পর্তুগাল বনাম সুইজারল্যান্ড লাইভ খেলা 2022 | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড লাইভ ম্যাচ
পর্তুগাল বনাম সুইজারল্যান্ড লাইভ খেলা 2022 / অ্যাপ স্ট্রিমিং এর মাধ্যমে সুইজারল্যান্ড বনাম পর্তুগাল লাইভ ম্যাচ দেখার উপায় / Portugal vs Switzerland Live Match 2022
রোনালদো লুইস ফিগো, রুই কাস্তা এবং ইউসেবিওর মতো অসাধারণ কিছু খেলোয়াড়ে পর্তুগাল টিম ভরপুর থাকলেও তারা এখন পর্যন্ত কোন বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু অন্যান্য ম্যাচে তাদের অনেক ট্রফি রয়েছে। ২০১৬ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ট্রফিটি তারা প্রথমবারের মতো অর্জন করে। ২০১৯ সালে ন্যাশনস লিগে ট্রফিও তারা নিজেদের ঘরে তোলে।
ফিফা বিশ্বকাপে রেংকিংয়ে এর দিক থেকে সুইজারল্যান্ড ১৫ তম অবস্থানে রয়েছে। ২০১২ সালে তারা বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। এরপর তিনবার (১৯৩৪, ১৯৩৮ এবং ১৯৫৪) সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর সক্ষমতা অর্জন করেছিল। আমরা যদি পর্তুগাল আর সুইজারল্যান্ডের পরিসংখ্যান করি তাহলে দেখতে পাবো যে তারা দুজনই সমান পর্যায়ে রয়েছেন যদিও পর্তুগাল এক্ষেত্রে কিছুটা এগিয়ে।
আরো দেখুন:
আজকের পোস্টে আপনাদের সামনে তুলে ধরব পর্তুগাল বনাম সুইজারল্যান্ড লাইভ খেলা আপনি কিভাবে ও কখন বাংলাদেশ সময়ে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।
পর্তুগাল বনাম সুইজারল্যান্ড লাইভ খেলা বাংলাদেশ সময়সূচী
বাংলাদেশ সময় আর ৭ ডিসেম্বর বুধবার রাত ১:০০ টায় আপনি এই লাইভ ম্যাচটির সরাসরি সম্প্রচার বিভিন্ন টিভি চ্যানেল, ফেসবুক ওয়াচ, ওয়েবসাইট স্ট্রিমিং, অ্যাপ স্ট্রিমিং এর মাধ্যমে উপভোগ করতে পারবেন। ৬ ডিসেম্বর প্রথম প্রহরে খেলাটি অনুষ্ঠিত হবে কাতার থেকে সরাসরি।
পর্তুগাল বনাম সুইজারল্যান্ড লাইভ খেলা পরিসংখ্যান
পর্তুগাল এ পর্যন্ত সুইজারল্যান্ডের সাথে ২৫ বার মুখোমুখি। এই ২৫ বারের মধ্যে তারা জিতেছেন ১১ বার আর সুইজারল্যান্ডের সাথে হেরেছে ৯ বার। আর ৫ টি খেলা উভয়পক্ষ ড্র করেছেন।
পরিসংখ্যান ঘাটলে দেখা যায় যে, পর্তুগালেরই ভালো করার সমীকরণ বেশি। কিন্তু এক্ষেত্রে সুইজারল্যান্ড ও কিন্তু পিছিয়ে নেই তাদেরও যথেষ্ট ভালো করার রেকর্ড রয়েছে পর্তুগালের সাথে।
পহেলা জানুয়ারি ১৯৪২ সালে পর্তুগাল সুইজারল্যান্ডকে ৩-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের। ঐদিকে ১৩ নভেম্বর ১৯৭৪ সালের সুইজারল্যান্ড পর্তুগালকে সেই একই সূত্র ধরে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছিল।
২৯ অক্টোবর ১৯৮৬ সালের সুইজারল্যান্ড আর পর্তুগাল ১-১ গোলে ড্র করেছিল। ১১ নভেম্বর ১৯৮৭ সালে উভয় দলই গোলশূন্য অবস্থায় ড্র করেছিল।
তারিখ | ম্যাচ | স্কোর | কম্পিটিশন |
১ মে ১৯৩৮ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ১-২ | ফিফা ওয়ার্ল্ড কাপ |
৬ নভেম্বর ১৯৩৮ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ০-১ | ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি |
১২ই ফেব্রুয়ারি ১৯৩৯ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ২-৪ | ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি |
১ জানুয়ারি ১৯৪২ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ৩-০ | ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি |
২১ মে ১৯৪৫ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ০-১ | ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি |
৫ জানুয়ারি ১৯৪৭ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ২-২ | ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি |
১৬ মে ১৯৫৯ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ৩-৪ | ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি |
২৯ এপ্রিল ১৯৬৪ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ৩-২ | ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি |
১৬ এপ্রিল ১৯৬৯ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ১-১ | ফিফা ওয়ার্ল্ড কাপ |
২ নভেম্বর ১৯৬৯ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ফিফা ওয়ার্ল্ড কাপ | |
১৩ নভেম্বর ১৯৭৪ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ০-৩ | ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি |
৩০ মার্চ ১৯৭৭ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ১-০ | ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি |
২৪ মার্চ ১৯৮২ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ১-২ | ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি |
২৯ অক্টোবর ১৯৮৬ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ১-১ | ইউইএফএ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ |
১১ নভেম্বর ১৯৮৭ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ০-০ | ইউইএফএ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ |
২৬ এপ্রিল ১৯৮৯ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ৩-১ | ফিফা ওয়ার্ল্ড কাপ |
২০ সেপ্টেম্বর ১৯৮৯ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ২-১ | ফিফা ওয়ার্ল্ড কাপ |
৩১ মার্চ ১৯৯৩ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ১-১ | ফিফা ওয়ার্ল্ড কাপ |
১৩ অক্টোবর ১৯৯৩ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ১-০ | ফিফা ওয়ার্ল্ড কাপ |
১৫ জুন ২০০৮ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ০-২ | ইউইএফএ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ |
৬ সেপ্টেম্বর ২০১৬ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ০-২ | ফিফা ওয়ার্ল্ড কাপ |
১০ অক্টোবর ২০১৭ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ২-০ | ফিফা ওয়ার্ল্ড কাপ |
৫ জুন ২০১৯ ৩-১ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ৩-১ | ইউইএফএ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ |
৫ জুন ২০২২ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ৪-০ | ইউইএফএ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ |
১২ জুন ২০২২ | পর্তুগাল বনাম সুইজারল্যান্ড | ০-১ | ইউইএফএ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ |
অ্যাপ স্ট্রিমিং এর মাধ্যমে পর্তুগাল বনাম সুইজারল্যান্ড লাইভ খেলা দেখার উপায়
বর্তমানে অ্যাপ ব্যবহার করার মাধ্যমে সকলেই বিভিন্ন ধরনের জিনিস দেখছেন, শিখছেন এবং করছেন। এক্ষেত্রে ফুটবল কেন পিছিয়ে থাকবে?! ফুটবল লাইভ ম্যাচ দেখার জন্য আপনি একটি অ্যাপ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি যে অ্যাপটি ব্যবহার করবেন সেটি হচ্ছে টফি (Toffee) ও মোবড্রো (Mobdro) অ্যাপ। এই দুটি অ্যাপ খুব জনপ্রিয় বাংলাদেশে ফুটবল লাইভ ম্যাচ সরাসরি দেখার জন্য। এছাড়া আরও একটি অ্যাপ রয়েছে সেটি হচ্ছে জিও সিনেমা (JioCenema)। ফুটবল লাইভ ম্যাচ দেখার জন্য এই অ্যাপ তিনটি হলো:
আপনি এখানে প্রতিটি খেলার লাইভ সহ পর্তুগাল বনাম সুইজারল্যান্ড লাইভ ম্যাচ খেলার আগে সব ধরনের ধারণা বিস্তারিত বিষয় থাকবে।
এখানে দেখুন: কাতার বিশ্বকাপ লাইভ 2022 ম্যাচ.
- টফি (Toffee) ও
- মোবড্রো (Mobdro) অ্যাপ
- জিও সিনেমা (JioCenema)
সমাপ্তি: পর্তুগালের জয়ের পাল্লা ভারী হলেও সুইজারল্যান্ড কিন্তু কোন দিক থেকে কম নয় তারাও কিন্তু নিজেদের এই শক্তিশালী প্রতিপক্ষকে সবসময়ই জোরালোভাবেই নিয়েছিল। সেই ধারাবাহিকতায় কখনো পর্তুগাল সুইজারল্যান্ডকে হারিয়েছে কখনো সুইজারল্যান্ড পর্তুগালকে। কিন্তু নিজের প্রতিপক্ষকে কখনোই এগিয়ে যেতে দেয়নি কেউ।
কিন্তু পরিসংখ্যানের হিসেবে পর্তুগাল একটু হলেও এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড এর তুলনায় এবং তাদের দলে যেখানে রোনালদোর মতো প্লেয়ার যেখানে আছে সেখানে একটু হলেও সুইজারল্যান্ডকে চিন্তায় পড়তে হবে!
কিন্তু মাঠের কথা কেউ বলতে পারেনা। কারণ ফুটবল এমন একটি ম্যাচ যেখানে প্রতি মুহূর্তে ম্যাচ যে কারো হাতে চলে যেতে পারে। কিন্তু তারপরও দেখার বিষয় শক্তিশালী প্রতিপক্ষের সাথে সুইজারল্যান্ড কি করে। আর সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে ৭ ডিসেম্বর রাত ১:০০ টা পর্যন্ত, যেদিন পর্তুগাল বনাম সুইজারল্যান্ড লাইভ খেলা অনুষ্ঠিত হবে।