রোহান নামের অর্থ কি? | Rohan Name meaning in Bengali
রোহান নামের অর্থ কি?
বাচ্চার প্রথম যত্ন তার একটি সুন্দর নাম রাখা। হয়তো এই যত্নই সে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বহন করবে। বাচ্চাদের নাম রাখার বিষয় বাবাদের আগ্রহের কমতি থাকে না। বাচ্চার জন্ম মায়ের থেকে হলেও তার এই প্রথম যত্ন বেশিরভাগ ক্ষেত্রে সে তার বাবার থেকেই পায়। আবার অনেক সময় দাদা-দাদি, নানা-নানি ফুপু খালারাও নাম রাখায় অংশগ্রহণ করতে পারে। বাবা যেই নাম রাখে সেই নামে বাবা-মা ডাকে। আপনি হয়তো আপনার বা আপনার আশেপাশে কারোর সদ্য ভূমিষ্ট সন্তানের জন্য খুব সুন্দর নাম খুজছেন?
এই নাম রাখার দায়িত্ব আপনার উপর পরলে আপনি হয়তো বেশ চিন্তিত। আসলি নাম রাখার কাজটি কোন ভাবেই কোন সহজ কাজ না। নামের অর্থ ভালোভাবে জেনেশুনে বুঝে নাম রাখার বিষয় আসলেই কঠিন। তাই বাচ্চার ভবিষ্যতে ভেবে অবশ্যই বাচ্চার নামকরণ করা উচিত। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো রোহান নামের অর্থ কি।চলুন তাহলে বিস্তারিত নিচে জেনে নেওয়া যাক।
রোহান নামের অর্থ কি?
ছেলেদের নামের মধ্যে রোহান একটি অন্যতম সুন্দর নাম। উচ্চারণে সাবলিল নামগুলোই আজ পছন্দের তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে।রোহান নামটি রাখার জন্য যেই জিনিসটা জানার প্রয়োজন অনুভব করবেন বাবামারা সবার আগে তা হলো রোহান নামের অর্থ কি? রোহান নামের অর্থ না জেনে কেউই রোহান নাম পছন্দ করতে পারেন না ৷ রোহান নামের অর্থ কি রোহান নামের অর্থ হলো ” আধ্যাত্মিক” বা “অন্যন্য”।
রোহান শব্দের অর্থ কি?
রোহান শব্দটি একটা সুন্দর শব্দ।তেমনি একটি সুন্দর অর্থের নামও হলো রোহান। এবার আমরা জানবো রোহান শব্দের অর্থ কি? রোহান শব্দটির অর্থ হলো দয়াবান। অর্থাৎ যে দয়াবান তাকে রোহান শব্দটি দিয়ে বুঝানো যেতে পারে।রোহান নামটি যার হবে তার অবশ্যই রোহান শব্দটির অর্থ জেনে নেয়া। ভালো নাম খুজতে গেলে সবার আগে চোখে পড়বে।
রোহান নামের বাংলা অর্থ কি?
রোহান নামটি বাংলা একটি বেশ সুন্দর নাম। রোহান নামের অর্থও বেশ সুন্দর। রোহান নামের বাংলা অর্থ হলো “হৃদয়বান” মানুষ। বাংলায় হৃদয়বান লোক বুঝাতে রোহান শব্দটি বহুল প্রচলিত। আপনার ছেলে সন্তানের জন্য লোহার নামটি আমি মনে করি খুবই উপযোগী একটি নাম। আপনি যদি এই নামটি রাখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে নির্দ্বিধায় রেখে দিতে পারেন। রোহান নামের অর্থ যেমন সুন্দর তেমনি ইসলামিক। তাই এই নামটি সব দিক থেকেই উপযোগী।
রোহান নামটি ইসলামিক কিনা
রোহান নামটি একটি ইসলামিক নাম। ইসলাম ধর্মীয় অনুসারী মানুষের পছন্দের নাম হলো রোহান। এটি একইসাথে ইসলামিক নাম ও আধুনিক নামও বটে। তাই আজকাল যুগের সাথ তাল মিলিয়ে আবার ধর্ম অনুসারণের জন্য নামটি খুবই তাৎপর্যপূর্ণ।
রোহান নামের ইসলামিক অর্থ কি?
যেহেতু রোহান একটি ইসলামিক নাম তাই রোহান নামটির ইসলামে বিশেষ অর্থ রয়েছে। ইসলামে রোহান নামের অর্থ হলো আধাত্মিক। আজকাল রোহান নামের বেশ ব্যাবহার দেখা যাচ্ছে। নাম যেহেতু মানুষের জীবনের শুরু থেকে মৃত্যুর পরেও বহন করা লাগে তাই নামটি ইসলাম ভিত্তিক নাম হাওয়াই শ্রেয়। তাই মুসলমানদের ইসলামী নাম রাখার বিষয়ে সচেতনতা অবলম্বন করা উচিত কারোন নামের সাথে বাচ্চার ভবিষ্যতে জড়িয়ে আছে।
রোহান নামের ইংরেজি অর্থ কি?
Rohan, রোহান। ইংরেজিতে ৫ টি লেটারের একটি সহজ নাম হলো রোহান। রোহান নামের ইংরেজি অর্থ হলো দয়াবান বা হৃদয়বান ব্যাক্তি। সাবলিলভাবে উচ্চারণ করতে পারা এই নামটি বাবামারা তার সন্তানের জন্য নির্বাচন করতে পারেন নির্দ্বিধায়। নাম নির্বাচনের জন্য বিভিন্ন বইখাতা না ঘেটে এই লেখাটি পড়ে নিলে আপনি রোহান নামের সাথে আরো অনেক নাম জানতে পারবেন।
রোহান নামের সাথে সংযুক্ত আরো কিছু নাম
রোহান নামের সাথে কিছু নাম যুক্ত করে আরো বড় করে সুন্দর নাম রাখা হয়। এরকম কিছু নাম আপনাদের জন্য সাজেস্ট করা হলোঃ
- রোহান আহমেদ।
- রোহান উদ্দিন।
- রোহান খলিলুল্লাহ।
- আহমেদ রোহান।
- রোহান রায়হান।
- রোহান রফিক।
- রোহান শরীফ।
- রোহান খলিফা।
- রোহান হাওলাদা।
- রোহান খান।
- কাজী রোহা।
- রোহান গাজী।
- রোহান জারিফ।
- রোহান রাহমান।
- রোহান কুমার।
- রোহান রাকি।
- আল রোহান ইসলাম।
- রোহান আমি।
- রোহান তাওয়াফ।
- রোহান তাওসিফ।
- রোহান আবরা।
- রোহান আব্দুল।
- রোহান আব্দুল্লা।
- রোহান হাবিব।
Related Post:
উপসংহার: সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন রোহান নামের অর্থ কি। আশা করছি এই নিয়া পা দেয়ার কোন প্রশ্ন নেই। এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার কোন নাম নেই। তেমনি বাচ্চার নামকরণ করার আগেও বাচ্চার বাবামার জল্পনা কল্পনার শেষ থাকে না।
ইসলাম ধর্মের অনুসারী মানুষের অবশ্যই ইসলামিক নামেগুলাকেই প্রথম প্রাধান্য দেয়া উচিত। এতে ধর্মীয় দিক থেকেই অনুগ্রহ কামনা করা যেতে পারে। তাই আপনার সদ্য ভূমিষ্ট সন্তানের নামকরণ করার আগেই অবশ্যই জেনে বুঝে নাম রেখে বাচ্চার জীবন সোন্দর্যমন্ডিত করুন।