আরাফাত নামের অর্থ কি?
আরাফাত নামের অর্থ কি?। Arafat Name Meaning in Bengali
সন্তান কে সুসন্তান হিসেবে গড়ে তোলা যেমনি মা-বাবার দায়িত্ব ও কর্তব্য। তেমনি সন্তানের অর্থসহ সুন্দর নাম রাখাও মা- বাবার দায়িত্ব ও কর্তব্য। নাম রাখার ক্ষেত্রে ধর্মীয় দিকটি হলো সবার জন্য স্পর্শকাতর একটি বিষয়। তাছাড়াও আরাফাত নামের সুন্দর একটি অর্থ আছে তা হল জ্ঞানের জায়গা।
আপনি নিশ্চয়ই আরাফাত নামের অর্থ কি এটি জানার জন্যই এই আর্টিকেলটি পড়তে এসেছেন। আপনি একদম ঠিক জাগাতে এসেছেন কারণ আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে আরাফাত নামের অর্থ নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আমাদের সন্তানের নাম রাখার পর সেই নামের অর্থ, বাংলা অর্থ, নামটি ইসলামিক কিনা, আরবি ভাষায় এর অর্থ কি এই নিয়ে আলোচনা করবো, বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়ুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল আর্টিকেলটি শুরু করে।
আরাফাত শব্দের অর্থ কি?
আরাফাত শব্দটি একটি আরবি শব্দ। আরাফাত নামের অর্থ কি? আরাফাত শব্দের অর্থ হলো জানা,চেনা, পরিচয় লাভ করা, স্বীকার করা, বা স্বীকৃতি দান করা ইত্যাদি। তাই আপনারা আপনাদের ছেলে শিশুর জন্য ভালো, সুন্দর, ইতিবাচক অর্থবোধক নাম রাখা উচিত। নেতিবাচক অথবা কোন রকম শীরক সংযুক্ত নাম রাখা ইসলামে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরাফাত নামের বাংলা অর্থ কি?
সুন্দর নাম রাখতে গেলে, নামের সুন্দর বাংলা অর্থ জানা প্রয়োজন। মুসলিম ছেলেদের জন্য আরাফাত নামটি রাখার মতো নাম। প্রত্যেক মা – বাব চায় তার সন্তানের সুন্দর একটি বাংলা নাম এবং নামের বাংলা অর্থ থাকুক। আরাফাত নামের বাংলা অর্থ হল ‘ পরিচয় ’।
আরাফাত নামটি ইসলামিক কিনা
আরাফাত নামটি একটি ইসলামিক নাম। আরাফাত শব্দটি মূলত আরবি শব্দ। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে নামের দুটি বিষয় বেশি প্রাধান্য পায় তা হল নামটি ইসলামিক কিনা এবং নামের সুন্দর অর্থ আছে কিনা। এছাড়াও আরাফাত নামটি একটি সুন্দর নাম এবং নামটি ইসলামিক নাম।
আরাফাত নামের ইসলামিক অর্থ কি?
প্রাচীন আরবি ভাষা থেকে মূলত আরাফাত নামটি এসেছে। আরাফাত শব্দটি একটি আরবি শব্দ। ইসলামী শরীয়তে পবিত্র মক্কা নগরীতে আরাফাত নামের একটি ময়দান আছে। জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র আরাফাতের দিন। আরাফাত নামের ইসলামিক অর্থ হল জ্ঞানের জায়গা।
আরাফাত নামের ইংরেজি অর্থ কি?
বর্তমানে যেহেতু ছেলেদের ক্ষেত্রে বেশি ব্যাবহৃত হচ্ছে তাই নামের সঠিক বানানটাও জনাটা দরকার। প্রত্যেকটি ভাষা বা শব্দের জন্য আলাদা আলাদা ইংরেজিতে একটি নির্দিষ্ট অর্থ আছে তেমনি আরাফাত নামেরও ইংরেজি অর্থ আছে। ইংরেজিতে নামটি হল Arafat. আরাফাত নামের ইংরেজি হল Mount Of Recognition.
আরাফাত নামের সাথে সংযুক্ত আরো কিছু নাম
সাধারণত ছেলেদের নাম হিসেবে আরাফাত নামটি বেশি ব্যবহৃত হয়। নামটি বেশি ছোটও না আবার বেশি বড়ও না । অনেকেই ডাক নাম আবার অনেকেই ভালো নাম হিসেবে ব্যাবহার করেন। তাই নামের সাথে আরও কিছু নাম সংযুক্ত করে কিছু নাম নিচে দেওয়া হলোঃ
- আরাফাত সানি।
- আরাফাত রহমা।
- আরাফাত হোসে।
- আরাফাত মজুমদার।
- আরাফাত বিন জামিল।
- আরাফাত আলী।
- আরাফাত বিন জাহিন।
- আরাফাত আহমেদ।
- আরাফাত ইসলাম।
- আরাফাত সরকার।
- কায়সার তুষার আরাফাত।
- আবদুল্লাহ আল আরাফাত
- ফাহিম বিন আরাফাত।
- আলি আকবর আরাফাত।
- মেহেদী হাসান আরাফাত।
- রায়হান আরাফাত।
- আবীর আরাফাত।
- মোহাম্মাদ আরাফাত।
- আমির হোসেন আরাফাত।
- আরাফাত উদ্দিন।
- আরাফাত নোমানি।
- ইয়াসির আরাফাত।
Related Post:
উপসংহার: আরাফাত নামের অর্থ কি? প্রতিটি মানুষ আলাদা আলাদা চরিত্রের অধিকারী। নাম মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। নাম রাখার ব্যাপারে হজরত রাসূল ( সা. ) নির্দেশ দিয়েছেন যে শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম , সুন্দর এবং ইসলামিক অর্থবহ নাম রাখা । নেককার ব্যাক্তিদের নামে নাম রাখাও উত্তম।
এর ফলে সংশ্লিষ্ট নামের অধিকারী ব্যাক্তির স্বভাবচরিত্র নবজাতকের মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। আশা করি আপনার এতক্ষণে আরাফাত নামের অর্থ কি তা জেনে গেছেন। আরাফাত নাম টি নিয়ে আর কোন কিছু জানার থাকলে এখনি কমেন্ট বক্স জানিয়ে দিন।