পিএসএল ২০২৩ স্কোয়াড | PSL 2023 Squad
পিএসএল ২০২৩ স্কোয়াড | PSL 2023 Players List | পিএসএল 2023 খেলোয়াড়দের তালিকা
পাকিস্তান সুপার লিগ হল পাকিস্তানের টি-টোয়েন্টি একটি লিগ। সংক্ষেপে পিএসএল নামে পরিচিত। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ছয়টি দলের মধ্যে পাকিস্তান সুপার লিগ অনুষ্ঠিত হয়।
PSL-এর অষ্টম আসর ফেব্রুয়ারি – মার্চ 2023 এর মধ্যে অনুষ্ঠিত হবে। PSL 2023 সময়সূচী অনুযায়ী, মুলতান ক্রিকেট স্টেডিয়ামে, ১৩ ফেব্রুয়ারি মুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্সের মধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সবই দল তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে।
সেজন্য আজকে আমরা পিএসএল ২০২৩ স্কোয়াড সম্পর্কে জানবো। কারণ ক্রিকেট প্রেমীরা ইতিমধ্যে অনলাইনে অনুসন্ধান করা শুরু করে দিয়েছেন পিএসএল এর পূর্ণাঙ্গ স্কোয়াড সম্পর্কে জানতে। এজন্য আপনি মনোযোগ সহকারে পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন। এতে আপনি পিএসএল ২০২৩ স্কোয়াড সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক-
এক নজরে পিএসএল ২০২৩ এর অষ্টম আসর
- টুর্নামেন্টের নামঃ পাকিস্তান সুপার লিগ
- টুর্নামেন্ট শুরু হবে: ১৩-০২-২০২৩
- টুর্নামেন্ট শেষ হবে: ১৯-০৩-২০২৩
- মোট দলের সংখ্যাঃ ৬ টি
- খেলার ধরনঃ টি-টোয়েন্টি
- পিএসএল ২০২৩ ফাইনাল ম্যাচঃ ১৯-০৩-২০২৩
- মোট ম্যাচের পরিমাণঃ ৩৪ টি
- মোট ভেন্যুর সংখ্যাঃ ৫ টি
আরো দেখুন:- পিএসএল 2023 সময়সূচী.
পিএসএল ২০২৩ সব দলের স্কোয়াড
আমাদের সবার আগে একটি বিষয় জেনে রাখা উচিত যে, আসন্ন ২০২৩ পিএসএল-এ মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। চলুন আগে আমরা সেই ছয়টি দলের নাম জেনে আসি:
- ইসলামাবাদ ইউনাইটেড।
- করাচি কিংস।
- লাহোর কালান্দার্স।
- মুলতান সুলতানস।
- পেশোয়ার জালমি।
- কোয়েটা গ্ল্যাডিয়েটরস।
এবারের পিএসএলে উপরে এই ছয়টি দল অংশগ্রহণ করবে। এই ছয়টি দলের মধ্যে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত ম্যাচগুলো মোট পাঁচটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পি এস এল ২০২৩ এর খেলা গুলো যে সকল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেগুলো হল:
- করাচি জাতীয় স্টেডিয়াম।
- মুলটান ক্রিকেট স্টেডিয়াম।
- গাদ্দাফি স্টেডিয়াম।
- রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।
- বুগতি স্টেডিয়াম।
উপরে এই পাঁচটি স্টেডিয়ামে পিএসএল ২০২৩ এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। উপরে সেগুলো ইতিমধ্যে বলা হয়েছে। তবে এই সকল স্টেডিয়ামে নির্দিষ্ট সংখ্যার ধারণ ক্ষমতা রয়েছে। যেমন,
- করাচি জাতীয় স্টেডিয়ামে মোট দর্শক ধারণ ক্ষমতা হল ৩৪,০০০।
- মুলতান ক্রিকেট স্টেডিয়ামে মোট দর্শন ধারণ ক্ষমতা হল ৩০,০০০।
- গাদ্দাফি স্টেডিয়ামে মোট দর্শক ধারণ ক্ষমতা হল ২৭,০০০।
- রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মোট দর্শক ধারণ ক্ষমতা হল ১৫,০০০।
- ভুগছি স্টেডিয়ামে মোট দর্শক ধারণ ক্ষমতা হল ৫,০০০।
চলুন এবার তাহলে পিএসএল ২০২৩ স্কোয়াড সব দলের দেখে নেওয়া যাক।
ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United Squad List)
ক্রমিক নং | খেলোয়াড়ের নাম (Player Name) | দেশ (Country) |
১. | শাদাব খান ((C) | পাকিস্তান |
২. | আসিফ আলী (VC) | পাকিস্তান |
৩. | আজম খান | পাকিস্তান |
৪. | হাসান আলী | পাকিস্তান |
৫. | ফাহিম আশরাফ | পাকিস্তান |
৬. | মোহাম্মদ ওয়াসিম | পাকিস্তান |
৭. | পল স্টার্লিং | আয়ারল্যান্ড |
৮. | কলিন মুনরো | নিউজিল্যান্ড |
৯. | অ্যালেক্স হেলস | ইংল্যান্ড |
১০. | রহমানুল্লাহ গুরবাজ | আফগানিস্তান |
১১. | ফজলহক ফারুকী | আফগানিস্তান |
১২. | আবরার আহমেদ | পাকিস্তান |
১৩. | সোহাইব মাকসুদ | পাকিস্তান |
১৪. | রুম্মান রইস | পাকিস্তান |
১৫. | জিশান জমির | পাকিস্তান |
১৬. | হাসান নওয়াজ | পাকিস্তান |
১৭. | রাসি ভ্যান ডের দুসেন | দক্ষিণ আফ্রিকা |
১৮. | মুবাসির খান | পাকিস্তান |
করাচি কিংস (Karachi Kings Squad List)
ক্রমিক নং | খেলোয়াড়ের নাম (Player Name) | দেশ (Country) |
১. | ইমাদ ওয়াসিম (C) | পাকিস্তান |
২. | মোহাম্মদ আমির | পাকিস্তান |
৩. | আমির ইয়ামিন | পাকিস্তান |
৪. | শারজিল খান | পাকিস্তান |
৫. | কাসিম আকরাম | পাকিস্তান |
৬. | মীর হামজা | পাকিস্তান |
৭. | শোয়েব মালিক | পাকিস্তান |
৮. | হায়দার আলী | পাকিস্তান |
৯. | ম্যাথিউ ওয়েড | অস্ট্রেলিয়া |
১০. | ইমরান তাহির | দক্ষিণ আফ্রিকা |
১১. | অ্যাডাম রসিংটন | ইংল্যান্ড |
১২. | জেমস ফুলার | দক্ষিণ আফ্রিকা |
১৩. | অ্যান্ড্রু টাই | অস্ট্রেলিয়া |
১৪. | তৈয়ব তাহির | পাকিস্তান |
১৫. | মুহাম্মদ আখলাক | পাকিস্তান |
১৬. | ইরফান খান | পাকিস্তান |
১৭. | তাবরেজ শামসি | দক্ষিণ আফ্রিকা |
১৮. | মোহাম্মদ ওমর | পাকিস্তান |
লাহোর কালান্দার্স ( Lahore Qalandars Squad List)
ক্রমিক নং | খেলোয়াড়ের নাম (Player Name) | দেশ (Country) |
১. | শাহীন আফ্রিদি (C) | পাকিস্তান |
২. | হারিস রউফ | পাকিস্তান |
৩. | রশিদ খান | আফগানিস্তান |
৪. | ডেভিড উইজ | ইংল্যান্ড |
৫. | আবদুল্লাহ শফিক | পাকিস্তান |
৬. | হ্যারি ব্রুক | ইংল্যান্ড |
৭. | কামরান গুলাম | পাকিস্তান |
৮. | জামান খান | পাকিস্তান |
৯. | ফখর জামান | পাকিস্তান |
১০. | হুসেইন তালাত | পাকিস্তান |
১১. | সিকান্দার রাজা | জিম্বাবুয়ে |
১২. | লিয়াম ডসন | ইংল্যান্ড |
১৩. | দিলবার হুসেন | পাকিস্তান |
১৪. | মির্জা তাহির বেগ | পাকিস্তান |
১৫. | আহমেদ দানিয়াল | পাকিস্তান |
১৬. | শাওয়াইজ ইরফান | পাকিস্তান |
১৭. | জর্ডান কক্স | ইংল্যান্ড |
১৮. | জলাত খান | পাকিস্তান |
মুলতান সুলতানস (Multan Sultans Squad List)
ক্রমিক নং | খেলোয়াড়ের নাম (Player Name) | দেশ (Country) |
১. | মোহাম্মদ রিজওয়ান (C) | পাকিস্তান |
২. | শান মাসুদ (VC) | পাকিস্তান |
৩. | শাহনওয়াজ দাহানি | পাকিস্তান |
৪. | খুশদিল শাহ | পাকিস্তান |
৫. | রিলি রোসো | দক্ষিণ আফ্রিকা |
৬. | টিম ডেভিড | অস্ট্রেলিয়া |
৭. | আব্বাস আফ্রিদি | পাকিস্তান |
৮. | ইহসানউল্লাহ | পাকিস্তান |
৯. | ডেভিড মিলার | দক্ষিণ আফ্রিকা |
১০. | জোশ লিটল | আয়ারল্যান্ড |
১১. | আকিল হোসেন | পাকিস্তান |
১২. | উসামা মীর | পাকিস্তান |
১৩. | সামিন গুল | পাকিস্তান |
১৪. | আনোয়ার আলী | পাকিস্তান |
