vlxxviet mms desi xnxx

আজকে কত রমজান? | আজ কত রমজান ২০২৪ ক্যালেন্ডার

0
5/5 - (3 votes)

আজকে কত রমজান? | আজ কত রমজান ২০২৪ ক্যালেন্ডার | Today Ramadan Date | আজকে রমজানের কত তারিখ

আজকে কত রমজান আপনি কি সে সম্পর্কে জানতে চান? তাহলে আপনাকে ২০২৪ সালের রমজান মাসের ক্যালেন্ডার দেখতে হবে। আর যখন আপনি রমজান মাসের ক্যালেন্ডার দেখবেন। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে, আজকে কত রমজান। 

ঢাকা হলো বাংলাদেশের রাজধানী যেখানে প্রায় ৪ কোটি ৪২ লাখ এরও বেশি মানুষ বসবাস করে। যার কারণে ঢাকার মুসলমানদের জন্য রমজানের সময়সূচী জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা আপনাদের রোজা রাখা, ধর্মীয় কর্মকাণ্ড পালন, দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনা এবং সামাজিক রীতিনীতি পালনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। তাই নিচের তালিকায় ঢাকা রমজান সময়সূচী ২০২৪ শেয়ার করা হলো।

গুরুত্বপূর্ণ:

আজকে কত রমজান?

তো যারা আসলে জানতে চান যে, আজকে কত রমজান। তাদের উদ্দেশ্য বলবো, রমজান মাসের ক্যালেন্ডার অনুযায়ী আজকের তারিখ হলো,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ আর এই তারিখ হিসেবে আজকে ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি চলমান রয়েছে।

  • আজকে কত রমজান- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
  • Today Ramadan Date- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ.

আজ কত রমজান ২০২৪ ক্যালেন্ডার

আমি উপরে আপনাকে একটা কথা বলেছি। সেটি হলো, আজকে কত রমজান আপনি যদি সঠিক ভাবে জানতে চান। তাহলে আপনাকে রমজান মাসের ক্যালেন্ডার দেখতে হবে। আর আপনি যেন এই রমজান মাসের ক্যালেন্ডার থেকে Today Ramadan Date সেটি জানতে পারেন। সে কারনে নিচে আমি ২০২৪ সাল এর রমজান মাসের ক্যালেন্ডার টি শেয়ার করলাম।

আজকের সেহরি ও ইফতারের সময়সূচি 2024

উপরে আপনি রমজান মাসের ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন। যেখান থেকে আপনি দিন ও তারিখ হিসেব করে আজকে কত রমজান তা জেনে নিতে পারবেন। 

আরো দেখুনঃ

Today Ramadan Date -FAQ

Q: রোজা কাকে বলে?

A: যখন কোনো একজন ব্যক্তি ভোরের সূর্যের আলো থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। কোনো ধরনের তার সমস্ত ভোগ বিলাস, পান করা, আহার করা, পাপ কাজ থেকে বিরত, কামাচার থেকে বিরত থেকে নামাজ এর মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য হয়। তখন তাকে বলা হয়, রোজা। 

Q: রোজার উদ্দেশ্য কি?

A: আমরা মুসলমানরা যে রোজা রাখি। সেই রোজার বেশ কিছু উদ্দেশ্য আছে। সেগুলো হলো, পরম করুনাময় আল্লাহ যিনি সব কিছুর মূল। রোজার মাধ্যমে তার সন্তুষ্টি পাওয়া যায়। নিজের মনের মধ্যে থাকা সকল ধরনের পাপাচার, কামাচার, পানাহার এই সবকিছু নিয়ন্ত্রন করা যায়। এর ফলে আমাদের তাকওয়া বৃদ্ধি পায়। 

আজকে কত রমজান ও কিছুকথা

প্রিয় মুসলমান ভাই ও বোনেরা। আপনারা যারা জানতে চান যে, আজকে কত রমজান। মূলত তাদের জন্য আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। এবং আপনি যেন খুব সহজেই আজকে কত রমজান তা জানতে পারেন। সে কারণে, উপরে রমজান মাসের সময়সূচী উল্লেখ করা হয়েছে। 

বাংলাদেশে রমজান মাস বিশেষ গুরুত্বপূর্ণ। এই মাসে সারা দেশে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিগুলোতে তেলাওয়াত, তারাবিহ, ইফতার ও ঈদের নামাজের জন্য ভিড় জমায়। এছাড়াও, দানশীলতা, সহায়তা ও সহমর্মিতার অনন্য উদাহরণ দেখা যায় এই মাসে।

রমজান মাসের সমাপ্তি মানে নয় যে এর শিক্ষা ও আধ্যাত্মিকতা আমাদের জীবন থেকে মুছে যাবে। বরং, এই মাসের শিক্ষা ধারণ করে আমাদের সারা বছর আল্লাহর রহমত ও বরকত লাভের চেষ্টা করতে হবে। আর সেই লক্ষ্যে আজকের আর্টিকেলে বাংলাদেশের সকল বিভাগ ও জেলার রমজান সময়সূচী ২০২৪ শেয়ার করা হয়েছে।

আর আশা করি, Today Ramadan Date তা আপনি এই আর্টিকেল থেকে জেনে নিতে পেরেছেন। আর রোজা সম্পর্কিত আরো অজানা বিষয় গুলো জানতে হলে, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রত্যেকটি রোজা রাখুন। 

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex