জার্মানি বনাম জাপান লাইভ ম্যাচ | জার্মানি বনাম জাপানের বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং
জার্মানি বনাম জাপান লাইভ ম্যাচ দেখার নিয়ম | Germany vs Japan Live Match 2022 জার্মানি বনাম জাপানের বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং
কাতারে চলছে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২। ৩২ দলের ৮ টি গ্রুপে বিভক্ত হয়ে চলছে এই ফুটবলের মহারণ। তন্মধ্যে গ্রুপ ই তে জার্মানি, স্পেনের মতো জায়ান্টের সাথে সাথে রয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন জাপান ও। আগামী ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৭ টাই মাঠে নামবে ইউরোপ ও এশিয়ার দুটি দেশ। জার্মানি বনাম জাপান ম্যাচ দেখার উপায়,দুই দলের স্কোয়াড প্রিভিউ সহ ট্যাকটিক্স নিয়ে, আলোচনা ক্রমান্বয়ে নিম্নরুপ।
আরো দেখুনঃ সরাসরি ফুটবল খেলা দেখার সফটওয়্যার.
জার্মানি বনাম জাপান লাইভ ম্যাচ পরিসংখ্যান
জার্মানি বনাম জাপান এর আগে মাত্র ৪ বার মুখোমুখি হয়েছে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে। যার দুইটা ম্যাচ ড্র হলেও বাকি দুইটা ম্যাচ জার্মানি জয়লাভ করে। যার ফলাফল ছিল:
- Germany 1-1 Tunisia
- Japan 3-0 Germany
- Germany 1-0 Japan
- Japan 2-2 Germany
কাতার বিশ্বকাপ জার্মানি বনাম জাপান লাইভ ম্যাচ এর বিস্তারিত এই লিংকে ক্লিক করুন। এখানে প্রতিটি খেলার লাইভ দেখাসহ আরো বিস্তারিত বিষয় থাকবে।
এখানে দেখুন: কাতার বিশ্বকাপ ২০২২ লাইভ ম্যাচ.
জার্মানি বনাম জাপানের বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং
জার্মানি বনাম জাপানের লাইভ ম্যাচ দেখার পূর্বে অবশ্যই দুই দল সম্বন্ধে সাম্যক জ্ঞান অর্জন আবশ্যক, তাহলে খেলা দেখা তুলনামূলক অনেক সহজ হবে।
জার্মানি
জার্মানি এমন একটা দল যাদের রিসেন্ট ফর্ম যেমনই হোক বিশ্বকাপের মতো বড়ো মঞ্চে তারা কখনো নিস্প্রভ থাকে না, বরাবরই দুর্দান্ত ফুটবল খেলে তাদের চিরাচরিত প্রেসিং এর ছন্দে। হ্যান্সি ফ্লিকের অধীনে এট্যাকিং জার্মানি ৪-২-৩-১ এর টিপিক্যাল ফর্মেশনে দল সাজাবে এবং তাদের এই ফর্মেশনের জন্য রয়েছে তাদের কিছু পার্ফেক্ট খেলোয়াড়। তাদের সম্ভাব্য একাদশ হতে পারে নিম্নরুপ :
আরো দেখুন: জার্মানি খেলোয়ারের নাম ও ছবি.
গোলকিপার : এখানে সর্বকালের ইতিহাসে অন্যতম সেরা অভিজ্ঞ ম্যানুয়াল ন্যুয়ারের কোনো বিকল্প নাই। সাব হিসেবে আছে মার্ক আন্দ্রে টের স্টেগান।
ডিফেন্স: জার্মানির ডিফেন্স বরাবরের মতোই রক সলিড। রুডিগার, স্লোটারব্যাক, সুলে, গিন্টার,কেহরের ও ক্লোসট্যারম্যান থাকবে মেইন ডিফেন্ডার হিসেবে। দুই ফুলব্যাকে ডেভিড রউম ও জোনাস হফম্যান থাকবে।
মিডফিল্ড : মিডফিল্ডে রয়েছে বায়ার্ন মিউনিখের তথা বিশ্বের অন্যতম সেরা দুই মিডফিল্ডার ও মিডফিল্ড জুটি জশুয়া কিমিখ ও লিওন গোরেৎজকা। ইল্কে গুন্দোগান, জুলিয়ান ব্র্যান্ডেটের মতো অভিজ্ঞরা থাকভে বিকল্প বদলি হিসেবে।
ফরোয়ার্ড : ফরোয়ার্ড লাইনয়াপ মিডিফিল্ডের মতো বিশ্বসেরা না হলেও অভিজ্ঞ ও তরুণদের সংমিশ্রণ রয়েছে। তবে একজন পিওর ফিনিশারের অভাব বোধ করবে হয়তো টিমো ওয়ার্নারের ইনজুরিতে পড়ায়। এট্যাকে রয়েছে সাবেক গোল্ডেন বুট বিজয়ী থমাস মুলার, দুই উইং এ গ্যানাব্রি ও লিরয় সানে এবং ফিনিশিং রোলে থাকবে কাই হ্যাভার্টজ। ফরোয়ার্ড লাইনে নতুন আগ্রহ তরুণ তুর্কী জামাল মুশিয়ালা। তাছাড়া সাব হিসেবে থাকবে ইউসুফ মৌকুকা ও ফলক্রুগের মতো তরুণ ও অভিজ্ঞ কিছু খেলোয়াড়।
জাপান
জার্নানির মতো এতটা তারকাবহুল দল না হলেও তিউনিসিয়া একটা জাপান বরাবরই একটা ভারসাম্য পূর্ণ দল। শেষ ১০ ম্যাচে মাত্র ৪ টি হারের বিপরীতে জিতেছে ৪ টি, ড্র করেছে আরও ২ টি। দলে বলার মতো কোনো তারকা না থাকলেও রয়েছে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে রয়েছে একটা গোছানো দল।তবে সাম্প্রতিক সময়ে পার্ফরমেন্স খুব একটা সন্তোষজনক নয় সাবেক এশিয়ান চ্যাম্পিয়ন দের।
কোচ হিসেবে রয়েছে তাদেরই স্বদেশী হাজেমি মরিয়াসু। স্ট্রাইকার হিসেবে সাবেক লিভারপুলের তারকা মিনামিনো, ডিফেন্ডার হিসেবে আর্সেনালের টমিয়াসু ও মিডফিল্ডার কুবো দলের প্রধান তারকা ও। সাধারণত ৪-২-৩-১ ফরমেশনে খেললেও জার্মানির এট্যাকের বিপক্ষে তারা লো ব্লক ডিফেন্স করে কুইক কাউন্টারে যাওয়ার ট্যাকটিক্স নিয়েই মাঠে নামবে।
জার্মানি বনাম জাপান লাইভ ম্যাচ দেখার উপায়
জার্মানি বনাম জাপান ম্যাচ টিভিতে বাংলাদেশে টি-স্পোর্টস ও জি টিভি তে সরাসরি দেখা যাবে। তাছাড়া অনলাইনে পেইড মাধ্যমের রয়েছে Rabbithole, Binge,Toffee, Bioscope এর মতো অনলাইন প্ল্যাটফর্ম যেখানে নির্দিষ্ট সময় বা টুর্নামেন্টের জন্য নির্দিষ্ট অর্থ দিয়ে সাবস্ক্রিপশন প্যাক কিনতে হয়৷
তাছাড়া ওয়াইফাই ব্যবহারকারীদের লাইভ স্ট্রিমের ক্ষেত্রে আরও কিছু ওয়েবসাইট আছে যেমন Beinmatch.com ও Yallashoot.com অন্যতম। আরও কিছু অনলাইন অ্যাপ আছে যেগুলো প্লে-স্টোরে ও গুগল থেকে সরাসরি ডাউনলোড করা যায়। ডেনমার্ক বনাম তিউনিসিয়া ফ্রি লাইভ ম্যাচ দেখার জন্য অ্যাপগুলো হলো :
- Dora TV
- Live NetTV Apk
- Durbin TV
- HD Streamz
- Yacine TV
- koora Live Tv
- Stream IndiaTv
- Oreo Tv
- Thop TV pro
- Ten Spots Live Tv
- Aos TV
- BDiX Livr Tv
- Redbox TV
- Kingobd Sports
উপসংহার: সুতরাং গ্রুপ পর্বের অত্যান্ত চমকপ্রদ একটা ম্যাচ অপেক্ষা করছে দর্শকদের নিকট যেখানে এসে এক হবে ইউরোপ ও এশিয়ার দুই পাওয়ার হাউস। গ্রুপ ই তে জার্মানি বনাম জাপান লাইভ ম্যাচ অত্যান্ত গুরুত্বপূর্ণ কেননা স্পেন ও রয়েছে গ্রুপে, যার ফলে শেষ ১৬ তে ওঠার লড়াইয়ে জাপানের সাথে জয় নিয়ে এগিয়ে যেতে চাইবে নিশ্চিত ভাবেই জার্মানি।