আলিম রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | Alim Result Viewing Rules 2023
আলিম রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | মার্কশিট সহ আলিম রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | Alim Result Viewing Rules 2023
Alim Result Viewing Rules 2023: অবশেষে আপনাদের আলিম রেজাল্ট প্রকাশিত হয়েছে। তাই এখন অনেকেই আলিম রেজাল্ট দেখার নিয়ম গুলো জানতে চাইবে।
তো সেজন্য আজকে আমি আপনাকে সেই নিয়ম গুলো দেখিয়ে দিব। যেন আপনি খুব সহজেই আপনার আলিম রেজাল্ট ২০২৩ চেক করতে পারেন। চলুন, এবার রেজাল্ট দেখার সেই নিয়মগুলো দেখে নেয়া যাক।
আলিম রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | আলিম পরীক্ষার রেজাল্ট ২০২৩
আপনারা যারা আলিম রেজাল্ট দেখার নিয়ম চেক করতে চান। তারা মোট ২ টি উপায়ে তাদের আলিম রেজাল্ট চেক করতে পারবেন। আর রেজাল্ট চেক করার সেই উপায় গুলো হলোঃ
- অনলাইন থেকে আলিম রেজাল্ট চেক,
- এসএমএস দিয়ে আলিম রেজাল্ট চেক,
মার্কশীট সহ যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট 2023 দেখতে নিচের লিংকে দেখুন-
এখানে ক্লিক করুন: এইচএসসি রেজাল্ট আলিম বোর্ড ২০২৩
আর আপনি যদি উপরের নিয়মে আলিম পরীক্ষার রেজাল্ট চেক করতে চান। তাহলে আপনাকে সঠিক ভাবে কিছু কাজ করতে হবে। যেগুলো নিচে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হলো।
অনলাইনে আলিম পরীক্ষার রেজাল্ট চেক
প্রথমত আপনি অনলাইন থেকে আপনার আলিম পরীক্ষার রেজাল্ট চেক করার চেষ্টা করবেন। আর যদি আপনি অনলাইন থেকে আলিম পরীক্ষার রেজাল্ট চেক করতে চান। তাহলে নিচের নিয়ম গুলো ফলো করুন। যেমন,
- সর্বপ্রথম আপনি “Bangladesh Education Board” এর মূল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- তবে আপনি চাইলে এখানে ক্লিক করে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
- এখন সবার শুরুতে ”Examination” এর মধ্যে ”HSC/Alim” সিলেক্ট করে দিন।
- তারপর ”Year” এর মধ্যে ”2023” সিলেক্ট করুন।
- এবং ”Board” এর অপশনে “Madrasah” সিলেক্ট করুন।
- এরপর আপনার যে রোল নম্বর আছে, সেটি ”Roll” নামক অপশনে বসিয়ে দিন।
- এবার নিচের ”Reg: No” এর মধ্যে আপনার রেজিষ্ট্রেশন নম্বর টি বসিয়ে দিন।
- এরপর ক্যাপচা কোড টি সঠিক ভাবে পূরন করুন।
- সবশেষে আপনি “Submit” বাটন এর মধ্যে ক্লিক করুন।
উপরের নিয়ম গুলো অনুসরন করে, আপনি আপনার আলিম পরীক্ষার রেজাল্ট ২০২৩ চেক করতে পারবেন। কিন্তুু আপনি যদি এসএমএস দিয়ে আলিম পরীক্ষার রেজাল্ট চেক করতে চান। তাহলে নিচের পদ্ধতি গুলো ফলো করুন।
এসএমএস দিয়ে আলিম পরীক্ষার রেজাল্ট চেক
আপনি যদি কোনো কারণে অনলাইন থেকে আলিম পরীক্ষার ফলাফল চেক করতে না পারেন। তাহলে বিকল্প উপায় হিসেবে আপনাকে এসএমএস দিয়ে আলিম পরীক্ষার রেজাল্ট চেক করতে হবে। আর সেজন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন।
- সবার আগে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে প্রবেশ করুন।
- এরপর মেসেজে গিয়ে টাইপ করুন, ALIM<space>MAD<space>Roll<space>Year.
- Ex: ALIM MAD 142930 2023,
- তারপর এই মেসেজে টি 16222 নম্বরে পাঠিয়ে দিন।
আপনারা যারা এসএমএস দিয়ে আলিম রেজাল্ট চেক করতে চান। তারা অবশ্যই উপরে উল্লেখিত স্টেপ গুলো ফলো করবেন। তাহলে আপনি কিছুক্ষন অপেক্ষা করার পর। ফিরতি মেসেজে আপনার আলিম পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন।
আরো দেখুনঃ
আমাদের শেষকথা
আপনারা যারা আলিম পরীক্ষার রেজাল্ট চেক করতে চান। তারা কিভাবে তাদের পরীক্ষার রেজাল্ট চেক করবেন। আজকে সেই নিয়ম গুলো ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হয়েছে। আশা করি, আজকে দেখানো নিয়ম গুলো ফলো করে। আপনি কোনো ঝামেলা ছাড়াই আপনার পরীক্ষার ফলাফর জানতে পারবেন।
আর আমরা প্রতিনিয়ত শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট বিষয় গুলো সবার আগে শেয়ার করি। যদি আপনি সেই তথ্য গুলো সবার আগে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষন ধরে আমার লেখা আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।