জুম্মা মোবারক স্ট্যাটাস
জুম্মা মোবারক স্ট্যাটাস | Jumma Mubarak Status
আপনি কি জুম্মা মোবারক স্ট্যাটাস খুঁজতেছেন? ফেসবুক অথবা ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিতে চাচ্ছেন কিন্তু জুম্মা মোবারক দিয়ে কি স্ট্যাটাস দিবেন তা বুঝতে পারছেন না? তাহলে আজকে আপনার জন্যই এই পোস্টটি। এখানে আমি আপনাদের অনেকগুলো স্ট্যাটাস দেখাবো যেগুলো জুম্মা মোবারক স্ট্যাটাস। আপনি চাইলে এই স্ট্যাটাস গুলো আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামের প্রোফাইলে পোস্ট করতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক জুম্মা মোবারক স্ট্যাটাস গুলো কি।
আরো দেখুনঃ ঈদুল আজহা ২০২২ কত তারিখে?
জুম্মার দিন বা শুক্রবার দিন হচ্ছে মুসলিমদের জন্য একটি পবিত্র দিন। অনেকে বলে থাকে জুম্মার দিন হল মুসলমানদের জন্য ছোট একটি ঈদের দিন। জুম্মার দিন প্রায় সব মুসলমানই ধনী-গরিব ভেদাভেদ ভুলে একসাথে নামাজ আদায় করে। এমন অনেক মুসলিম রয়েছে যারা সারা বছর নামাজ না পড়লেও অন্ততপক্ষে জুম্মার নামাজ মিস করে না। ঈদের দিনের মতো জুম্মার দিনে ও সব মুসলমানরা চেষ্টা করে নতুন জামা পড়ে পাক-পবিত্র হয়ে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করাৱ। জুম্মার দিন মুসলমানদের জন্য অনেক স্পেশাল একটি দিন। জুম্মার দিন স্পেশাল হওয়ার কারণ হচ্ছে জুম্মার নামাজ।
জুম্মা মোবারক
জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করা অনেক সওয়াব এর একটি কাজ। জুম্মার দিনে সবার সাথে একসাথে নামাজ পড়া আরো বেশি সওয়াবের। আমাদের প্রিয় নবী হযরত মুসা আলাই সাল্লাম একটি হাদিসে বলেছেন যে- “মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।” সুবহানাল্লাহ। চলুন নিচে কতগুলো স্ট্যাটাস জেনে নেওয়া যাক যেগুলো জুম্মা মোবারক স্ট্যাটাস।
## শুক্রবার মানে গুনাহ মাফের আরো একটি দিন।
“জুম্মা মোবারক”
## শুক্রবারে মসজিদে আজান হওয়ার সাথে সাথে তোমরা কেনাবেচা বন্ধ করো,
এবং আল্লাহকে স্মরণ করার জন্য ত্বরা করো কারণ এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।
“জুম্মা মোবারক”
## মুসলিম আমার নাম, কুরআন আমার জান।
নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ী।
আল্লাহ্ আমার রব, নবী আমার সব।
ইসলাম আমার ধর্ম, এবাদত আমার কর্ম।
“জুম্মা মোবারক”
## মাটির দেহ নিয়ে বরাই করে লাভ নেই কারণ দুচোখ বন্ধ হলে দেখবেন পাশে কেউ নাই।
যাকে আপনি আপন ভাবেন সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।
“জুম্মা মোবারক”
Jumma Mubarak Status Bangla
জুম্মা মোবারক নিয়ে বাংলা অনেক স্ট্যাটাস রয়েছে। চলুন নিচে কিছু স্ট্যাটাস দেখে নেওয়া যাক-
স্ট্যাটাস- 1.
স্ট্যাটাস- 2
স্ট্যাটাস- 3
- চোখে ঘুম নেই? উঠে নামাজ পড়ো।
- মনে শান্তি নেই? উঠে নামাজ পড়ো।
- একমাত্র নামাজ ই তোমার অন্তরকে প্রশান্তি দিতে পারবে।
- ———– জুম্মা মোবারক
স্ট্যাটাস- 4
- জুম্মার দিন মসজিদে আজান হওয়ার পর আর ঘরে বসে থেকো না।
- পাক-পবিত্র হয়ে হেটে মসজিদে চলে আসো।
- ———- জুম্মা মোবারক
স্ট্যাটাস- 5
- তুমি চুরি করো, ডাকাতি কর,
- আর যাই করো না কেনো তাও নামাজ ছেড়ো না।
- ———- জুম্মা মোবারক
স্ট্যাটাস- 6
- আজকের এই জুম্মার দিন উপলক্ষে
- আল্লাহ তা’লা যেন সবার মনের আশা কবুল করে নেয়। আমিন।
- ———- জুম্মা মোবারক
জুম্মা মোবারক মেসেজ
** ভাইরাস কে নয়, ভাইরাসের সৃষ্টিকর্তাকে ভয় করুন! ইনাশাআল্লাহ তিনিই রক্ষা করবেন।
“জুম্মা মোবারক”
** শ্বাস নিচ্ছি আলহামদুলিল্লাহ
ভালো আছি আলহামদুলিল্লাহ
বেঁচে আছি আলহামদুলিল্লাহ।
“জুম্মা মোবারক”
** যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে।
আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ!
