিবস সমূহ।
তারিখ | দিবস সমূহ |
১ জানুয়ারি | বিশ্ব পরিবার দিবস |
২ জানুয়ারি | বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, জাতীয় সমাজসেবা দিবস |
৪ জানুয়ারী | বিশ্ব ব্রেইল দিবস, বিশ্ব সম্মোহন দিবস |
৬ জানুয়ারি | বিশ্ব যুদ্ধ এতিম দিবস |
৮ জানুয়ারি | আফ্রিকান জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা দিবস |
১০ জানুয়ারি | বিশ্ব হিন্দি দিবস, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস |
১৯ জানুয়ারি | জাতীয় শিক্ষক দিবস |
২০ জানুয়ারি | শহীদ আসাদ দিবস |
২৪ জানুয়ারি | আন্তর্জাতিক শিক্ষা দিবস, গণঅভ্যুত্থান দিবস |
২৫ জানুয়ারি | কম্পিউটারে বাংলা প্রচলন দিবস |
২৬ জানুয়ারি | আন্তর্জাতিক শুল্ক দিবস |
২৭ জানুয়ারি | ন্যাশনাল জিওগ্রাফিক ডে, বিশ্ব ব্রেস্ট পাম্পিং দিবস, সলঙ্গা দিবস |
২৮ জানুয়ারি | বিশ্ব তথ্য সুরক্ষা দিবস |
৩১ জানুয়ারি | আন্তর্জাতিক জেব্রা দিবস |
জানুয়ারি মাসের দিবস সমূহ (আন্তর্জাতিক)
এখন আমরা জানবো, জানুয়ারি মাসে কোন কোন দিবস গুলো আন্তর্জাতিক ভাবে পালন করা হয়। যাতে সহজে বুঝতে পারেন, এটা আন্তর্জাতিক দিবস। নিচে জানুয়ারি মাসের দিবস সমূহ (আন্তর্জাতিক) দেওয়া হল:
১ জানুয়ারি: বিশ্ব পরিবার দিবস
২ জানুয়ারি: বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস
৪ জানুয়ারি: বিশ্ব ব্রেইল দিবস, বিশ্ব সম্মোহন দিবস।
১০ জনুয়ারি: বিশ্ব হিন্দি দিবস
২৬ জানুয়ারি: আন্তর্জাতিক কাস্টমস দিবস
২৭ জানুয়ারি: বিশ্ব ব্রেস্ট পাম্পিং দিবস
২৮ জানুয়ারি: বিশ্ব তথ্য সুরক্ষা দিবস
আরো দেখুনঃ
- আজ ফাল্গুন মাসের কত তারিখ? | ফাল্গুন মাসের ক্যালেন্ডার 2024
- বাংলা ক্যালেন্ডার ২০২৪ | বাংলা মাসের ক্যালেন্ডার ১৪৩০
জানুয়ারি মাসের ডে সমূহ (জাতীয়)
জাতীয়ও ভাবে অনেক দিবস পালন যেগুলো আমাদের জন্য দরকার। কারণ আজকাল পরীক্ষায় এসব দিবস থেকে প্রশ্ন করা হয়। চলুন জেনে নিই তাহলে:
২ জানুয়ারি: জাতীয় সমাজসেবা দিবস
১০ জানুয়ারি: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
১৯ জানুয়ারি: জাতীয় শিক্ষক দিবস
২০ জানুয়ারি: শহীদ আসাদ দিবস
২৪ জানুয়ারি: গণঅভ্যুত্থান দিবস
২৫ জানুয়ারি: কম্পিউটারে বাংলা প্রচলন দিবস
২৭ জানুয়ারি: সলঙ্গা দিবস
জানুয়ারি মাসের ডে সমূহ -FAQ
- ২০২৪ সালের জানুয়ারী মাসে কোন দিবসটি গুরুত্বপূর্ণ?
জানুয়ারি মাসের সবগুলো দিবস-ই গুরুত্বপূর্ণ। কারণ দিবস গুলো পালন করা বিশেষ কোন কারণের উপর ভিত্তি করে।
- ২৪ জানুয়ারী কেন বিখ্যাত?
কারণ ২৪ জানুয়ারি হল আন্তর্জাতিক শিক্ষক দিবস।
- ৪ জানুয়ারি কি দিবস?
জানুয়ারি মাসের ৪ তারিখ মূলত দুইটি দিবস পালন করা হয় একটি হল বিশ্ব ব্রেইল দিবস, আরেকটি হল বিশ্ব সম্মোহন দিবস।
- ২৬ জানুয়ারি কি দিবস?
মূলত ২৬ জানুয়ারি আন্তর্জাতিক শুল্ক দিবস।
- ২০ জানুয়ারি কি দিবস?
মূলত ২০ জানুয়ারির শহীদ আসাদ দিবস। একই জাতীয়ভাবে শুধুমাত্র আমাদের দেশে পালন করা হয়।
- ১০ জানুয়ারি কি ডে?
১০ জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস, সেই সাথে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কারণ এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ দশ মাস কারাভোগের পর ১৯৭২ সালে দেশে ফিরে আসেন।
শেষকথা: আশা করি আপনারা সকলে জানতে পেরেছেন, জানুয়ারি মাসের দিবস সমূহ সম্পর্কে। এরপরও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। এত সময় নিয়ে এই লেখাটি পড়ার পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।