১৫. | মোহাম্মদ সারওয়ার | পাকিস্তান |
১৬. | আদিল রশিদ | ইংল্যান্ড |
১৭. | আরাফাত মিনহাস | পাকিস্তান |
পেশোয়ার জালমি ( Peshawar Zalmi Squad List)
ক্রমিক নং | খেলোয়াড়ের নাম (Player Name) | দেশ (Country) |
১. | বাবর আজম (C) | পাকিস্তান |
২. | ওয়াহাব রিয়াজ | পাকিস্তান |
৩. | টম কোহলার-ক্যাডমোর | ইংল্যান্ড |
৪. | শেরফেন রাদারফোর্ড | ওয়েস্ট ইন্ডিজ |
৫. | সালমান ইরশাদ | পাকিস্তান |
৬. | মোহাম্মদ হারিস | পাকিস্তান |
৭. | আমির জামাল | পাকিস্তান |
৮. | ভানুকা রাজাপাকসে | দক্ষিণ আফ্রিকা |
৯. | রোভম্যান পাওয়েল | ওয়েস্ট ইন্ডিজ |
১০. | পিটার হাটজোগলো | |
১১. | ড্যানিশ আজিজ | পাকিস্তান |
১২. | আরশাদ ইকবাল | পাকিস্তান |
১৩. | উসস কাদির | পাকিস্তান |
১৪. | সাইম আইয়ুব | পাকিস্তান |
১৫. | সুফিয়ান মুকিম | পাকিস্তান |
১৬. | হাসিবুল্লাহ খান | পাকিস্তান |
১৭. | জেমস নিশাম | নিউজিল্যান্ড |
কোয়েটা গ্ল্যাডিয়েটরস (Quetta Gladiators Squad List)
ক্রমিক নং | খেলোয়াড়ের নাম (Player Name) | দেশ (Country) |
১. | সরফরাজ আহমেদ (C) | পাকিস্তান |
২. | মোহাম্মদ নওয়াজ (VC) | পাকিস্তান |
৩. | ইফতিখার আহমেদ | পাকিস্তান |
৪. | মোহাম্মদ হাসনাইন | পাকিস্তান |
৫. | জেসন রয় | ইংল্যান্ড |
৬. | উমর আকমল | পাকিস্তান |
৭. | নবীন-উল হক | আফগানিস্তান |
৮. | ওডিয়ান স্মিথ | ওয়েস্ট ইন্ডিজ |
৯. | ওয়ানিন্দু হাসরাঙ্গা | শ্রীলংকা |
১০. | নাসিম শাহ | পাকিস্তান |
১১. | আহসান আলী | পাকিস্তান |
১২. | উমেদ আসিফ | পাকিস্তান |
১৩. | মোহাম্মদ জাহিদ | পাকিস্তান |
১৪. | আব্দুল ওয়াহিদ বাংলাজাই | পাকিস্তান |
১৫. | আইমল খান | পাকিস্তান |
১৬. | মার্টিন গাপটিল | নিউজিল্যান্ড |
১৭. | ওমাইর ইউসুফ | পাকিস্তান |
পিএসএল ২০২৩ কোন দলের মালিক কে?
ইতিমধ্যে আমরা পিএসএল ২০২৩ স্কোয়াড সব দলের জেনেছি। তবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, মোট ছয়টি দলের মালিক কারা? কিংবা অনেকে আবার ইন্টারনেটে অনুসন্ধান করে থাকেন মালিকদের নাম জানার জন্য। নিচের টেবিলের নজর রাখলে আপনার জানতে পারবেন পিএসএল ২০২৩ কোন দলের মালিক কারা?
- ইসলামাবাদ ইউনাইটেড মালিক হল- আলী নকভি এবং আমনা নাকভি।
- করাচি কিংস দলের মালিক হল- এআরওয়াই গ্রুপ।
- লাহোর কালান্দার্স দলের মালিক হল- ফাওয়াদ নাঈম রানা।
- মুলতান সুলতানস দলের মালিক হল- নাজাম শেঠি।
- পেশোয়ার জালমি দলের মালিক হল- সিইও জাভেদ আফ্রিদি।
- কোয়েটা গ্ল্যাডিয়েটরস দলের মালিক হল করাচি- ভিত্তিক ওমর অ্যাসোসিয়েটস।
উপরে তালিকা থেকে আশা করি আপনারা পিএসএল ২০২৩ এর দলের মালিক কে জানতে পেরেছেন।
সর্বশেষ কথা: আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ক্রিকেট খেলা দেখতে পছন্দ করে। তাদের মধ্যে থেকে অনেকেই পিএসএল ২০২৩ স্কোয়াড সম্পর্কে জানতে চায়। তাদের জন্যই মূলত আজকের এই পোস্টটি লেখা হয়েছে।
কারণ এই পোস্টে পিএসএল ২০২৩ স্কোয়াড এর সম্পূর্ণ তালিকা প্রদান করা হয়েছে। এই তালিকার মাধ্যমে আপনি প্রত্যেকটি দলের খেলোয়াড়দের নাম জানতে পারবেন।
আসন্ন পিএসএল ২০২৩ সম্পর্কে যদি আরো কিছু জানতে চান। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।