“জুম্মা মোবারক”
** শুক্রবার মানেই হচ্ছে
গরিবের হজ্বের দিন।
“জুম্মা মোবারাক”
** বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ’র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।
“জুম্মা মোবারক”
জুম্মা মোবারক স্ট্যাটাস
বাড়ির কাছে মসজিদে যায় না।
অথচ স্ট্যাটাস দেয় একদিন মক্কা যাবো।
“জুম্মা মোবারক”
গান শুনে- শুনে ঘুমানো নয়।
আল কুরআন শুনে
ঘুমানো অধিকতর ভালো।
“জুম্মা মোবারক”
তিনটি প্রেমে কোন কষ্ট নাই
আল্লাহর সাথে।
রাসুল (সঃ) এর সাথে।
মা-বাবার সাথে।
“জুম্মা মোবারক”
তুমি যতো বেশি সততার সাথে কথা বলবে
তত বেশি সম্মানিত হবে!
– হযরত আলী (রাঃ)
“জুম্মা মোবারক”
সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা
পাওয়ার সবচেয়ে বেশী অধিকারী হচ্ছেন মা।।
সে মাকে কখন কস্ট দিওনা।
___হযরত মুহাম্মদ (সাঃ)
“জুম্মা মোবারক”
এমন এক সময় আসবে যখন
মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা,
জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।
__বিশ্বনবী হযরত মোহাম্মদ
“জুম্মা মোবারক”
পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি স্থান
-মক্কা
-মদিনা
“জুম্মা মোবারক”
আমরা শ্রেষ্ঠ নবি পেয়েছি
শ্রেষ্ঠ কিতাব পেয়েছি
শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি
আমরা সত্যিই ভাগ্যবান
-আলহামদুলিল্লাহ
“জুম্মা মোবারক”
তোমরা সিজদায়
বেশি- বেশি দোয়া করো।
কেনোনা সিজদা হচ্ছে দোয়া।
কবুলের উপযুক্ত সময়।
মুসলিম হাদিস : ৮৭০
“জুম্মা মোবারক”
তুমি যাকে ভালোবাসবে
হাশরের ময়দানে তুমি
তার সাথেই থাকবে।
হযরত মুহাম্মাদ সাঃ।
“জুম্মা মোবারক”
নামাজ পড়ো,
– আল্লাহ তোমায় সঠিক পথ দেখাবে।
– ইনশাআল্লাহ..
“জুম্মা মোবারক”
ভালোবেসে স্ত্রীর হাত ধরলেও
সগিরা গুনাহ মাফ হয়ে যায়।
– হযরত মুহাম্মদ(সাঃ)
“জুম্মা মোবারক”
কাগজ দিয়ে অনেক কিছু
তৈরী করা হয় ।
তার মধ্যে সবচেয়ে উত্তম
আল-কুরআন।
“জুম্মা মোবারক”
যখনি আমি অসুস্থ হতাম।
তখন আমি কালো জিরা খেতাম।
– হযরত মুহাম্মাদ [সাঃ]
“জুম্মা মোবারক”
জুম্মা মোবারক পিকচার
জুম্মা মোবারক নিয়ে অনেক অনেক পিকচার রয়েছে। তবে আপনি চাইলে নিচের স্ট্যাটাসগুলো দিয়েও পিকচার বানিয়ে ব্যবহার করতে পারেন।
উপসংহার: জুম্মা মোবারক নিয়ে এরকম আরো অনেক অনেক স্ট্যাটাস রয়েছে। প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। হাদিসে আছে তিন শুক্রবার যে জামাতের সাথে নামাজ আদায় না করে সে আর মুমিন থাকেনা।
শুক্রবার দিন তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে গোসল করে পাক-পবিত্র হয়ে পায়ে হেঁটে যে ব্যক্তি আগে আগে মসজিদে যায় এবং যে সবার সামনের কাতারে দাঁড়ায় এবং খুতবা শুনে তারপর নামাজ শেষ করে আবার পায়ে হেঁটে বাসায় ফিরে আসে ওই ব্যক্তির প্রতিটি কদমেরি ফেরেশতারা সওয়াব লিখে এবং একটি করে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ।
আরো দেখুনঃ
- বন্ধু নিয়ে স্ট্যাটাস।
- ফেসবুক স্ট্যাটাস।
- কষ্টের স্ট্যাটাস।
- জন্মদিনের শুভেচ্ছা বার্তা।
- ঈদ মোবারক এসএমএস।
সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে শুক্রবার দিন মুসলমানদের জন্য কত গুরুত্বপূর্ণ একটি দিন। গরিবের জন্য একটি হজের দিন। আজ আর নয়। আজকের এই আর্টিকেল এখানেই শেষ করছি। জুম্মা মোবারক স্ট্যাটাস নিয়ে আপনাদের জন্য কি আর কোন কিছু জানার থাকে তাহলে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন।