বোরহানউদ্দিন উপজেলার ইতিহাস
বোরহানউদ্দিন উপজেলা ভোলা জেলার দক্ষিণে অবস্থিত। ভোলা সদর উপজেলা হতে এর দূরত্ব ২২ কিলোমিটার। পূর্বে এই উপজেলার প্রান কেন্দ্র ছিলো বোরহানগঞ্জ বা বরণগঞ্জ। জমিদার বোরহানউদ্দিন চৌধুরীর নামানুসারে এই উপজেলার নামকরণ করা হয়। ঐতিহাসিক স্মৃতি, ধর্মীয় সহনশীলতা এবং সমৃদ্ধ সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন দেখা যায় এই অঞ্চলে।
বোরহানউদ্দিন উপজেলার ইতিহাস (নামকরণ)
পূর্বে বোরহানগঞ্জ বা বরণগঞ্জ নামে পরিচিত ছিল এই অঞ্চল। ১৮৭৬ সালে প্রলয়কারী বন্যার কবলে পড়ে বর্তমান বোরহানউদ্দিনে স্থানান্তরিত হয় উপজেলার প্রাণকেন্দ্র। জমিদার বোরহানউদ্দিন চৌধুরীর নামানুসারে এই উপজেলার নামকরণ করা হয়।
জমিদারি আমলে এই বোরহানউদ্দিন চৌধুরী মোট ২৭টি মৌজার জমিদার ছিলেন। ব্রিটিশ আমলে কালীগঞ্জ নামে পরিচিত হলেও স্থানীয়দের আন্দোলনের মাধ্যমে নামটি পরিবর্তন করে বোরহানউদ্দিন নামকরণ করা হয়।
বোরহানউদ্দিন উপজেলার ধর্মীয় সম্প্রীতির ইতিহাস
বোরহানউদ্দিন উপজেলা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের এক অনন্য উদাহরণ। দীর্ঘদিন ধরে এখানে ধর্মীয় সহনশীলতা ও ভালোবাসার পরিবেশ বিরাজমান। এই উপজেলার ধর্মীয় সম্প্রীতি আপনার হৃদয়কে জুড়িয়ে দিবে।
বোরহানউদ্দিন পৌরসভা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ১৯৯৮ সালে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা, ছোট মানিকা, কুতুবা ও চর গাজীপুর মৌজার একাংশ নিয়ে ‘‘গ’’ শ্রেণীর পৌরসভা হিসেবে বোরহানউদ্দিন পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৬ সালের ৫ অক্টোবর ‘‘খ’’ শ্রেণীতে ও ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ‘‘ক’’ শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়।
বোরহানউদ্দিন উপজেলার দর্শনীয় স্থান সমূহ
বাংলাদেশের অন্যতম উপজেলা বোরহানউদ্দিনে অনেক দর্শনীয় স্থান রয়েছে। আর সেই স্থান গুলো হলো,
০১-ঐতিহাসিক স্থান-
- বোরহানউদ্দিন চৌধুরীর বাড়ি, ঐতিহাসিক স্থাপত্য এবং জমিদারী আমলের স্মৃতি ধারণ করে।
০২-শিক্ষা প্রতিষ্ঠান-
- সরকারি পলিটেকনিক কলেজ, কারিগরি শিক্ষার জন্য খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠান।
- সরকারি আব্দুল জব্বার কলেজ, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রদানকারী ঐতিহ্যবাহী কলেজ।
০৩-ব্রিজ-
- খেওয়াঘাট ব্রীজ, মেঘনা নদীর উপর নির্মিত ব্রিজ, যা যানবাহন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
০৪-ধর্মীয় স্থান-
- কুয়েত মাদ্রাসা, ইসলামী শিক্ষার কেন্দ্র।
- বোরহানউদ্দিন কেন্দ্রীয় মন্দির, হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান।
০৫-ইকোপার্ক-
- বোরহানউদ্দিন তেতুলিয়া রিভার ইকোপার্ক, তেতুলিয়া নদীর তীরে অবস্থিত মনোরম পরিবেশের ইকোপার্ক।
- বোরহানউদ্দিন মেঘনা রিভার ইকোপার্ক, মেঘনা নদীর তীরে অবস্থিত মনোরম পরিবেশের ইকোপার্ক।
০৬-বিদ্যুৎ কেন্দ্র-
- বোরহানউদ্দিন ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
০৭-গ্যাসক্ষেত্র-
- বোরহানউদ্দিন শাহবাজপুর গ্যাসফিল্ড, দেশের প্রাকৃতিক গ্যাসের একটি গুরুত্বপূর্ণ উৎস।
০৮-অন্যান্য-
- বোরহানউদ্দিনের হ্যালিপ্যাট, বিমান অবতরণের জন্য ব্যবহৃত হয়।
বর্তমান সময়ে বোরহারউদ্দিন উপজেলার মধ্যে উপরে উল্লেখিত দর্শনীয় স্থান গুলো রয়েছে।
More: