যশোর বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ | Jessore Board HSC Exam Result 2023
যশোর বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ | Jessore Board HSC Exam Result 2023
আপনারা যারা যশোর শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তাদের ফলাফল ঘোষনার অন্তিম পর্যায় চলে এসেছে। আর আপনি অনলাইন এবং এসএমএস দিয়ে আপনার যশোর বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন। এছাড়াও একটি বিশেষ ওয়েবসাইট থেকে মার্কশিট সহো যশোর বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
যশোর বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল
Jessore board HSC result: যারা ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছেন। তাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আর আপনি দুপুর ২ টার পর থেকে অনলাইন এবং মেসেজ দিয়ে এইচএসসি রেজাল্ট চেক করতে পারবেন।
তবে এখন আমি আপনাকে শুধুমাএ যশোর বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল চেক করার উপায় গুলো সম্পর্কে বিস্তারিত বলবো। কিন্তুু আপনি যদি অন্য কোনো বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন। তাহলেও আপনি আজকের দেখানো পদ্ধতির সাহায্য এইচএসসি পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন।
মার্কশীট সহ যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট 2023 দেখতে নিচের লিংকে দেখুন-
এখানে ক্লিক করুন: এইচএসসি রেজাল্ট যশোর বোর্ড ২০২৩
অনলাইনে যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৩ চেক
সবার প্রথমে আপনি অনলাইনে যশোর বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল চেক করার চেস্টা করবেন। কারন, অনলাইন থেকে আপনি খুব দ্রুত আপনার যশোর বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল চেক করে নিতে পারবেন। আর সেজন্য আপনি নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করুন। যেমন,
প্রথমে আপনাকে “বাংলাদেশ ইডুকেশন বোর্ড” এর মূল ওয়েবসাইটে যেতে হবে।
আপনি চাইলে সরাসির এখানে ক্লিক করে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
এখন সবার শুরুতে ”Examination” এর মধ্যে ”HSC/Alim” সিলেক্ট করে দিন।
”Year” এর মধ্যে ”2022” সিলেক্ট করুন।
”Board” এর অপশনে “Jessore” সিলেক্ট করুন।
এরপর আপনার রোল নম্বর টি ”Roll” অপশনে বসিয়ে দিন।
এবার নিচের ”Reg: No” এর মধ্যে আপনার রেজিষ্ট্রেশন নম্বর টি বসিয়ে দিন।
তারপর রেজিষ্ট্রেশন নম্বর এর ঠিক নিচেই একটি ক্যাপচা কোড দেখতে পারবেন। এখানে ছোট একটা ক্যালকুলেশন থাকবে। আর আপনি সেই ক্যাপচা কোড টি সঠিক ভাবে পূরন করুন। তারপর একটু নিচে “Submit” নামক অপশন এর মধ্যে ক্লিক করবেন। তাহলে আপনি অনলাইন থেকে যশোর বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন।
এসএমএস দিয়ে এইচএসসি রেজাল্ট 2023 যশোর বোর্ড
অনলাইন থেকে এইচএসসি রেজাল্ট চেক করার পাশাপাশি। আপনি মেসেজ দিয়েও যশোর বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন। আর আপনি যদি এসএমএস দিয়ে এইচএসসি ফলাফল চেক করতে চান। তাহলে নিচে দেখানো নিয়ম অনুযায়ী কাজ করুন। যেমন,
Jessore Board HSC Result Check Via SMS
প্রথমে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে প্রবেশ করুন।
এরপর মেসেজে গিয়ে টাইপ করুন, HSC<space>JES<space>Roll<space>Year.
Ex: HSC JES 182930 2022
তারপর এই মেসেজে টি 16222 নম্বরে পাঠিয়ে দিন।
তবে আপনি যদি মেসেজ দিয়ে এইচএসসি রেজাল্ট চেক করতে চান। এবং অন্যদের থেকে অনেক দ্রুত এইচএসসি ফলাফল পেতে চান। তাহলে অবশ্যই টেলিটক সিম ব্যবহার করবেন। আর বাংলাদেশ এর সকল অপারেটর থেকে মেসেজে রেজাল্ট দেখতে ২.৫০ টাকা চার্জ কেটে নেয়া হবে।
মার্কশিট সহো এইচএসসি ফলাফল 2023 যশোর বোর্ড
দেখুন, আপনি সাধারন ভাবে আপনার যশোর বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল চেক করার পাশাপাশি। মার্কশিট সহো আপনার এইচএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। তবে আমরা সবাই যে ওয়েবসাইট থেকে আমাদের রেজাল্ট চেক করি। সেই ওয়েবসাইট টি বাদে, অন্য একটি সাইট থেকে আপনার এইচএসসি রেজাল্ট চেক করতে হবে। আর সেই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন।
তো যখন আপনি উপরের লিংকে ক্লিক করবেন। তখন আপনি পুনরায় আপনার রোল, বোর্ড এর নাম, রেজিষ্ট্রেশন নম্বর ইত্যাদি দেয়ার অপশন দেখতে পারবেন। আর এই ওয়েবসাইট থেকে যখন আপনি আপনার রেজাল্ট চেক করবেন। তখন আপনি মার্কশিট সহো আপনার এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন।
আরো দেখুনঃ
যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট নিয়ে কিছুকথা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফলাফল প্রকাশের দিন হলো, শিক্ষা জীবনের সবেচেয় গুরুত্বপূর্ন দিন। আর আমরা সবাই জানি যে, আজকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তো কিভাবে আপনি আপনার যশোর বোর্ড এইচএসসি পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন।
সেই রেজাল্ট চেক করার নিয়ম গুলো আজকের আলোচনায় ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি। তো আমার দীর্ঘ বিশ্বাস আছে যে, আজকের দেখানো পদ্ধতি গুলোর মাধ্যমে আপনি আপনার Jessore board HSC result check করতে পারবেন। তবে এরপরও যদি কোনো সমস্যা হয়। তাহলে নিচের কমেন্ট সেকশনে আপনার সমস্যা টি উল্লেখ করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।