আজকের ফুটবল খেলা কোন চ্যানেলে দেখাবে?
আজকের ফুটবল খেলা কোন চ্যানেলে দেখাবে? | আজকের ফুটবল লাইভ খেলা দেখার উপায়
ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও প্রচলিত খেলা। ফুটবলের জনপ্রিয়তার ছোট একটা উদাহরণ দিলেই ব্যাপারটা স্পষ্ট হুয়ে যাবে। তা হলো, সারা পৃথিবীতে মো ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি মানুষ ফুটবল খেলা পেশাদারিত্বের কারমে খেলে থাকে। ফুটবলের সবচেয়ে বড়ো আয়োজন দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা ওয়ার্ল্ডকাপ ; যা গত ২০১৮ ফিফা বিশ্বকাপে সারা বিশ্বে প্রায় ৪০০ কোটি বা জনসংখ্যায় অর্ধেক মানুষ বিশ্বকাপ সরাসরি দেখেছে।
ফিফা বিশ্বকাপ বা ফুটবলের যেকোনো টুর্নামেন্ট দেখতে গিয়ে আজকের ফুটবল খেলা কোন চ্যানেল দেখাবে, এই প্রশ্ন নিয়ে উদ্বেগ, উৎকন্ঠা, রিসার্চ মোটামুটি সবাই করে থাকে। টি-স্পোর্টস, সনি নেটওয়ার্ক কোম্পানির ইএসপিএন, Bein Sports, Star Sports select 1&2,Ptv Sports ইত্যাদি চ্যানেল গুলো তে বাংলাদেশে ফুটবল সম্প্রচার করে থাকে সরাসরি।
আরো দেখুনঃ
আজকের ফুটবল খেলা কোন চ্যানেলে দেখাবে?
আজকের ফুটবল খেলা কোন চ্যানেলে দেখাবে?, বিশ্বকাপ সহ বিশ্বখ্যাত সব লীগ গুলো যেমন ইংলিশ প্রিমিয়ার লীগ, লা লীগা, বুন্দেসা লীগ,উয়েফা চ্যাম্পিয়নস লীগ ও ইউরোপীয় বা বিশ্বের যেকোনো প্রান্তের খেলা এই চ্যানেল গুলো তে সার্বক্ষণিক দেখা যেতে পারে।
টি-স্পোর্টস বা T Sports
T Sports বা Titas Sports বাংলাদেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল। বসুন্ধরা গ্রুপের এই চ্যানেল ২০২০ সাল থেকে বাংলাদেশে ব্রডকাস্টিং শুরু করলেও ২০২১ সালে তাদের চ্যানেলের HD ভার্সন চালু করে। চলতি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লীগ, ঘরোয়া সমস্ত লীগ, লা লীগার মতো জনপ্রিয় সব টুর্নামেন্ট তারা সম্প্রচার করে থাকে।
Sony Network
Sony Network India Limited এর অফিশিয়াল ভার্সন বাংলাদেশের ক্যাবল ও ব্রডব্যান্ড লাইনে সরাসরি সম্প্রচার করে। Sony Ten 1, Sony Ten 2 Sony Ten 3, Sony Six ও Sony Espn এ ইউয়েফা চ্যাম্পিয়নস লীগ,উয়েফা ন্যশনন্স লীগ ও ইউরো’র সব টুর্নামেন্ট সম্প্রচার করে বাংলাদেশে।
Star Sports
Star Sports বাংলাদেশের একমাত্র সম্পুর্ন ভারতীয় স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেল। স্টার স্পোর্টস ভারতীয় ক্রিকেট বেশি ফলো করলেও তাদের Star Sports Select 1,2, 3 তে বুন্দেসালীগা সহ ইউরোপিয়ান লীগের খেলা সম্প্রচারিত হয়।
Bein Sports
কাতারের মিডিয়া গ্রুপ Bein Sports Network Limited এর অফিশিয়াল চ্যানেল Bein Sports এর অনেকগুলো ভার্সন যেমন Bein Sports 1,2,3,4,5, premium সহ বিভিন্ন চ্যানেল ; যারা মূলত মধ্য প্রাচ্য থেকে শুরু করে হলেও সারা পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবলের বিভিন্ন টুর্নামেন্ট সম্প্রচার করে থাকে। যেমন বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লীগ, প্রিমিয়ার লীগ, লা লীগা, সহ ইউরোপ এবং ইউরোপের বাইরের শীর্ষস্থানীয় টুর্নামেন্ট গুলো সম্প্রচার করে থাকে।
P Sports
বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল গুলোর অন্যতম হলো পাকিস্তান ভিত্তিক স্পোর্টস চ্যানেল PTV Sports. পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় লীগ সহ ইউয়েফার বিভিন্ন টুর্নামেন্টের খেলার সরাসরি সম্প্রচার করে থাকে P Sports বাংলাদেশে।
ফেসবুকে কিভাবে দেখাবে ফুটবল খেলা?
আজকের ফুটবল খেলা কোন চ্যানেলে দেখাবে, এই প্রশ্নের অনেকটাই উত্তর দিয়ে ফেসবুক। কেননা পৃথিবী জুড়ে সমস্ত ফুটবল ম্যাচের ফেসবুক লাইভ কোনো না কোনো ভাবেই পাওয়া সম্ভব। এক্ষেত্রে উপায় হচ্ছে ফেসবুকের সার্চ অপশনে গিয়ে,
- Search option এ ক্লিক করে Live Football match লিখে সার্চ করতে হবে। অথবা আপনি যে টুর্নামেন্টের খেলা দেখতে চান সেই টুর্নামেন্টের নাম সহ Live Football Match লিখে সার্চ দিলে পাবে।
- ফেসবুকে আলাদা দেশ বিবেচনায় অনেক সময় রেস্ট্রিকটেড থাকতে পারে সেক্ষেত্রে VPN এ ব্যবহার করে সেই দেশ সিলেক্ট করে রাখলে সমাধান মিলতে পারে।
আজকের ফুটবল ম্যাচ কোন ওয়েবসাইটে দেখাবে?
আজকের ফুটবল ম্যাচ আরও কিছু ওয়েবসাইট আছে বিশ্বজুড়ে, যা লাইভ ফুটবল ফ্রি দেখার সুযোগ করে দিচ্ছে আমাদের। তন্মধ্যে,
- Dora TV
- Live NetTV Apk
- Durbin TV
- HD Streamz
- Yacine TV
- koora Live Tv
- Stream IndiaTv
- Oreo Tv
- Thop TV pro
- Ten Spots Live Tv
- Aos TV
- BDiX Livr Tv
- Redbox TV
- Kingobd Sports
ওয়েবসাইট গুলোতে সরাসরি যেকোনো ম্যাচ দেখতে পাবেন বিশ্বজুড়ে। তবে কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে VPN এর সহায়তা নেওয়ায় প্রয়োজন হতে পারে।
আজকের ফুটবল ম্যাচ কোন চ্যানেলে দেখাবে এবং তার পরিসংখ্যান জানার উপায়
আজকের ফুটবল ম্যাচ কোন চ্যানেলে দেখাবে, এই সব জানার পর ফুটবল ম্যাচ গুলোর লাইভ তথ্য সহ বিভিন্নরকম পরিসংখ্যান যেমন পাসিং এক্যুরেসি, কি পাস, গোলের চান্স, বিগ চান্স, ট্যাকেল, ইন্টারসেপশন, ব্লক,গোল কিপারের সেইভ, ফাউল সহ সমস্ত তথ্য দেয় এমন কিছু ওয়েবসাইট আছে।তন্মধ্যে Sofascore, Footmob, Aiscore, Espn, Livescore এর মতো ওয়েবসাইট গুলোতে ম্যাচের লাইভ স্কোর এবং পরিসংখ্যানের পাশাপাশি কমেন্ট্রি,আপডেট ও প্রতিম্যাচের অসংখ্য নিউজ ও ডেটা পেতে পারেন।
আপনি এখানে প্রতিটি খেলার লাইভ সহ খেলার আগে সব ধরনের ধারণা বিস্তারিত বিষয় থাকবে।
এখানে দেখুন: আজকের ফুটবল লাইভ খেলা দেখার উপায়.
আজকের ফুটবল খেলা কোন চ্যানেলে দেখাবে -FAQ
১.ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ বিশ্বকাপের কত তম আসর?
উত্তর: ২২ তম।
২.ফিফার বর্তমান সভাপতি কে?
উত্তরঃ জিয়ান্নি ইনফান্তিনো। ( ইতালি)
৩.ফিফার বর্তমান সদর দপ্তর কোথায়?
উত্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
৪. ফিফা কয়টি অঞ্চলে বিভক্ত?
উত্তর: ৬ টি।
উপসংহার: ফুটবল একটা গ্লোবাল স্পোর্টস। আজকের ফুটবল খেলা কোন চ্যানেলে দেখাবে? ফুটবল সারা বিশ্বের ২০০ এর অধিক দেশকে একই সুতায় আবদ্ধ করতে সক্ষম হয়েছে। ফুটবলের অর্থ, মিডিয়া কাভারেজ, ব্রডকাস্টিং, আলোচনা অন্য যেকোনো স্পোর্টসের চেয়ে অনেক এগিয়ে। সবকিছুই প্রমাণ করে ফুটবলের জনপ্রিয়তা বিশ্বব্যাপী।